নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Zia Chy is a Journalist, Online Activist & Land Law Consultant. Working to rebuild a welfare State.

জিয়া চৌধুরী

আমি বাংলাকে ভালবাসি

জিয়া চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

বুলেট বিষয়ক

১৭ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

একটি দিকভ্রান্ত বুলেট কখনো মানুষ চেনেনা
বুলেটের কোন আত্মীয় পরিজন নেই,
ধনী – নির্ধন নেই, ধর্ম – অধর্ম বুঝেনা।
একটি বুলেট রাজনীতির তত্বকথা সম্পর্কেও অবগত নয়
সিভিলিয়ান ও আইনশৃংখলা রক্ষাকারীর মধ্যেও সে ভেদাভেদ করতে পারেনা।
একটি বুলেট শুধু খুঁজে নিতে পারে একটি নরম দেহ
যে দেহে একটু আগেও ছিল ধুকপুক করা প্রাণ।
প্রকৃতপক্ষে-
বুলেটের পিছনের মানুষটির উপরেই নির্ভর করে বুলেটের গতিপথ
বুলেট আসলে প্রতিমূর্হুতেই দিকভ্রান্ত, প্রাণ হন্তারক
বুলেট কখনোই কাউকে রক্ষা করতে পারেনা,
বাঁচাতে পারেনা, শুধু মারতে পারে।
বুলেট কখনো কখনো বুমেরাং হয়ে উঠে।
প্রতিপক্ষের দিক থেকেও ছুটে আস্তে পারে পাল্টা বুলেট।
তাই বুলেটের কখনোই কোন বন্ধু নেই।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৭

অন্ধবিন্দু বলেছেন:
জিয়া,
ব্যবহার করতে জানলে বুলেট সবই পারে। মানুষের মাথা বলে কথা।

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৫

জিয়া চৌধুরী বলেছেন: বুলেট যে ছোড়ে তার অবশ্যই পাল্টা বুলেট গ্রহণের বিষয় মাথায় রাখা দরকার

২| ১৭ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

মহানাজমুল বলেছেন: সুন্দর

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৫

জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।

তবে শান্তি প্রক্রিয়ার একটি কিন্তু অস্ত্রীকরণ । অবশ্য নিরস্ত্রীরণ হতে পারে ।

কবিতায় দারুন একটি আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন।

তবে কি বুঝাতে চেয়েছেন সবকিছু ছাপিয়ে সেটিই মুখ্য হয়ে ওঠে । :)

২১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:২৬

জিয়া চৌধুরী বলেছেন: যা বোঝাতে চেয়েছি আসলে তা বোঝাতে চাইনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.