নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিকল্পিতভাবে যেমন সুন্দর বাগান তৈরী সম্ভব নয়,\nতেমনি অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা দিয়ে একটা সুন্দর জাতী তৈরী সম্ভব নয়।\nআগামীর চ্যালেঞ্জ মোকাবেলায়- কর্মমুখী,নৈতিকতা সমৃদ্ধ ও যুগোপযোগী শিক্ষা চাই,\nবর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতির বোঝা তৈরী হয়, সম্পদ নয়।\n\

সামিউল ইসলাম বাবু

যেটুকু পাও ছোট্ট সময়/কাজ করে যাও রবের তরে/ক্ষনিক সময় বিস্রাম নিও/ঘুমিও না তুমি অলসতা ভরে//

সামিউল ইসলাম বাবু › বিস্তারিত পোস্টঃ

মুখোশ পরা ভালো মানুষ

২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৩

আমি কথা বলার সময় অনেক ভালো ভালো কথা বলি। কিন্তু আমার বিপক্ষ্যে গেলে অথবা আপনাকে যদি আমার পছন্দ না হয় তবে আপনাকে আমি যা ইচ্ছে তাই করবো এবং গলা বাড়িয়ে বলবো আমি ভালো মানুষ। প্রচার করবো আমিই সবচেয়ে ভালো মানুষ।

আপনাকে আমি ঘৃণা করি, এজন্য আপনাকে হত্যা করার পরেও মৃত লাশের উপর নৃত্য করবো!
এটাই আমার শিক্ষা?
এটাকেই বলে উদারতা?
একটা পশুও মৃত পশুওকে কখনো আঘাত করে না। আর আমরা?

আপনার সাথে আমার মতে পার্থক্য থাকতে পারে। রাজনৈতিক আদর্শগত এমন কি ধর্মীয় মতপার্থক্য থাকতে পারে।
তবুও আপনি আমার ভাই, বন্ধু সহকর্মী প্রতিবেশী এটাই হোক আমাদের মূল পরিচয়।

সমাজে ভালো মানুষ হওয়ার থেকে ভালো মানুষ হওয়ার অভিনয় করা মানুষের সংখ্যা বেশি।
আসুন আমরা ভিতর থেকে ভালমানুষ হই।
মুখোশ পরা ভালোমানুষ নয়।
আর না আসুক ২৮ অক্টোবর ২০০৬।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:১৫

শাওন আহমাদ বলেছেন: সমাজে মুখোশ পরা ভালো মানুষের সংখ্যাই বেশি।

২| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৪

আমি সাজিদ বলেছেন: বীভৎস

৩| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৭

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগ টপ-টু-বটম একটি সন্ত্রাসী দল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.