নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
বইয়ের নাম: শবনম
বইয়ের ধরনঃ উপন্যাস
প্রচ্ছদ পরিকল্পনাঃ মোজাদ্দেদ আল ফেসানী জাদিদ
শবনমের ছবিঃ শায়মা হক
প্রকাশনী: একরঙ্গা একঘুড়ি
বইমেলা ২০২০ স্টল নং: ৫৮৭
সবাই স্বপ্ন দেখে, গল্প লিখে, কবিতা লিখে। ভাসিয়ে দেয় আবেগের ডিঙ্গি ভালোবাসার অথৈ জলে!
আর আমি কেন যেন বাস্তবতা থেকে দুরে যেতে পারি না, ভুলে যেতে পারি না নিষ্ঠুর সামাজিক সব কষাঘাত।
বাস্তবতা'কে একদম পাশ কাটিয়ে স্বপ্নময় আলাদা কোন জগৎ তৈরিও করতে পারি না।
প্রতিদিন সকালবেলা দৈনিক পত্রিকা খুললেই সারাদেশে পেশিশক্তির অপব্যবহার, নোংরামী আর যৌন নির্যাতন নিয়ে এত সব খবর পড়ার পর আমার চোখে আর কোন নতুন স্বপ্ন ভাসে না। কবি হয়ে কবিতা লিখতেও ইচ্ছে করে না।
ইচ্ছে করে না স্বপ্নময় মিলনের কোন গল্প লিখতে। সব কিছু ছাপিয়ে উঠে শুধুই দ্রোহের বহিঃপ্রকাশ।
ছোট্ট একটা জীবনে মানুষ কত কিছুর স্বপ্নই না দেখে, কত কিছুরই প্রত্যাশা করে, হৃদয়ের গহীনে নিরন্তর বানিয়ে যায় বালুর ঘর। কিছু পায়, কিছু পায় না। যা পায় না সেটা পাবার জন্য মরিয়া হতেও কেউ কেউ পিছ'পা হয় না।
শুভ আর শবনম আমাদের এই সমাজেরই অংশ। এদের হয়তো কাউকে আমরা চিনি, কাউকে চিনি না। এরা কেউই সুপার হিরো কিংবা সুপার হিরোইন নয়। এরা আমাদের মতো রক্ত মাংশেরই পথিকৃৎ। আমাদের মতোই এদের জীবনেও আছে অমাবস্যা পূর্ণিমা, আর এর টানেই এদের জীবনেও নেমে আসে অপ্রত্যাশিত জোয়ার ভাটা। সামাজিক কোষ্ঠকাঠিন্যের আবর্তে এদের জীবনও হারায় তার স্বাভাবিক পথচলা, থমকে উঠে প্রত্যাশার চলন্ত সিড়ি, হৃদয় হারায় তার আবেগ আর বিবেকের অস্তিত্ব হারিয়ে লুটিয়ে পরে মনুষ্যত্ব!
জীবন নিয়তি নামের বিশাল একপত্রে একফোঁটা শিশিরের মতো জলবিন্দুর কনা। আর এই শিশিরের জলবিন্দুর অস্তিত্বের মতোই খুবই অনিশ্চিত জীবনের বয়ে যাওয়া মুহুর্তগুলি কাটাতে পাশে একটা মানুষ লাগে। যে মানুষটা হাতে হাত ধরে, মনে মন রেখে ভাগ করে নেবে বুকের একদম ভিতরে হিমালয়ের সমান উঁচু হয়ে থাকা বেদনাগুলি। সবার জীবনেই ছড়িয়ে ছিটিয়ে থাকে পাওয়া না পাওয়া এবং হাসি কান্নার অসম্ভব জটিল এক সংমিশ্রণ, আরও অসংখ্য ছোট ছোট গল্প। পাশে থাকার এই অদ্ভুত গল্পগুলো হঠাৎ করেই কোন দিকে মোড় নেবে তা কেউ জানে না। শবনম তো ভোরের শিশির, যা সকালের প্রথম রৌদ্রের পরশেই ফুরিয়ে যায়
কেউ কী পারবে নিয়তির অমোঘ বিধান অতিক্রম করে ভোরের শিশির'কে নিজের জীবনে সাঁঝবেলা পর্যন্ত ধরে রাখতে?
বইটা পড়ার আমন্ত্রণ রেখে গেলাম!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারী ২০২০
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪
নীল আকাশ বলেছেন: আপনার রইলো শুভেচ্ছা এবং শুভকামনা।
২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১২
ইসিয়াক বলেছেন: সরি টাইপো হয়ে গেছে ,
শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন রইলো প্রিয় নীল আকাশ ভাইয়া ।
ভালো থাকুন সবসময়।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৪
নীল আকাশ বলেছেন: অসুবিধা নেই ইসিয়াক ভাই।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ
বইমেলা যেতেই হবে দেখছি
শবনম কিনে নেবো ইনশাআল্লাহ
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৫
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ। আপনার বইয়ের খবর কী?
৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: বাহ দারুণ, আশাকরি বইটি পাঠকপ্রিয়তা পাবে।
২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৫৯
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ তারেক ভাই, কেমন আছেন?
এবারের বইমেলাতে নিশ্চয় আবার দেখা হবে!!!
৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার বইয়ের খবর কী?
প্রুফ দেখতেছি
বিদ্যানন্দ প্রকাশনি হতে প্রকাশ হবে
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০২
নীল আকাশ বলেছেন: দারুন খবর। ইনশা আল্লাহ দেখা হবে বই মেলাতে।
৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ
জাদিদ ভাইয়ের প্রচ্ছদ মাশাআল্লাহ
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৬
নীল আকাশ বলেছেন: উনি অসাধারণ প্রচ্ছদ আমাকে বানিয়ে দিয়েছেন। উনার কাছে আমার কৃতজ্ঞতার কোন শেষ নেই!
৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লক লিখিয়ে থেকে এবার সাহিত্যিকের মর্যাদা পাওয়া। জীবনের খাতায় নতুন একটি পালক যোগ হলো। আপনার নয়া সৃষ্টির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৫৩
নীল আকাশ বলেছেন: জীবনে নতুন কিছু করার প্রত্যাশা থেকেই সৃষ্টিশীল সব কিছু তৈরি হয়।
আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো কিছু পাঠকের কাছে পৌছে দেয়ার।
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এই নামে বাংলা সাহিত্যে বিখ্যাত একটি উপন্যাস আছে আছে তাই নামটি একটু ভিন্ন হলে ভাল হতো।
শুভকামনা ও অভিনন্দন।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৩
নীল আকাশ বলেছেন: মাইদুল ভাই,
নীচে আপুকেও একই বিষয় বলেছি। বইয়ের নামকরণ হয় বইয়ের বিষয়বস্তু, থীম কিংবা ঘটনা অথবা নায়ক নায়িকার উপর ভিত্তি করে। আমার আর কোন অপশনই ছিল না এই নাম ছাড়া। প্রকাশক নিজেই এই নাম দিতে বলেছেন লেখা পড়ার পর।
ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইলো। বইটা পড়ার আমন্ত্রণ দিলাম।
৯| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:০৯
করুণাধারা বলেছেন: প্রথমে অভিনন্দন আর শুভকামনা জানাই। প্রচ্ছদ চমৎকার হয়েছে, উপন্যাসটিও চমৎকার হবে নিঃসন্দেহে। পৃষ্ঠা সংখ্যা বলে দিলে ভালো হত।
রকমারিতে পাওয়া যাবে নিশ্চয়ই?
উপন্যাসের নাম নিয়ে মোঃ মাইদুল সরকারের মত আমারও একই অভিমত।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১
নীল আকাশ বলেছেন: আপনার নাম এইজন্যই জিজ্ঞেস করেছিলাম আগে। বইয়ের ভিতরে কৃতজ্ঞতার জায়গায় দেয়ার জন্য।
প্রচ্ছদ, প্রকাশক নীল সাধু দা বলেছেন উড়াধুড়া হয়েছে। জাদিদ ভাইয়ের হাতের কাজ মারাত্মক সুন্দর। পুরো ফ্রন্ট কাভারই উনি বানিয়ে দিয়েছেন।
রকমারিতে পাওয়া যাবে নিশ্চয়ই। যেহেতু এখন প্রিন্ট হচ্ছে, রকমারীর নাম্বার হাতে পাইনি। পেলেই পরের পোস্টে দিয়ে দেবো। দামও দিতে পারবো।
নাম নিয়ে আমি এবং প্রকাশক অনেক চিন্তা ভাবনা করেছি। শবনম নামের অর্থ/ভাবার্থ, বইয়ের ঘটনা, ট্যুইস্ট, আবর্ত এবং কাহিনীর সাথে এতই মিল আছে যে অন্যকোন নাম হলে মানাতোই না। বইটা পড়া শেষ করার পরই বুঝতে পারবেন কেন নিরূপায় হয়ে এই নাম বেছে নিয়েছি। সাহস না থাকলে এই নাম নিতাম না।
শুভ কামনা রইলো প্রিয় আপু।
১০| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪০
রাজীব নুর বলেছেন: বইটি স্নজ্ঞ্রহ করবো। এবং পড়বো। সম্ভব হলেও রিভিউও দিবো।
আপনি জানেন, বাংলা সাহিত্যে একটা শ্রেষ্ঠ প্রেমের উপন্যাস আছে 'শবনম' নাম।
২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৩
নীল আকাশ বলেছেন: রাজীব ভাই আমি জানি। শবনম মানে কী সেটা আমি জানি আর জানি দেখেই ভেবে চিনতে এই নাম রেখেছি। এই বইয়ের সাথে ব্লগের অনেকেই জড়িত।
ইনশা আল্লাহ বই মেলাতে এবার দেখা হবে আপনার সাথে। আমার খুব পরিচিত আপণ ব্লগারদের মাঝে শুধু আপনি আর জীএস ভাইয়ের সাথেই দেখা হয়নি।
১১| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১২
নজসু বলেছেন:
অভিনন্দন।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৪
নীল আকাশ বলেছেন: সুজন ভাই,
কেমন আছেন? অনেকদিন পরে আপনাকে পেলাম।
আজকাল ব্লগে খুব কম দেখা যায় আপনাকে।
বইমেলাতে আসলে দেখা হতো আপনার সাথে।
শুভ কামনা রইলো।
১২| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৮
ফয়সাল রকি বলেছেন: শুভকামনা রইলো। দেখা হবে মেলায় যদি অটোগ্রাফ দেন তাহলে।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৮
নীল আকাশ বলেছেন: ফয়সাল ভাই,
অটোগ্রাফ দেবার যোগ্যতা এখনও আমার হয়নি। বইমেলাতে দেখা একসাথে চা খাওয়া যাবে আর জম্পেস আড্ডা হবে।
আপনার জন্যও শুভ কামনা রইলো।
১৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ দুপুর ২:২৩
জোবাইর বলেছেন: অভিনন্দন ও শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৬
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইলো ভাই।
ভালো থাকুন সব সময়।
১৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১১
শুভ্রনীল শুভ্রা বলেছেন: অনেক শুভেচ্ছা। আপনার জন্য শুভকামনা রইলো।
২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ । আপনার জন্যও শুভ কামনা রইলো। বইটা পড়ার আমন্ত্রণ দিলাম।
১৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২৭
ফয়সাল রকি বলেছেন: চিন্তা কইরেন না, অটোগ্রাফ নেবার যোগ্যতা আমার হইছে
২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯
নীল আকাশ বলেছেন: আপনাকে বইমেলায় প্রথমে চা খাওয়াবো, এরপর যা চান দিয়ে দিবো।
১৬| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অভিনন্দন জানবেন।
প্রথম বই প্রকাশের অনুভূতি কেমন জানা নেই । আপনার কাছে জানতে ইচ্ছা হচ্ছে। নিশ্চয় অদ্ভুত !
আপনার জন্য শুভকামনা সব সময় প্রিয় নীল আকাশ ভাই । বই মেলায় দেখা হবে। ইনশাল্লাহ।
২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০১
নীল আকাশ বলেছেন: সৌরভ ভাই,
প্রথম বই প্রকাশে অনুভূতি লিখে প্রকাশ করা অন্তত আমার পক্ষে সম্ভব না। হুট ক রে একটা অবিমিশ্র অনুভূতি দেখবেন আপনার সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলবে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই। ইনশা আল্লাহ খুব শিঘ্রই দারুন একটা সুখবর জানতে পারবো। ইনশা আল্লাহ বইমেলাতে দেখা হবে।
ধন্যবাদ।
১৭| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪১
উদাসী স্বপ্ন বলেছেন: অভিনন্দন। দেখি সময় করে অনলাইনে ঢু মারবো। ব হুদিন বাংলা সাহিত্যে ঢু মারি না
এগিয়ে যান
২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:০৯
নীল আকাশ বলেছেন: খুব করে ধন্যবাদ নিবেন ভাই।
শুভ কামনা রইলো।
১৮| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথম বই প্রকাশ! এতো বিশাল ব্যাপার। শুভকামনা রইলো।
২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৩
নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রইলো ভাই। আপনার জন্যও শুভ কামনা রইলো।
১৯| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: রাজীব ভাই আমি জানি। শবনম মানে কী সেটা আমি জানি আর জানি দেখেই ভেবে চিনতে এই নাম রেখেছি। এই বইয়ের সাথে ব্লগের অনেকেই জড়িত।
ইনশা আল্লাহ বই মেলাতে এবার দেখা হবে আপনার সাথে। আমার খুব পরিচিত আপণ ব্লগারদের মাঝে শুধু আপনি আর জীএস ভাইয়ের সাথেই দেখা হয়নি।
শবনম না অন্যরকম সুন্দর। বেছে বেছে খুব সুন্দর একটা নাম বের করছেন।
অবশ্যই দেখা হবে। গল্প হবে। আড্ডা হবে।
২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
নীল আকাশ বলেছেন: শবনম অনেক সুন্দর একটা নাম এর অর্থের জন্য। আমি অনেক ভেবে চিন্তেই এই নাম রেখেছি।
বইটা পড়ার পর সবাই বুঝতে পারবে কেন এই নাম দেয়া হয়েছে।
বইমেলাতে ইনশা আল্লাহ দেখা হবে প্রিয় ভাই।
২০| ২৬ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন । শুভকামনা ।
২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও শুভ কামনা রইলো। বইটা পড়ার আমন্ত্রণ রেখে দিলাম।
২১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অভিনন্দন ও শুভ কামনা রইলো
নতুন সৃষ্টি সকলের মাঝে গ্রহণযোগ্য হোক।
২৮ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১২:১৭
নীল আকাশ বলেছেন: সুপ্রিয় সাজ্জাদ ভাই,
কেমন আছেন? আপনাদের আগ্রহ এবং ভালোবাসা থেকেই এই বই প্রকাশ করছি।
সবসময় পাশে থাকার জন্য কৃতজ্ঞতা রইলো।
২২| ২৬ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪০
আহমেদ জী এস বলেছেন: নীল আকাশ ,
প্রথম বই প্রকাশের শুভেচ্ছা।
বইটি যেন ভোরের শিশিরের মতো স্নিগ্ধতা ছড়িয়ে যায় পাঠকের মনে, নীহারিকার মতো জ্বলজ্বলে থাকে জনমভর!
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৮
নীল আকাশ বলেছেন: গুরুজী,
আপনাকে দেখেই ভালো লাগছে।
বইটি যেন ভোরের শিশিরের মতো স্নিগ্ধতা ছড়িয়ে যায় পাঠকের মনে, নীহারিকার মতো জ্বলজ্বলে থাকে জনম ভর!
এত সুন্দর একটা মন্তব্য আপনি ছাড়া কেই বা করতে পারে? শবনমের গল্পে মনিরা আপুর কবিতা'কে কিসমিস নিয়ে আরেকটা দুর্দান্ত মন্তব্য করেছিলেন যেটা আমি আজও ভুলি নি।
বই মেলাতে ইনশা আল্লাহ গুরুজীর সাথে দেখা হবে এইবার।
ধন্যবাদ।
২৩| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১২
চাঁদগাজী বলেছেন:
অভিনন্দন।
বাংলা সাহিত্যের প্রসিদ্ধ লেখক, সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত বইযয়ের নাম "শবনম"; এই নামে কেহ কোন বই বের করা উচিত নয়, এবং জ্ঞানী কোন প্রকাশক এই নামে কোন বই প্রকাশ করার কথা নয়।
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:০৪
নীল আকাশ বলেছেন: আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দনের জন্য।
২৪| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:২৯
অব্যক্ত কাব্য বলেছেন: বইয়ের জন্য শুভেচ্ছা ও শুভ কামনা
২৭ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৮
নীল আকাশ বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।
ধন্যবাদ।
২৫| ২৬ শে জানুয়ারি, ২০২০ রাত ১০:০২
অপু দ্যা গ্রেট বলেছেন:
ভাই
আমার মনে হয় নামটা আপনার অন্য কোন নাম রাখা উচিত ছিল । সম্পূর্ন ব্যক্তিগত মত । আসলে সৈয়দ মুজতবা আলীর শবনম পড়ে যখন একই নামে অন্য আসবে সেটা দেখতেও ভাল লাগবে না ।
এছাড়া এবার অনেকেই দেখেই একই নামে বই বের করেছেন । তার উপর যদি উদাহরণ দেই তবে হুমায়ূন আহমেদ এর কবি ও তারাশঙ্কর এর কবি এক নয় । তারপর ও এক নামের কারনে নতুন পাঠক দ্বিধায় পরে যায় ।
যাই হোক প্রথম বইয়ের জন্য শুভ কামনা ।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:২১
নীল আকাশ বলেছেন: অপু ভাই,
একজন লেখক যখন একটা বই এত কষ্ট করে লিখে, তার নাম নিয়েও অনেক চিন্তা করে। একটা বইয়ের নাম তার নামের অর্থ/ভাবার্থ, বইয়ের ঘটনা, ট্যুইস্ট, আবর্ত এবং কাহিনীর সাথে এতই মিল রেখেই রাখতে হয়। আন্দাজে হুট করে একটা উল্টাপালটা নাম দিলেই তো হবে না। বইটা পড়া শেষ করার পরই বুঝতে পারবেন কেন এই নাম বেছে নিয়েছি।
আজকে হুমায়ুন আহমেদ "কবি" নাম রেখেছে কেউ তাকে প্রশ্ন করেনি কারণ তার লেখক হিসেবে নাম।
যদি আমি সেই রকম জায়গায় থাকতাম তাহলে কী কেউ এই ধরনের প্রশ্ন তুলতো?
শুভ কামনা রইলো
২৬| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১২:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
অভিনন্দন ও শুভকামনা রইল ।
প্রথম প্রকাশিত বইটির সাফল্য কামনা করছি ।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯
নীল আকাশ বলেছেন: আলী ভাই, কৃতজ্ঞতা রইলো এত সুন্দর মন্তব্য করার জন্য।
ধন্যবাদ।
২৭| ২৭ শে জানুয়ারি, ২০২০ রাত ১:০৩
মনিরা সুলতানা বলেছেন: সংগ্রহে তো অবশ্যই রাখবো ..
অভিনন্দন লেখক কে ! শুভ কামনা অফুরান।
২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৮:০০
নীল আকাশ বলেছেন: প্রিয় আপু,
হাতের সব কাজ শেষ করে বই নিয়ে পোস্ট দিতে দেরি হয়ে গেল। আমি খুব খুতখুত করি। ড্রাফট শেষবারের মতো চেক করে দিয়েই একদম ফ্রী হয়ে গেলাম।
এই বই আমি লিখলেও আসলে এই বইয়ের সাথে ব্লগের এত প্রিয় মানুষ বিভিন্ন ভাবে জড়িত যে এটা পুরোপুরি নিজের দাবি করতেও লজ্জা লাগে।
বইমেলায় থাকবো এবং কোন কোন দিন থাকবো সেটা আগেই ব্লগে পোস্ট দিয়ে বলে দেবো
ইনশা আল্লাহ দেখা হবে আপনার সাথে।
ধন্যবাদ।
২৮| ২৭ শে জানুয়ারি, ২০২০ ভোর ৬:৫৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অভিনন্দন | প্রথম বই প্রকাশের অনুভূতি নিশ্চয়ই একেবারেই অন্যরকম !
আমি একটু কনফিউজড হয়ে পড়েছিলাম আমার কৈশোরে পড়া সৈয়দ মুজতবা আলীর "শবনম" কি পূণঃপ্রকাশিত হলো বলে |
আশা করি বইটি অনেক পাঠকপ্রিয়তা পাবে |
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১২
নীল আকাশ বলেছেন: ভাই, আমার ব্লগে স্বাগতম। প্রথম বই প্রকাশে অনুভূতি আসলে কারও পক্ষে লিখে প্রকাশ করা কী সম্ভব? জানি না। এটা একটা অদ্ভুত অনুভূতি যা সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে রাখে।
আপনার জন্য শুভকামনা রইলো ভাই। বইমেলাতে দেখা হবে অবশ্যই।
ধন্যবাদ।
২৯| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১০
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, "সোনার তরী" নাম দিলে সব ল্যাটা চুকে যাবে।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৪
নীল আকাশ বলেছেন: আপনাকে ল্যাটা চুকানোর দায়িত্ব কে দিয়েছে!
you are too early for next year!
৩০| ২৭ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:২২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: প্রথম বইয়ের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা।
অভিনন্দন আরো দুইজনকে - শবনমের ছবির জন্য শবনম শায়মাকে, আর প্রচ্ছদ পরিকল্পনার জন্য কাল্পনিক ভালোবাসা (জাদিদ)-কে।
বইটি পাঠকপ্রিয়তা পাক, এই কামনা করি।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৬
নীল আকাশ বলেছেন: খলিল ভাই,
কেমন আছেন? আমার এই বইটা শেষ করার ব্যাপারে আমি আপনার কাছে কৃতজ্ঞ। আর এই কৃতজ্ঞতা আমি বইয়ের ভিতরেই নির্দ্বীধায় লিখে দিয়েছি। মাত্র একটা টিপসে আপনি আমার যা উপকার করেছেন সেটা আমি ভুলবো না।
আমি এই বই প্রকাশ করতে যেয়ে সব প্রিয় মানুষেদের কাছে ইচ্ছে মতন সাহায্য পেয়েছি।
ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
৩১| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১০:৫৯
এম এ হানিফ বলেছেন: অভিনন্দন আর শুভকামনার সাথে ভালবাসা রইল। আশা করি পাঠকের মন জয় করবে বইটি।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০২
নীল আকাশ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইলো।
বইটা পড়ার আমন্ত্রণ দিয়ে গেলাম।
৩২| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৬
পদ্মপুকুর বলেছেন: যদিও কথায় বলে যে 'আমার চেয়ে বন্ধুর রেজাল্ট/প্রাপ্তি কম হলে খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে যখন বন্ধু আমার চেয়ে ভালো করে...'
আমার কোনো বই বের হয়নি কোনোদিন। কিন্তু সহব্লগাররা বই করছে, এই প্রকাশনার কিছুটা কৃতিত্ব অবশ্যই সামহোয়্যারইন ব্লগের পাওয়া উচিৎ এবং সে যায়গা থেকে একজন ব্লগার হিসেবে আমারও খুব ভালো লাগছে।
অভিনন্দন স্যার। শুভ ব্লগিং।
২৮ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৩
নীল আকাশ বলেছেন: আমার এই বই প্রকাশের কৃতিত্ব অবশ্যই সামহোয়্যারইন ব্লগের। আমি এই বই প্রকাশ করতে যেয়ে ব্লগের সব প্রিয় মানুষদের কাছে ইচ্ছে মতন সাহায্য পেয়েছি। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
৩৩| ২৮ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:২৭
পদ্মপুকুর বলেছেন: আরেকটা কথা, আমিও প্রথমে সৈয়দ মুজতাবা আলীর শবনমসংক্রান্ত কিছু ভেবেছিলাম... এ প্রসঙ্গে চাঁদগাজী স্যারের সাথে আংশিক একমত।
০৪ ঠা এপ্রিল, ২০২০ সকাল ১০:০১
নীল আকাশ বলেছেন: দেরি করে ফিরে আসার জন্য লজ্জিত। নোটিফিকেশনের সমস্যার জন্য এটা আগে দেখতে পারিনি।
আমি প্রকাশককে কয়েক্টা নাম দিয়েছিলাম। উনি এটাই পছন্দ করেছেন।
মাশ আল্লাহ, বই ভালোই বিক্রি হয়েছে। এই নাম নিয়ে কোন সমস্যা হয় নি।
ধন্যবাদ।
৩৪| ২৮ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
শের শায়রী বলেছেন: শুধু বই না প্রিয় ভাইকে দেখার জন্য হলেও যাব।
শুভ কামনা প্রিয় ভাই।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪০
নীল আকাশ বলেছেন: প্রিয় ভাই,
বেঁচে থাকলে ইনশা আল্লাহ অবশ্যই বই মেলাতে আপনার সাথে দেখা হবে।
আমি চট্টগ্রামে থাকি। বইমেলা উপলক্ষে কয়েকদিন বইমেলাতে উপস্থিত থাকবো।
আমি কবে বইমেলাতে থাকবো সেটা ব্লগে পোস্ট দিয়ে বলে দেবো।
আপনার জন্যও শুভ কামনা রইলো।
৩৫| ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:৫১
মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই,
আমি ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত যে আমার ভাইয়ের বই বের হচ্ছে । শবনম খুব প্রিয় একটি বই হবে এবং পাঠকপ্রিয়তা পাবে এই দোয়া করি । অবশ্যই বই কিনবো এবং পড়ে আপনাকে জানাবো । শবনম বইয়ের সফলতা কামনা করছি।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
২৯ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৪৩
নীল আকাশ বলেছেন: মুক্তা আপু,
হৃদয় স্পর্শ করা একটা মন্তব্যের জন্য খুব করে কৃতজ্ঞতা রইলো। আমি চট্টগ্রামে থাকি। বইমেলা উপলক্ষে কয়েকদিন বইমেলাতে উপস্থিত থাকবো। আমি কোন কোন দিন বইমেলাতে থাকবো সেটা এখানেই পোস্ট দিয়ে বলে দেবো। বেঁচে থাকলে ইনশা আল্লাহ অবশ্যই এবারের বইমেলাতে আপনার সাথে দেখা হবে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।
৩৬| ২৯ শে জানুয়ারি, ২০২০ রাত ৯:০৮
আরোগ্য বলেছেন: অভিনন্দন বোনাই, সেই সাথে অনেক শুভ কামনা করছি।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১১
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই। বেশ ব্যস্ত আছি। ব্লগে সময় দিতে পারছি না।
বইমেলায় যদি আসতেন তাহলে দেখা হতো। আমি কয়েকদিন বইমেলায় থাকবো।
ব্লগের ফেসবুক গ্রুপে কী আপনি আছেন?
৩৭| ৩০ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৪
ময়ূরী বলেছেন: প্রাণঢালা অভিনন্দন
দোয়া ও শুভেচ্ছা রুইলো, এগিয়ে যান...
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৬
নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রইলো। বই মেলায় আড্ডা দেবার আমন্ত্রণ রইলো এক রঙ্গা এক ঘুড়ির স্টলে।
শুভ রাত্রী।
৩৮| ৩১ শে জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
হাবিব বলেছেন: বইটির সর্বাধিক সফলতা কামনা করছি। শুভকামনা যুনায়েদ ভাইয়ের প্রথম সৃষ্টির জন্য।
৩১ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৩
নীল আকাশ বলেছেন: হাবীব ভাই, আপ্নার সাথে এবার সামনা সামনি দেখা আর কথা হবে বইমেলায়।
আমি ব্লগে পোস্ট দিবো কোনদিন মেলায় থাকবো। আশা করছি এবার আড্ডা হবে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০
ইসিয়াক বলেছেন: শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন রইলো প্রিয় নীল আকাশ ।