নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
নিজের আসল নামে ব্লগিং করা এখন রিষ্কি ব্যাপার হয়ে দাড়য়েছে। উল্লেখযোগ্য হারে ব্লগার কমে যাওয়ার এটা একটা কারণ। ব্লগিং করতে গিয়ে কেই বা অন্যের কোপদৃষ্টতে পড়তে চায়। রাষ্ট্রের ঘটে যাওয়া নানা অনিয়মের বিরুদ্ধে এই ব্লগ থেকেই আমরা বহুবার আন্দোলন গড়ে তুলেছি। মানবিক সাহায্যের হাত বাড়িয়েছি। একে অন্যের সুখে দুখে সামিল হয়েছি। রুপগঞ্জ আন্দোলন, রানা প্লাজা ট্রাজেডি, শাহবাগ আন্দোলনের ইতিহাস তো আমাদের নিকট অতীত। বেশ বুঝতে পারছি সাম্প্রতিক আইসিটি আইনের প্রয়োগ ব্লগারদের উপর বেশ প্রভাব ফেলতে শুরু করেছে। মুক্ত চিন্তা প্রকাশের এই সুযোগটুকু যদি না থাকে তাহলে ব্লগারদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়ে তা বিস্ফোরিত হতে বেশী সময় লাগবেনা। ধর্মীয় অবমাননা বাদে ব্লগের বাকি বিষয় আইসিটি আইনের আওতামুক্ত রাখা হোক। ব্লগে মত প্রকাশের সুষ্ট পরিবেশ ফিরে আসুক। এটাই প্রত্যাশা।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০০
জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৩
রাজীব নুর বলেছেন: সহমত ১০০%
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৩| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৩
শেহজাদ আমান বলেছেন: সহমত ! ভালো লিখেসেন!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫
জিয়া চৌধুরী বলেছেন: শুভকামনা
৪| ০৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৪
আনোয়ার কামাল বলেছেন: ঠিকই বলেছেন।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫
জিয়া চৌধুরী বলেছেন: শুভেচ্ছা
৫| ০৮ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
এ্যাংগরী বার্ড বলেছেন: মজার আবদার। তাহলে সবাই মতামতই লিখেই কাজ সারবে। ওরা অত বোক নয়।
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
জিয়া চৌধুরী বলেছেন: মতামত জানাতে না পারলে বাক স্বাধীনতা রইল কই?
৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৫
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: সহমত সুতীব্রভাবে
৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৮
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: প্লাস দিয়ে গেলাম পোস্টে, মনের কথাটা বলার জন্য
যদিও আগেও বহুবার এ নিয়ে বলেছি বহু জায়গায় ...
এখানেও আছে, দেখতে পারেন...
আরো একটি কারেন্ট জাল/ কালো আইন এবং মুক্ত বিবেককে রুদ্ধ দুয়ারের হাতছানি !!
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
জিয়া চৌধুরী বলেছেন: আপনার লিখা পড়লাম, ভালো লাগল
৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১০
বাকপ্রবাস বলেছেন: সহমত
৯| ০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫০
নীল_সুপ্ত বলেছেন: রাষ্ট্র যখন ফ্যাসিজমের ধারক বাহক প্রবলভাবে, সেখানে মুক্তমত দমন হবে দুর্ভাগ্যজনকভাবে স্বাভাবিক, দৃঢ় চিত্তে বলতে পারি, অদূর ভবিষ্যতেই কয়েকজন ব্লগার গ্রেফতার হবেন...
১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০২
জিয়া চৌধুরী বলেছেন: সেটাই দুঃশ্চিন্তার বিষয়
১০| ০৫ ই জুন, ২০১৪ ভোর ৬:৪৫
কালের সময় বলেছেন: যে যাই বলেন আমরা যারা ব্লগার আছি তাদের জন্য কিনতু এই একটি স্থানই ছিলো যেখানে কিছু সত্যের মুখো মুখি হওয়া যেত সেতাও শেষ পযন্ত মনে হয় আর হবে না এতা আমাদের জন্য অতন্ত দুঃখ জনক বিষয় । তবে সরকার পক্ষকে একটু আমাদের মানে আমরা ব্লগার ভাই যারা আছি আমাদের কথা
একটু চিন্তা করার জন্য আবেদন জানাইলাম ।
©somewhere in net ltd.
১| ০৮ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: সহমত।