নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
আমিনুর রহমান জেসন ভাইয়ের একটা ফেসবুক ট্যাগ পেয়েছিলাম। চট্টগ্রামে ব্লগ ডে পালন করার ব্যাপারে। ব্যাপারটা আসলেই খুব উৎসাহব্যঞ্জক। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ, ব্লগ ডে তে যাওয়া আমার মত অনেকের জন্যই প্রতিকুলে।
সামু ব্লগে লিখিনা অনেক দিন ধরে। কিছুটা অভিমান হয়তো রয়েছেই। ব্লগারদের ব্যক্তিগত মান অভিমান অনেক সময় ভার্চুয়াল জগত ছেড়ে বাস্তব জগতে চলে আসে। তখন কিছুটা রাগ লাগে বৈকি।
ব্লগ ডে এবার ঠিক মত পালিত না হলেও আগামীতে আরও জম্পেশ ভাবে পালিত হবে নিশ্চয়ই। সব্বাইকে শুভেচ্ছা।
দুযোর্ধন দা'র একটা স্ট্যাটাস নজর কাড়ল==
সে এক দেশ ছিল । দেশের লক্ষ পরিবার শেয়ারে সর্বস্বান্ত হলেও অর্থমন্ত্রী ঠিকই লক্ষ টাকা ইনকাম করে ফেলতে পারতেন । সে দেশের সুখ ও স্বাচ্ছন্দ্যের পরিমান এতই বেশি ছিলো যে তথ্যমন্ত্রী টক-শোতে বক্তব্য দিয়েই জীবিকা নির্বাহ করতেন । যোগাযোগমন্ত্রী ছিলেন সবচাইতে সৎ লোক । তার ছিল মাত্র ৫৫ হাজার নগদ টাকা । অবসরে বই লিখে সংসার চালাতেন । সেই দেশে কালো বেড়াল চুরি করে দুধ খেতো না । বেড়ালীনির সাকূল্যে ৬ লক্ষ টাকা দিয়ে বেড়াল দিন যাপন করতো ।
শুধু এক ধনী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী । উনার দেড় লক্ষ টাকা ছিল । সেইটাকা প্রতিদিন সন্তান দিতো । সেই টাকার সন্তানের নিয়মিত ডেলিভারী করার জন্য ওনাকে বাধ্য হয়ে প্রায় ৬০০ দিন ১৮৭টা দেশে কাটাতে হয়েছিল !
সাথে আমার একটা স্ট্যাটাস ফ্রিতে ==
= = হলমার্ক, ডেসটিনি, শেয়ার বাজার, গ্রামীণ ব্যাংক, সাগর রুনি, ইলিয়াস, পদ্মা সেতু, মতিঝিল, বিডিআর, সোনালি ব্যাংক, রেলওয়ে, কুইক রেন্টাল।
# # উফফ, এখন বাংলা পরীক্ষা চলতেসে। পাকিস্তান পোন্দানীর টাইম। ইংরাজী পরীক্ষার সাজেশান এখন দিওনা।
= = এই পরীক্ষার আগে সুজাতা সিং নামে আরেকটা পরীক্ষা আসছিল। ওইদিন মনে হয় আপনারে পরীক্ষার হলে দেখিনাই।
# # সুজাতা সিংয়ের ব্যাপারে নো কোশ্চেন। ওই পরীক্ষা আমরা দিমুনা।
= = ওহ আচ্ছা বুঝছি। ভারতের ব্যাপারে সাত খুন মাপ। ওইটা নাক গলানো নহে।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪
জিয়া চৌধুরী বলেছেন: সামু ব্লগে প্রায়ই আসলেও আগের মত ব্লগিং করার মানসিকতা নাই।
আপনার জন্য শুভকামনা
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪
শুঁটকি মাছ বলেছেন: ব্লগ ডের শুভেচ্ছা রইল।
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩
জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ
৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৬
জেমস বন্ড বলেছেন: এইবার জানি কেমন কেমন হইয়া গেলো তাই না
২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪
জিয়া চৌধুরী বলেছেন: হ
©somewhere in net ltd.
১| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬
খন্দকার আরাফাত বলেছেন: পুরানো কোন ব্লগারের পোস্ট দেখলে আপন আপন লাগে কয়েকজন ছাড়া পুরানো কেউ নেই ++++++++++
ব্লগ ডের শুভেচ্ছা জিয়া ভাই।