নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
এক ফুয়ে উড়ে যাক শকুনের গণতন্ত্র বিলাস
উর্দির ছায়াতলে নিস্পাপ হাসিমাখা মুখে
খামছে ধরেছে আজ জাতীয় পতাকা।
মানুষের নোনাধরা বিবেকে আজো কি-
বাজেনি বিদ্রোহের সাইরেন সুর?
চেতনার প্রলোভনে খাবি খায় রক্তাক্ত মানবতা,
অথচ, আপাদমস্তক সভ্য নাগরিক আমরা।
জ্বলন্ত মানুষ, একটি বুলেট, নিরোর বাঁশি অথবা কল্পিত নগরীর দ্বারে-
প্রিয় স্বাধীনতার অপেক্ষায় ঠায় বসে থাকা জাতির বিবেক।
২১ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০
জিয়া চৌধুরী বলেছেন: সহমত
শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ২১ শে জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৭
ভিটামিন সি বলেছেন: আমাদের বিবেকে গ্যাংগ্রিন ধরেছে। কুইনাইনে ও সারবে না। পুরো বিবেক এক ইঞ্চি স্তরসহ উপড়ে ফেলে তরুন বিবেক বসাতে হবে।