নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
মিষ্টি মিষ্টি হাসি দিয়ে তুমি পাগল করে দিলে
তোমায় নিয়ে হারিয়ে যাব ঐ আকাশের নীলে,
তোমার জন্য আমার বুকে অনেক অনেক আশা
সারাজীবন ধরে শুধুই চাই তোমার ভালোবাসা।
সোনালী ডানার চিল হয়ে উড়ব তোমার হৃদয়ের আকাশে
শিউলী ভেজা শিশির হয়ে ভাসব তোমার হৃদয়ের বাতাসে,
প্রিয়তমা আমি তোমার কাছে বার বার ফিরে আসবো
তোমাকেই আমি বার বার বহু রূপে ভালোবাসবো।
ভাষাহীন নির্বাক চোখে অভিমানে পুড়ে আর কতদিন একা একা
প্রেমের খরার আবেগের স্রোতে আর কতদিন একা ভেসে থাকা,
তোমার মাঝেই দেখেছি আমার নিষ্পাপ প্রণয়ের অন্তঃপ্রান
তোমার দিকে অবিরত ছুটে যায় আমার হৃদয়ের খেয়াপান।
তোমাকে নিয়েই লিখে যাব প্রণয়ের কবিতা চতুর্দশপদী
তোমার স্নিগ্ধ হৃদয়ে হব ভালোবাসার বরফগলা নদী,
প্রিয়তমা তোমায় ভালোবেসে আমি আসব ফিরে ফিরে
তোমার হৃদয়ে হব সন্ধ্যা তারা জ্বলব মিটিমিটি করে।
মনটা আমার দিলাম তোমায় যতন করে রেখ
বুকের মাঝে ভালোবেসে আমার প্রেমের ছবি এঁকো,
অনাগত স্বপ্নগুলি আর সাঁজিয়ে দিলাম আশা
ফিরিয়ে কি দেবে তুমি তাও আমার ভালোবাসা?
উৎর্সগঃ প্রিয় ব্লগার রহমান লতিফ ভাইকে। ছোট্ট করে এই কবিতাটা দেয়া ছিল নাবিলা কাহিনী – পরিণয় গল্পে Click This Link উনি এটাকে পছন্দ করে একটা খুব সুন্দর মন্তব্য করেছিলেন। উনার জন্যই এই কবিতাটা সম্পূর্ণ করে লেখা হলো।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, জানুয়ারি, ২০১৯
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
প্রথম এত চমৎকার মন্তব্যের জন্য আমার পক্ষ থেকে রইল শাদা গোলাপের শুভেচ্ছা......
এত ভালবাসা কোথায় পান ???? আমার পরিণয় গল্প পড়েছেন তো? ভালোবাসার অফুরন্ত ভান্ডার আমার কাছে আছে!
ধন্যবাদ আর শুভ কামনা রইল
২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৪
ডার্ক ম্যান বলেছেন: একটা বিষয়ে আপনার পরামর্শ প্রয়োজন ছিল । আপনার মেইল আইডি যদি দিতেন ।
[email protected] এটা আমার
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:০৮
নীল আকাশ বলেছেন: আপনাকে ইতিমধ্যেই ইমেইল করে দেয়া হয়েছে.......
ধন্যবাদ আপনাকে।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
না সে ভালবাসা ফিরিয়ে দিবেনা।
আপনার মত হ্যারি পটার নায়কের ভালবাসা ফিরিয়ে দেবার সাধ্য কার ?
কিছু কিছু শব্দ একাধিকবার ব্যবাহারের পর আবার ২য় লাইনে একই ব্যবহার একটু যেন কেমন লাগলো।
তাছাড়া কবিতাটা বেশ সুন্দর, ঝড় ঝড়ে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৮
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
মাইদুল ভাই, এটা অনেকটা গানের মতো করে লিখেছি। লতিফ ভাই এটাকে গান হিসেবে পছন্দ করেছেন, সেইজন্য এটাকে ছন্দের সাথে মিলিয়ে অস্থায়ী অন্তরা গুলি লেখার চেস্টা করলাম। মাঝখানের ৩টা প্যারা হলো অস্থায়ী অন্তরা। প্রথম এবং শেষ অংশটা হলো সুচনা এবং শেষ অংশ যেটা গানে বার বার রিপিট হবে। হালকা একটা সুর দিয়েও দেখেছি মিলে যায়। আপনার লাইন ২টা কিছুটা চেন্জ করেছি ছন্দের মিল আনার জন্য...........।
ছন্দ মিলিয়ে লেখা বেশ কঠিন, উপযুক্ত শব্দ পাওয়া আরও কঠিন.........
না সে ভালবাসা ফিরিয়ে দিবেনা। আপনার মত হ্যারি পটার নায়কের ভালবাসা ফিরিয়ে দেবার সাধ্য কার ? - আমি নায়ক নয় এখানে, এটা পরিণয় গল্পের নায়ক নাহিদের লেখা কবিতা/গান।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
আরোহী আশা বলেছেন: ভালোবাসা বলে নেইতো কিছু........
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
সবই মিছে এই কুহেলিকাময় নশ্বর পৃথিবীতে.
তবুও মন চায় কাউকে খুব করে কাছে পেতে,
ভালোবাসতে কিংবা ভালোবাসা পেতে........
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৯
পদাতিক চৌধুরি বলেছেন: আহা ! এমন নির্মল আকুতি যে কখনো ব্যর্থ হওয়ার নয়। কবিতায় ভালো লাগা, পোষ্টে লাইক ।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় নীল আকাশ ভাইকে।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
দাদা, এমন নির্মল আকুতি যে কখনো ব্যর্থ হওয়ার নয়, সেটাই পরিণয় গল্পে আমি দেখিয়েছি। ভালোবাসার এত উদাত্ত আহবান কারো পক্ষেই কি এড়িয়ে যাওয়া সম্ভব? নাহিদ তো সেই জন্যই নাবিলাকে পেয়েছে...........
গতকালকে ইতিহাসের সত্য ঘটনা নিয়ে একটা গল্প লিখেছি। যদি সময় পান তাহলে পড়ে একটা সমালোচনা মুলক মন্তব্য করলে খুব খুশি হব। আমার গল্পে আপনার সমালোচনা মুলক মন্তব্য না পেলে মনটা খুব খুঁত খুঁত করে। মনে হয় কি যেন পড়লাম না!
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর কবিতা....
কবিতা পড়ে ফিরিয়ে দেবে না
ফিরো আসবো লিখলে অন্তমিলে আরো ভালো হবে....
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
ফিরো আসবো লিখলে অন্তমিলে আরো ভালো হবে.... আপনার মন্তব্য পড়ার ১ মিনিটের মধ্যেই সাথে সাথেই সেটা ঠিক করে দিয়েছি। আপনি হচ্ছেন আমার সব লেখার অফিশিয়াল প্রুফ রিডার। আপনার আদেশ শিরোধার্য!
সুন্দর কবিতা....কবিতা পড়ে ফিরিয়ে দেবে না এমন নির্মল আকুতি যে কখনো ব্যর্থ হওয়ার নয়, সেটাই পরিণয় গল্পে আমি দেখিয়েছি। ভালোবাসার এত উদাত্ত আহবান কারো পক্ষেই কি এড়িয়ে যাওয়া সম্ভব? নাহিদ তো সেই জন্যই নাবিলাকে পেয়েছে...........
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৮
স্রাঞ্জি সে বলেছেন:
মিষ্টি রোদের ঘ্রাণে মিতালি করে আপনার মিষ্টি কবিতা পড়তেছি।
ভালবাসা যতন করে রেখে দেওয়া যাই। কিন্তু সেই যতনে যদি হেরফের হই। তাহলে ____?
লাইক দেওয়ায় তো কবিতায় ভাললাগা বৈকি। _____
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
চমৎকার একটা মন্তব্যের জন্য খুব করে ধন্যবাদ নিবেন।
ভালবাসা যতন করে রেখে দেওয়া যাই। কিন্তু সেই যতনে যদি হেরফের হই। তাহলে ? তাহলেই তো লাগে আসল গিট্টু!
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
হাবিব বলেছেন:
তুমি থাকলে হাসি কেন কথাও মিষ্টি লাগে,
তোমায় নিয়ে হারিয়ে যেতে মনে আশা জাগে।
দূর আকাশের নীলিমাতে কিংবা নিঝুম দ্বীপে,
তোমায় নিয়ে পারি দেব প্রেমের গাড়ি চেপে।
একজীবনে শেষ হবেনা আমার ভালোবাসা,
সেই জীবনেও তোমায় পেতে মনে জাগে আশা!
০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আমার প্রিয় কবি ভাই চলে এসেছে, কি দারুন! আপনি হচ্ছেন একজন জাত কবি, পড়ার সাথে সাথেই এত দারুন একটা প্রতি কবিতা লিখে ফেললেন? কৃতগ্গতায় তো আমাকে আস্টেপিস্টে বেঁধে ফেললেন দেখছি!
কবি ভাই
তোমায় নিয়ে পারি দেব প্রেমের গাড়ি চেপে। < তোমায় নিয়ে পারি দেব প্রেমের সাম্পানে [অথবা খেয়ায়] চেপে। হলে কেমন হতো?
আপনার উপরের লাইন গুলির সাথে আর যোগ করুন
সবই মিছে এই কুহেলিকাময় নশ্বর পৃথিবীতে.
তবুও মন চায় কাউকে খুব করে কাছে পেতে,
ভালোবাসতে কিংবা ভালোবাসা পেতে........
তুমি থাকলে - হাবিব স্যার
তুমি থাকলে হাসি কেন কথাও মিষ্টি লাগে,
তোমায় নিয়ে হারিয়ে যেতে মনে আশা জাগে।
দূর আকাশের নীলিমাতে কিংবা নিঝুম দ্বীপে,
তোমায় নিয়ে পারি দেব প্রেমের খেয়ায় চেপে।
এইজীবনে শেষ হবেনা আমার ভালোবাসা,
ঐ জীবনেও তোমায় পেতে মনে জাগে আশা!
সবই মিছে এই কুহেলিকাময় নশ্বর পৃথিবীতে.
তবুও মন চায় কাউকে খুব করে কাছে পেতে,
ভালোবাসতে কিংবা ভালোবাসা পেতে!
ব্যাস হয়ে গেল একটা দুর্দান্ত প্রেমের কবিতা........
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০০
হাবিব বলেছেন: তুমি থাকলে
০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৮
নীল আকাশ বলেছেন: হাবিব ভাই, মন থেকে ধন্যবাদ নিবেন।
কি যে ভালো লাগছে আপনার কবিতাটা পড়ে এসে.....
মনটা একদম অন্যরকম হয়ে গেছে......
একটা দুর্দান্ত প্রেমের কবিতা এত তাড়াতাড়ি লেখার জন্য ধন্যবাদ আর শুভ কামনা রইল, কবি ভাই!
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২
রাজীব নুর বলেছেন: সহজ সল সুন্দর কবিতা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকেও রইল সহজ সরল আর সুন্দর একটা অভিনন্দন।
শুভ কামনা রইল!
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪
মুক্তা নীল বলেছেন: ভাই, গতকাল থেকে লগইন করেও নিজের পোস্টে আমি দেখতে পাচ্ছি না। এটা কেন এটা হচ্ছে? একটু জানাবেন কি?
০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৩
নীল আকাশ বলেছেন: আপু,
আপনার ব্লগ ঘর ঠিক আছে। আমি এই মাত্র চেক করে আসলাম। আপনার পোষ্টটাও দেখে আসলাম। পাসওয়ার্ড ভুল হলে কিন্তু নিজের বাসায়ও ঢুকতে দেবে না.....
মোবাইল থেকে লগ ইন করতে অসুবিধা হলে ব্রাউজারে রিফ্রেস দিন। মনে হয় আপনার দিক থেকে সমস্যা, সামুতে না। ক্যাপস লকের কারনে আনমনেও অনেক সময় পাসওয়ার্ড ভুল হয়ে যায়। আবার ভালো করে চেস্টা করুন। ইনসাল্লাহ ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬
আরোগ্য বলেছেন: হাবিব স্যারের চেয়ে নীল আকাশ ভাই এর কবিতাটা অধিক ভালো লাগলো।
গল্পের মন্তব্য করেছি উত্তরের অপেক্ষায় আছি।
০৭ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
নীল আকাশ বলেছেন: আরোগ্য ভাই,
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ। হাবিব ভাইও খুব ভালো কবিতা লেখেন। উনি আমার একজন গুন মুগ্ধ পাঠক।
শুভ কামনা রইল!
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫২
জোছনাস্নাত রাত্রি বলেছেন: চমৎকার কবিতা। চমৎকার ছন্দ।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৫
নীল আকাশ বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য মন থেকে কৃতজ্ঞতা এবং আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ।
১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২০
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন । ++
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৪
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী আপু,
চমৎকার মন্তব্যের জন্য মন থেকে কৃতজ্ঞতা এবং আপনার জন্য শুভ কামনা রইল।
ধন্যবাদ।
১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬
মনিরা সুলতানা বলেছেন: ছোট্ট কবিতার ডানামেলা রূপ ও বেশ লেগেছে !!
প্রতিটা স্তবক' ই এসছে আলদা ভাবে সুন্দর করে; আমার কাছে ভালোলাগার স্তবক -
তোমাকে নিয়েই লিখে যাব প্রণয়ের কবিতা চতুর্দশপদী
তোমার স্নিগ্ধ হৃদয়ে হব ভালোবাসার বরফগলা নদী,
প্রিয়তমা তোমায় ভালোবেসে আমি আসব ফিরে ফিরে
তোমার হৃদয়ে হব সন্ধ্যা তারা জ্বলব মিটিমিটি করে।
শুভ কামনা।
০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১১
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
এই কবিতাটা আমার পরিণয় গল্পে ছিল ছোট্ট করে। লতিফ ভাই এটাকে গান বানাতে বলেছিলেন। জীবনে কখনো আগে গান লিখিনি। এই প্রথম বার ভয়ংকর চেস্টা করলাম। আপনি ভালো বলেছেন তো পরীক্ষায় পাশ!
আপু, এর আগে ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধ শিশুদের নিয়ে একটা ইতিহাস নির্ভর গল্প (স্বাধীনতা আমার অহংংকার) লিখেছিলাম। আপনাকে এটা পড়ে কেমন হয়েছে সেটা মন্তব্যে দেয়ার জন্য বিনীত অনুরোধ রাখছি। আমি ইতিহাস নির্ভর গল্প আগে লিখিনি। আপনাকেই তো বলব কেমন হয়েছে বলার জন্য! খুব করে জানতে চাই এটা কেমন লিখেছি!
আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভ কামনা রইল।
ধন্যবাদ।
১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২২
মনিরা সুলতানা বলেছেন: আপনার আগের গল্পে ও আমাকে কিছু অনুরোধ করেছিলেন, আমি তখন ভ্রমণে ছিলাম; মোবাইলে দুবার বিশাল মন্তব্য করার পর দেখি পেজ ই ওপেন হচ্ছিল না এরপর নানা ব্যস্ততায় আর করা হয়ে উঠেনি। ব্লগে আর একটু মন লাগলে আপনার লেখা তে আবার আসব।
আপনার অতখানি দরদ নিয়ে জানতে চাওয়ায় সব সময় সম্মানিত বোধ করি।
শুভ কামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮
নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
এই ব্লগে আপনি আর পদাতিক দা আমার একদম প্রথম গল্প (শবনম - প্রায়শ্চিত্ত) থেকে আমার সাথে আছেন। সব সময় ভুল গুলি ধরিয়ে দিয়েছেন। আজকে এই পর্যন্ত আমি যে এত দারুন দারুন সব গল্প লিখতে পেরেছি, সে জন্য আমি সব সময় আপনাদের দুইজনের কথা মনে রেখেছি। আর আমার প্রতিটা গল্পে আপনাদের দুইজনের মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেখান থেকেই আয়নার মতো আমি আমার লেখাকে মুল্যায়ন করতে পারি। আর তাই আমি সব সময় আপনাকে আর দাদাকে ধরতে গেলে ডেকেই আনি আমার গল্প গুলিতে..........
আপনার অতখানি দরদ নিয়ে জানতে চাওয়ায় সব সময় সম্মানিত বোধ করি। কার কাছে কি জানি না, আমার কাছে আপনি হলেন এই ব্লগের কবিতা সম্রাগ্গী। আপনার কাছ থেকে আমি, বিশেষ করে কবিতা লেখার ব্যাপারে আমি অনেক অনেক সাহায্য পেয়েছি। আপনার আগমনে আমি আরও বেশি সম্মানিত বোধ করি।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
১৭| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৩
ল বলেছেন: আহ হা!!!
প্রিয় নীল আকাশ ভাই,
সত্যি দারুণ মিষ্টি কবিতায় ভালোলাগা --
আমাকে উৎসর্গ করার জন্যে অনেক সম্মানিত বোধ করছি --
আপনার মনে পৃথিবী সমান মিষ্টি ভালোবাসা আর কবিতা ও গল্প হয়ে ওঠে আপনার মতোই মিষ্টি আী সুমধুর।
ভালোলাগা।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনি মিষ্টি মিষ্টি কবি মানুষ, আপনার জন্য মিষ্টি মিষ্টি কবিতা না হলে কি চলে নাকি?
সত্যি দারুণ মিষ্টি কবিতায় ভালোলাগা --আমাকে উৎসর্গ করার জন্যে অনেক সম্মানিত বোধ করছি -- এটা তো আপনার জন্যই লিখেছি আর আপনার ভালো লেগেছে মানে হচ্ছে, আমার কষ্ট সার্থক হয়েছে। আপনি খুব কাছের মানুষ, খুব যত্ন করে লিখেছি সেজন্য।
ধন্যবাদ আর শুভ কামনা রইল।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:৫৪
ল বলেছেন: কবিতটা প্রিয় তে নিলাম এর আদলে হাবিব ভাইয়ের মতো একটা কবিতা লেখার চেষ্টা করবো।
আপনার লেখা থেকে কবিতা লেখার অনুপ্রেরণা পাই৷
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২০
নীল আকাশ বলেছেন: প্রিয় লতিফ ভাই,
অসংখ্য ধন্যবাদ। এখন আপনার নীচে দেয়া কবিতাটা পড়ছি। সেখানেই ওটার মন্তব্য করব.....।
শুভ কামনা রইল।
১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:১৬
ল বলেছেন: -" দৃষ্টি তোমার মিষ্টি"
♪♪♪♪♪ (গীতিকাব্য)
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি
তোমায় নিয়ে গড়ি আশার পাহাড়,হই যে বনমালী
তুমি ছাড়া সবি শুস্ক-মরু,এ জীবন অসার জানি,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি---------- (ঐ)
নেশা নেশা ঐ দুটি চোখ,বিভোর হয়ে ভাবি দিবা নিশি,
সাত রাজার ধন,মণি মুক্তা কিছু নয় তাহার চেয়ে নয় দামী,
তোমায় নিয়ে অনায়াসে,অথৈ সাগর;দুঃখের খেয়া দেবো পাড়ি,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
তোমার চোখে দেখছি আমার অনাগত ভবিষ্যতের গল্প,
তুমাতেই মেটাই তৃষ্ণার্ত মনের যত কামনা-বাসনা,রুপকথার আদিগন্ত
হৃদয় মাঝে বুনি শত প্রেমের আলপনা,ডাকে সফল প্রণয়ের হাতছানি।
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি,স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
যা মনে আসলো তাই লিখলাম আপনার জন্যে প্রিয় গুণী মানুষ।
(সম্পাদনা করে দিবেন)
০৯ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
কবিতা চমৎকার হয়েছে। সামান্য কিছু ঠিক করে দিলাম শুধু ছন্দ মেলানোর জন্য.......
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি, স্বর্গের সুখ-সুধা মানি
তোমায় নিয়ে গড়ি আশার পাহাড়, হই যে বনমালী
তুমি ছাড়া সবই শুস্ক-মরু, এ জীবন অসার জানি,
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি, স্বর্গের সুখ-সুধা মানি---------- (ঐ)
নেশা নেশা ঐ দুটি চোখ, বিভোর হয়ে ভাবি দিবা নিশি,
সাত রাজার ধন মণি মুক্তা, কিছু নয় তার চেয়ে দামী,
তোমায় নিয়ে অথৈ দুঃখের সাগরে, খেয়া দেবো পাড়ি, [ছন্দ মেলানো জন্য ঠিক করলাম]
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি, স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
তোমার চোখেই দেখছি আমার, অনাগত প্রণয়ের গল্প, [ভবিষ্যত আর অনাগত একই মানে]
তোমার মাঝেই তৃষ্ণার্ত মনের কামনা-বাসনা যত, [রুপকথার আদিগন্ত - এটা ইচ্ছে করলে বাদ দিতে পারেন]
হৃদয় মাঝে স্বপ্নের জাল বুনি শত প্রেমের আলপনায়, [ডাকে সফল প্রণয়ের হাতছানি - এটা ইচ্ছে করলে বাদ দিতে পারেন]
দৃষ্টি তোমার বড়ই মিষ্টি, স্বর্গের সুখ-সুধা মানি----------(ঐ)
আপনার চমৎকার কবিতা পড়ার পর নীচের লাইন কটা গিফট করলাম প্রিয় ভাইকে
তোমার প্রণয়ের সুতীব্র দহনে, আজীবন পুড়ে যেতে চাই
তোমার উচ্ছল প্রেমের নদীতে বার বার ডুবে যেতে চাই।
ভালোবাসার অবগাহনে আমার হৃদয়ের মুক্ত দৃস্টিবান
তোমার দিকেই অবিরত ছুটে চলে আমার হৃদয়ের সাম্পান।
ধন্যবাদ আর শুভ কামনা রইল।
২০| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৬
নজসু বলেছেন:
প্রিয় আপনাকে আজকে শুধু একটা প্রশ্ন করবো।
আপনার লেখায় হৃদয়ের এতো আকুলতা থাকে কিভাবে?
গল্প বলেন আর কবিতাই বলেন পাঠ করার পর মনটা কেমন যেন একটা অনুভূতিতে ভরে যায়।
আমি এই অনুভূতির বিশেষণ জানিনা। এই অনভূতির পরিধি জানিনা।
আমি শুধু জানি কোথাও ভেসে চলেছি আমি।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
সুজন ভাই, আমি হচ্ছে একজন চরম আলসে টাইপের লেখক। অনেক দিন পর পর একটা লেখা লিখি। আর চরম খুতখুতে স্বভাবের। যেই কারনে একটা লেখা শতভাগ ঠিক না হলে পোষ্ট দেই না............
গল্প বলেন আর কবিতাই বলেন পাঠ করার পর মনটা কেমন যেন একটা অনুভূতিতে ভরে যায়। আমি এই অনুভূতির বিশেষণ জানিনা। এই অনভূতির পরিধি জানিনা। আমি শুধু জানি কোথাও ভেসে চলেছি আমি। - আমি আমার লেখায় মানুষের মানবিক অনুভুতিগুলি নিয়েই বেশি কাজ করি। কোন পাঠককে যদি আমার গল্প বা কবিতায় ডুব দেয়াতে নাই পারলাম, তবে সেই লেখার স্বার্থকতা কোথায়। আপনি খুব সংবেদনশীল একজন পাঠক। আপনাকে অনুরোধ করব স্বাধীনতা যুদ্ধের যুদ্ধ শিশুদের নিয়ে লেখা আমার শেষ গল্পটা Click This Link পড়ার জন্য। আপনি আমার নাবিলা - পরিণয় গল্পের মতো এটাও অনেক দিন মনে রেখে দিবেন ফিনিসটার জন্য......। খুব দরদ দিয়ে ফিনিসটা লিখেছি.........
ধন্যবাদ আর শুভ কামনা রইল।
২১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভায়া,
লতিফ ভাইকে তো এখন মিষ্টি খাওয়াতে হবে! এতো সুন্দর সুন্দর কবিতা উনাকে নিয়ে রচনা হচ্ছে। এতো বড় ভাগ্য কার হয়!
আশাকরি ভাল আছেন,
বইমেলায় আসবেন কিন্তু। এক রঙা এক ঘুড়ির স্টলে সাক্ষাত হবে।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৬
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
হুম, আসলেও ঠিক বলেছেন। বেশি মিষ্টি দেয়া মিষ্টি খেতে দিতে হবে। এই কবিতার মতোই মিষ্টি মিষ্টি হতে হবে......।
আশাকরি ভাল আছেন, বইমেলায় আসবেন কিন্তু। এক রঙা এক ঘুড়ির স্টলে সাক্ষাত হবে। আল্লাহর রহমতে খুব ভালোই আছি। আমি ঢাকার বাইরে থাকি। বই মেলার অবশ্যই আশার ইচ্ছে আছে। আসলে অবশ্যই এক রঙা এক ঘুড়ির স্টলে সাক্ষাত হবে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!
২২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
তারেক ফাহিম বলেছেন: প্রিয়, আপনিতো গল্প-কবিতা দুটোতে ভালো ফারপরমেন্স করেন।
আপনার গল্পগুলো হৃদয় চোয়া, কবিতাগুলোতেও অনেক অনেক ভালোলাগা।
শুভকামনা সব সময় আপনার জন্য।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল ফাহিম ভাই,
এই কবিতাটা আপনার খুব প্রিয় নাবিলা - পরিণয় গল্পে ছিল। গল্পটা বেশি ভালো হয়ে ঘিয়েছিল দেখে লতিফ ভাই ছাড়া আর কারো চোখে ভালো মতো পড়েনি। সেজন্যই আলাদা করে দিলাম..........
চমৎকার মন্তব্যের জন্য মন থেকে ধন্যবাদ নিবেন। ঠিক এর আগে দারুন ইতিহাস ভিত্তিক একটা গল্প দিয়েছে, সময় থাকলে পড়ে দেখতে পারেন.......
আপনার জন্যও সব সময় শুভ কামনা রইল!
২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
কাওসার চৌধুরী বলেছেন:
পুষ্প হাতে নিয়ে দাড়িয়ে আমি,
নীল পরী রুপে হয়তো সামনে এসে দাড়াবে তুমি,
সব ভালবাসা প্রকাশ করতে না পারলেও
তোমাতেই বিভোর হব আমি।... …...
প্রিয় নীল আকাশ ভাইয়ের চমৎকার রুমান্টিক কবিতা পড়ে এই ছোট্ট কথামালা উৎসর্গ করলাম। নতুন বছরের শুভেচ্ছা রইলো। ++++
০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬
নীল আকাশ বলেছেন: প্রিয় কাওসার ভাই,
আপনার আগমনে আমি বিমোহিত। এই কবিতা যে বেজায় মিষ্টি হয়েছে সেটা এখন টের পাচ্ছি। কবিতার মিষ্টি মিষ্টি জলে ডুব দিয়ে ব্লগের সেরা প্রবন্ধকারও যে এক ছড়া কবিতার লাইন না লিখে পারলেন না সেটা সত্যই দারুন! রোমান্টিক কবিতা পড়ে দেখি আপনার মনেও দারুন ভাব চলে এসেছে......
প্রেমিকার ভালোবাসাতে তো সব প্রেমিকরাই বিভোর হবে.......
আপনি আমাকে গল্পকার বলেন কিন্তু গত কয়েকটা দুর্দান্ত গল্প আপনি মিস করেছেন। রিভেন্জ নিয়ে গল্পটা Click This Link আর স্বাধীনতা যুদ্ধের উপর গল্পটা Click This Link পড়ে দেখুন। আজীবন আমার গল্পের মুগ্ধ পাঠক হয়ে যাবেন কথা দিচ্ছি.......।
ভালো থাকুন সব সময়, প্রিয় ভাই।
শুভ নব বর্ষ আর আপনার জন্য সব সময় শুভ কামনা রইল!
২৪| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮
মুক্তা নীল বলেছেন: ভাই, অসম্ভব সুন্দর একটি কবিতা । আপনি তো দেখছি রোমান্টিকতায় ব্লগে প্রেমের ঝড় উঠিয়ে দিয়েছেন। ভালোবাসার মানুষটির জন্য যেকোন ত্যাগ সীকার করে বরফ গলা নদী কেনো সাগরেও ভেসে যাওয়া যায় । আপনার এই কবিতায় শুধু প্রেম নয়, বিশ্বাসটাকেও দাড়ঁ করেছেন প্রবলভাবে। শুভকামনা রইলো । ভালো থাক বেন।
০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৮
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
দুর্দান্ত একটা মন্তব্য করে তো আপু আপনি আমাকে কৃতগ্গতায় আমাকে আস্টেপিস্টে বেঁধে ফেললেন দেখছি!
অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
ভালো থাকুন সব সময়, প্রিয় আপু।
আপনার জন্য সব সময় শুভ কামনা রইল!
২৫| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
কাওসার চৌধুরী বলেছেন:
প্রিয় ভাই; লজ্জা দেবেন না। সময় করে পড়তে গিয়ে আর পড়া হচ্ছে না। দুঃখিত। আজ রাতের মধ্যেই হয়ে যাবে। পড়বো মনযোগ সহকারে। কমেন্টে নিজের অনুভূতি জানিয়ে আসবো।
০৮ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
নীল আকাশ বলেছেন: ভাই, স্বাধীনতার যুদ্ধ শিশুদের নিয়ে গল্প/লেখাটায় খুব করে আপনার অনুভুতির কথা জানতে ইচ্ছে করছে। খুব দুঃসাহসিক একটা চেস্টা করেছি। পড়ার পর দেখি আপনি কি বলেন?
শুভ কামনা রইল!
২৬| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৩
কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: ভালোলাগা
০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৪
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী আপু,
অনেক দিন পরে কথা হলো! আমার ব্লগে আসার জন্য শুভেচ্ছা রইল!
আমার এই দুঃসাহসিক একটা গান লেখার চেস্টা আপনার ভালো লেগেছে দেখে খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপু।
আপনাকে আমি আমার লেখা প্রেমের গল্পঃ নাবিলা কাহিনী - পরিণয় Click This Link
পড়ার আমন্ত্রন দিচ্ছি। এই গান/কবিতাটা এই গল্পে দেয়া ছিল।
গল্পটা পড়ার পর আপনার অনুভুতি কেমন হবে জানতে ইচ্ছে করছে....
ভালো থাকবেন, সব সময় আপু।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
২৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: দারুণ প্রেমের কবিতা।
পাঠে মুগ্ধ।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১
অপু দ্যা গ্রেট বলেছেন:
অনেক আগেই ফিরিয়ে দিয়েছে
তাই এখন আর আশা করি না ।
+++++
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল অপু ভাই,
ভালোবাসা অনেকটাই বুমেরাং এর মতো। আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন আর তাকে জানান, আপনার দিক থেকে যদি সত্যই সৎ থাকেন ভালোবাসা নিয়ে, তারপরও যদি উনি সেটা উপলব্ধি করতে ব্যর্থ হন কিংবা না বুঝে ফিরিয়ে দেন, তাহলে আপনাকে বুঝে নিতে হবে অন্য কিছু। উনি আপনার এই সৎ ভালোবাসা পাওয়ার উপযুক্ত নন। আপনি ভুল মানুষকে পছন্দ করেছেন। ভুল জায়গায় সময় নষ্ট করছেন। আপনার জুটি অন্য কোথাও ঠিক আপনার মতো করেই অপেক্ষা করে আছেন।
আপনার জন্য সঠিক মানুষটিকে ভালো করে খুঁজুন। আপনি এখনও তাকে খুঁজে পান নি।
সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর শুভেচ্ছা রইল।
২৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৫:১০
ল বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২২
নীল আকাশ বলেছেন: সালাম এবং শুভ সকাল ভাই,
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর সব সময় আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।
শুভ কামনা রইল!
©somewhere in net ltd.
১| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১০
ডার্ক ম্যান বলেছেন: এত ভালবাসা কোথায় পান ????
আপনার গল্পই সেরা কবিতা আধুরা