নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
আলো আসবেই
সেই অন্ধকারের সীমাহীন গভীরে তাকিয়ে
দীর্ঘক্ষন সেখানে দাঁড়িয়ে, ভাবছিলাম, ভয়ে,
ইতস্ততভাবে,
কিন্তু মৃত নই, স্বপ্নের ভিতর দেখা কোন স্বপ্নে
যখন স্বপ্ন দেখার মত কিছুটা সাহসী হয়েছি।
অথচ নীরবতা তখনো ভাঙ্গেনি,
এবং নিস্তব্ধতাও কোন টোকা দেয়নি।
তারা কেবল একটা শব্দই বলেছিল
ফিসফিস করে, "আলো আসবেই!"
আমিও ফিসফিসিয়ে প্রতিধ্বনির সাথে
বিড়বিড় করে বললাম, "আলো আসবেই!"
শুধু এটুকুই, আর কিছু না
===============
বাংলাকরণ- জিয়া চৌধুরী।
এডগার এলান পো'র The Raven কবিতার আংশিক বাংলাকরণ।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০২
জিয়া চৌধুরী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৩:৪৬
মোহাম্মদ গোফরান বলেছেন: জিয়া ভাই
কেমন আছেন?
সুন্দর কবিতা।
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩
জিয়া চৌধুরী বলেছেন: ভাল আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ৯:৩২
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩
জিয়া চৌধুরী বলেছেন: আপনার কমেন্ট পেয়ে ভাল লাগছে
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:০৩
খায়রুল আহসান বলেছেন: কবে আসবে জানিনা, তবে আমিও আছি এই প্রত্যাশায়- আলো আসবেই!
১০ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৩
জিয়া চৌধুরী বলেছেন: আসবে হয়তো শিগ্রই
©somewhere in net ltd.
১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলো আসার প্রতিক্ষায় রইলাম।