নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোভিয়েত বৈমানিক এবং মহাকাশচারী ইউরি গ্যাগারিন। তিনিই সর্বপ্রথম ব্যক্তি যিনি ১৯৬১ সালের ১২ই এপ্রিল সাবেক সোভিয়েত ইউনিয়নের ভস্টক নামক নভোযানের নভোচারী হয়ে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করে সাফল্যের সংগে পৃথিবীতে ফিরে আসেন। এর ফলে গ্যাগারিন মানবজাতির ইতিহাস মহাশূন্যে প্রবেশকারী প্রথম মানুষ হন। ঐতিহাসিক এই ভ্রমনের জন্য গ্যাগারিন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করে দেশে বিদেশে বহু পুরস্কার এবং পদক লাভ করেন। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার ১৯৬৮ সালের ২৭ মার্চ মাত্র ৩৪ বছর বয়স্ক গ্যাগারিন মস্কোর উপকন্ঠে সাধারন জংগী বিমানের উড্ডয়নের প্রশিক্ষনে বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেন। আজ এই মহাকাশচারীর ৪৭তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুৃবার্ষিকীতে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। শ্রদ্ধাঞ্জলি। ইউরি গ্যাগারিন সম্পর্কে আরো জানতে চাইলে ক্লিক করুন এখানে।
২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: বিজন'দা কৃতজ্ঞতা জানবেন।
২| ২৭ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
গ্রিন জোন বলেছেন: শ্রদ্ধাঞ্জলি গোর্কিকে। ধন্যবাদ নুরু ভাই.....
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।