নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
আজ ২৭ ডিসেম্বর বলিউড এর জনপ্রিয় অভিনেতা সালমান খানের ৫০ তম জন্মবার্ষিকী। তাঁর ছবি হেসে-খেলে ১০০ কোটির ব্যবসা তুলে ফেলে! বলিউড ছবিতে অভিনয় করে বলিউড রেকর্ড- এর অবদান চিত্রায়িত করার জন্য ভারত সরকার ২০০৮ সালে তাকে রাজীব গান্ধী বিনোদন অসামান্য কৃতিত্ব পুরস্কারে সম্মানিত করেন। এছাড়াও তিনি চলতি সময়ে ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব। তার বাণিজ্যিকভাবেও সফল এক অভিনেতা। এমন তারকার জন্মদিনের কেকটাও কি আর সাধারণ হওয়া মানায়? তার উপর জন্মদিনটাও যখন বেশ বড়সড়- পাক্কা ৫০-এর! তাই, সুরাত থেকে সলমন খানের ভক্তরা এক আশ্চর্য কাণ্ড ঘটিয়ে ফেললেন এবারের জন্মদিনে৷ পুরো ৪০০ ফুট লম্বা একটা জন্মদিনের কেক বানালেন তাঁদের প্রিয় ভাইজানের জন্য ৷যার ওজন ৪ হাজার কেজি বা প্রায় ৯ হাজার পাউন্ড। কেকটি তৈরির প্রক্রিয়া শুরু হয় গত ২৫ ডিসেম্বর থেকে। স্থানীয় ব্রেডলাইনার বেকারিতে তৈরি করা হয়েছে কেকটি। এটি তৈরির সময় ১৫ হাজার সালমান ভক্ত ভীড় করেন সেখানে। লিমকা বুক অব রেকর্ডস এবং গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের সদস্যরা বিশ্ব রেকর্ডের বিষয়টি রেজিস্টার করতে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। কটি সুরাত থেকে এসে পৌঁছিয়েছে মুম্বইতে। রীতিমতো মণ্ডপ করে সেই কেক সাজিয়ে রাখা হয়েছে৷ ভক্তরা এসে দেখে যাচ্ছেন কেকটা৷ লাইন দিয়ে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ঘুরে সবিস্ময়ে দেখছেন তাঁরা!এত দেখার কী আছে?কেকটা যে শুধু দৈর্ঘেই নজরকাড়া নয়৷ ধবধবে সাদা সেই ভ্যানিলা কেকের উপরে নানাছবি থেকে সলমনের নানা মুহূর্তের এডিবল ছবিও আছে ৷সলমনের এই জন্মদিনের কেক এক রেকর্ড গড়তে চলেছে৷ এত বড় হওয়ার জন্য গিনেস বুক অব রেকর্ডে নাম উঠছে তার!গিনেস কর্তৃপক্ষ পাকা খবরটা দিলেই সেই কেক কাটা হবে! তার পর তা বিলিয়ে দেওয়া হবে গরিব শিশুদের মধ্যে ৷ এটাই সলমনের ইচ্ছা । ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহন করেন বলিউড সুপার স্টার সালমান খান। খানের পুরো নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। তার পিতা সেলিম খান, মাতা সুশিলা চরক খান। তিনি ইতোমধ্যেই ৮০টির বেশী হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। বিবি হো তো এহসি চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে ১৯৮৮-তে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তাঁর অভিনীত প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র মেনে পেআর কিয়া (১৯৮৯) সালে, এজন্যে তিনি ফিল্মফেয়ার পুরস্কার শ্রেষ্ঠ নবাগতার পুরস্কার লাভ করেন. এরপর থেকে নব্বইয়ের দশকে তিনি বলিউডে বেশ কিছু ব্যবসা সফল হিন্দি চলচ্চিত্র উপহার দেন, যেমন সাজান (১৯৯১), হাম আপকে হ্যায় কোন..! (১৯৯৪), কারণ অর্জুন (১৯৯৫), জড়ুয়া (১৯৯৭), পিয়ার কিয়া তো দারনা কিয়া (১৯৯৮) এবং বিবি না. ১। পরিবার সিনেমা হাম সাথ সাথ হ্যায় (১৯৯৯), করণ জোহর এর রোমান্টিক ড্রামা কুছ কুছ হোতা হ্যায় (1998),দাবাং (২০১০), দেহরক্ষী (২০১১), এক থা টাইগার (২০১২), ভীর (২০১৪) এবং বাজরাঙ্গি ভাইজান (২০১৫), প্রেম রতন ধন পায় (২০১৫)। করণ জোহর এর রোমান্টিক ড্রামা কুছ কুছ হোতা হ্যায় (১৯৯৮), এই ছবির জন্য সালমান খানকে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর জন্য ফিল্মফেয়ার পুরস্কার এ ভূষিত করা হয়।
৫০তম জন্মদিন উপলক্ষে প্রকাশ পাচ্ছে সালমান খানের প্রথম আত্মজীবনী। বইটি লিখেছেন জসিম খান নামের দিল্লির একজন সাংবাদিক। বইটির প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন ইন্ডিয়া। সালমানের আত্মজীবনীমূলক এ বইয়ের নাম ‘বিইং সালমান’। বইটিতে থাকবে তার ব্যক্তিগত এবং পারিবারিক অনেক অজানা তথ্য। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত নানা কারণে খবরের শিরোনামে দেখা যায় সালমানকে। সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই-এর সঙ্গে প্রেম, এরপর বিচ্ছেদ নিয়ে অনেক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ জন্য অনেকের সঙ্গে হাতাহাতি করে সমালোচিতও হয়েছেন সালমান। পরবর্তীতে ক্যাটরিনা কাইফ, সঙ্গীতা বিজলানি, সোমি আলি, লুলিয়া ভেন্তুরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গেছে সালমানের। এ ছাড়া ‘হিট অ্যান্ড রান’ এবং ‘কৃষ্ণসার হরিণ’ মামলা নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এ তারকা। ২০০২ সালের ২৮ সেপ্টেম্বর, সালমানের গাড়ি বান্দ্রায় বেকারিতে ধাক্কা মারে। ওই সময় বেকারির বাইরে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন চারজন। এরপর সালমানের বিরুদ্ধে নারকীয় হত্যার (ইন্ডিয়ান পেনাল কোর্ট ৩০৪ ধারা) পাশাপাশি বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ হত্যা (২৭৯ ধারা), ব্যক্তিকে আঘাত (৩৩৭ ধারা) এবং সম্পত্তি নষ্ট (৪২৭ ধারা) বিষয়ে মামলা করা হয়। দীর্ঘ ১৩ বছর ধরে চলে আসা হিট অ্যান্ড রান মামলা থেকে সম্প্রতি নির্দোষ প্রমাণিত হয়েছেন সালমান খান। চলতি বছরের ৬ মে, সালমানকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের স্থানীয় দায়রা আদালত । পরে সালমানকে জামিনে মুক্তি দেয় উচ্চ আদালত। তারপর থেকেই এ মামলা উচ্চ আদালতে বিচারাধীন ছিল। গত ১০ ডিসেম্বর, হিট অ্যান্ড রান মামলার সকল অভিযোগ থেকে সালমানকে মুক্তি দেন উচ্চ আদালত। বলিউড সুপারস্টার সালমান খান তার জীবনের হাফ সেঞ্চুরি ছোঁয়ার এমন আনন্দের মুহূর্তকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনে ব্যস্ত সালমান ভক্তরা। বিভিন্ন গ্রুপ সালমানের জন্মদিন উৎযাপনের এ অনুষ্ঠানে অংশ নিবেন বলে জানা গেছে। জন্মদিনে সালমান নিজেও এ ভক্তদের জন্য বিশেষ বার্তা পাঠাবেন বলে শোনা যাচ্ছে। শুভ জন্মদিন বলিউড সুপারস্টার!
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: সম্ভবত ঠিক যায়গাটিতে স্পর্শ করেছেন !!
আমারও তাই ধরণা!! দেখা যাক কোথাকার পানি
কোথায় গিয়ে দাড়ায়!
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
শাহাদাত হোসেন বাবলু বলেছেন: হাম দিল দে চুকে চানাম ,,,, আমার একটা প্রিয় মুভি
২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: দারুনস............................
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
ঢাকাবাসী বলেছেন: সাংগাতিক ভাল অভিনয় করেন তিনি। তার জন্মদিনে তাকে শুভেচ্ছা আর আপনাকে ধন্যবাদ।
২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ ঢাকাবাসী
চমৎকার মন্তব্যে শুভেচ্ছা জানানোর জন্য।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৪
টোকাই রাজা বলেছেন: জন্মদিনে সালমান নিজেও এ ভক্তদের জন্য বিশেষ বার্তা পাঠাবেন বলে শোনা যাচ্ছে।
বার্তাটি কি উনি অতিসত্বর বিয়ে করছেন।