নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
দক্ষিণা বাতাস ঘুরে গিয়ে যখন
উল্টো দিক হতে বইবে,
নিমেষেই পাল্টে যাবে বাগানের আবহাওয়া,
তীব্র গরম কেটে গিয়ে, অনুভব হবে মৃদুমন্দ শীত।
কাকের বাসায় ডিম পাড়া কোকিলের দল
চলে যাবে অন্য কোথাও উষ্ণতার খোঁজে
এতদিন বনে বাঁদাড়ে, বিলে ঝিলে
প্রচুর খাবার ছিল, এখন তো নেই।
পত্রঝরা সেই দিনগুলোতে
মুখ লুকোবে মধুকরেরাও,
বাগানের গাছগুলো ভরে যাবে
নিবিড় শূণ্যতায়।
হে বাগানের রাখালেরা তোমরা শোন,
পাখিদের বিদায়ের সেই দিনে
তোমরা নির্মম হয়ে উঠোনা,
যারা চলে যেতে চায়, যাকনা।
হাঁড়কাপানো শীতের পথ ধরে
আবারও উড়ে আসবে পরিযায়ী পাখির দল
বরণ করে নিও তাদের,
কুয়াশার কোন ভোরে, পরম মমতায়।
-------------------------------------
দিন বদলের গান
জিয়া চৌধুরী, চট্টগ্রাম।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:১৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার লিখেছেন।
৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৮
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এটা দারুন!
কবিতাটার ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে। এরকম একটা কবিতা আমিও লিখতে চাই, কিন্তু আসে না।
আজকাল কবিতার পাঠক কেন জানি অনেক কম মনে হচ্ছে ব্লগে। আপনার কবিতাটা অনেক বেশি রিচ পাওয়ার যোগ্যতা রাখে।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:১২
নব ভাস্কর বলেছেন: দিন বদলের গান
ভরিয়ে দিল প্রাণ।