নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
উর্মির ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠেই একে অন্যের সাথে বিলীন হয়ে যায়,
অপ্রত্যাশিত আবেগের জোয়ার এলে ভালোবাসায়
দুই হৃদয় মিলিয়ে যায় একে অন্যের অস্তিত্বের সাথে।
ভালবাসার রক্তিম লাভা রেখে যায়,
হৃদয়ের আকাশে উদগীরিত আবেগ,
অপ্রত্যাশিত বিচ্ছুরিত প্রেমে,
হৃদয় আচ্ছন্ন হয় মোলায়েম জোৎস্নায়।
প্রেমিক প্রেমিকার বুকের অতলান্তিকে
প্রেম যেন আসে স্রোতস্বিনী নদীর বন্যায়,
ফিসফিস করে কথা বলে দুটি হৃদয়ের সাথে
আচ্ছন্ন করে রাখে খুনসুটির মিষ্টি ছায়ায়।
চোখের ভাষায় ভালোবাসার অবুঝ আবদার
উচ্চারিত হয় ষোড়শীর নৃত্যেমত্ত নূপুরের নিক্কনে,
কিংবা কাঁচের কাঁকনের রিনিঝিনি পদ্যে,
স্পর্শের শিহরণে কেঁপে উঠে অনাগত অনুভুতি।
হঠাৎ ভালোলাগার রেশ কেটে গেলে,
তবুও হৃদয়ে রয়ে যায় অতৃপ্ত প্রণয়ের শিহরণ!!
ছবিঃ ইন্টারনেট থেকে।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত@ নীল আকাশ, ডিসেম্বর ২০১৯
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
নীল আকাশ বলেছেন: প্রথম সুন্দর একটা মন্তব্যের জন্য খুব করে ধন্যবাদ নিবেন ভাই।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পারফেক্ট কবিতা পড়লাম এখন। ++
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫০
নীল আকাশ বলেছেন: ব্লগ ডে উপলক্ষে লিখেছিলাম। পরে গল্প পাঠিয়ে দেই।
পড়ার জন্য ধন্যবাদ নিবেন। আমি কবি নই, পারফেক্ট কবিতা শুধু কবিরাই লিখতে পারে।
শুভ কামনা রইল।
৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৩
আলমগীর সরকার লিটন বলেছেন:
অসাধারণ এক অনুভূতির প্রকাশ-----
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫২
নীল আকাশ বলেছেন: আমি ভালোবাসার সুতীব্র অনুভূতি টুকুই ফুটিয়ে তুলতে চেয়েছি। আপনার ভালো লেগেছে দেখে খুব খুশি হলাম।
শুভ কামনা রইল।
৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় খুব সুন্দর কবিতা লিখেছেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৬
নীল আকাশ বলেছেন: আমি সব সময় সহজ ভাষায় লিখি।
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
৫| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সব লেনদেন শেষ হয়ে গেলে
সববো তোমার জন্য মাছরাঙা ধ্যানে........
সুন্দর কবিতা।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১০
নীল আকাশ বলেছেন: ভালোবাসায় লেনদেন কি কখনও শেষ হয়ে যায়?
হৃদয়ে কিছুটা হলেও অনুরণন কিন্তু থেকে যায়।
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
৬| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:০১
শের শায়রী বলেছেন: ভালোবাসার রেশ কেটে যায় কিন্তু রয়ে যায় প্রনয়ের শিহরন। এরই নাম ভালোবাসা।
আপনি অকবি হয়েও এভাবে কবিতা লেখছেন! মুগ্ধ ভাই, কিছুটা জেলাস ও বটে আমি কেন পারি না?
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৩
নীল আকাশ বলেছেন: ভাই আমি কবি না। নিজেকে কবি বলার দূঃসাহস আমার কোন কালেই হবে না।
সবাই প্রেমের কবিতা লেখে আর আমি লিখি ছ্যাকা খাবার।
বালেন্স করার একধরণের অপচেষ্টা বলতে পারেন!!!!
আপনার ভাই, কবিতা লেখার দরকার নেই। আপনার মতো এত তথ্যবহুল এই ধরণের লেখা এই ব্লগে কয়জন লিখতে পারে?
ব্লগে ডে তে দেখা হলে ভালো লাগতো।
পড়ার জন্য ধন্যবাদ।
৭| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:২২
ইসিয়াক বলেছেন: আমি সত্যি কবিতা পড়ে মুগ্ধ। অসাধারণ।
আরো পড়বো তাই প্রিয়তে নিলাম ।
শুভকামনা জানবেন।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
নীল আকাশ বলেছেন: আপনাকে আমি ব্লগ ডে তে খুব করে খুঁজেছি। আসলেন না কেন? সবাই মিলে অনেক মজা করেছি। কোনভাবেই কি সময় বের ক রা যেত না?
এই কবিতাটা আমার খুব প্রিয় একটা কবিতা। এইবারই প্রথম আমি অপ্রচলিত শব্দ বিন্যাস নিয়ে কাজ করেছি। সাধারণত আমি এত কঠিন শব্দ ব্যবহার করি না।
প্রিয় নেয়ার জন্য কৃতজ্ঞতা রইল।
৮| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:৫২
ইসিয়াক বলেছেন: আন্তরিক মন্তব্যের জন্য মুগ্ধতা ছুঁয়ে গেল।
আমি আসলে সময় করতে পারিনি। প্রাইভেট স্কুল । ডিসেম্বর এ কাজ বেশি ই থাকে । অন্য কোন এক সময় নিশ্চয় দেখা হবে।
শুভকামনা ও দোয়া রইলো ভাইয়া।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১২
নীল আকাশ বলেছেন: সামনের ২০২০ বই মেলায় আসুন। আমার তো আসতেই হবে। এবার একটা বই বের হচ্ছে আমার। আমরা অনেকেই থাকবো একসাথে। নির্দিষ্ট দিনে চলে আসবেন। আমি ব্লগে ডেট জানিয়ে দেব কবে কবে বই মেলায় থাকবো।
শুভ কামনা রইল।
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
ইসিয়াক বলেছেন: আমি চেষ্টা করবো ।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
নীল আকাশ বলেছেন: ইনশা আল্লাহ দেখা হবে আমাদের!
১০| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৬
আশিক মাসুম বলেছেন: সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৫
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ রইল পড়ার এবং সুন্দর একটা মন্তব্য করার জন্য।
শুভ রাত্রী।
১১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৯
নার্গিস জামান বলেছেন: ভীষণ সুন্দর
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৫৬
নীল আকাশ বলেছেন: কৃতজ্ঞতা রইল এত দারূন একটা মন্তব্য করার জন্য।
শুভ রাত্রী।
১২| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা রে! কবিতা পড়ে যে মন নেচে উঠলো। এমন করে কেন লেখেন হে কবি। বুকের মধ্যে একটা ব্যাথা চিনচিন করে উঠলো।
পোস্টে লাইক।
শুভকামনা প্রিয় নীল আকাশ ভাইকে।
২৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১১:০০
নীল আকাশ বলেছেন: বইয়ের ভূমিকায় আপনার ব্লগ নেম না আসল নাম দেবো? তাড়াতাড়ি জানাবেন!
এই কবিতাটা ব্লগ ডে ম্যাগাজিনের জন্য পাঠিয়েছিলাম। গল্প যেহেতু ছাপা হয়েছে এটা ছাপা হয় নি।
আমার খুব পছন্দের কবিতা এইটা।
ধন্যবাদ এবং শুভ রাত্রী প্রিয় ভাইকে।
১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:০৯
ভ্রমরের ডানা বলেছেন: ফ্যান্টাস্টিক!
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:১৪
নীল আকাশ বলেছেন: আমার কবিতা লেখার জীবনে এত সুন্দর মন্তব্য আগে আমি পাই নি!
আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
প্রিয় ভাই খুব করে ধন্যবাদ নিবেন।
শুভ রাত্রী এবং অনন্তর শুভ কামনা রইল।
১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৫
আকতার আর হোসাইন বলেছেন: চমৎকার। অতীব চমৎকার++++
একরাশ মুগ্ধতা রেখে গেলাম। এগিয়ে যান দুর্বার গতিতে
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৬
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আকতার ভাই। আমার খুব পছন্দের একটা কবিতা এটা।
১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: ভালোলাগাটুকু রেখে গেলাম
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৮
নীল আকাশ বলেছেন: পুরো কবিতা'তে কোন বানান ভুল হয় নি? বলেন কি? আমি তো নিজের পারফোরমেন্সে নিজেই মুগ্ধ হয়ে গেলাম।
কবিতা পড়ার এবং সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।
১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:১২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতা।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫৯
নীল আকাশ বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে
ভাল লাগার অনুভুতি
কিছু রেখে গেলাম ।
উর্মির ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠে একে অপরের মাঝে তার বিনাশ
অপ্রকাশিত আবেগে আসে ভালবাসার জোয়ার
দুটি হৃদয়ের অস্তিত্ব মিলে হয়ে যায় একাকার ।
অভিনন্দন রইল কবি প্রতি ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৫
নীল আকাশ বলেছেন: উর্মির ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠে একে অপরের মাঝে তার বিনাশ
অপ্রকাশিত আবেগে আসে ভালবাসার জোয়ার
দুটি হৃদয়ের অস্তিত্ব মিলে হয়ে যায় একাকার ।
আপনার লেখাটাও ভালো হয়েছে। এই ভাবে আমি চিন্তা করি নি। এভাবে ছন্দও মিলে যায়। তবে মাঝে মাঝে অপছন্দের কবিতা লিখতে ইচ্ছে করে।
সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ রইল।
শুভ কামনা।
১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৬
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে
ভাল লাগার অনুভুতি
কিছু রেখে গেলাম ।
উর্মির ভাঁজে গুঁড়ো নীল জলবিন্দুর উচ্ছাস
শুন্যে উঠে একে অপরের মাঝে তার বিকাশ
অপ্রকাশিত আবেগে আসে ভালবাসার জোয়ার
দুটি হৃদয়ের অস্তিত্ব মিলে হয়ে যায় একাকার ।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:২৩
নীল আকাশ বলেছেন: একমাত্র কবিরাই পারে আরেকজন কবির ভাবে একই থীমে লিখতে।
সতত ধন্যবাদ নিবেন ভাই।
শুভ রাত্রী।
১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৯
ডঃ এম এ আলী বলেছেন:
৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২২
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ।
২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:১০
ডঃ এম এ আলী বলেছেন:
ঘন ঘন আপনার এমন সুন্দর কবিতা দেখতে চাই ।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৩
নীল আকাশ বলেছেন: সবার মতো আমি ঘন ঘন কবিতা লিখতে পারি না।
মাঝে মাঝে লিখে পোস্ট করি।
এর পরের টা আপনার খুব পছন্দ হবে। অড টপিক নিয়ে লিখেছি।
শুভ কামনা রইল।
২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমি সব সময় সহজ ভাষায় লিখি।
পড়ার জন্য ধন্যবাদ আপনাকে।
সহজ ভাষায় লিখতে পারাটা অনেক বড় গুন।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫২
নীল আকাশ বলেছেন: বাংলা পড়েছি শেষ এইচ এস সির সময়। সেই বিদ্যা নিয়ে যত দূর যাওয়া যায় যাচ্ছি।
২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: প্রতিমন্তব্যে আবার আসা। আপনার প্রশ্নের উত্তরে জানাই,
ব্লগে আমি আমার ব্লগের নামেই পরিচিত থাকতে চাই। আপনার নুতন সৃষ্টির জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।
ভালোবাসা সতত।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:২২
নীল আকাশ বলেছেন: আবার এসে জানিয়ে দেবার জন্য ধন্যবাদ নিবেন ভাই।
খুবই ব্যস্ত এখন।
শুভ রাত্রী।
২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: অসাধারণ কবিতা নীল আকাশ ভাই! দারুণ লেখনী!
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:২১
নীল আকাশ বলেছেন: দেরি করে প্রতি উত্তর দেয়ার জন্য দুঃখিত।
সুন্দর মন্তব্যের জন্য খুব করে কৃতজ্ঞতা নেবেন ভাই।
শুভ রাত্রী।
২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৫০
কালো যাদুকর বলেছেন: "হঠাৎ ভালবাসার রেশ কেটে গেলে,
তবুও হৃদয়ে রয়ে যায় অতৃপ্ত প্রনয়ের শিহরন।"
বাহ চমৎকার.....
+
"হঠাৎ ভালবাসার রেশ কেটে গেলে,
তবুও হৃদয়ে রয়ে যায় অতৃপ্ত প্রনয়ের শিহরন।
হৃদয় চুইয়ে পড়ে ভালবাসায় রঙীন,
একশ আটটি নীল পদ্ম। "
ভাল থাকবেন।
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:২৭
নীল আকাশ বলেছেন: কাউকে মন থেকে সত্যই ভালোবাসলে সেটার অনুভূতি কখনই শেষ হয়ে যায় না।
যদি অনুভূতি শেষ হয়ে যায় তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা ছিল না।
হৃদয়ের গোপন কুঠুরীতে অতি সঙ্গোপনে সেটা সারাজীবনই থেকে যায়।
দুর্দান্ত মন্তব্যের জন্য কৃতজ্ঞতা রইল।
শুভ রাত্রী।
২৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২১
নজসু বলেছেন:
প্রিয়, আপনার কবিতার কথা যদি আমাকে ছোট্ট করে বলতে বলা হয়।
তাহলে আমি বলবো-ভালো লাগে আপনার কবিতা।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
নীল আকাশ বলেছেন: সুজন ভাই, আপনার মন্তব্য আমার হৃদয় ছুঁয়ে গেল।
ধন্যবাদ।
২৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ফয়সাল রকি বলেছেন: সুন্দর।
৩০ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১৮
নীল আকাশ বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রইল ভাই।
ভালো থাকবেন সব সময়।
২৭| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লেখাগুলো কোন ফাকে যায় গা জানি
খুব সুন্দর লেখা ভাইয়া
০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১০:২০
নীল আকাশ বলেছেন: কিছুদিন ধরে যা লিখছি সবই নির্বাচিত পোস্টে যাচ্ছে।
এটা ব্লগ ডে ম্যাগাজিনের জন্য লিখা হয়েছিল।
পড়ার জন্য ধন্যবাদ।
২৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:৪৪
হাবিব বলেছেন: এ যেন হৃদয় নিংড়ানো কথামালা ......!!!
০৫ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:৪৫
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ ভাই। আমি এখন মারাত্মক ব্যস্ত বইয়ের কাজ নিয়ে। একদম শেষ সময়। ব্লগে লেখালিখি একবারেই বন্ধ করে দিয়েছি।
খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার। আগে ড্রাফট প্রুফ পাঠিয়ে দেই প্রকাশকের কাছে।
শুভ সকাল।
২৯| ১৬ ই জানুয়ারি, ২০২০ সকাল ১১:১০
জোছনাস্নাত রাত্রি বলেছেন: অসম্ভব সুন্দর একটা কবিতা।
১৭ ই জানুয়ারি, ২০২০ সকাল ৮:৩৮
নীল আকাশ বলেছেন: আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটা মন্তব্য করার জন্য।
শুভ কামনা রইলো।
©somewhere in net ltd.
১| ২৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +