নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
তোমাকে কখনও বুঝিনি,
নিঃসীম নিসর্গতায়, মিলিয়ে গিয়েছ,
কখনো খুজিনি।
আমাদের কখনও কোন প্রণয় ছিলনা
হাতে হাত রেখে স্বপ্নও দেখিনি।
দুজনে বিচ্ছিন্নতায় কাটিয়ে দিয়েছি
অন্তত একযুগেরও বেশি, মনে পড়েনি।
অথচ, দেখো হৃদয়ে সুরটুকু ছিলো
কোন এক শিল্পীর ছোয়ায় বেজে উঠা
মাতাল ছন্দ, ঠিকই মিলিয়ে দিল।
হয়তো আমরা বয়ে যাওয়া নদীর মত
ভেসে যাব, অনন্তের পথ ধরে চিরকাল।
অথবা, এখানেই শেষ হবে সবকিছু-
প্রণয়ের সমাপ্তি টেনে দিব, স্বাক্ষী মহাকাল।
২২-১২-২০১৪ জিয়া চৌধুরী।
(অন্তত একযুগ পর ফিরে পাওয়া কাউকে উৎসর্গ)
©somewhere in net ltd.