নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Zia Chy is a Journalist, Online Activist & Land Law Consultant. Working to rebuild a welfare State.

জিয়া চৌধুরী

আমি বাংলাকে ভালবাসি

জিয়া চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

সরকার ও নির্বাচন কমিশন এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে।

২৬ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

স্ট্যাটাস ১ ঃ নির্বাচনের যে দিনক্ষন ঘোষনা করা হয়েছে তা মনে হয় শুধু আওয়ামীলীগের জন্যই ঘোষনা করা হয়েছে। এত দ্রুততর নির্বাচনের শিডিউল বাংলাদেশের ইতিহাসে কখনও হয়েছে কিনা আমার জানা নেই। আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে এবং এরশাদ করছে। দলীয় প্রার্থীদের সাক্ষাতকার, বাছাই, মনোনয়ন পত্র প্রদানের কাজ শেষ করতে আওয়ামীলীগ গতবার দুই মাসের অধিক সময় নিয়েছিল। দলীয় প্রার্থী বাছাইয়ে ভোটের মাধ্যমে তৃণমূলের মতামত কে প্রাধান্য দিয়েছিল। এবার তার কিছুই সম্ভবত হচ্ছেনা। এরশাদ এই সময়ের মধ্যে সবকিছু শেষ করা সম্ভব নয় বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিএনপির তো প্রশ্নই আসেনা।



এই তফসিলের সময়সীমা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে চরম বেকায়দায় ফেলার জন্য এবং এটা গনতন্ত্র চর্চার পথ রুদ্ধ করেছে।।।।



এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে স্বয়ং সরকার ও নির্বাচন কমিশন এই নির্বাচনকে প্রহসনের নির্বাচন প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে।



স্ট্যাটাস ২ ঃ গণতন্ত্র চর্চার নামে, সুস্থ রাজনীতি চর্চার নামে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেয়া বা পেশী শক্তির জোরে অন্যের কন্ঠরোধ করার প্রচেষ্টা কখনও শুভ ফল বয়ে আনেনি। এই দেশে প্রত্যেক মানুষ স্বাধীন চিন্তা চেতনার অধিকারী এবং প্রত্যেক নাগরিককে তার মত প্রকাশের সুযোগ দিতে হবে। ক্ষমতা জোর করে আকড়ে থাকা যায়না। মানুষের মন জয় করেই ক্ষমতায় টিকে থাকতে হয়। সুতরাং বর্তমান পরিস্থিতি যে ভবিষ্যত রাজনীতির জন্য শুভ নয় তা হলপ করে বলা যায়। আজ যেভাবে বিএনপি জামায়াতকে কোনঠাসা করা হচ্ছে কাল একই ভাবে মতের অমিল হলে অন্যদেরও যে একই ভাবে কোনঠাসা করা হবে না তা কে বলতে পারে।



বিরোধী শক্তিকে দমন নির্যাতন করে দমানো যায়না, এই সত্য আওয়ামীলীগ যত দ্রুত বুঝতে পারবে ততই মংগল।



স্ট্যাটাস ৩ ঃ নির্বাচনে না ভোট দেয়ার বিধান রাখা হউক। তারপর বোঝা যাবে নির্বাচন জনগণ কতটুকু গ্রহণ করেছে।

সেনাবাহিনী দিয়ে কি ভোটারদেরকে ঘর থেকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.