নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
বনেতে এক শিয়াল ছিল
চোখটা ছিল কানা,
হুক্কাহুয়া স্বরে ডাকে
দেখে মুরগির ছানা।
হাড়ির খবর রাখে শিয়াল
সব খবরই জানা,
দিন বদলের সুরে গায়
দিনে রাতে গানা।
ব্যাংক উধাও, ভল্ট উধাও
উধাও সোনাদানা,
এসব কিছুই যায়না দেখা
কেবল এতিম খানা।
আজব এক মেশিন আছে
বগল তলে তার,
যার ছোঁয়াতে দেশ প্রেমিক
হয় যে রাজাকার।
গালাগাল ছাড়া হয়না তার
পেটের ভাতটা হজম,
মিথ্যা কথার গাট্টি যেন
নাইযে লজ্বা শরম।
নির্বাচনে অনীহা তার
বাড়ে মনে ডর,
সোনার গদি ছাড়ার ভয়ে
উঠল গায়ে জ্বর।
পিলখানা আর বিডিআর
কে না চায় বিচার,
সব জনগন মিলে
আজ হটাও স্বৈরাচার।
উঠছে ফোঁসে জনগন
হিসাব দেবার পালা,
ছাড় পাবেনা সমুন্দির পুত
শ্বশুর বাড়ির শালা।
উৎসর্গ: ছড়াটা ব্লগের ছন্দের জাদুকর এবং অপ্রতিদ্বন্দ্বী ছড়াকার বাকপ্রবাস ভাই কে উৎসর্গ করলাম, যার প্রতিটা ছড়া পড়ার পর মুগ্ধতা ছাড়া আর অন্য কোন কিছুই আর আমার মনে আসে না……
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, ডিসেম্বর, ২০১৮
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬
নীল আকাশ বলেছেন: আপনাকেও শুভ সকাল।
ধন্যবাদ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩১
হাবিব বলেছেন:
আপনার ছড়া আমার কাছে অসাধারণ ভালো লেগেছে......
পোস্টে প্লাস......++
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৮
নীল আকাশ বলেছেন: জীবনে এই প্রথম ছড়া লেখার চেস্টা করলাম। আপনার মন্তব্য পড়ে তো আমি ভিষন লজ্জা পাচ্ছি..........।
অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: ছড়া ভালো লেগেছে। উৎসর্গের শ্রদ্ধা !
চট্টগ্রাম ব্লগডেতে আপনার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম । বলা যেতে পারে রীতিমত আপনার প্রেমে পড়ে গেছি.....হা হা হা
শুভকামনা ও ভালোবাসা প্রিয় নীল আকাশভাইকে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল দাদা,
ব্লগে এত সুন্দর সুন্দর সব ছড়া লিখতে দেখি, ভাবলাম আমিও একবার চেস্টা করি। চেস্টা করলে কি না হয়!
ভাবছি মাঝে মাঝে ছড়া লিখবো! ভালোই মজা লাগে.......
দাদা, দুর্দান্ত একটা গল্প লিখেছি। নবর্বষ উপলক্ষে মাসের শেষ দিকে পোষ্ট দিব। আমি নিশ্চিত এই ধরনের লেখা আজ পর্যন্ত কেউ ব্লগে দেয়নি। আপনার ভাবী পড়ে ইতিমধ্যেই হতম্ভব হয়ে গেছে। পড়ার আগ্রীম দাওয়াত দিয়ে গেলাম।
চট্টগ্রাম ব্লগডেতে আপনার সৌন্দর্য দেখে মুগ্ধ হলাম । বলা যেতে পারে রীতিমত আপনার প্রেমে পড়ে গেছি.....হা হা হা - কি লজ্জা! কি লজ্জা! পালাই! পালাই! আপনার কথা শুনে তো নববধুর বাসর রাতের মতোই লজ্জা পেলাম! হা হা হা
শুভ কামনা রইল!
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: স্ত্রী হলো শক্তি
আর স্বামী হলো সহ্যশক্তি।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৩
নীল আকাশ বলেছেন: শুভ সকাল রাজীব ভাই।
ত্রী হলো শক্তি, আর স্বামী হলো সহ্যশক্তি। আর আমরা সাধারন জনগন হলো গত দশ বছর ধরে অসম্ভব নির্যাতন সহ্য করার বিমুর্ত প্রতীক!
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪১
ল বলেছেন: বাহ,, আপনি তো দেখি বহুমাত্রিক লেখক!!
দারুণ ছড়া কবিতা।।
চারিদিকে এত এত সংহিসতা, এত এত মানুষের মৃত্যু!!
এত এত অরাজকতা, অপরাজনৈতির ছোবল!!!
গনতন্ত্র কি আমাদেরকে মানায়,, সবি তো আঁচলের তলে তলিয়ে যেতে হয় ---
গনি হোসেন আর কত উন্নয়নের দোহাই দিবে!!!
বাক প্রবাস একজন ভালো ছড়াকার --- অভিনন্দন।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন, লতিফ ভাই।
আমি ছড়া লিখি না। হঠাৎ একটা লিখতে ইচ্ছে করল। ব্লগে এত সুন্দর সুন্দর সব ছড়া লিখতে দেখি, ভাবলাম আমিও একবার চেস্টা করি। চেস্টা করলে কি না হয়!
গনতন্ত্র এখন প্রায় দেশে ধংশের মুখোমুখি।
দোহাই দিয়ে সব সময় পার পাওয়া যাবে না.......
বাক প্রবাস ভাই একজন কিংবদন্তী ছড়াকার। গুরু।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এবার ছড়াতে হাত পাকাবেন দেখছি। ছড়ায় রাজনীতি ও বাস্তবতা তুলে ধরেছেন।
ভাল । বেশ ভাল। লিখতে থাকুন।
আমিও কয়েকটা লিখে রেখেছি কিন্তু পোস্ট করা হয়না।
আপনার গল্প পড়ার অপেক্ষায় থাকলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল মাইদুল ভাই,
ব্লগে এত সুন্দর সুন্দর সব ছড়া লিখতে দেখি, ভাবলাম আমিও একবার চেস্টা করি।
ছড়ায় রাজনীতি ও বাস্তবতা তুলে ধরেছেন। - দেশের বতর্মান চরম বাষ্তবতা নিয়ে আমাদের অবশ্যই লেখা উচিৎ!
আমিও কয়েকটা লিখে রেখেছি কিন্তু পোস্ট করা হয়না। - তাড়াতাড়ি সব গুলি পোষ্ট দিন, আমরাও পড়ি।
আপনার গল্প পড়ার অপেক্ষায় থাকলাম। - তাই, মনে আছে তো আপনার ব্লগার আট্যাক গল্পে আপনি আমার মন্তব্যের প্রতি মন্তব্যে কি বলেছিলেন? "একটা মর্ডার গল্প লিখে ফেলুন না।" যা বলেছেন, ঠিক তাই করেছি। কি লিখেছি সেটা পড়ার পর বুঝবেন
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০৭
করুণাধারা বলেছেন: আপনার ছড়া ভালো হয়েছে। কিন্তু একটা কথা বলি, বাকপ্রবাস বিদেশে থাকেন, ছড়া লিখেও তিনি নিরাপদে থাকতে পারবেন। আপনি দেশে থাকেন, তাই মাথা গরম করে এ ধরনের ছড়া না লিখলেই ভালো হবে। আপনি কি জানেন না, ছড়ায় "হায়েনা" শব্দটি থাকায় একজন বুয়েট শিক্ষককে চাকরি ছেড়ে কানাডায় পাড়ি জমাতে হয়েছে..........
ভালো থাকুন, শুভকামনা রইল।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল আপু,
আমি ছড়া লিখি না। হঠাৎ একটা লিখতে ইচ্ছে করল।
ভালো একটা বিষয়ে মনে করিয়ে দিয়েছেন। বেঁচে তো থাকতে হবে? ঠিক আছে ছড়া লেখা না হয় দেশে গনতন্ত্র ফিরে না আসা পর্যন্ত মুলতুবী থাক।
অসংখ্য ধন্যবাদ আর কৃতগ্গতা রইল।
শুভ কামনা রইল!
৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৩
নজসু বলেছেন:
এলাম, ছড়া পাঠ করলাম এবং চলে গেলাম।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল সুজন ভাই,
কেন করেছেন এই রকম সেটা ভালোই বুঝতে পারছি। কোন দোষ দিচ্ছি না। আর এই ধরনের ছড়াও লিখবো না।
ভালো থাকুন, শুভ কামনা রইল!
৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অবশ্যই দিব এক সময়।
আপনিতো দেখছি তড়িৎকর্মা -মর্ডার নিয়ে গল্প লিখেও ফেলেছেন। আর আমি কতগুলো গল্প খুলে বসে আছি একটাও শেষ হচ্ছে না।
ভাল থাকুন।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৭
নীল আকাশ বলেছেন: মাথায় প্লট আসলে গল্প আমি একটানা লিখে ফেলি। তড়িৎকর্মা? ভালোই বলেছেন।
১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:১৮
অপু দ্যা গ্রেট বলেছেন:
শুভ সকাল
চমৎকার এক ছড়া দিয়ে দিন শুরু হতে যাচ্ছে ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২০
নীল আকাশ বলেছেন: আপনাকেও শুভ সকাল,
ভালো থাকুন অপু ভাই।
ধন্যবাদ।
১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৩
সৈয়দ সামিদ বলেছেন: In politics there is no right or wrong , you have to establish you are always right. সম্ভবত বলিউড সিনেমা রাজনীতি মুভির ডায়ালগ । উপমহাদেশের রাজনীতিতে এটা সত্য বলে আমার কাছে মনে হয় ।
আপনার ছড়া ভাল হয়েছে । আশা করছি ভবিষ্যতে রাজনৈতিক দুর্যোগ আসার পর আপনি চুপ থাকবেন না । সমাজে একটা শ্রেণীর কিছু মানুষ থাকে , যারা যেকোন বিপর্যয়ে সবার আগে আওয়াজ তুলে । আপনাকে কি তাদের একজন হিসেবে ধরে নেওয়া যায় ? নাকি দলীয় রাজনীতির সমর্থক হিসেবে এই ছড়াটি লিখেছেন ??/
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪১
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনি সম্ভবত আর কোন আমার কোন লেখা পড়েন নি। তাই আপনার মন্তব্যে এই রকম কথা বলেছেন। যত অন্যায় হোক আমি কখনো চুপ থাকি নি।
উপরের লেখাটা কি ভাবে আপনার রাজনৈতিক মনে হলো বলবেন কি? ব্লগে যে ভোট চেয়ে পোষ্ট দেয় সেগুলি চোখে পড়ে না। ভরসা রাখতে বলে সেগুলি মনে হয় চোখ এড়িয়ে যায়, তাইনা?
আশা করি আমার কথা গুলির উত্তর আপনি দিয়ে যাবেন।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯
রাফা বলেছেন: বাহ্ চমৎকার ছড়া...সব শিয়ালের যে এক রা..হুক্কা হুয়া এটা কমেন্টের মাধ্যমে প্রতিভাত হয়েছে।What a joke... এটা আপনার জন্য শতভাগ প্রযোজ্য।রাজাকারের পুত্র যে মুক্তিযোদ্ধা তার প্রমাণ।কিন্তু কোন সেক্টরে যুদ্ধ করেছে বলে নাই।একটু জেনে জানাবেন..
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬
নীল আকাশ বলেছেন: আপনার মতো ১৭ আর ১৮ই ডিসেম্বর আর গন জাগরন মন্চে যারা নব্য মুক্তিযুদ্ধা হয়েছে তাদের জন্যই এটা লেখা হয়েছে। মুক্তিযুদ্ধ বিক্রি করে আর কত দিন পেটের ভাত যোগার করবেন। চক্ষু লজ্জা শরম বলেও কিছু একটা আছে?
এক চোখা শিয়াল কি এমনি বলেছি?
হুক্কা হুয়া ডেকে নিজেই প্রমান করলেন কত বড় বেহায়া আর নিলর্জ্জ আপনাদের মানষিকতা। জনগনের কোন মতামতই গায়ে সহ্য হয় না। সাধে বাকশালী বলি আপনাদের? রক্তের মধ্যে এটা ঢুকে আছে........
১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
সৈয়দ সামিদ বলেছেন: যতই অন্যায় হোক , আপনি কখনো চুপ থাকেন না , এটা শুনে আশ্বস্ত হলাম ।
২০১৩/১৪/১৫ সালে রাজাকারের উত্তরসূরিরা অনেক নিরীহ মানুষকে খুন করেছে, আপনি নিশ্চয়ই ঐ জঘন্য অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন । আমি আপনার সেইসব লিখা পড়তে চাই। দয়া করে লিংকটা দিন ।
ব্লগে যারা ভোট চেয়ে পোস্ট দেয় কিংবা নৌকায় ভরসা রাখতে বলছে , তারা তো সরাসরি কথা বলছেন । সব জিনিস আমার চোখে পড়ে না এটা যেমন সত্য , ঠিক তেমনি অনেক জিনিস আমার দৃষ্টি এড়িয়ে যায় না ।
ভার্চুয়াল ওয়ার্ল্ড অনেক বিপদজনক জায়গা । এখানে প্রতি পদে পদে ফাঁদ পাতা রয়েছে । ভাল থাকবেন ভাইয়া ।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯
নীল আকাশ বলেছেন: ২০১৩/১৪/১৫ সালে রাজাকারের উত্তরসূরিরা অনেক নিরীহ মানুষকে খুন করেছে, আপনি নিশ্চয়ই ঐ জঘন্য অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন । আমি আপনার সেইসব লিখা পড়তে চাই। দয়া করে লিংকটা দিন । - ঐ সময়ে আমি ব্লগে ছিলাম না। লিংকটা তাই দিতে পারলাম না...........
ভার্চুয়াল ওয়ার্ল্ড অনেক বিপদজনক জায়গা । এখানে প্রতি পদে পদে ফাঁদ পাতা রয়েছে । ভাল থাকবেন ভাইয়া । - উপদেশের জন্য ধন্যবাদ। ভালো একটা বিষয়ে মনে করিয়ে দিয়েছেন। বেঁচে তো থাকতে হবে? ঠিক আছে ছড়া লেখা না হয় দেশে গনতন্ত্র ফিরে না আসা পর্যন্ত মুলতুবী থাক।
অসংখ্য ধন্যবাদ আর কৃতগ্গতা রইল।
শুভ কামনা রইল!
১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
আব্দুল্লহ আল মামুন বলেছেন: দারুণ দারুণ। সেলু্ট আপনাকে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৭
নীল আকাশ বলেছেন: পড়া আর সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও স্যালুট!
শুভ কামনা রইল!
১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২১
মুক্তা নীল বলেছেন: শুভ সকাল। আপনি খুব খুব সুন্দর একটি ছড়া লিখেছেন। আমি আপনার ছড়ারও ভক্ত হয়ে গেলাম। আমার ভাই তো দেখছি, দেখতেও হিরো ও লিখাতেও হিরো।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন আপু।
চেস্টা করলাম একটা ছড়া লেখার।
আমার ভাই তো দেখছি, দেখতেও হিরো ও লিখাতেও হিরো। - কি যে বলেন না! লজ্জায় লাল হয়ে গেলাম!
শুভ কামনা রইল!
১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: হা হা হা ... । চমৎকার হয়েছে।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৪
নীল আকাশ বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
খাঁজা বাবা বলেছেন: চমৎকার ছন্দ,
সারমর্ম নিয়ে না হয় নাই বললাম
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৩
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ। যে বলেছেন সেটাই যথেষ্ঠ!
১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
কাওসার চৌধুরী বলেছেন:
"ব্যাংক উধাও, ভল্ট উধাও
উধাও সোনাদানা
এসব কিছুই যায় না দেখা
কেবল এতিমখানা"
দারুণ সময়োপযোগী একটি ছড়া। আপনি এতো চমৎকার ছড়া লিখতে পারেন তা তো জানতাম না। এগিয়ে যান দুর্বার গতিতে। ++++ প্রিয় ভাইকে ব্লগ ডে'তে মিস করেছি। আশা করি, বই মেলাতে পাব।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন, ভাই।
আমি ছড়া লিখি না। হঠাৎ একটা লিখতে ইচ্ছে করল। ব্লগে এত সুন্দর সুন্দর সব ছড়া লিখতে দেখি, ভাবলাম আমিও একবার চেস্টা করি। চেস্টা করলে কি না হয়!
চট্টগ্রামের ব্লগ ডে ছিলাম। তবে আপনাকে সত্যি মিস করেছি। ইনসাল্লাহ খুব শিঘ্রই আপনার সাথে দেখা হবে....।
ঢাকা বই মেলাতে সপরিবারে আশার ইচ্ছে আছে.......।
শুভ কামনা রইল!
১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
চোরাবালি- বলেছেন: ভালো লাগলো, আমি তো ভেবেছিলাম বাক প্রবাস আবার নতুন নামে
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০২
নীল আকাশ বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১
বাকপ্রবাস বলেছেন: আমি আপ্লুত। ভালবাসা জানবেন।
কমেন্টগুলো পড়ছিলাম, ভয়ের কথা হচ্ছে বা আসছে। আসলে আমাকেও প্রতিনিয়ত নিষেধ করা হয় এসব না লিখতে, বিবেকের তাড়নায় পারিনা। আমার লেখা হয়তো এক পাক্ষিক তবুও আমি মনেমনে প্রস্তুতি নিচ্ছি কী করে আরো নিরপেক্ষ হওয়া যায় প্রসঙ্গটা রাজনৈতিক ছড়ার ক্ষেত্রে।
মোদ্দা কথা হল আমরা ভাল নেই, লিখতে গেলেও ভয় নিয়ে লিখতে হচ্ছে এমন একটা রাষ্ট্র আমরা আশা করিনা। সবাইকে এ ব্যাপারে একটু সচেতন হতে হবে, যেই সরকার আসুক মানুষের অধিকারগুলো যেন শেকলবন্দি না হয়।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: শুভ সকাল, ভাই,
আপনার প্রতি আমার ভালোবাসার কোনদিনও কমতি হবে না........
বিবেক কে পাশ কাটিয়ে যাবেন কিভাবে?
সত্য তো বলতেই হবে!
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
কথার ফুলঝুরি! বলেছেন: ছড়ায় ছড়ায় তো ভালোই বলেছেন ভাইয়া
নতুন গল্প পাচ্ছি কবে ?
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৮
নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন।
ভয়ংকর দু:সাহস নিয়ে একটা চেস্টা করলাম। নিজের লেখা নিয়ে তো সব সময় এক্সপেরিমেন্ট করি। এটাও সে রকম একটা।
নতুন গল্প পাচ্ছি কবে ? - নতুন একটা গল্প লেখা শেষ। তবে সেটা আপনার পছন্দ হবে কিনা জানি না। একেবারে অন্য রকম টপিক নিয়ে লিখেছি। এই ধরনের গল্প ব্লগে কেউ লিখে না। এটাও একটা এক্সপেরিমেন্ট ধরতে পারেন। তবে পড়ে দারুন মজা পাবেন। বিনোদন ১০০% গ্যারান্টেড।
শুভ কামনা রইল!
২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
নীলপরি বলেছেন: আপনি তো দেখছি সব্যসাচী । গল্পের সাথে ছড়াও ভালো লেখেন ।
শুভকামনা
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০১
নীল আকাশ বলেছেন: আপু আপনাকেও শুভ কামনা রইল!
চেস্টা করলাম একটা ছড়া লেখার। সব্যসাচী বলে তো দারুন লজ্জায় ফেলে দিলেন!
ধন্যবাদ।
২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪
নীলপরি বলেছেন: লাইকে ক্লিক করতে ভুল হয়ে গিয়েছিল । এখন করে গেলাম ।
++
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯
নীল আকাশ বলেছেন: আবারো ধন্যবাদ প্রিয় আপুকে.......।
২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: দারুণ। দিনে দুপুরে অপমান ...
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫০
নীল আকাশ বলেছেন: অপমান কি এরা বুঝে নাকি? লজ্জা শরম থাকলে তো?
আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ।
২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮
সমালোচক মন্তব্যকারী বলেছেন: দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি তাকিয়ে আছে মানুষ একটু ন্যায় বিচার পাওয়ার আশায়, একটু গনতান্ত্রিক পরিবেশের স্বাদ পাওয়ার আশায়। তারাও যদি মানুষকে হতাশ করে তবে সেটা হবে বাংলাদেশের জন্য শতাব্দীর সেরা ধাক্কা
২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৯
নীল আকাশ বলেছেন: আমার ভয় হচ্ছে আপনি সহ সবাই ভয়ংকর ভাবে প্রতারিত হতে যাচ্ছেন.........এখানে এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না!
২৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
আরোগ্য বলেছেন: আপনাকে আর বাকপ্রবাস ভাইকে স্যালুট।
তবে ব্লগে অনেকেরই হয়ত মরিচ পোড়া লাগবে
বেশ বেশ !!!
সাবধানতা অবলম্বন করুন।সাবধানের মাইর নাই।
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৩
নীল আকাশ বলেছেন: শুভ সন্ধ্যা,
আপনাকেও স্যালুট ছড়াটা পড়া এবং মন্তব্য করার জন্য।
সাবধান করার জন্য মন থেকে ধন্যবাদ।
মরিচ পোড়া একজনের লেগে গিয়েছিল অলরেডী। এই সব চেতনাবাজ ব্যবসায়ীদের আমি খুব ভালো করেই চিনি।
এরা হলো ধাপ্পাবাজের দল।
শুভ কামনা রইল!
২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: চমৎকার !!!
মজা পেলুম
আরো আরো কবিতা চাই....
২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
নীল আকাশ বলেছেন: দেখি আরও লেখা যায় নাকি? অলরেডী সবাই সাবধান হতে বলে দিয়েছে..
পরকীয়ার খুনের দৃশ্যটা ভালো লেগেছিল বলেছিলেন না? আপনার জন্য এখন এইবার যা লিখেছি তার কাছে আগেরটা দুধ ভাত। কয়েক দিনের মধ্যেই পাবেন। মাথা ঘুরে যাবে.....
শুভ কামনা রইল!
২৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৩
আর্কিওপটেরিক্স বলেছেন: উকে.... কি যে কপালে আছে
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
নীল আকাশ বলেছেন: হুম, পড়লেই বুঝবেন..........
২৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১
ফ্রিটক বলেছেন: ছবিগুলিও মানান সই বটে।সমসাময়িক ছড়া। ভাল ই লেখেছেন
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৪
নীল আকাশ বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
আর চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
শুভ কামনা রইল!
৩০| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
অক্পটে বলেছেন: দারুণ হয়েছে কবিতাটা। সাবধানে থাকবেন। ওরা আছে কিন্তু।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার মতো আরও অনেকেই সাবধান হতে বলেছে। উপদেশের জন্য ধন্যবাদ। ভালো একটা বিষয়ে মনে করিয়ে দিয়েছেন। বেঁচে তো থাকতে হবে? ঠিক আছে ছড়া লেখা না হয় দেশে গনতন্ত্র ফিরে না আসা পর্যন্ত মুলতুবী থাক।
অসংখ্য ধন্যবাদ, কৃতগ্গতা আর শুভ কামনা রইল!
৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সত্য বলা মহা পাপ
মাৎসানায়ের যুগে
আমজনতা নিত্যই
আতংকেতে ভোগে!
মনে কথার অগ্নিগিরি
বলতে নাহি পায়
বিশ্বজিৎ আর গুমখুন
নিত্য চোখ রাঙায়!
অত্যাচারীর দিন হবে শেষ
প্রকৃতিরই বিধান
থাকবে শুধু ইতিহাসে
কুখ্যাত এক নাম!
হাতি ঘোড়া কত গেল
ইতিহাসে অতল তল
তবু নিত্য নতুন ছাগে
বলে দেখি কত জল?
ফেরাউন নমরুদে
হিটলারে বা মুসোলিনি
সদ্য যাওয়া গাদ্দাফী বা
সাদ্দামেরে কেনা চিনি?
আমজনতা করো দোয়া
মহান প্রভু পরোয়ারে
মুক্তি তিনি দিবেন তোমায়,
শাস্তি দিবেন জালিমেরে ।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:০০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপনি যে একজন জাত কবি সেটা প্রমান করে দিলেন। হ্যাটস অফ!
আহ কি ছন্দ! সত্য যেন প্রতি বর্ণে বর্ণে প্রস্ফুটিত হচ্ছে........
মনে রাখবেন ইতিহাস কাউকেই কখনো ক্ষমা করে না............
যুগে যুগে জালিম দের অবসান কখনোই সুখকর হয়নি........
স্যালুট কবি, স্যালুট।
শুভ কামনা রইল!
৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৮
অক্পটে বলেছেন: যারা সত্য প্রকাশে আপোষহীন আপনি তাদের একজন। বিবেক তাড়িত হয়েও অনেকেই সত্য বলতে পারেনা। আপনার ছড়ায় আজকের বাংলাদেশের অবস্থা উঠে এসেছে। এজন্য আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। যারা ভাওতাবাজির রাজনীতি করে ওদের শরীরে এই ছড়া জ্বালা ধরিয়েছে সন্দেহ নাই। ওরা চেতনার ব্যবসায় করে খায়। ওদরে লজ্জা শরমের কোন বালাই নেই। মানুষের অধিকার কেড়ে নেয়াকে যারা এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায় ওরা হল সেই ঘৃন্য কীট।
২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
নীল আকাশ বলেছেন: বিবেকের তাড়নায় লিখিরে ভাই, কাউকে না কাউকেই তো কলম হাতে তুলে নিতে হবে। এই ব্লগে চেতনাবাজদের চোটপাট বেশি। বাকপ্রবাস ভাই আর কতদিন একা লিখে যাবেন বলুন? কত দিন একা একা ফাইট করে যাবে? উনার ভারটা কমানোর জন্যই এই চেস্টা।
ফিরে এসে আবার মন্তব্য করার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা রইল রে ভাই।
শুভ রাত্রী আর শুভ কামনা রইল!
৩৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৪
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী,
দেরী করে প্রতি মন্তব্য করার জন্য দুঃখিত।
ছড়াটা সুন্দর বলার জন্য অসংখ্য ধন্যবাদ, তবে মনে হয় এই ধরনের থীম নিয়ে আর এই সময়ে লেখা ঠিক হবে না।
তাই কবিতার নামে কিছু উলটা পালটা দেয়ার দুঃসাহস দেখিয়েছি মাঝে মাঝে, আপতত সেগুলি পড়ে দেখতে পারেন।
আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা আর শুভ কামনা রইল!
৩৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩০
মুক্তা নীল বলেছেন: ভাই, ভালো আছেন? নতুনদের জন্যে একটা লিংক দিবেন? যদি দেন তাহলে আমার উপকার হয়। আপনার এই পোস্টেই লিংক টা দিবেন, একটু কস্ট করে।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
আপু আপনি চাইলে আমি আপনাকে অবশ্যই দিব। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, আপনি ঠিক কোন লিংকটা চাচ্ছেন। নতুনদের জন্যে একটা লিংক দিবেন? বলতে কি বুঝিয়েছেন সেটা বুঝতে পারছি না, সেজন্য আমি অতিশয় লজ্জিত।
আজকে একটা লেখা দেখলাম আপনার। এখন সময় নিয়ে বসে বসে পড়ব এটা।
আপনার জন্য শুভ কামনা রইল।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩০
হাবিব বলেছেন: শুভ সকাল.........