নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিশ্বজোড়া পাঠশালাতে সবাই ছাত্র-ছাত্রী, \nনিত্য নতুন শিখছি মোরা সদাই দিবা-রাত্রী!

নীল আকাশ

এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।

নীল আকাশ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ স্মৃতি!

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৬



মনের জানালার ছিটকিনিটা বড়ই অশক্ত,
পুরোনো স্মৃতিরা হানা দিয়ে করে যায় হৃদয় তপ্ত।

প্রাপ্তির বাঁধ ভাঙ্গা হাসিতে মেতে উঠে না এই মন,
পোড়া কপালের স্মৃতির টিপে আজ ধরেছে ঘূঁণ।
বুকের রাজপথে স্বপ্নগুলি হাঁটে করে মাথা নীচু,
জমাট বাধা কান্নাগুলির স্বরলিপি আজ বড়ই উঁচু।

অবিশ্রান্ত সময়ের স্রোতে সুখগুলি সব অতীত,
জাগ্রত সব দুঃখগুলি বেদনা ব্যাখ্যাতীত।
অব্যক্ত স্বপ্নগুলো প্রাণ খুলে হাসে না,
না পাওয়ার অভাবগুলি হয় না শব্দহীনা।

অপ্রত্যাশিত অনাবৃষ্টির ছিটায় হারিয়েছে আবেগের শিহরণ,
হারিয়ে যাওয়া সাত সমুদ্র ভালোবাসা আজ শুধুই বিস্মরণ।
কোথায় যেন পালিয়ে গেল সেই সোনালী সুখের দিন,
ক্ষনে ক্ষনে উঁকি দিয়ে যায় হৃদয়ে বেদনা অন্তহীন।
বুকের মাঝে খুঁজে ফেরে বেদনার অহর্নিশ অন্তর্দহন,
সুপ্ত প্রেম খুঁচিয়ে বাড়ায় কেবল গোপন রক্তক্ষরণ।

হারিয়ে ফেলা বিস্মৃতির অতলে প্রিয় মানুষদের ঠিকানা,
স্মৃতির অথই জলে খুঁজে বেড়াই ফিরে আসে কিছু কল্পনা।
হারিয়ে যাওয়া স্বপ্নিল রংধনুকাল আসবে না আর ফিরে,
শৈশবের সেই মধুমাখা দিন শুধু পালিয়ে যাবে দূরে?
নতুন করে খুঁজতে বসি হারিয়ে যাওয়া স্মৃতির পাতা,
বিস্মৃতির ইতিহাসে কোথাও গেল সোনালী দিনের সব কথা?

ক্ষয়িষ্ণু এই জীবনে খুঁজে পাইনা কোন রঙ্গীন ফিসফাস,
পরিশ্রান্ত জীবনের মানে খুঁজে খুঁজে কেন শুধুই হতাশ!
জীবন সায়াহ্নে মাপতে বসি সময়ের পাল্লা পাথরে,
কি পেলাম না গুনতে থাকি একটা একটা করে।

সময় বড়ই স্বার্থপর, কিছুতেই মানে না পোষ,
সারা জীবন শুধু দিয়েই গেলাম তারই খোরপোষ।


সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর, ২০১৮

মন্তব্য ৭৩ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৩) মন্তব্য লিখুন

১| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: শুভসকাল। ভাল আছেন নিশ্চয়ই।
অনেক মন দিয়ে কবিতাটি লিখেছেন।

কিন্তু বানানের দিকে খেয়াল রাখতে হবে। টাইপিং এর সময় বেটিক হতে পারে, সেগুলো ঠিক করে দিন।

যেমন কান্না গুলির........... হবে কান্নাগুলির....
গুলি বা গুলো মূল শব্দের সাথে যুক্ত থাকবে।

আরো কিছু টাইপো আছে ঠিক করে দিন।
শুভকামনা রইল।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, বিজন দা।
যেমন কান্না গুলির........... হবে কান্নাগুলির.... গুলি বা গুলো মূল শব্দের সাথে যুক্ত থাকবে। আরো কিছু টাইপো আছে ঠিক করে দিন। - যতটুকু চোখে পড়েছে ঠিক করে দিয়েছি সাথে সাথেই। বাকি গুলিও ঠিক করে দেব, ভালো করে দেখে নেই...

অনেক মন দিয়ে কবিতাটি লিখেছেন। - এটার জন্য আমি সব চেয়ে বেশি সময় দিয়েছি....আমার ধারনা এটা আমার লেখা সেরা কবিতা, দেখি পাঠকরা কি বলে.......।

ধন্যবাদ ও শুভ কামনা রইল।

২| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: না পাওয়ার অভাবগুলি হয় না শব্দহীন

সুন্দর

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২০

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ আপনাকে পড়ার জন্য। জীবনে অভাব গুলি কেন যেন শব্দহীন করে রাখা যায় না.....
শুভ কামনা রইল।

৩| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
বাহ! আপনি দেখি নীল আকাশ হয়ে গেছেন।

ব্লগে ঢুকে ১ম পাতায় নিকটা দেখে ভেবেছি অন্য কেউ। এখন দেখি আপনি।

আজ আমিও সেই স্মৃতি নামে একটি কবিতা পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু কেন যেন ড্রাফট করা অন্য একটি লেখা পোস্ট করলাম। বেশ কাকতালীয় ব্যাপার হত।

কবিতা ভাল হয়েছে। শেষের দুইলাইনে স্বার্থকতা পেয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৮

নীল আকাশ বলেছেন: নামটা আপনার কথার পর চেন্জ করে নিয়েছি। আপনি তো বলেছিলেন, এত কাছের মানুষ বলেছেন, ফেলি কিভাবে! নিজের কাছেও খারাপ লাগছিল। নামটা এখন ভালো হয়েছে.......

আজ আমিও সেই স্মৃতি নামে একটি কবিতা পোস্ট দিতে চেয়েছিলাম। কিন্তু কেন যেন ড্রাফট করা অন্য একটি লেখা পোস্ট করলাম। বেশ কাকতালীয় ব্যাপার হত। - আরে কাকতালীয় ব্যাপারই তো যত মজা, অপেক্ষ করছি কবে পরব!!!!!!!!!!! তাড়াতাড়ি পোষ্ট করুন।

কবিতা ভাল হয়েছে। শেষের দুইলাইনে স্বার্থকতা পেয়েছে। - এটা আমি অনেক সময় নিয়ে লিখেছি, আমার খুব পছন্দের একটা কবিতা, ছন্দ মিলিয়ে আমি সাধারনত লিখি না.....এবার সেই চেস্টাটাই করেছি....ভালো লেগেছে শুনে মনটা খুব খুশি হয়ে গেল।
ধন্যবাদ ও শুভ কামনা রইল।

৪| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৯

বিজন রয় বলেছেন: অবশ্যই, এটা আপনার পোস্ট দেওয়া অন্যতম ভাল কবিতা।
তবে কদিন পর এটি আবার লিখবেন, দেখবেন এটি আরো ভাল হয়েছে।

আমিও মাঝে মাঝে অমন করি।
আগের লেখাগুলো আবার লেখার পর দেখি সেটা আরো ভাল হয়েছে।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২২

নীল আকাশ বলেছেন: ভালো বলেছেন, এর পর থেকে মাঝে মাঝে পুরোন কবিতাগুলি কে বের করে আবার দেখবো, নতুন কোন কাজ করা যায় নাকি!
উপদেশের জন্য ধন্যবাদ। দারুন বুদ্ধি দিয়েছেন......

৫| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৮

বিজন রয় বলেছেন: শিহরণ, বিস্মরণ, হতাশ ..... এগুলো দেখুন।

আমার সময় কম।
বিদায় আপাতত।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

নীল আকাশ বলেছেন: দেখা মাত্রই ঠিক করে দিয়েছি......আবারো ধন্যবাদ।

৬| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

নজসু বলেছেন:


কেউ পেয়ে তৃপ্ত হয়।
আবার না পেয়েও কেউ তৃপ্ত হয়।

বড়ই অদ্ভুত এই জীবন।

কবিতায় মুগ্ধতা।

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: জীবনে তৃপ্তি আর অতৃপ্তির সমন্বয় করতে করতেই সময় গুলি কিভাবে যেন কেটে যায়! দারুন বলেছেন।
ভালো থাকুন আর শুভ কামনা রইল!

৭| ১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬

হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন

১১ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

নীল আকাশ বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকুন আর শুভ কামনা রইল!

৮| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১

নীলপরি বলেছেন: ভালো লিখেছেন । ++

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, সব সময় আর শুভ কামনা রইল!

৯| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।

১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

নীল আকাশ বলেছেন: আমি তো বেশ অবাকই হচ্ছিলাম, রাজীব ভাই এখনো আসল না! খুবই সুন্দর মন্তব্য করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন, সব সময় আর শুভ কামনা রইল!

১০| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৪

শিখা রহমান বলেছেন: বাহ!! নীল আপনিতো চমৎকার কবিতা লেখেন। কবিতা ভালো লেগেছে।

শুভকামনা কবি।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

নীল আকাশ বলেছেন: আপু, আপনি মনে হয় ভূলে গেছেন? এটা সেই কবিতাটা যেটা আপনার হাসিখুশী একটা লেখা!! Click This Link লেখায় দিয়ে এসেছিলাম। আমি মাঝে মাঝেই এই কাজ করি। কারো লেখা খুব ভালো লাগলে, সেখানে ছোট একটা কবিতা লিখে দিয়ে আসি। সেদিন মনিরা আপুর ওখানে একটা দিয়ে এসেছিলাম। অনেক, অনেক এই রকম ছোট ছোট কবিতা জমে গেছে, সময় পেলে বাকি টা লিখে ফেলি.....। আজকেরটারও একই ঘটনা। তবে এটা আমি বেশ সময় নিয়ে শেষ করেছি, এটা আমার বেশ পছন্দের কবিতা। আপনার ভালো লেগেছে দেখে আমারো ভালো লাগলো।
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
ভালো থাকুন, সব সময় আর শুভ কামনা রইল!

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! সুন্দর কবিতা হয়েছে। বিস্মৃতি নয় বরং স্মৃতিরা ফিরে আসুক বারে বারে। কথায় ও কাব্যে মুগ্ধতা.....

শুভকামনা ও ভালবাসা প্রিয় নীল আকাশ ভাইকে।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০১

নীল আকাশ বলেছেন: দাদা, চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রিয় একটা কবিতা।
আপনাকেও শুভ কামনা ও শুভেচ্ছা রইল!

১২| ১১ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:২৮

নীল আকাশ বলেছেন: আমার পছন্দের এই কবিতাটিকে নির্বাচিত পোষ্টে নির্বাচিত করার জন্য কা-ভা ভাই কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!

১৩| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

মলাসইলমুইনা বলেছেন: সুন্দর ... নীল আকাশে মেঘের সাথে উড়ে যাওয়া, দূরে চলে যাওয়া স্মৃতির কবিতা ।

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩

নীল আকাশ বলেছেন: প্রিয় মলাসইলমুইনা ভাই, প্রথমেই আমার ব্লগে আসার জন্য ধন্যবাদ। আপনার মতো একজন গুনী ব্লগারকে আমার এই ছোট্ট কুটিরে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে......।

নীল আকাশে মেঘের সাথে উড়ে যাওয়া, দূরে চলে যাওয়া স্মৃতির কবিতা । - কবিতাটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার খুব পছন্দের একটা কবিতা......খুব মনোযোগ দিয়ে লিখেছিলাম এটা। লেখার সময় কত পুরানো দিনের কথা, কত স্মৃতি মনে পরে যাচ্ছিল.......। আপনার লাইন টা অনেক অনেক আবেগ প্রবন........ পুরানো স্মৃতিরা কেন জানি আস্তে আস্তে দূরেই চলে যায়, সময়ের বেড়াজালে কোনভাবেই বেঁধে রাখা যায় না........

আমার ব্লগে স্বাগতম জানিয়ে, আমার বাকি লেখা গুলি পড়ার আমন্ত্রন রেখে গেলাম....
ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!

১৪| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৬

তারেক ফাহিম বলেছেন: নীল, অনেক চমৎকার কবিতা লিখেন।

পাঠে ভালোলাগা জানবেন।

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯

নীল আকাশ বলেছেন: ফাহিম ভাই, চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রিয় একটা কবিতা।
আপনাকেও শুভ কামনা ও শুভেচ্ছা রইল!

১৫| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৩

দৃষ্টিসীমানা বলেছেন: জীবনটা ষড়ঋতুর মত , সব সময় একই রকম যায় না । ভাল থাকুন সব সময় :) । হাসি মানুষের বেঁচে থাকার প্রেরনা ।

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: প্রিয় দৃষ্টিসীমানা, আমার ব্লগে স্বাগতম। চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব দারুন একটা জীবন কে নিয়ে মন্তব্য করেছেন.......। আপনি কি জানেন মানুষের জীবন নিয়ে আরেকটা দারুন মন্তব্য আছে.....
সমুদ্রের জীবনে যেমন জোয়ার-ভাটা আছে, মানুষের জীবনেও আছে। মানুষের সঙ্গে এই জায়গাতেই সমুদ্রের মিল। - হুমায়ূন আহমেদ
ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!



১৬| ১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪

করুণাধারা বলেছেন: খুবই ভালো লাগলো, এর চেয়ে বেশি কিছু এখন বলতে গেলে এই চমৎকার কবিতা পড়ার রেশ মন থেকে হারিয়ে যাবে!!!!

লিখতে থাকুন, সব সময়, এমন কবিতা!!

১২ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪২

নীল আকাশ বলেছেন: আপু, অসংখ্য ধন্যবাদ। আপনার লাস্ট লেখাটা পড়ার পর থেকে মাথার মধ্যে কনছেপ্টটা ভালো ভাবে ঢুকে গেছে.....
রিয়াল লাইফ একটা স্টোরির প্লট পেয়েছি, সময় পেলেই লিখব.......
ভালো থাকবেন, আপু সব সময় এবং শুভ কামনা রইল!

১৭| ১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪

মুক্তা নীল বলেছেন: দেরিতে আসার জন্য প্রথমেই দঃখিত। কি আর বলবো, কবিতা অসম্ভব অসম্ভব সুন্দর । আমারতো মনে হয় যাদের একটা সন্দর অতীত ছিলো, তাদের মনের ভিতর আঁচর পরবেই। পুরনো স্মৃতি যে কতো মধুর,,,,,,, তা কি আর বলে শেষ করা যায়। দুঃখগুলো বেদনা ব্যাখ্যাতীত...এজন্যই সুখের স্মৃতি সামান্যতেই খুশি আমরা। আমার অনেক ভালো লেগেছে আপনার এই কবিতা।

১২ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

নীল আকাশ বলেছেন: দারুন একটা মন্তব্য করেছেন, আপু। আপনার প্রতিটা মন্তব্যই খুবই সুন্দর হয়। মনে রেখে দেয়ার মতন।
স্মৃতি নিয়ে লেখা টা বেশ ভয়ের কাজ! সবাই কি যে ভালো ভালো লিখে গেছে আর আমি হলাম একদম নতুন লেখক, তাও যে সবার ভালো লেগেছে সেটা পড়ে খুব ভালো লাগছে।
আপনার খুব ভালো লেগেছে শুনে অনেক অনেক খুশি হলাম।
ভালো থাকবেন, আপু সব সময় এবং শুভ কামনা রইল!

১৮| ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫২

মনিরা সুলতানা বলেছেন: বেশ লিখেছেন !
সত্যি' ই না পাওয়াগুলো সব সময় খুব যত্নে থাকে হৃদয়ে।

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২০

নীল আকাশ বলেছেন: জীবনের খুব একান্ত সময়গুলিতে আমরা না পাওয়া গুলিকেই খুব বেশি করে মনে করি আর সেই না পাওয়ার অভাব গুলি যেন মাঝে মাঝে মন কে খুবই আছন্ন করে রাখে........

চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

ভালো থাকবেন, আপু সব সময় এবং শুভ কামনা রইল!

১৯| ১২ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯

আখেনাটেন বলেছেন: কবিতার কিছু লাইন বেশ লাগল।


অপ্রত্যাশিত অনাবৃষ্টির ছিটায় হবে নাকি অপ্রত্যাশিত বৃষ্টির ছিটায়

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:১৬

নীল আকাশ বলেছেন: আখেনাটেন ভাই, আপনি একজন খুব ভালো পাঠক। এত যত্ন করে পড়েছেন যে আমি সত্যি কৃতজ্ঞ। দারুন একটা প্রশ্ন করেছেন - অনাবৃষ্টির না বৃষ্টির? আসলে এখানে অনাবৃষ্টি হবে, এখানে অনাবৃষ্টি আমি খরার সমার্থক/ একই রকম অর্থ হিসেবে কবিতার ছন্দ মেলাতে ব্যবহার করেছি। অপ্রত্যাশিত অনাবৃষ্টির/খরায় (ভালোবাসার খরায়) ছিটায় আবেগের শিহরণ হারিয়ে গেছে, আর তাই সাত সমুদ্র ভালোবাসাও আজ শুধুই বিস্মরণ........। ভালোবাসার পাবার কথা ছিল কিন্তু পেয়েছে শুধুই খরা...। অসংখ্য ধন্যবাদ কবিতা টা পড়ার জন্য।
Definition of অনাবৃষ্টি: Drought [anābṛṣṭi] b. Lack of rain, drought। আকাশ ভীষণ খাঁ-খাঁ, একরত্তি মেঘ নেই, শুধু তরল আগুন গ’লে পড়ছে চার দিকে.....।

আপনাকে আমার ঠিক আগের কবিতায় আশা করেছিলাম, একটা খুব ভয়ানক সামাজিক বিষয়ে আলোকপাত করার জন্য। দিন দিন এই জঘন্য বিষয়টা পত্র পত্রিকা তে মাঝে মাঝেই আসছে, হয়ত আপনার চোখে পড়েনি। পড়ার পর মাথায় আগুন চেপে গিয়েছিল, একবারে বসে লিখে ফেলেছিলাম, এতটা ভালো হয় নি। এই জন্যই সবার চোখ এড়িয়ে গিয়েছিল......

কবিতার কিছু লাইন বেশ লাগল। - আমার মতো একজন আনকোড়া লেখকের জন্য এর চেয়ে বেশি কি হতে পারে......মনটা ভালো করে দিলেন......।

ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!


২০| ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ৩:৩৯

অলিউর রহমান খান বলেছেন: বেশ ভালো লেগেছে কবিতাটি। বিশেষ করে যখন শৈশবের স্মৃতিচারণ করলেন সেই লাইনগুলো ফেলে আসা হাজার স্মৃতি মনে করিয়ে দিয়ে গেলো।

১৩ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:১৮

নীল আকাশ বলেছেন: অলিউর রহমান খান, প্রথমেই স্বাগতম আমার ব্লগে।
শৈশবের স্মৃতিচারণ করলেন সেই লাইনগুলো ফেলে আসা হাজার স্মৃতি মনে করিয়ে দিয়ে গেলো। - শৈশবের স্মৃতিগুলি সব সময় খুব মধুময় হয়ে থাকে.......
আপনার খুব ভালো লেগেছে শুনে অনেক অনেক খুশি হলাম।
ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!

২১| ১৩ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪৬

ইরাবতী (ভূতের পেত্নী) বলেছেন: বাহ!!

১৩ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩২

নীল আকাশ বলেছেন: ইরাবতী, আপনাকে আমি এই নামে ডাকবো, পরের অংশ টা ঠিক পছন্দ হচ্ছে না আপনার প্রোফাইল পিক দেখে.....। :P

আমি আপনার গল্প পড়ছি আর আপনি আমার ব্লগ বাড়ীতে এসে হাজির! দারুন! কি চমৎকার কোইনসিডেন্স!

আমি গল্প পড়তে পছন্দ করি আর আপনি মনে হয় গল্পই লিখেন। ঘন ঘন মনে হয় আপনার ব্লগে যাওয়া হবে..

কবিতা টা ভালো লেগেছে শুনে খুশি হলাম।
আমার বাকি লেখা গুলি পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম।
ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!

২২| ১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

নূর ইমাম শেখ বাবু বলেছেন: চমৎকার লিখেছেন।

১৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৪৮

নীল আকাশ বলেছেন: প্রথমেই স্বাগতম আমার ব্লগে।
আপনার ভালো লেগেছে শুনে অনেক অনেক খুশি হলাম।
ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!

২৩| ১৭ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

ফারিহা হোসেন প্রভা বলেছেন: মনোমুগ্ধকর একটি কবিতা....
কেমন আছেন?

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

নীল আকাশ বলেছেন: প্রভা, ভালোই আছি। দারুন একটা মন্তব্য করলেন! অতিশয় দুঃখজনক হলেও সত্য, ব্লগের অনেক ব্লগার এই কবিতা পড়ে কিছুই বুঝেনি, এসে বানান দেখে কবিতার অর্থ বাদ দিয়ে! কি সব লিস্ট ফিস্ট করে, হাসি পায় দেখলে.....
প্রভা নাম নিয়ে একটা গল্প লিখব বলেছিলা, সেটা লেখা শেষ। সময় পাচ্ছি না পোষ্ট দেবার।
শুভ কামনা রইল!



২৪| ১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫২

অপু দ্যা গ্রেট বলেছেন:


সময় বড়ই স্বার্থপর !!!!!


আসলেই সত্য । এই কথাটা আরো আগে বোঝা দরকার ছিল ।

কিভাবে লেখেন ? কিছু টিপস দিন ।

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:২২

নীল আকাশ বলেছেন: লেখার আসল টিপস হলো ভাল ভাল লেখা পড়া। পড়ার কোন বিকল্প নেই। ঠিক যেই ধরনের লেখা আপনি লিখতে চান, সেই রকম লেখে এরকম একজন ভালো ব্লগার খুজে বের করুন। তার সব লেখা খুব মনোযোগ দিয়ে পড়ুন। যেই লেখাটা বেশি পছন্দ হবে সেটা নিজের মত একবার লেখার চেস্টা করুন। যতই খারাপ হোক পিছপা হবেন। কেউ কোন দিন একবারে ভাল লিখতে পারে না। সেটা লেখার পর আমাকে জানান, যতটুকু পারি সাজেশন দিয়ে আসব। যেকোন সমালোচনাকে ভাল দৃস্টিতে দেখবেন। হঠাৎ করে একদিন দেখবেন দুর্দান্ত একটা লেখা লিখে ফেলেছেন। সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন।
শুভ কামনা রইল!

১৭ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৪

নীল আকাশ বলেছেন: আরেকটা কথা বলতে ভুলে গেছি। লেখার সময় যে ভাষা সব সময় ব্যবহার করেন সেটা করুন। কৃত্রিম কোন ভাষা ব্যবহার করবেন না। অন্য কারো ভাষা ব্যবহার করবেন না। প্রত্যেক লেখকের একটা নিজস্ব ভাষা থাকে, নিজের সেটা সৃষ্টি করে নিন। যতই চেস্টা করুন কোন দিনও ধার করা ভাষায় বেশি দিন লিখে যেতে পারবেন না।
শুভ কামনা রইল!

২৫| ১৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:০১

অপু দ্যা গ্রেট বলেছেন:



ধন্যবাদ । আসলেই আমি লেখার চেয়ে পড়ার চেষ্টা করি বেশি । তবে যে বিষয় পড়াশুনা করতে চাই সেটার অভাব ই বলতে হবে । তাও খুজে খুজে বের করি ।

সাজেশন গুলোর জন্য ধন্যবাদ ।

১৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১০

নীল আকাশ বলেছেন: তবে যে বিষয় পড়াশুনা করতে চাই সেটার অভাব ই বলতে হবে । তাও খুজে খুজে বের করি । - ঠিক এই কষ্ট টাই ব্লগে আপনাকে করতে হবে। প্রচুর লেখক আছে কিন্তু আপনার সাথে যে ম্যাচ করে বের করতে হবে........
একটা সহজ বুদ্ধি হলো সবার একটা করে লেখা পড়ে যাওয়া। একসময় না একসময় ম্যাচিং হবেই.......
সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন।
শুভ কামনা রইল!

২৬| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: আচ্ছা আপনি নিক নেম চেঞ্জ করেছেন। আমি তো ভেবেছিলাম....

কবিতা ভালো লেগেছে। আসলে কোনো কবিতাই আমার মন্দ লাগেনা।

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৫

নীল আকাশ বলেছেন: মিতা ভাই, আগের নিক নামটায় একটু ভূল ছিল। এবার পছন্দ মত কা ভা ভাই ঠিক করে দিয়েছে। এটাই প্রথমে রাখতে চেয়েছিলাম, তখন কেন জানি নিতে দেয় নি।
শুভ কামনা রইল!

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৩

হাবিব বলেছেন: আপনাকে মিস করছি.............

১৯ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২২

নীল আকাশ বলেছেন: কালকে সম্পুর্ন নতুন একটা টপিকে লেখা দেব, পড়ার আমন্ত্রন রেখে গেলাম।
শুভ কামনা রইল!

২৮| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

বলেছেন: ভালো লেগেছে আপনার কবিতাটি

তাই - মহাদেব সাহার কবিতাটি আপনার তরে ,
-মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস - মহাদেব সাহা---ধূলোমাটির মানুষ


কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস
নিয়ে বেড়ায়-
কোনো বিষণ্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর,
এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি
অন্তহীন প্রগাঢ় এপিক!
পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ
আর মনোবেদনা সেই এপিকের ট্রাজিক মলাট;
মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো!
দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল
আর কোথাও নেই,
এমন হলুদ, ধূসর ও তুষারাবৃত!
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে
বেড়ায়, কেউ জানে না
হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে
কিংবা যদি
প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায়,
তাহলে যেমন মধ্যাহ্নের আকাশ সহসা দুঃখে ম্লান হয়ে যাবে
গোলাপ হবে কৃষ্ণবর্ণ, তার চেয়েও বিষণ্নতা নেমে আসবে
মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ঝরে পড়ে।
তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস
চেপে রাখে
তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না;
মানুষের বুকের ভেতর কতো যে দীর্ঘশ্বাস, জমাট বেঁধে আছে
কতো যে ক্রন্দন, পাতা ঝরার শব্দ, মৃত্যুসংবাদ
মানুষের বুকের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস
আর আহত সভ্যতা
মেঘের মতো ঘনীভূত হতে হতে একেকটি মর্মানি-ক
দীর্ঘশ্বাস হয়ে আছে
মানুস তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে;
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে
বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস বয়ে
বেড়ায়, কেউ জানে না
একেকটি মানুষ নিজের মধ্যে কীভাবে নিজেই মরে যায়,
হায়, কেউ জানে না!

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

নীল আকাশ বলেছেন: আপনার দেয়া এই কবিতাটা এতই ভালো লেগেছে যে প্রতিবার ফিরে আসি প্রতি মন্তব্য করব ভেবে আর এই কবিতাটা পড়া শুরু দেই। পড়াটা শেষ করার পর মনটা একদম অন্যরকম হয়ে যায়। আর ইচ্ছে করে না কিছু লিখতে। অসাধারণ একটা কবিতা, ইস কোন দিন যদি এই রকম একটা কবিতার অংশও লিখতে পারতাম!

আপনার ভালো লেগেছে শুনে অনেক অনেক খুশি হলাম।
ভালো থাকবেন, সব সময় এবং শুভ কামনা রইল!

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১১

নীল আকাশ বলেছেন: আপনার এই কবিতাটা আমি আমার এক নতুন গল্পে ব্যবহার করছি। এত চমৎকার কবিতা শুধুই মন্তব্যে থাকলেই চলবে... এর জন্য আরও লাইম লাইট দরকার।
শুভ কামনা রইল!

২৯| ০১ লা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০৩

রাকু হাসান বলেছেন:



বুকের রাজপথে স্বপ্নগুলো হাঁটে মাথা করে নিচু
---বাহ খুব চমৎকার । লাইটি খুব ভালো লাগছে । তবে ছন্দ মেলাতে গিয়ে একটু অন্যরকম লাগলো । কোনো সমস্যা দেখছি না । নস্টালজিকতা চরমে । দারুণ ফুটিয়ে তুলা । ছন্দেও মুগ্ধতা জানাচ্ছি । প্রমাণ করলেন শুধু গল্প না কবিতাও ভালো লিখেন ।

০১ লা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

নীল আকাশ বলেছেন: রাকু ভাই দারুন একটা মন্তব্য করে কৃতজ্ঞ করে ফেললেন। কবিতাটা খুব ভাল করে লিখেছি।এটা ব্লগে দেবার পর দেখি প্রায় বেশ কিছুদিন ব্লগে শুধু স্মৃতি নিয়ে সবাই কবিতা দিল। ভালই লাগল দেখতে আর পড়তে। স্মৃতি নিয়ে লেখাটা বেশ কঠিন, এত ভাল ভাল এই বিষয়ে কবিতা আছে যে খুব সাবধান হতে হয়েছে লেখার সময়। আর স্মৃতির কবিতাতে তো নস্টালজিকতা চরমে উঠবেই। এবারই প্রথম ছন্দ নিয়ে কাজ করলাম, সবাই পারলে আমি কেন পারব না? আমি সব সময় নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে লিখি। আর সেটা কেমন হয় এটাতো আপ্নারাই বলতে পারবেন। ঘুঘু নিয়ে লেখাটা পড়ার আমন্ত্রন দিলাম, খুবই ভালো লাগবে।
শুভ কামনা রইল।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৫৩

ঝিগাতলা বলেছেন: অসাধারন পোস্ট..অনেক ভলো লাগলো

০৬ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:১০

নীল আকাশ বলেছেন: প্রথমেই স্বাগতম আমার ব্লগে......
প্রথম আসলেন মনে হয়, খালি মুখে যাবেন এটা কি হয়?

আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও সানন্দে আমার সব লেখা পড়ার আমন্ত্রন দিয়ে গেলাম। বিশেষ করে ঘুঘু পাখির নিয়ে লেখাটা পড়ে দেখুন, সত্যি মজা পাবেন!
আপনার জন্য শুভ কামনা রইল!

৩১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৩

আলমগীর কাইজার বলেছেন: জীবন তো এমনই। হতাশা থাকবে, অতীত স্মৃতি থাকবে, বিষণ্ণতা থাকবে তারপরও আমরা এগিয়ে যাবো, জীবন দিয়ে দিয়ে যাবো জীবনের মূল্য।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৩

নীল আকাশ বলেছেন: দারুন বলেছেন। আসলে এটাই জীবন, বাধা বিঘ্ন ঝড় ঝাপ্টা তো আসবেই, তাই বলে কি পথচলা থেমে যাবে? না কখনই না। পুরানো স্মৃতিরা তো থাকবেই। তাই বলে কি আমরা নতুন অনাগত ভবিষ্যতের দিকে তাকাব না!
আমার বাকি লেখা গুলি পড়ার আমন্ত্রন রেখে গেলাম।
শুভ কামনা রইল!

৩২| ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৭

বলেছেন: শিরোনামহীন
**********- রহমান লতিফ*********

কতশত মৃত্যুর খবর চোখে ভেসে আসে অবিরত,
তবুও হইনি কভু মহান মালিকের বিশালত্বে নত।

কত করুন সুর কলতান বাজে মন মোহনায়,
তবুও পাশান আমি আবদ্ধ বিলাসমণি কামনায়।

কত আপন,কত শখের হয়ে গেল জীবনের শেষ ,
তবু ও গড়াগড়ি করি দীপ্যমান তৃণভূমিতে বেশ।

কতশত বট-বৃক্ষ,কত বিশাল অরণ্য হয়েছে বিরান,
তবুও সোনামুখে গরিয়সী জন্মের হিরন্ময়ে হয়রান।

কত চাঁদ মুখ ঢেকে গেলো অবেলায় আস্তাকুর,
তবুও জলমগ্ন সাগরের পোতা্শ্রয়ে দেই পরিপুষ্ট তৃপ্তির ঢেঁকুর।

কতশত হারানোর টর্চার সেলে ওষ্ঠায় চবুক বিঁধে,
তবুও অসংযত জিহ্বামৃলের ধৃষ্টতা অগাধ বিধৃত ।

কতশত মৃত্যুর ছাপ ফেলে য়ায় শিখবার নিত্যতার,
তবুও পাঠ্য চুকিয়ে দেখা হবে না শিরোনাম স্বীয় কবিতার।

০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

নীল আকাশ বলেছেন: লতিফ ভাই, এই কবিতা নিয়ে কিছু বলার সাহস আমার নেই! আপনি অনেক ভাল কবিতা লিখেন। এটা ব্লগে পোষ্ট দিন।
শুভ কামনা রইল!

৩৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪১

বলেছেন: এই ছোট একটা মন্তব্য বিশাল পাওয়া হয়ে যায় --- ভরে যায় হৃদয়ের ষোলকলা।




শ্রদ্ধা আর ভালোবাসা প্রিয় কবি ও কথাসাহিত্যিক !!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৭

নীল আকাশ বলেছেন: শুভ সকাল, লতিফ ভাই,
কি যে বলেন, যা বলেছি একদম ঠিক বলেছি। আমি কখনোই কাউকে অতিরিক্ত প্রশংসা করি না।
আজকেই এই মাত্র আমার লেখা শ্রেষ্ঠ প্রেমের গল্প ব্লগে পোষ্ট করলাম। এর চেয়ে ভাল প্রেমের গল্প আজ পর্যন্ত আমি লিখিনি। পড়ার আমন্ত্রন দিলাম। এই গল্পটা ভালো করে পড়ুন। অনেক কিছু শিখতে পারবেন গল্প লেখার জন্য। শুধু কবিতাই লিখেছি এটার জন্য ৫ টা।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

৩৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

বলেছেন: অবশ্যই পড়বো!!

১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: সময় কখনও কখনও বড়ই নিষ্ঠুর। আর স্মৃতিগুলো কেবলই বেদনা জাগায়। অতীতের দিকে তাকালে বুক বিদীর্ণ করে বেরিয়ে আসে নীল দীর্ঘশ্বাস। তারপরও দিন আসে দিন যায়, এভাবেই কালের চক্র বদল হতে থাকে; কিন্তু ক্ষত রয়ে যায় বুকের গভীরে।

স্মৃতিকাতর কবিতা খুব ভালো লাগল। আগত দিনের জন্য শুভকামনা।

০১ লা জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভ নব বর্ষ আর আপনার আগত দিনের জন্যও শুভকামনা রইল!
ধন্যবাদ।


৩৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সময বড় কঠিন

যাবার বেলা নিয়ে যায় বয়স
দিয়ে যায় জরাজীর্ণ

খুব সুন্দর হয়েছে

০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৩

নীল আকাশ বলেছেন: শুভ অপরাহ্ন,
আপু, এটা আমার অন্যতম সেরা কবিতা। মাঝে মাঝে এটা পড়ি যখন, তখন ভাবি কিভাবে লিখলাম এটা?
যাবার বেলা নিয়ে যায় বয়স, দিয়ে যায় জরাজীর্ণ চমৎকার বলেছেন।
কবিতার ফিনিসটা ক্ল্যাসিক দিয়েছি। পড়ার পর মনটা আসলেও অন্যরকম হয়ে যায়......।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.