নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
বিংশ শতাব্দীর সূচনা লগ্নের মুসলমান লেখকদের মধ্যে অগ্রসর, আধুনিক ও অসাম্প্রদায়িক মননশীল গদ্য লেখক কাজী ইমদাদুল হক। তিনি ছিলেন একাধারে কবি, প্রবন্ধকার, উপন্যাসিক, ছোট গল্পকার ও শিশু সাহিত্যিক। শুধু সাহিত্য নয়, তিনি ছিলেন একজন সমাজসংস্কারক। স্বসমাজের মঙ্গলকামী ছিলেন বলেই তিনি বঙ্গীয় মুসলিম সমাজে বিদ্যমান রক্ষণশীলতার বিরুদ্ধে লড়াই করে গেছেন। অন্ধভক্তির মূলোৎপাটনের জন্য তিনি সাহিত্যিক সক্রিয়তাকে কাজে লাগিয়েছেন। সমাজের অনগ্রসরতার পাশাপাশি অভূতপূর্ব সাম্প্রদায়িক সম্প্রীতির কথাও তিনি তুলে ধরেছেন। তার অন্য কিছু রচনা থাকলেও একটি মাত্র অসমাপ্ত উপন্যাস আব্দুল্লাহ রচনা করে তিনি যে, কৃতিত্বের নিদর্শন রেখে গেছেন তাই তাকে বাংলা সাহিত্য স্মরণীয় করে রেখেছে। শিক্ষা বিভাগে বিভিন্ন কাজে অসামান্য দক্ষতা, গভীর দায়িত্ববোধ ও উদ্ভাবনী শক্তির স্বীকৃতি স্বরূপ তৎকালীন বৃটিশ সরকার তাকে ১৯১৯ সালে খান সাহেব এবং ১৯২৬ সালে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে তাকে সম্মানিত করা হয়। বরেণ্য এই কথাসাহিত্যিক ১৯২৬ সালের ২০ মার্চ মৃত্যুবরণ করেন। প্রায় বিস্মৃত মনিষী কাজী ইমদাদুল হকের ৯০তম মৃত্যুবার্ষিকী আজ। খান সাহেব ও খান বাহাদুর উপাধিতে ভূষিত সু-সাহিত্যিক কাজী ইমমাদুল হকের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। খান বাহাদুর কাজী ইমমাদুল হক সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করতে পারেন
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ বিজন'দা
সবসময় সাথে থেকে
প্রতিটি লেখায় মন্তব্য
করার জন্য। শুভেচ্ছা ও
শুভকামনা আপনার জন্য সব্সময়।
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২২
বিজন রয় বলেছেন: আমি আপনার সাথে দেখা করতে চাই, সময় হবে?
শেখ রফিক এটা করতেন একসময়। কোবিদ করতেন একসময়? এখন আপনি করছেন।
অসম্ভব সুন্দর একটি কাজ। আপনারা কি এক অপরের পরিচিত?
অথচ ব্লগে দেখেন কেউ এটা পড়তে চায়না। এরা আবার নিজেদের নিয়ে খুব বড়াই করে। আর আছে ধর্ম নিয়ে।
আপনার জন্য শুভকামনা।
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: অসংখ্য ধন্যবাদ বিজন'দা আপনাকে
আপনার সুন্দর আগ্রহের জন্য।
অনুগ্রহ করে জানাবেন কোথায় থাকেন
আপনি। আমার সাথে মেইলে যোগাযোগ
করতে পারেন, অথবা ফোনে !
৩| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯০ তম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।
ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই।
২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আবুহেনা ভাই
ব্যস্ততার কারণে সবসময় যোগাযোগ করতে
পারছিনা বলে দুঃখিত। আপনার মঙ্গল ও সু-স্বাস্থ্য
কামনা করছি। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯
বিজন রয় বলেছেন: শ্রদ্ধাঞ্জলি।