নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাংলাকে ভালবাসি
কবি নজরুল আর রবীন্দ্রনাথ এই দুইজনের মধ্যে তুলনা করতে বললে আমি এক নাম্বারে নজরুলকেই রাখবো। তবে রবীন্দ্রনাথকে দুই নাম্বারে নয়। মাঝখানে আরো কয়েকজনকে রাখার পরই রবী ঠাকুরের স্থান হবে।
ভাবছেন কেন আমি এত ব্যবধান টানছি? ভাবছেন রবীন্দ্রনাথ নোবেল পাওয়া কবি, বিশ্বকবি উপাধী প্রাপ্ত কবি, দুই বাংলা ছাড়িয়ে বিদেশে পর্যন্ত তার হাজারো ভক্তকুল, তাকে প্রথম না করে আমি কবি নজরুলকেই কেন প্রথম করলাম?
নজরুলের জন্ম, বেড়ে উঠা ও মৃত্যু- নজরুলের পুরো সময়টুকুই এক যুদ্ধ, এক সংগ্রাম। আজন্মকাল লড়তে থাকা এই যোদ্ধা কখনও জীবিকার জন্য, কখনও দেশের জন্য, কখনও সাম্যের জন্য, কখনও অসহায় মানুষের জন্য, কখনও নিজের রোগের বিরুদ্ধেই লড়াই করে গেছেন। আজন্ম হার না মানা এই কবি কখনও কারও রক্তচক্ষুকে ভয় করেননি। শাষকের জিঞ্জির ভেংগে আজীবন গেয়ে গেছেন মানবতার গান, বিদ্রোহের গান, সাম্যের গান, ইশ্বরের গান, প্রেমের গান, বিরহের গান।
এক যুদ্ধবাজ কবি, অভাব অনটনে পুরোটা জীবন কাটিয়ে দেয়া এক প্রকৃত মানুষ।
নজরুলের সাথে তুলনায় কোথায় রবীন্দ্রনাথ? বড়লোকের বাড়ির ছেলে। পুরোদস্তুর পড়ালেখা জানা কবি। আরামে আয়েসে ঘুরে বেড়িয়ে যিনি কবিতা লিখতেন তিনি কিভাবে বুঝবেন হাজারো মানুষের বেদনা।? তিনি কিভাবে বুঝবেন একজন মানুষ ঠিক কি পরিস্থিতিতে রুটি বানানোর চাকরি করে। তিনি কিভাবে বুঝবেন কবিতা লেখার দায়ে জেল খাটার অবনর্নীয় কষ্ট ও ৪০ দিন অনশনে থাকার যন্ত্রনা?
এখানেই কবি নজরুল আর রবীন্দ্রনাথের পাথর্ক্যে।
অনেক সংক্ষেপেই লিখলাম। পাথর্ক্যে লিখতে গেলে পুরো এক সপ্তাহ লিখেও শেষ করা যাবেনা।
নিচের একটা উদাহরণ দেখেন >>
============
আমার মাথা নত করে দাও হে তোমার
চরনধুলার তলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলই করি অপমান,
আপনারে শুঘূ ঘেরি়য়া ঘেরিয়া
ঘুরে মরি পলে পলে ।
সকল অহংকার হে আমার
ডুবাও চোখের জলে ।
=================
রবীন্দ্রনাথের উপরের কবিতাটির জবাবেই নজরুল লিখেছিলেন
------------------->
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-
আমি চির-উন্নত শির!
--------====---------
আপনাদের মতামত কী?
২৫ শে মে, ২০১৩ রাত ১০:১২
জিয়া চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল।
২| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫০
সৈয়দ নূর কামাল বলেছেন: নজরুল সে তো নজরুল। আমাদের জাতীয় কবি।
গোলামী শেখায়নি। শিখিয়েছে গোলামী থেকে মুক্তির শব্দমালা।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫৬
জিয়া চৌধুরী বলেছেন: নজরুল ছিলেন দ্রোহের কবি। গোলামীর জিঞ্জির ভেংগে এ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন।
৩| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
মি.সিম্পলম্যান বলেছেন: যোগ্যাতার মাপকাঠি এভাবে হয় না আপনি যেভাবে করেছেন। দুজনই মহান লেখক। আপনি বলেছেন একজন ধনী আর একজন খেটে খাওয়া অর্থাৎ যদি দুজনকেই খেটে খেতে হত তবে কবি নজরুল এগিয়ে থাকতেন। ভাই লিখতে চাইলেই লেখা যায় না এর জন্য আলাদা একটা মন লাগে যা অনেক ক্ষেত্রে গড গিফটেড। আলাদা ভাবনার জগৎ লাগে।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০০
জিয়া চৌধুরী বলেছেন: যোগ্যতার মাপকাঠি আসলেই এভাবে হয়না।
দুজন দুঘরানার কবি। তবে একজন সহজিয়া কবি অপরজনে বহু দু:খে বহু কষ্টে কবি।
মাপকাঠি ধরে বিবেচনা করলে পাথর্ক্যেটা আরো বাড়বে, কমবেনা।
৪| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
আরািফন বলেছেন: অব্যশই নজরুল....
২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৮
জিয়া চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য ভাল লাগল। অনেক দিন পর সামুতে এলেন। কেমন আছেন?
৫| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
লিন্কিন পার্ক বলেছেন:
নজরুলের কবিতা , গান শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায় .....আর রবীন্দ্রসঙ্গীত শুনলে ঘুম পায়
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৫২
জিয়া চৌধুরী বলেছেন: কি বলেন? সত্যি?
নজরুলের ও অনেক ঘুমপাড়ানী গান আছে।
তবে ঘুমভাঙ্গানী গানের সংখ্যাই বেশী।
৬| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
বাংলার হাসান বলেছেন: নজরুল আমার প্রিয়।
তারপরেও বলবো যোগ্যাতার মাপকাঠি করতে গিয়ে অন্যকে ছোট করাটাও উচিৎ নয়।
বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪০
জিয়া চৌধুরী বলেছেন: কবি নজরুলের চেয়ে গীতিকার নজরুল যে অনেক শক্তিশালী তা সবার জানা। গীতাঞ্জলি কাব্যের সব গান নজরুলের মুখস্ত ছিল। এসব গান তিনি ভালো গাইতেও পারতেন। কবিগুরু ড. মুহাম্মদ শহীদুল্লাহর কাছে এ তথ্য শুনে বিস্মিত হন। বলেন- অদ্ভূত স্মৃতিশক্তি তো! আমার গীতাঞ্জলির গান সব তো আমারই মনে থাকে না।
৭| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২
খেয়া ঘাট বলেছেন: নজরুল সাম্যবাদের এক মহান কবি। এক বিরল প্রতিভা। দুখের সাথে প্রতিনয়ত জীবন ঘষে ঘষে চলেছে যার জীবন। আর এ দুখের সাথে জীবন ঘষে ঘষে যে বারুদ তিনি প্রজ্জ্বলন করেছেন-তা চির ভাস্বর নক্ষত্র হয়েছে বাংলা সাহিত্যের দীপ্তিমান আকাশে।
কিন্তু উনাকে প্রতিযোগিতার মাঠে নামাতে হবে কেন?
নজরুল এগিয়ে থাকবেন, রবীন্দ্রনাথ পিছনে থাকবেন, আবার রবীন্দ্রনাথ এগিয়ে থাকবেন ,নজরুল পিছিয়ে থাকবেন- এরকম ভাবতে হবে কেন।
নজরুল -রবীন্দ্রনাথ দুজনেই বাংলা সাহিত্যের এক স্ফটিক সদা বহমান ঝরণাধারা। মন চাইলে সেখানে অবগাহন করে সজীব হোন, তবে সে জলে অযথা ঢিল ছুঁড়ে কোনো লাভ নেই। আর ঢিল ছুঁড়লেও ঝরণার প্রবাহমান ধারা কখনো রুদ্ধ হবেনা।
আপনাকে ধন্যবাদ।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:০৯
জিয়া চৌধুরী বলেছেন: সুন্দর মন্তব্য আপনার। ভাল লাগল।
তবে একটা সময়ে এসে দুজনের ব্যক্তিগত জীবনেও কিন্তু একে অপরকে ছাড়িয়ে যাবার একটি প্রবনতা ছিল। তুলনা প্রসঙ্গটি সে কারণেই এসে যায়।
৮| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মেহেদী হাসান '' বলেছেন: নজরুল আর রবীন্দ্রনাথকে তুলনা করে তারাই যারা তাদের বই পড়ে নাই।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:১১
জিয়া চৌধুরী বলেছেন: জ্বী ভাই। তাদের বই পড়ার সুযোগ হয়নাই। একটু সাহায্য করবেন কি?
৯| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২০
রাজীব নুর বলেছেন: “নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি “বসন্ত” গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে ‘কবি’ বলে অভিহিত করেছি। জানি, তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস, তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ। আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করোনি, অবজ্ঞাভরে চোখ বুলিয়েছ মাত্র।
কাব্যে অসির ঝনঝনা থাকতে পারে না, এসব তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বৈকি! আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমেও ঐ সুর বাজত।”
-রবীন্দ্রনাথ ঠাকুর।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩০
জিয়া চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টি শেয়ার করার জন্য।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩২
জিয়া চৌধুরী বলেছেন: রবীন্দ্রনাথের চেয়ে নজরুল ৩৮ বছরের ছোট। যখন বসন্ত গীতিনাঠ্যটি উৎসর্গ করা হয় তখন কারাবন্দী নজরুলের বয়স মাত্র তেইশ। বর্তমানে কোন প্রবীন কবি এরকম কোন তরুন কবিকে নিজ বই উৎসর্গ করতেন কিনা সন্দেহ আছে। এখানেই রবীন্দ্রনাথের বিশাল হৃদয়ের প্রমাণ পাওয়া যায়।
১০| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
খাটাস বলেছেন: আমার কাছে মনে হয়, রবি বাবু সোনার পড়তে ঘেরা মাটির চামচ। আর কাজী নজরুল ধূলার আবরণে ঢাকা সোনার চামচ।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৫
জিয়া চৌধুরী বলেছেন: এত কড়া ভাষায় বলবেন না। আমি রবী ঠাকুরকে অপমান বা ছোট করার জন্য এই পোষ্ট করিনি।
আমার উদ্দেশ্যে দু জনকে কেন্দ্র করে গঠনমূলক কিছু আলোচনা বা সমালোচনা জানতে পারা। যা ইতোমধ্যে অনেকেই করছেন।
ধন্যবাদ।
১১| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
বুলবুল আহমেদ পান্না বলেছেন: এইসব হাস্যকর তুলনার অবতারনা করাই অর্থহীন ব্যাপার
২৫ শে মে, ২০১৩ রাত ৯:২৩
জিয়া চৌধুরী বলেছেন: তুলনার ব্যাপারটা বরাবরই চলে এসেছে। আপনি না চাইলে গ্যালারীতে বসতে পারেন।
১২| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এপোলো বলেছেন: আমার মনে হয় না,,,,,,,, ব্যক্তিগত জিবন নিয়ে তুলনা করার।
১৩| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
প্রািন্ত বলেছেন: এই দুইজনের মধ্যে এভাবে তুলনায় গিয়ে নিজেকে মহাজ্ঞানী হিসাবে জাহির করার চেষ্টা করা হয়েছে। দুজনই অত্যন্ত বড় মাপের কবি ছিলেন। তাদের তুলনা করা আপনার-আমার মত মানুষের উচিত নয়। এখানে এক শিয়ালের সাথে আরও অনেক শিয়াল হুক্কা হুয়া করেছে। আমার মনেহয় শুধুমাত্র যারা কথায় কথায় হিন্দু- মুসলমান এবং ধর্মকে টেনে আনেন, তারাই এসব করতে পারেন। সুতরাং আপনাকে ধন্যবাদ দেয়া গেল না।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:২১
জিয়া চৌধুরী বলেছেন: আপনি পোষ্ট না পড়েই মহা জ্ঞানী সেজে গেছেন। তাই সবাইকে শিয়াল ভাবছেন। এখানে কোথায় হিন্দু মুসলমান আর ধর্মকে টেনে আনা হলো বুঝায়ে দিয়ে যাবেন।
না হলে কিন্তু এ ধরণের মন্তব্যর জন্য কড়া গালি দিতে বাধ্য থাকব।
১৪| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
বিডি আমিনুর বলেছেন: নজরুল নজরুলই অন্য কারো সাথে তুলনা হয় না।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:০৫
জিয়া চৌধুরী বলেছেন: কঠিন ভাবে সহমত পোষন করছি।
১৫| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ধূসর পানিপোকা বলেছেন: সাহিত্য সমালোচনা করেন লেখার দর্শন নিয়ে,বিস্তৃতি নিয়ে,সাহিত্যের শাখা নিয়ে,তাদের নাটক নিয়ে,কবিতা নিয়ে,উপন্যাস নিয়ে,গান নিয়ে।ব্যাক্তিজীবন প্রাসঙ্গিক তবে সাহিত্যমূল্যের মাপকাঠি নয় ।এভাবে তুলনা করে দু'জনকেই অসম্মান করছেন।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:১৭
জিয়া চৌধুরী বলেছেন: ব্যক্তিজীবনটা এসেই যায়, মাইকেল মধুসুধন দত্তকে দেখেন। যখন অগাধ প্রাচূয্যের্র মধ্যে ছিলেন তখন আমাদের অবজ্ঞা করেছেন। যখন প্রবাসে গিয়ে সেখানে প্রত্যাখাত হলেন দূভার্গ্যের শিকার হলেন, তখন বুঝতে পারলেন মাতৃভূমি কি। তখন তিনি লিখতে শুরু করলেন দেশকে নিয়ে নানান কবিতা। মানুষের ব্যক্তিগত অবস্থাই তাকে অভিজ্ঞ করে কবিতা লিখতে। যেমন কারাগারে না থাকলে নজরুল কারার ঐ লোহ কপাট, শিকল ভাঙ্গার ছল কিংবা জাগো অনশন বন্দী উঠরে যত কবিতা গুলো লিখতে পারতেন না।
১৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:১৩
নবকবি বলেছেন: তুলনা প্রসঙ্গ না আসাই শ্রেয়।
তবে সত্যিকার অর্থেই তুলনা করতে হলে আমি রবী ঠাকুরকে সেরা ১০ এও রাখতে পারব না।
তিনি মহান কবি মানবতার কবি কি?
বিশ্ব কবি রবী ঠাকুর ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীদের অগ্রজ ছিলেন।
বঙ্গভঙ্গের কারণে এপার বাংলা (বাংলাদেশ) যখন দ্রুত সমৃদ্ধির পথ পাড়ি দেওয়ার যাত্রা সম্পন্ন করতে যাচ্ছে তখন তিনি বাংলা ভাগের তুমুল বিরোধীতা করে বিপক্ষে নানা কর্মসূচিও (লখালেখি ও তত্বকথা) পালন করেছেন।
আর আর এই বাংলার মেহনতি মানুষ কৃষক শ্রমিকের রক্ত চোষা জমিদারিত্বের ধারাবাহিকতায় পদ্মায় বোটে চড়ে সাহিত্য রচনা করেছেন।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:০২
জিয়া চৌধুরী বলেছেন: এ বিষয়টাও বড় পার্থক্য গড়ে দেয়। এভাবে হাযারো উদাহরণ টানা যেতে পারে এ দুজনকে নিয়ে। আর এখানেই তুলনার বিষয়টা এসে যায়।
নজরুল যেখানে জাগতিক, ঐহ্যিক, মানবিক, দানবিক, শিশুতোষ, প্রনয়, বিচ্ছেদ সব বিষয় নিয়েই কবিতা লিখেছেন সেখানে রবীন্দ্রনাথ কতটুকু কি করেছেন তা পাঠক মাত্রই ধারণা রাখেন।
১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:১৯
কাকতড়ুয়া007 বলেছেন: কারার ঐ লৌহকপাট,
ভেঙ্গে ফেল কর রে লোপাট,
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী।
ওরে ও তরুণ ঈশান,
বাজা তোর প্রলয় বিষাণ
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।
গাজনের বাজনা বাজা,
কে মালিক, কে সে রাজা,
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?
হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি,
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে!
ওরে ও পাগলা ভোলা,
দে রে দে প্রলয় দোলা,
গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে
মার হাঁক হায়দারী হাঁক, কাধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক,
মৃত্যুকে ডাক জীবন পানে ।
নাচে ওই কালবোশাখী,
কাটাবী কাল বসে কি
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙ্গরে তালা, যত সব বন্দী শালায়-আগুন-জ্বালা, আগুন-জ্বালা,
ফেল উপাড়ি।।
দ্রোহের কবি, সাম্যের কবি নজরুল ইসলামের জম্মজয়ন্তীতে শ্রদ্ধা আর ভালবাসা। .
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪২
জিয়া চৌধুরী বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩০
ফাহিম আহমদ বলেছেন: আমার প্রানের কবি নজরুল
আপনার লেখার সাথে পুরো একমত
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৪
জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৯| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৩২
যোগী বলেছেন:
এই রকম ব্যাপারে কখনোই তুলনা করা যায় না, কেও পারেনি পারবেও না।
২৫ শে মে, ২০১৩ রাত ৮:৫৬
জিয়া চৌধুরী বলেছেন: কেন যাবেনা। শুনুন, যখন নজরুলের কবিতা লেখা শুরু তখন রবীন্দ্রনাথের দেশে বিদেশে অনেক নাম ডাক। রবী ঠাকুর বলতে সবাই অজ্ঞান। এখানে অন্য কবির দামই নেই। রবী যুগে মানুষকে রবীন্দ্র বলয় থেকে কে বের করে আনতে পেরেছিলেন? নজরুল। রবীন্দ্রনাথের সাথে সমানে সমান টেক্কা দিয়ে তাকে ছাড়িয়ে গিয়েছিলেন কে? নজরুল।
২০| ২৫ শে মে, ২০১৩ রাত ৮:৫৪
এমডি. আল-আমিন বলেছেন: দুজনই আপন প্রতিভায় বিকাশিত। কাউকে ছোট বা, কাউকে বড় করে দেখার কিছুই নেই। দুজনই গ্রেড।
২৫ শে মে, ২০১৩ রাত ৮:৫৯
জিয়া চৌধুরী বলেছেন: ছোট বড় করে দেখার ব্যাপার নয়। তুলনা করতে গেলে ছোট বড় হয়না। আমি জাষ্ট পাথর্ক্যটা বোঝাতে চেয়েছি। আমাদের বাংলার কবিগণ আমাদের সম্পদ।
২১| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:১২
জেনারেশন সুপারস্টার বলেছেন: যুক্তি আরো খন্ডাতে পারলে ভালো হয় যদিও আপনি যতটুকু বললেন ঠিক ততটুকুই শৈশবে আমার যুক্তি ছিল।যদিও পাঠ্যবইয়ের গন্ডির বাইরে এ দুইকবির খুব একটা কিছু পড়া হয় নাই তবে আমিও নজরুলকে এগিয়ে রাখব।পোস্টে আলোচনা চলুক।পর্যবেক্ষণে......
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪২
জিয়া চৌধুরী বলেছেন: আমিও যাষ্ট পোষ্ট ষ্টার্ট করেছিলাম এই উদ্দেশ্যে যদি কিছু জানা যায়। তবে ইতোমধ্যে আমি ব্যক্তি আক্রমনের শিকার হয়েছি কয়েকজনের মন্তব্য । যদি নবী রাসুলদের নিয়ে আলোচনা সমালোচনা চলতে পারে, বড় বড় রাজনীতিবিদদের নিয়ে আলোচনা চলতে পারে তাহলে এদের নিয়ে হবে না কেন? আলোচনা যে কেউই করতে পারে। নজরুল বা রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করতে কি নজরুল রবীন্দ্রনাথ হতে হবে?
আমিও পর্যবেক্ষন করছি।
ধন্যবাদ।
২২| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:১৫
জেনারেশন সুপারস্টার বলেছেন: Click This Link
২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৭
জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
২৩| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:২২
শিপু ভাই বলেছেন:
দু'জনেই অতুলনীয়। এদের তুলনা করাটা আমার মতে একটা ক্রাইম!!!
তারা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙ্গালীদের গর্ব- অমূল্য সম্পদ!!!
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৮
জিয়া চৌধুরী বলেছেন: একটু আলোচনা চলুক। দেখি নতুন কি জানতে পারি। আলোচনা সমালোচনা যে কারুরই হতে পারে। তবে কারুর অপমান আমার কাম্য নয়।
২৪| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩২
প্রোফেসর শঙ্কু বলেছেন: কবি কাজি নজরুল ইসলাম অনেক কষ্ট করে বড় হয়েছেন। তার প্রতিটি লেখায় সেই কষ্ট-উদ্ভূত বিদ্রোহের ছাপ পাওয়া যায়। তার বেড়ে ওঠার পরিবেশ তাঁকে বিদ্রোহী করেছে। তার লেখা পড়লে রক্ত টগবগিয়ে ওঠে।তিনি এখন বেঁচে থাকলে হয়তো রক গান লিখতেন বা গাইতেন
অপরদিকে রবীন্দ্রনাথ ছিলেন জমিদারের ছেলে। অভাবী ছিলেন না। তার ভেতরে সেই 'ইনার পিস' ছিল। তাই তার কবিতায় এসেছে মূলতঃ প্রেমের কথা। তা প্রিয়ার প্রতিই হোক, বা স্রষ্টার প্রতি। তার কবিতা পড়লে হৃদয় পূর্ণ হয়ে ওঠে কৃতজ্ঞতায়।
এদের মাঝে মিল - দুজনেই কাব্য চর্চা করতেন। ব্যস, আর কোন মিল নেই। এদের মাঝে কি তুলনা করবেন? তাঁদের সময়ের মানুষেরা এই দুজনের মাঝে প্রায়ই তুলনা করার চেষ্টা করতেন। সেই ব্যাপারে রবীন্দ্রনাথ কি বলেছিলেন তা তো রাজিব নূর বললেনই। আপনাকে নজরুলের কাহিনি শোনাই।
নজরুল তার এক বন্ধুর সাথে বাইরে বেরিয়েছেন। বন্ধুটি কথায় কথায় রবীন্দ্রনাথের কথা টানলেন, এবং তার কবিতা নিয়ে দীর্ঘ একটা কটূক্তি করলেন। নজরুল মনোযোগ দিয়ে শুনলেন, তারপর বন্ধুর কথা শেষ হতেই রাস্তার পাশে পড়ে থাকা একটা লাঠি (মতান্তরে বাঁশ) তুলে বন্ধুর মাথায় পটাস করে বসিয়ে দিলেন। বন্ধুটি মাথা ধরে বসে পড়ল, এবং অবাক হয়ে তাকাল।
নজরুল এবার বন্ধুর উদ্দেশ্যে একটা দীর্ঘ কটূক্তি করলেন। যার সারমর্ম - রবীন্দ্রনাথকে নিয়ে আরেকবার কিছু বললে মাথা ফাটিয়ে দেব।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৬
জিয়া চৌধুরী বলেছেন: দুজনের পারস্পরিক সম্পর্ক নিয়ে বলার কিছু নাই। একজন আরেকজনকে দারুন সম্মান, শ্রদ্ধা, ভালবাসা যা ছিল সবই করতেন।
এক বৃদ্ধ আরেক তরুণের এমন মমতাময়, স্নেহমাখা ভালবাসা দেখলে বর্তমান যুগে অবাক হতে হয়। যেখানে দেশের সব সাহিত্য বোদ্ধারা তাদের সময়েই কে সেরা সেটা নিয়ে রাতদিন আড্ডায় মশগুল থাকতো।
২৫| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৫
নবকবি বলেছেন: রবীন্দ্র যুগে নজরুল ইসলামই একমাত্র কবি যিনি কবিতা লিখে উপার্জন করতেন। এমনকি মোটরও কিনেছিলেন কবি।
জমিদার তনয় বরী ঠাকুর বই ছাপাতেন নামী প্রেসে।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৬
জিয়া চৌধুরী বলেছেন: বর্তমান সময়েই ধরুন না, অনেক কবি আছেন ফেসবুকে কবিতা লেখেন, বছর বছর দামী প্রেসে বই ছাপান, বন্ধু বান্ধবী নিয়ে প্রমোদ ভ্রমণে ঘুরে বেড়ান। অনেক টাকা পয়সা দুহাতে ওড়ান।
তবে নজরুল যতটুকু না জীবিকার তাগিদে লিখতেন তার চেয়ে বেশী লিখতেন মানবতার তাগিদে।
কোথায় জানি পড়ে ছিলাম নজরুল একবার এমএলএ প্রার্থী হয়েছিলেন। তবে ভোট চাইতে গিয়ে তিনি সে কথা ভুলে কবিতা ও গান নিয়েই পড়ে থাকতেন সারাক্ষন। ফলাফল এটাই দাড়ায় যে তিনি জামানত হারিয়েছিলেন।
২৬| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৩৮
খাটাস বলেছেন: গঠন মুলক সমালোচনা করলে তো আপনার পছন্দ হউয়ার কথা না। তাই উভয়ের সমালোচনা না করে কট্টর ভাবে নজরুলের পক্ষ নিলাম।
২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
জিয়া চৌধুরী বলেছেন: আমাকে নিয়ে ব্যক্তি আক্রমণ না হলেই হলো।
গঠনমূলক অনেক সমালোচনা নজরুলের বিপক্ষে যেতেই পারে। তাতে আমার পছন্দ অপছন্দে কি এসে যায়। আমি নজরুলকে মাথায় তুলে রবীন্দ্রনাথ গালিগালাজ করার পক্ষে নই। অপরপক্ষেও একই মত।
ধন্যবাদ পুনরায় মন্তব্য করে যাওয়ার জন্য।
২৭| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: দুজন দুজনের জায়গায় শ্রেষ্ট ! তাদের তুলনা চলে না!
২৮| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৪৯
যাযাবর ০১ বলেছেন: Muslim hole Nazrul,pakisthan abar hindu hole Rabindra nath,india...ki sundor dakha gelo
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩০
জিয়া চৌধুরী বলেছেন: নজরুলকে মুসলমানরা বলতো ধর্মদ্রোহী নাস্তিক, হিন্দুরা বলত ধর্মান্ধ, মৌলবাদী কবি। অনেকেই নজরুলকে কবি স্বীকার করতেও আপত্তি করতেন।
২৯| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫০
শিপু ভাই বলেছেন:
কে রাজপ্রাসাদে থাকতো আর কে কুড়ে ঘরে থাকতো তা দিয়ে সৃষ্টির তুলনা চলে- না করা উচিত???
উভয়েই নিজ নিজ সৃষ্টির আলোয় উদ্ভাসিত। বাংলা সাহিত্যাকাশে উভয়েই জ্বলজ্বলে সূর্য।
আমাদের সৌভাগ্য যে কাছাকাছি সময়েই আমরা তাদের পেয়েছি।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:০২
জিয়া চৌধুরী বলেছেন: বিবিসির সেরা বাঙ্গালী নিবার্চনের কথা মনে আছে? সেখানে রবীন্দ্রনাথকে দ্বিতীয় ও নজরুলকে তৃতীয় করা হয়। কেমন লাগে বলুন তো?
৩০| ২৫ শে মে, ২০১৩ রাত ৯:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: দুজেের তুলনা চলে না। বিদ্রোহী কবিতা লিখে নজরুল বলতে গেলেএক দৌড়ে কবি গুরুর বাড়িতে,,এটাই তিনি বলেছিলেন গুরুদেবআপনাকে খুন করে ফেলেছি। তারপর কবিতা পড়ে শুনালেন। নজরুল তাকে গুরুদেব বলতেন। গুরুদেব কবিতাপড়ে খুব খুশি হয়ে তাকেআশীর্বাদ করেছিলেন।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:০০
জিয়া চৌধুরী বলেছেন: ঠিক বলেছেন।
৩১| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:০৬
সিদ্ধার্থ. বলেছেন: এই ধরণের তুলনা আমরণ চলবে ।আর চলাই উচিত ।প্রত্যেকেরই ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে ।হাজার হোক, তারা ছিলেন বিনোদন কর্মী ।সুতরাং কার দ্বারা আপনি বেশি বিনোদিত হয়েছেন সেটা আপনি যাচাই করতেই পারেন ।
সেরা কবি -নজরুল (যদিও সবচেয়ে ভালো লাগে জীবনান্দ )
সেরা ছোট গল্প লেখক -রবীন্দ্রনাথ (উনি কেমন ভাবে ছোট গল্প লিখতে হু তা হাতে ধরে সবাই কে শিখিয়েছেন )
সেরা উপন্যাস -নজরুলের উপন্যাস পড়ি নাই ।তাই তুলনা করা যাছে না ।
সেরা নাটক -রবীন্দ্রনাথ
সেরা গান -কোনো কথা নেই ।অবশ্যি রবীদ্রনাথ ।বাংলা সাহিত্যের সব কিছু হারিয়ে গেলেও রবীন্দ্র সঙ্গীত টিকে থাকবে ।
সেরা গীতি নাট্য -দুজনেই ।তবে চলন্তিকা এর জন্য রবি বাবু এগিয়ে ।
সেরা অঙ্কন শিল্পী -নজরুল ছবি একেছেন বলে জানি না ।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:১০
জিয়া চৌধুরী বলেছেন: রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসটি আমার পড়া সব কয়টি প্রেমের উপন্যাসের মধ্যে শ্রেষ্ট।
যদিও সেরা উপন্যাসের তালিকায় রয়েছে শরৎচন্দ্রের শ্রীকান্ত।
নজরুল সেরা তার অমর কবিতাগুলোর জন্য। তবে তিনি তার অনেক উপন্যাসে রবীন্দ্র কবিতা তুলে ধরতেন।
৩২| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:০৭
জেনারেশন সুপারস্টার বলেছেন: ভাটিয়ারীর পাহাড়ের চির উন্নত মম শির দেখতে ভালো পাই
২৫ শে মে, ২০১৩ রাত ১০:২১
জিয়া চৌধুরী বলেছেন: রবীন্দ্র ভুবনের বাইরে বাংলা কাব্য সাহিত্যে যারা আপন ভুবন তৈরিতে সাফল্য দেখিয়েছেন তাদের মধ্যে নজরুল সেরা হলেও একইসঙ্গে তিনি ছিলেন পা থেকে মাথা পর্যন্ত এক রবীন্দ্রভক্ত। কবিগুরুর প্রতি ছিল তার অসামান্য শ্রদ্ধাবোধ। তেমনি নজরুলের প্রতি কবিগুরুর স্নেহ ছিল আমৃত্যু বহমান। সুস্পষ্ট স্বতন্ত্র ধারার কাব্য সাধনায় নজরুল অসামান্য কৃতিত্ব দেখালেও তিনি আইকন হিসেবে বেছে নেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। নজরুল করাচি সেনানিবাসে থাকতে 'সবুজপত্র' নামের একটি সাহিত্য পত্রিকায় লেখা পাঠান। স্বনামখ্যাত সম্পাদক প্রমথ চৌধুরী নজরুলের কবিতায় রবীন্দ্রনাথের প্রবল প্রভাব থাকায় তা ছাপাতে অস্বীকার করেন।
৩৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৩৫
ভারসাম্য বলেছেন: ঠিক তুলনা নয় তবে নজরুলের স্বল্পদৈর্ঘ্য সাহিত্যিক জীবন আর অনেক ঘাত প্রতিঘাত আর কূট রাজনী্তির ( জাতীয়, সামাজিক এবং পারিবারিক) স্বীকার হওয়াকে বিবেচনায় নিলে বলা যায়, নজরুলের আরও অনেক কিছু দেবার ছিল।
এই বিবেচনায় সুকান্তের নাম আরও বিষ্ময়কর ভাবে আসবে। আসবে জীবনানন্দের কথাও। তবে সার্বিক ও বাস্তব বিবেচনায় এবং শুধু সাহিত্যকর্মের দিক দিয়ে দেখলে রবীন্দ্রনাথ অবশ্যই শুধু বাংলা সাহিত্য নয় বিশ্বসাহিত্যেরই প্রায় সর্বোচ্চ আসনে থাকবেন।
২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৮
জিয়া চৌধুরী বলেছেন: আপনার সংক্ষেপিত মন্তব্য সবকজন সমালোচকের মুখ বন্ধের জন্য যথেষ্ট। এক কথায় সব বলে দিলেন । আপনাকে ধন্যবাদ।
তবে শুধু সাহিত্যকর্মের বিবেচনায় নজরুলকেই আমি সবোর্চ্চ আসনে রাখতে চাইব।
৩৪| ২৫ শে মে, ২০১৩ রাত ১০:৪৯
আরজু পনি বলেছেন:
মতামত দেয়ার মতো যথেষ্ঠ সাহস, জ্ঞান নেই ... তবে আমি নিজেও একসময় কট্টর নজরুল ঘেষা ছিলাম... রবীন্দ্রনাথের লেখা পড়ার আগ্রহ পেতাম না কিন্তু পরে মনে হয়েছে এই অনাগ্রহের কারণে বঞ্চিত হয়েছি... তাই এখন আর কোন পক্ষে নয়। দু'জনেই শ্রদ্ধেয় তাদের গুণের মহিমায়।
দরিদ্রতা থেকে যদি মহান সৃষ্টি রচিত হতো তবে আমাদের দেশে অনেক নজরুলের জন্ম হতো...ঠিক তেমনি বিলাসীতা থেকে যদি মহান সৃষ্টি হতো তবে বর্তমান সময়ের বিলিওনিয়ার ঘরে ঘরে রবীন্দ্রনাথ থাকতো
তবে যুক্তি তর্ক যতো চলবে, ততো আমাদের জানার সুযোগ বাড়বে। তাই চলুক আলোচনা। ভালো উদ্যোগ।
২৫ শে মে, ২০১৩ রাত ১১:০৭
জিয়া চৌধুরী বলেছেন: সত্য কথা
জন্ম যেখানেই হোক প্রতিভার বেড়ে উঠা কেউ কোনদিন রুখতে পারেনা।
আমি ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনেছি একটিই কারণে। উভয়ের কবিতা রচনাই ব্যক্তি জীবনের প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। যেটি প্রায় সব কবির ক্ষেত্রেই ঘটে। কবিরা ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকেই কবিতা লিখে থাকেন। আর ঠিক এই কারণেই দু জন কবিই যার যার ক্ষেত্রে অনেক উচু স্থানে সমাসীন হয়েছিলেন।
৩৫| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৬
জিয়া চৌধুরী বলেছেন: ১৯৩১ সালে ধুপছায়া নামে একটি চলচিত্র পরিচালনা করেন কবি নজরুল। সেটাতে তিনি বিষ্ণু নামে একটি চরিত্রে অভিনয়ও করেন।
তারপর ১৯৩৪ সালে সত্যেন্দ্রনাথ দে পরিচালিত ধ্রুব চলচিত্রে গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন তিনি। অই চলচিত্রে নারদের চরিত্রে অভিনয়ও করেন।
১৯৩৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রিয়নাথ গঙ্গোপধ্যায় এর পাতালপুরী চলচিত্রে সংগীত রচনা ও পরিচালনা করেন।
তার দুই বছর পর মুক্তি পায় গ্রহের ফের।
১৯৩৮ সালে মুক্তি পায় গোরা ও বিদ্যাপতি। গোরা চলচিত্রের কাহিনীকার, গীতিকার ও সুরকার তো ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। নজরুল ছিলেন সংগীত পরিচালক।
বিদ্যাপতির কাহিনীকার, গীতিকার, সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। বিদ্যাপতি ছবিটি পরে বলিউডে রিমেক করা হয়।
১৯৩৯ সালে মুক্তিপ্রাপ্ত সাপুড়ে ছবির কাহিনীকার ও গীতিকার ছিলেন নজরুল।
১৯৪১ সালে মুক্তি পায় নন্দিনী, যেটার জন্য একটা গান লিখে তাতে সুর করে দেন।
পরের বছর মুক্তি পায় চৌরঙ্গী। এটারও হিন্দী রিমেক করা হয়। বাংলা ও হিন্দী উভয়টাতে নজরুল গীতিকার হিসেবে ছিলেন।
এরপর ১৯৪৩ সালে তিনি ‘শহর থেকে দূরে’, ‘দিকশূল’ ছবিগুলোতে কাজ করেন। ‘শহর থেকে দূরে’ ছবিটিতে তিনি গীতিকার হিসেবে কাজ করেন। এছাড়াও ‘দিলরুবা’, ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন’ ছবিগুলোর সঙ্গেও নাকি যুক্ত ছিলেন আমাদের বিদ্রোহী কবি।
৩৬| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:২৮
ভারসাম্য বলেছেন: আমি আসলে সার্বিক সাহিত্যকর্মের বিবেচনার কথা বলতে চেয়েছিলাম যেমনটা উপরে সিদ্ধার্থ বললেন।
সত্যি বলতে শুধু ছোটগল্পের কথা বাদ দিলে বাংলা সাহিত্যের অন্যান্য ক্ষেত্রের কোন ক্ষেত্রেই রবীন্দ্রনাথকে আমি শ্রেষ্ঠ আসনে ভাবিনা তবে সব ধরণের সাহিত্যকর্ম বিবেচনায় নিলে এবং সেগুলো দিয়ে একটা কিউম্যেলেটিভ স্কোরিং করতে চাইলে আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ শুধু বাংলাসাহিত্যে নয়, বিশ্ব সাহিত্যের অঙ্গনেই অনেক অনেক বেশি ব্যাবধান নিয়ে সবার উপরেই থাকবেন। আর এই স্কোরকে যদি সাহিত্যজীবনের মেয়াদ দিয়ে ভাগ দিয়ে ষ্ট্রাইক রেইট বের করার চিন্তা করা হয় তাহলে আবার নজরুল, সুকান্ত আবার অনেক এগিয়ে যাবেন।
যেহেতু তুলনার ব্যাপার এসেই যাচ্ছে তাই আবার একটু গাণিতিকভাবে দেখার চেষ্টা করলাম ব্যাপারগুলোকে।
২৫ শে মে, ২০১৩ রাত ১১:৩৭
জিয়া চৌধুরী বলেছেন: নজরুলের চলচিত্র নিদের্শনার ব্যাপারটাকে কোথায় রাখবেন। সৈনিক নজরুল, রাজনীতিবিদ নজরুল বিষয়গুলাও বিবেচনায় রাখতে হবে। নজরুল ছিলেন অনেকগুলো বিষয়ে গুন সম্পন্ন। শেষ ৩৪ বছর সহ যদি আমরা পেতাম তাহলে হয়তো বাংলা ভাষায় লেখার মত আর কোন কবিতাও থাকতোনা।
৩৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪০
শিপু ভাই বলেছেন:
ঐ জরিপে আমার ঐটাই প্রেডিকশন ছিল। ১ বঙ্গবন্ধু, ২ রবীন্দনাথ ঠাকুর, ৩ কাজী নজরুল ইসলাম।- ঠিকিতো আছে।
ঐটা ছিল ভোটাভুটি। বাংলাদেশের বাঙ্গালীরাতো ভোট দিছেই- কলকাতার বাংগালীরা প্রায় সবাইই ভোট দিছিল রবীন্দনাথ ঠাকুরকে।
নজরুলের চেয়ে রবীন্দ্রনাথের ব্যাপকতা বেশি।
আবার নজরুল অনেক "রাগ" সৃষ্টি করেছে যা রবীন্দ্রনাথ করেন নাই।
নজরুল অসময়ে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারান। এতেও আমরা বঞ্চিত হয়েছি। নাঙা প্রতিকূলতা পেরিয়ে তিনি সাহিত্য ও সঙ্গীতে যা করেছেন তাকে শুধু "মহান" বলা চলে।
আবার ভাব প্রকাশের ক্ষেত্রে রবীন্দনাথের বিকল্প নাই। হেন কিছু নাই যা নিয়ে রবীন্দ্রনাথ লিখেন নাই। আপনি যেকোন পরিস্থিতির উপর রবীন্দ্রনাথের গান পাবেন।
নজরুল ছিল দ্রোহের কবি!!! রবীন্দ্রপ্রভাব থেকে সম্পূর্ণ ভিন্ন একটা ঘরানা তৈরি করতে সমর্থ হন এবং সফলও হন।
রবীন্দ্রনাথকেও অনেক প্রতিকূলতা পাড়ি দিতে হয়েছে। প্রথমেই তার লেখা সাদরে গৃহিত হয় নাই।
সবশেষে বলতে চাই- তাদের একেকটা সৃষ্টি নিয়ে পি এইচ ডি করে মানুষ। আর আমরা আসছি তাদের তুলনা টানতে- তাদের উচ্চতা মাপতে!!!
২৬ শে মে, ২০১৩ রাত ১২:০১
জিয়া চৌধুরী বলেছেন: আবারও বলছি
তুলনা শব্দটা আক্ষরিক। বাস্তব বিষয়টা হচ্ছে আলোচনা সমালোচনার মধ্যে দিয়ে নতুন কিছু জানার প্রচেষ্টা যেটা আরজু পনি বা জেনারেশন সুপারষ্টার ও বলেছেন। এখানে কাউকে হেয় করার উদ্দেশ্যে মোটেও নেই শিপু ভাই।
৩৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৪৫
মিতক্ষরা বলেছেন: এদের মিল হল দুজনেই অসাম্প্রদায়িক। আর অমিল হল একজন বিত্তশালী, অন্যজন বিত্তহীন।
২৬ শে মে, ২০১৩ সকাল ৯:৩৯
জিয়া চৌধুরী বলেছেন: একমত আপনার সাথে
৩৯| ২৫ শে মে, ২০১৩ রাত ১১:৫২
মিতক্ষরা বলেছেন: কে এগোনো? নজরুলের জীবন বৈচিত্রময় কিংবা সংগ্রামময়, সেদিক দিয়ে তিনিই এগিয়ে। তার জীবন যেন একটি স্ফুলিংগ। অন্য দিকে রবীন্দ্রনাথের সাহিত্য প্রাচুর্যে ভরপুর বলে সেটিই বেশী পড়া হয়, বিশেষত সমাজের সব স্তরের মানুষের চরিত্র চিত্রনে তিনি আজতক অদ্বিতীয়। কিন্তু জীবনী নিতান্তই সাদামাটা, স্টেরিওস্টাইপড জমিদার মাত্র।
এই দুজনই পাকিস্তানপন্থীদের আক্রোশের শিকার হয়েছেন নানা সময়ে।
২৬ শে মে, ২০১৩ রাত ১২:৪৩
জিয়া চৌধুরী বলেছেন: আপনার সাথে একমত।
৪০| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:১৮
শিপু ভাই বলেছেন:
জিয়া ভাই, আপ্নেতো শিরোনামই দিছেন "তুলনা"। আর আমি এই তুলনার বিপক্ষে!!! হাহাহাহ
রবীন্দ্র বা নজরুল হচ্ছে সহাসমুদ্র!!! আমাদের সাধারনের পক্ষে তার তল পাওয়া সম্ভব না। একজন প্রশান্ত তো আরেকজন আটলান্টিক!!!
২৬ শে মে, ২০১৩ রাত ৩:১৮
জিয়া চৌধুরী বলেছেন: আপনার বক্তব্যর সাথে একমত পোষন করছি।
৪১| ২৬ শে মে, ২০১৩ রাত ১২:৫১
উর্ণনাভ বলেছেন: আপনি বলতে পারেন না জুলিয়াস সিজার বেশি বীর ছিলেন নাকি আলেকজান্ডার দ্যা গ্রেট । তেমনি নজরুল রবি ঠাকুরের তুলনা চলে না । তাঁর মহান । দু'জনই ।
২৬ শে মে, ২০১৩ রাত ১:৫৪
জিয়া চৌধুরী বলেছেন: আলোচনা সমালোচনা চলবেনা কেন? স্রষ্টার সৃষ্টিতত্ব নিয়ে আলোচনা চলতে পারলে নজরুল রবীন্দ্রনাথ কেন নয়?
৪২| ২৬ শে মে, ২০১৩ রাত ১:০১
বাগসবানি বলেছেন: মধুসুদন বাবা কি দোষ করলেন !!! আপনের মনের মত মিলটা শুধু মাইকেল সাহেব ই পূরণ করতে পারতেছেন ।
২৬ শে মে, ২০১৩ রাত ১:০৯
জিয়া চৌধুরী বলেছেন: মিল অমিল বিস্তারিত না বললে বুঝবো কিভাবে?
২৬ শে মে, ২০১৩ রাত ১:১৮
জিয়া চৌধুরী বলেছেন: মধুসুদনের সমালোচনা করবোনা।
শুধু এটুকু বলবো উনার কবিতা সহজিয়া কবিতা নয়? লিখতে বসলাম, শব্দের সাথে শব্দ - বাক্যের সাথে বাক্যে জুড়ে দিলাম। ছন্দ দিলাম- তাল দিলাম কবিতা হয়ে গেল।
ওরকম কিছু না।
মধুসুদনের অমিত্রাক্ষর ছন্দের কবিতাগুলো অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়ে রচিত নিশ্চয়ই।
৪৩| ২৬ শে মে, ২০১৩ রাত ১:০৪
জিয়া চৌধুরী বলেছেন: ১৯২৫ সালের শেষ দিকে নজরুল প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করেন। তিনি কুমিল্লা, মেদিনীপুর, হুগলি, ফরিদপুর, বাঁকুড়া এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সভা সমিতিতে অংশগ্রহণ করেন। নজরুল এ সময় বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সদস্য হওয়া ছাড়াও শ্রমিক ও কৃষক আন্দোলনের জন্য ‘শ্রমিক-প্রজা-স্বরাজ দল’ গঠনে সক্রিয় ভূমিকা রাখেন।
১৯২৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত কেন্দ্রীয় আইনসভার উচ্চ পরিষদের সদস্যপদের জন্য পূর্ববঙ্গ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুলের রাজনৈতিক জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা।
৪৪| ২৬ শে মে, ২০১৩ রাত ১:০৭
বাগসবানি বলেছেন: আপনার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে, তবে এই ধরণের একজনের সাথে আরেকজনের তুলনা করার বিতর্কটা না করাই ভাল ।
শিপু ভাই বলেছেন:
জিয়া ভাই, আপ্নেতো শিরোনামই দিছেন "তুলনা"। আর আমি এই তুলনার বিপক্ষে!!! হাহাহাহ
রবীন্দ্র বা নজরুল হচ্ছে সহাসমুদ্র!!! আমাদের সাধারনের পক্ষে তার তল পাওয়া সম্ভব না। একজন প্রশান্ত তো আরেকজন আটলান্টিক!!!
২৬ শে মে, ২০১৩ রাত ১:২১
জিয়া চৌধুরী বলেছেন: বির্তকটা প্রথম আমিই শুরু করিনি। (করতে পারলে সৌভাগ্যবান হতাম) যুগ যুগ ধরে এই বির্তক চলে আসছে এবং চলবে। বাংলা সাহিত্যের এই দুই কিংবদন্তিকে নিয়ে আলোচনা, সমালোচনা, গুনমুগ্ধ বর্ণনা কখনই শেষ হবেনা। পক্ষে, বিপক্ষে, নিরপেক্ষ অনেক কথায় আসবে যাবে।
শুভেচ্ছা রইল।
৪৫| ২৬ শে মে, ২০১৩ রাত ২:৩০
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: ৯নং কমেন্টঃ রাজীব নুর বলেছেন: “নজরুল ইসলাম সম্বন্ধে তোমাদের মনে যেন কিছু সন্দেহ রয়েছে। নজরুলকে আমি “বসন্ত” গীতিনাট্য উৎসর্গ করেছি এবং উৎসর্গপত্রে তাকে ‘কবি’ বলে অভিহিত করেছি। জানি, তোমাদের মধ্যে কেউ কেউ এটা অনুমোদন করতে পারোনি। আমার বিশ্বাস, তারা নজরুলের কবিতা না পড়েই এই মনোভাব পোষণ করেছ। আর পড়ে থাকলেও রূপ ও রসের সন্ধান করোনি, অবজ্ঞাভরে চোখ বুলিয়েছ মাত্র।
কাব্যে অসির ঝনঝনা থাকতে পারে না, এসব তোমাদের আবদার বটে। সমগ্র জাতির অন্তর যখন সে সুরে বাঁধা, অসির ঝনঝনায় যখন সেখানে ঝংকার তোলে, ঐকতান সৃষ্টি হয়, তখন কাব্যে তাকে প্রকাশ করবে বৈকি! আমি যদি আজ তরুণ হতাম তাহলে আমার কলমেও ঐ সুর বাজত।”
-রবীন্দ্রনাথ ঠাকুর।
৯নং কমেন্টের উত্তরে লেখক বলেছেন: রবীন্দ্রনাথের চেয়ে নজরুল ৩৮ বছরের ছোট। যখন বসন্ত গীতিনাঠ্যটি উৎসর্গ করা হয় তখন কারাবন্দী নজরুলের বয়স মাত্র তেইশ। বর্তমানে কোন প্রবীন কবি এরকম কোন তরুন কবিকে নিজ বই উৎসর্গ করতেন কিনা সন্দেহ আছে। এখানেই রবীন্দ্রনাথের বিশাল হৃদয়ের প্রমাণ পাওয়া যায়।
(১) আপনার সমস্যা কই আপনি নিজেও জানেন না।
(২) আপনাদের মতো জ্ঞান পাপী উগ্রবাদীদের জন্যই যতোসব ঝামেলা।
তাবীযঃ রবীন্দ্রনাথ আর নজরুলের তুলনা করা হচ্ছে মুর্খতা।
এই তাবীয একটা সাদা কাগজে লাল কালি দিয়া লেইখা এক জগ পানিতে মিশাইয়া সকাল বিকাল এক গ্লাস কইরা খাইয়েন, দেকবেন সব ব্যারাম ভালো হইয়া গেছে।
২৬ শে মে, ২০১৩ রাত ৩:০৩
জিয়া চৌধুরী বলেছেন: কমেন্ট আর কমেন্টের জবাব পড়ে কি বুঝলা পাগলা? আমার পোষ্ট পড়ে কেন তোমার মনে হলো আমি উগ্রবাদী পোষ্ট লিখেছি?
তোমার তাবিজ দেয়ার ঢং দেখে বুঝলাম তুমি একটা ছাগু।
আর ছাগুদের আমি কাঠালপাতা সরবরাহ করিনা।
৪৬| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:০৩
বাংলাদেশী দালাল বলেছেন:
রবীন্দ্রনাথ = নজরুল
নজরুল = রবীন্দ্রনাথ
পোস্টের কারণে জানতে পাড়লাম অনেক কিছুই।
আপ নাকে ধন্যবাদ।
২৬ শে মে, ২০১৩ রাত ৩:১৬
জিয়া চৌধুরী বলেছেন: এটাই সহজ সমীকরণ।
৪৭| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯
ইউসুফ কামাল বলেছেন: এই রকম লিখা এলাউড হ্য় কিভাবে?
নজরুল ইসলাম আর রবীন্দ্রনাথ-এর তুলনা?!
ডব্লিও টি এফ!
২৬ শে মে, ২০১৩ রাত ১০:৪০
জিয়া চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পেয়ে নিজেকে ধন্য মনে করছি। এত বড় মহান ব্লগারের উপদেশ শিরধার্য্য করে রাখলাম।
৪৮| ২৬ শে মে, ২০১৩ দুপুর ১:০০
শামুক বলেছেন: মোঃ আলমগীর খানের মতেঃ
তাবীযঃ রবীন্দ্রনাথ আর নজরুলের তুলনা করা হচ্ছে মুর্খতা।
২৬ শে মে, ২০১৩ রাত ১০:৩৮
জিয়া চৌধুরী বলেছেন: আমি তো মূর্খই। আপনার মত জ্ঞানী মানুষের পদার্পনে মুগ্ধ হয়ে গেলাম।
৪৯| ২৭ শে মে, ২০১৩ রাত ৮:১০
মোঃ মুনজুর মোরশেদ বলেছেন: মনে হয় আপনি খেটে খাওয়া দুখী মানুষ। তাই আপনার লেথার ধরণ এমন। প্রতিভা দেখাতে পারছেন না। জমিদার বংশের লোক হলে আপনিও রবিন্দ্রনাথের মতই জগতখ্যাত হতেন।
২৭ শে মে, ২০১৩ রাত ১১:২৭
জিয়া চৌধুরী বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভাল লাগল।
৫০| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৫০
মাহমুদ০০৭ বলেছেন: অনেকেই বলছেন তুলনা করা যাবে না ।
তবে তুলনা করে মানুষে করে না তা নয় ।
নিজস্ব বিচার বুদ্ধি বিবেচনায় অনেকেই তুলনা করে এবং কাউকে না কাউকে এগিয়ে রাখে ।
তবে তুলনাটা ঠিক কিসের ভিত্তিতে হবে সেটাই হল কথা । নিদিষ্ট কোন মাপদন্ডে আমি তুলনা করছি ?
ধরেন আমি মাপদন্ড হিসেবে নিলাম ' সাম্প্রদায়িকতা ' । এই মাপকাঠিতে নজরুল এগিয়ে থাকবেন ।
সেদিক দিয়ে আপনার পোস্টের ফোকাসটা অস্পষ্ট , ঠিক গোছানো নয় এটাই বলতে চাইছি । আমার মনে হয়েছে আপনি অনেক কিছু বলতে চেয়েও বলেন নি । সত্যি কথা তিক্ত , তবে শেষ পর্যন্ত সত্যি সত্যিই ।
কারো স্বীকার করা বা না করায় কিছু আসে যায় না । আপনি যা জানেন আমি আশা করব তা প্রকাশ করবেন । কে কি ভাবল তাতে কিছু আসে যায় না ।
আরেকটা কথা । কবিত্ব শক্তিটা স্রস্টার দান । এটা যার ভিতর থাকে সেই
কবি হয় । রবীন্দ্রনাথ জমিদার হওয়াতে কিছুটা সুবিধা পেয়েছিলেন এতটুকুই । এর বাইরে কিছু নয় । একই জিনিস একেকজন একেক ভাবে দেখে , উপলব্ধি করে । যদি রবিন্দ্রনাথের ব্যাথা উপলব্ধি করবার ক্ষমতা না থাকত ,তিনি এত বড় একজন কবি হতে পারতেন না ।
উনি কিন্তু শেষ জীবনে অনেক কষ্ট করছেন , এটা অনেকেই জানে না , এমনকি তিনি তার হাতঘড়ি বিক্রি করে দিতেও বাধ্য হয়েছিলেন ।
তিনি তার নোবেল প্রাইজের পুরো টাকাই কৃষকদের লোন দিবার জন্য
কো - অপারেটিভ সোসাইটি করেছিলেন । এই টাকাটার নয় - ছয় হয় । তিনি কিন্তু একটা টাকাও ফেরত পাননি ।
অনেক কথাই বলে ফেললাম । আমার কথায় কষ্ট পেলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । ভাল থাকুন জিয়া ভাই । আমার ব্লগে আপনার আমন্ত্রণ রইল ।
৩০ শে মে, ২০১৩ সকাল ১০:০১
জিয়া চৌধুরী বলেছেন: আপনি একটা ব্যাপার ধরতে পেরেছেন। আমি অনেক কিছু বলতে গিয়েও বলিনি। এতটুকু লিখে কি পরিমাণ আক্রমনের শিকার হয়েছি তাতো দেখতেই পাচ্ছেন।
সাম্প্রদায়িকতা তাদের দুজনকে বিচারের মাপকাঠি হতে পারেনা। কারণ নজরুল সাম্প্রদায়িক ছিলেন না।
একজন বুয়েট থেকে পাশ করা ইঞ্জিনিয়ার যেভাবে একটি বড় স্থাপনা বানাতে পারে তেমনি একজন রাজমিস্ত্রী থেকে কালক্রমে নিজ যোগ্যতা ও অভিজ্ঞতায় বেড়ে উঠা মানুষও একটি বড় স্থাপনা বানাতে পারে।
শুধু কবিতা নয়, আমাদের প্রত্যেকের মধ্যেকার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান সব স্রষ্টার দান।
ফেসবুকে আসেন কথা হবে। জিয়া চৌধুরী দিয়ে সার্চ দিলে হয়তো পেয়ে যাবেন। ভাল থাকুন।
৫১| ৩০ শে মে, ২০১৩ দুপুর ১২:০৯
মাহমুদ০০৭ বলেছেন: ফেসবুকে পেয়েছি ভাই । পেয়েও লাভ হচ্ছেনা ।
আমার ফ্রেন্ড রিকুয়েস্ট অপশন আপাতত বন্ধ , মানে ব্লক করে রাখছে । কয়েকদিন পর চালু হবে । তখন এড দিবো । দিবার আগে আপনাকে ম্যাসেজ দিয়ে জানাব ।
আমি আসলে আপনাকে কথাটা বুঝাতে পারিনি ।
'সাম্প্রদায়িকতা' মাপকাঠি বলতে আমি বুঝিয়েছি এই মাপকাঠিতে তুলনা করলে নজরুল এগিয়ে থাকবেন । নজরুল পুরোপুরি অসাম্প্রদায়িক । রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রে সাম্প্রদায়িকতার উরধে উঠতে পারেন নি ।
রবিন্দ্রনাথ এর ব্যাপারে আহমদ শরীফ এর একটা প্রবন্ধ আছে । যারা আহমদ শরিফ কে জানেন তারা নিশ্চয় স্বীকার করবেন এই লোক মুখের উপর বলতে দ্বিধা করতেন না । এটা পড়লে ব্লগের অনেকেরই চোখ কপালে উঠবে । আহমদ শরীফ এর কথাটা আপনি নাম না দিয়ে কপি - পেস্ট করলে
আমি নিশ্চিত অনেকেই আপনাকে ছাগু বা মৌলবাদী ট্যাগ দিয়ে দিত ।
ভাবটা তখন এরকম তুই ব্যাটা কি জানস !
কিন্তু আহমদ শরীফ এর নাম দেখলে আবার রয়েসয়ে মন্তব্য করবে ।
অথচ এটা হওয়া উচিত না । ব্যক্তি না দেখে লিখায় কি বলতে চাইলাম সেদিকে দৃষ্টিপাত প্রয়োজন । সৈয়দ আলি আহসান ও কিন্তু বলছিল
দরকার হলে রবিন্দ্রনাথ কে অস্বীকার করতে হবে । যদিও তিনি তার কথা পরে ফেরত নিয়েছিলেন । কিন্তু কেন তিনি এ কথাটা বলেছিলেন সেটাও ভেবে দেখা উচিত । আমাদের সমস্যা হচ্ছে নামের ওজন আমাদের যুক্তিকে
বিভ্রান্ত করে । নাইবা হলাম আমি পণ্ডিত কিন্তু আমারও ত নিজস্ব ভাবনা - চিন্তা আছে । ব্লগে যদি সেগুলা খোলা খুলি বলতে নাই বা পারলাম তাহলে ব্লগে এসে লাভ কি ?
আপনি এত পুরান ব্লগার তাতেই আপনি যে হালুয়া টাইট হইলেন নতু৮ন কেউ লিখলে ত কুল্ল ফানা হইত সহজেই বুঝতে পারছি ।
না হেসেও পারলাম না ।
''এই তাবীয একটা সাদা কাগজে লাল কালি দিয়া লেইখা এক জগ পানিতে মিশাইয়া সকাল বিকাল এক গ্লাস কইরা খাইয়েন, দেকবেন সব ব্যারাম ভালো হইয়া গেছে।
হাহাহাহা ।
হয়ত আপনার এখন এটাই করা উচিত । হাহাহাহা ! হাসতে হাসতে পড়ে যাচ্ছি ভাই ।
ভাল থাকুন জিয়া ভাই । পরে ইনশাল্লাহ আরো অনেক কথা হবে ।
ভাল থাকবেন । '
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৫৬
জিয়া চৌধুরী বলেছেন: যাহোক এখন বুঝতে পেরেছি।
আপনি অনেক কিছুই বলে ফেললেন। এরকম অগণিত ব্যাপার আছে যা রবীন্দ্রনাথকে একটানে মাটিতে ছুড়ে ফেলে দিতে পারে। কিন্তু তাতে উনাকে মৃত্যু পরবর্তী অসম্মানিত করা হয় বলে তার উল্লেখ আমি করবোনা।
আপনি আমার পোষ্টের মুল বিষয়টুকু অনুধাবন করেছেন। অনেক অনেক ধন্যবাদ।
৫২| ৩০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
মোহাম্মদ আলমগীর খান বলেছেন: আমারে ছাগু উপাধী দেউয়ার আগে নিজের শিক্ষার মান সম্পর্কে বিশ্লেষণ কর।
তোর মাঝে সুশিক্ষার কমতি আছে। আমারও তাবিজ দেউয়ার ধরন তোর পছন্দ হয় নাই। একটা উপদেশ দেই শোন।
শুকরের মতো এক জিন্দেগি বাচার চাইতে...বাঘের মতো এখদিন বাচ.....
৩১ শে মে, ২০১৩ রাত ১২:৩৮
জিয়া চৌধুরী বলেছেন: সোজা কথা হইলো ছাগুদের বাল দিয়া পুছারও টাইম নাই।
৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
কসমিক রোহান বলেছেন: কবি নজরুল ইসলামের একটা কবিতা "বিদ্রোহী" এর সমান হবে না রবীন্দ্রনাথ এর সমগ্র সাহিত্য।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারী' আমারি নতশির ওই শিখর হিমাদ্রীর!
বল বীর-
বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি'
চন্দ্র সূর্য্য গ্রহ তারা ছাড়ি'
ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
খোদার আসন ‘আরশ’ ছেদিয়া,
উঠিয়াছি চির-বিস্ময় আমি বিশ্ববিধাতৃর!
মম ললাটে রুদ্র ভগবান জ্বলে রাজ-রাজটীকা দীপ্ত জয়শ্রীর!
বল বীর-
আমি চির-উন্নত শির!
আহ কি অনুভব। কি প্রকাশ। কি বিশ্বাস।
অভূতপূর্ব। অতুলনীয়।
অনবদ্য।
ইষ্ট অর ওয়েষ্ট নজরুল ইজ দা বেষ্ট
++