নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
ভালোবাসা কি
প্রেমের রসে টুইটুম্বুর আবেগ?
ভালোবাসা কি
প্রেমের দহনে অভিমানের আর্তনাদ?
ভালোবাসা কি
হৃদয়ের বাগানে সুপ্ত আবেগের চারাগাছ?
ভালোবাসা কি
প্রেমিকার কাজল চোখে আজীবন ডুব সাতার?
ভালোবাসা কি
প্রেমিকার আলতো হাতের ছোয়ায় চমকে উঠা শিহরণ?
সেই দিন নাইরে, মনা পাগলা!
আজকাল ভালোবাসা হচ্ছে,
বিএফ আর জিএফ এর ফেসবুকীয় মেলা!
আজকাল ভালোবাসা হচ্ছে,
মধ্যরাতে সুপার এফ এন এফে নিশি কথার কাব্য!
আজকাল ভালোবাসা হচ্ছে,
বার আর নাইট ক্লাবে সীসার জমজমাট আসর!
আজকাল ভালোবাসা হচ্ছে,
তমুকের ফ্লাটে ঘন ঘন যাওয়া আসা!
আজকাল ভালোবাসা হচ্ছে,
গভীর আবেগের অগুনিত এইচ ডি মুভি ক্লিপ!
আজকাল ভালোবাসা হচ্ছে,
যত্রতত্র কিংবা ডাস্টবিনে পরে থাকা অর্ধমৃত সদ্য ভুমিষ্ঠ শিশু!
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, নভেম্বর, ২০১৮
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৫
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ, আমার সাথে একমতে আসার জন্য আর প্রথম মন্তব্য করার জন্য।
২| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় নীল আকা ভাই,।
কবিতা ভালো হয়েছে। লাইকও দিয়েছি । আধুনিক ভালোবাসার সংজ্ঞা বেশ লাগলো । তবে ফুটনোট টা দিয়ে কবিতার মান টা অনেকটা কমেছে - বলে আমার ধারণা। কবিতা বা গল্প পাঠ করার সঙ্গে সঙ্গে পাঠকের যে চিন্তার স্বাধীনতা থাকে , ফুটনোট দেওয়া হলে পাঠকের তার বাইরে চিন্তা করার সুযোগ থাকে না। অনেকটা দিক-নির্দেশনা স্বরূপ। পাশাপাশি পাঠকের বৌদ্ধিক লেভেলের প্রতিও অনাস্থা নয় কি ?
অবশ্য প্রিয় ভাই এর সমালোচনা করার অধিকার থেকেই বলছি।
শুভকামনা ও ভালবাসা প্রিয় নীলআকা ভাইকে ।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৫
নীল আকাশ বলেছেন: দাদা, আপনি ঠিক বলেছেন। আমি ইতিমধ্যেই ঠিক করে দিয়েছি। আর আমার মন্তব্য নীচে নিয়ে এসেছি.......
সংবাদ টা পড়ার পর মেজাজ ঠিক ছিল না.....আমি এইসব নিউজ সহ্য করতে পারিনা......
অবশ্য প্রিয় ভাই এর সমালোচনা করার অধিকার থেকেই বলছি। - আপনি আমার সমালোচনা করবেন না তো কে করবে? এই ব্লগে আমার লেখার উপর আপনার চেয়ে বেশি অধিকার আর কার আছে?
আপনার জন্যও শুভ কামনা রইল!
৩| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪
অব্যক্ত কাব্য বলেছেন: জানান দিতে চেয়েছেন এটিই এখনকার ভালোবাসার স্বরূপ?
তবে ভালোবাসা রয়ে গেছে আগের মতই,
যতটুকু দেখলেন আর যতটুকু লিখলেন
পুরো টাই আধুনিকতম কারসাজি
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭
নীল আকাশ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। তবে দু:খের বিষয় হলো এটাকেই এরা ভালোবাসার নামে কলংকিত করে চলেছে.....আপনি ঠিকই বলেছেন। চমৎকার মন্তব্য। আপনার জন্যও শুভ কামনা রইল!
৪| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:১১
নীল আকাশ বলেছেন: অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেয়া এই নিষ্পাপ মানব সন্তান গুলিকে আজকাল অহরহই দোতলা, তিন তলা বা চার তলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দেয়া হয় অথবা ডাস্টবিনে ছোট্ট একটা ময়লা কাপড়ে পেঁচিয়ে রেখে দিয়ে যাওয়া হয়। দৈনিক পত্রিকা গুলিতে মাঝে মাঝেই এই সব অমানবিক সংবাদ গুলি ছাপা হয়। দুই আগে এই রকম একটা ঘটনা পড়ে মনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। আমি যথেষ্ঠ সংবেদনশীল মানুষ, এই সব সংবাদ আমার পক্ষে সহ্য করা সম্ভব না।
সংবেদনশীল ক্ল্যাসিকাল ভালোবাসা এখন পৌরাণিক পর্যায়ে চলে গেছে! দেশ ছেড়ে চিরতরে পালিয়ে যাবার আগে শেষ বারের মতো অন্তিম শুভেচ্ছা জানাতেই এই ব্যর্থ প্রয়াস!
৫| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: নষ্ট প্রেমে নষ্ট ফসল। আর তা পরে থাকে ডাস্টবিনে।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৯
নীল আকাশ বলেছেন: সবই ঠিক আছে, শুধু আমাকে বলেন এই নিশ্পাপ শিশুরা কি দোষ করেছে.........
৬| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৭
কানিজ রিনা বলেছেন: মানুষ বেশী আধুনিকতার শিক্ষায় শিক্ষিত
হয়ে উচ্ছৃংখ্যল থেকে উচ্ছৃংখ্যল হয়ে উঠছে।
ভালবাসা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়,
পার্কে ক্লাবে ফাইব স্টার হোটেল মোটেল
রিসোর্ট রেষ্টুরেন্টে বড় লোকের টাকার ভালু
বাসা ডাঁসা খাসা জমজমাট। কক্সবাজার
রাঙামাটি রিসোর্ট গুলতে তো বিবাহীত পুরুষরা
কর্লগাল পরোকীয়া জোড়া জোড়া প্রেম
নামের ক্রাইম চলে সাগর পাহার জলে স্থলে।
তারেদ অবৈধ সন্তান গুল রাস্তাঘাটে ফেলে
রাখে বা বিল্ডিংয়ের উচুঁতলাথেকে ফেলে
দেওয়া হয়। এসব ভালুবাসা উঁচুতলার নেশা
খোরদের দ্বারা সংগঠিত শিক্ষিত জানোয়ারেরা
করে। অথবা অশিক্ষিত হঠাৎ বড়লোক আঙুল
ফুলে কলাগাছ হওয়া লোকজন।
আর রাস্তার গাজাখোর মদখোরদের কথা তো
বলাই বাহুল্য হেন কোন অন্যায় নাই তারা
করেনা। ধর্ষন শ্লীলতাহানী ইভটিজিং ছিনতাই
এসব অহরহ ঘটছে। মানুষ আদীম যুগ থেকেও
বিশ্রীংখ্যলতা অতিক্রম করছে। সত্যটাই বলেছেন
মানুষ যত আধুনিক হচ্ছে ততো আদীমতায়
পৌছাচ্ছে। তাছারা আধুনিক ফ্যামিলি গুলতে
ধর্মীয় অনুশাসন নাই বললেই চলে।
আমরা ছোটকালে দেখেছি বাড়ির যুবক ছেলেরা সন্ধায় বাড়ির বাইড়ে থাকলে কঠিন
শাস্তি দেওয়া হোত মেয়েদের তো কথায়ই
নাই। যত নিয়ম নীতি মেয়েদের উপর প্রয়োগ
হোত তা কি এখন আছে? আমাদের গ্রামের
পাশে নদী নদীর বালুচরে বেড়াতে গেলে
আমাদের বাড়ির চাকর বাকর পাহারায় থাকত।
অথচ এই নদীর চরে বিকাল হলে জোড়ায়
জোড়ায় প্রেমিকা ট্রেমিকারা হেটে বেড়ায় এটাই
যেন শিক্ষিত আধুনিক যুগ। সত্যকথার পোষ্টে
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
নীল আকাশ বলেছেন: কানিজ রিনা, অনেক দিন পরে আমার ব্লগে আসলেন!
সত্যকথার পোষ্টে আপনাকে অসংখ্য ধন্যবাদ। - সম্ভবত আপনি ভূলে গেছেন, আমি ব্লগে কি বিষয়ে লেখালেখি করি। আমার বেশির ভাগ লেখাই সমাজের এই সব বিষয়ের উপর। দৈনিক পত্রিকা গুলিতে মাঝে মাঝেই এই সব অমানবিক সংবাদ গুলি ছাপা হয়। সবাই আমরা পড়ি, কিভাবে কিভাবে যেন সবাই ভূলে যেতে পারে, আমি পারি না। বিবেকের করাঘাতে এই লেখাটা দিয়েছি, শুধুই ব্লগারদের বিবেকে কড়া নাড়ার জন্য।এত তীব্র ভাবে আপনাকেও বিবেক করাঘাত করেছে দেখে, মনে হচ্ছে আমার কষ্ট টা সার্থক হয়েছে। কিভাবে যেন আমরা দিন দিন মানুষ থেকে পশুর চেয়েও বেশি অধম হয়ে যাচ্ছি এটা আমার মাথায় ঢুকে না....
ব্লগে আমার মতো এই সব বিষয়ে প্রতিবাদ করতে শুরু করুন। পাশে আরেকজন থাকলে সাহস পাওয়া যায়......।
আপনার জন্য অন্তর থেকে শুভ কামনা রইল!
৭| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮
ফারিহা হোসেন প্রভা বলেছেন: খুব ভয়ানক লেগেছে! এখন ভালোবাসার শক্তি হারিয়ে ফেলেছি মনে হচ্ছে।
ছোট ভাই বোনদের মনে ভয় না দিয়ে সাহস দিন। আমরা তো দেখছি অচল হয়ে যাব।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
নীল আকাশ বলেছেন: বাস্তবতা অস্বীকার করে কত দিন এড়িয়ে যাবেন? বিবেক বলে তো কিছু একটা আছে????
৮| ০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: স্যার, এই অল্প বয়সে অল্প কিছু হলেও শিখেছি, বুঝি এবং জানি। কিন্তু এসকল চিন্তা করলে তো সারাজীবন কুমারী থাকতে হবে যে। ছেলে ঠিক না হলে ছেলেকে দিনরাত মেরে ঠিক করতে হবে। মেয়েদের একটু কঠোরতো হতেই হবে। আজকাল ছেলেদের বিশ্বাস করা খুবই কঠিন।
০৬ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮
নীল আকাশ বলেছেন: প্রভা, আমি অবশ্যই কোন স্যার নই। আমাকে ভাই বললেই বেশি খুশি হব। আপনার সাথে আমার পরিচয় হচ্ছে সহ ব্লগার হিসেবে.....
যা বলছিলাম, যে যেরকম সে সেই রকম মানুষ কেই খুঁজে বের করে.....। এটাই হচ্ছে বাস্তবতা! সবাই কি খারাপ, অসম্ভব? দেশে কি ভালো মানুষ নেই, মনুষত্ব্য কি দেশ থেকে পালিয়ে চলে গেছে, তা নয়! আসলে সমাজে এখন পঁচন ধরছে, ঘূঁন ধরেছে......। ভালো থাকা টা এখন অনেক, অনেক কষ্টকর। তারপরও ভালো থাকার জন্য আমাদের কষ্ট করতে হবে, হবেই হবে, এভাবে সমাজ টা যদি পুরোপুরি নষ্ট হয়ে যায়, সবাই খারাপ হয়ে যায় তাহলে পরবর্তি প্রজন্মের জন্য আমরা কি রেখে যাব? সেটা কি ভাববার সময় এখনো হয় নি?
আজকাল ছেলেদের বিশ্বাস করা খুবই কঠিন। - আমি নির্দিষ্ট করে কাউকে দায়ী করতে চাই না, খারাপ ভালো সব জায়গায়ই আছে.....। নিজেদের কে আগে ঠিক হতে হবে.......তারপর অন্য কিছু.....
এই অল্প বয়সে অল্প কিছু হলেও শিখেছি, বুঝি এবং জানি। - সঠিক মানুষ হিসেবে গড়ে উঠুন, যেন সবাই আপনার বাবা মা আর আপনার পরিবারের প্রশংসা করে......
ভালো থাকবেন আর আপনার জন্য শুভ কামনা রইল!
৯| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩
হাবিব বলেছেন: অসম্ভব ভালো লেগেছে........+++
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৮
নীল আকাশ বলেছেন: হাবিব ভাই, বিশ্বাস করুন ছোট বাচ্চাটার ছবি টা দেখার পর নিজের মন কে কিছুতেই শান্ত করতে পারছিলাম না! কিভাবে বাবা অথবা মা নিজের জন্ম দেয়া সন্তান কে চার তলা থেকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দেয়! এরা তো পশুর চেয়েও অধম। ভালো লাগা দিয়ে কি করব? মন কে তো শান্ত করতে পারছি না.....
১০| ০৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬
সূর্যালোক । বলেছেন: ভালোবাসা আগের মতোই আছে ,শুধু প্রকাশ ভঙ্গি .যুগের চাওয়া পাওয়ার পরিবর্তন হয়েছে।
০৬ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২২
নীল আকাশ বলেছেন: ঠিক এটাই কবিতায় বুঝাতে চেয়েছি। দুই ভালবাসার মধ্যে পার্থক্য শুধুই মানষিকতায়। পবিত্র একটা সম্পর্ক কে এরা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে......
১১| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৮
নজসু বলেছেন:
সময় পাল্টে গেছে।
পাল্টে গেছে মানুষের চিন্তা চেতনা।
সাথে পাল্টে গেছে ভালোবাসার ধরন।
মনের চেয়ে দেহের ভালোবাসাই প্রাধান্য পাচ্ছে বেশি।
সাময়িক আনন্দ পেতে পৃথিবীর আলো দেখার আগেই অহরহ কত জীবন বিনষ্ট হচ্ছে কে জানে।
কবিতায় বর্তমান ভালোবাসার বাস্তবতা তুলে ধরেছেন।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৬
নীল আকাশ বলেছেন: দৈনিক পত্রিকা গুলিতে মাঝে মাঝেই এই সব অমানবিক সংবাদ গুলি ছাপা হয়। সবাই আমরা পড়ি, কিভাবে কিভাবে যেন সবাই ভূলে যেতে পারে, আমি পারি না। বিবেকের করাঘাতে এই লেখাটা দিয়েছি, শুধুই ব্লগারদের বিবেকে কড়া নাড়ার জন্য।তীব্র ভাবে আপনাকেও বিবেক করাঘাত করেছে দেখে, মনে হচ্ছে আমার কষ্ট টা সার্থক হয়েছে। কিভাবে যেন আমরা দিন দিন মানুষ থেকে পশুর চেয়েও বেশি অধম হয়ে যাচ্ছি এটা আমার মাথায় ঢুকে না...
এরা যা করে বেড়ায় সেটা কোনক্রমেই ভালোবাসা বলা যায় না, নজসু ভাই।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:০৭
মুক্তা নীল বলেছেন: সেই দিন নাইরে, মনা পাগলা !!! অসাধারণ কবিতা আর সত্যি কথাতো ১০০% ই বলেছেন। আপনার কি মনে আছে, সেই পরশ পাথর এ্যালবাম এর কথা। শ্রুতিনাটক(নিমা রহমান + অঞ্জন দত্ত)। আমাদের আগের দিনএর ভালোবাসাটা এমনই ছিলো। ২জন প্রতিষ্ঠিত ছেলে মেয়ে সম্পর্ক করেও শারীরিক সম্পর্কে যায়নি। নীল খামের চিঠির যে আনন্দ এখনকার ছেলেমেয়ে কি তা বুঝেবে? অডিও ক্যাসেট, মেমসাহেব, সাতকাহন, কালবেলা, কাল পুরুষ,গভধারণী,(আরও অনেক লেখক)এর বইগুলোর আদান প্রদান হতো। এই জেনারেশন কি বুঝবে কস্ট করে টাকা জমিয়ে একে অপরের জন্য শাড়ি আর পাঞ্জাবি উপহার দিতো। পবিত্র ভালোবাস আর নেই, সব হারিয়ে গেছে।
০৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৩৪
নীল আকাশ বলেছেন: আপু, বিশ্বাস করুন ছোট বাচ্চাটার ছবি টা দেখার পর নিজের মন কে কিছুতেই শান্ত করতে পারছিলাম না! কিভাবে বাবা অথবা মা নিজের জন্ম দেয়া সন্তান কে চার তলা থেকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দেয়! এরা তো পশুর চেয়েও অধম।
আমাদের সময়ের নিষ্পাপ ভালোবাসার একটা ছোট উদাহরন দিয়েছিঃ ভালোবাসা কি প্রেমিকার আলতো হাতের ছোয়ায় চমকে উঠা শিহরণ? আর পরে দেখুন এরা ভালোবাসার নামে কি জঘন্য কাজ গুলি করে বেড়ায়, এমনকি এজন্য কোন অনুশোচনাও নেই, কি ভয়ানক এরা?
এই ডিজুস জেনারেশন ভালোবাসা আসলে কি সেটাই বুঝে না। আপনি ঠিকই বলেছেন - অডিও ক্যাসেট, মেমসাহেব, সাতকাহন, কালবেলা, কাল পুরুষ,গভধারণী,(আরও অনেক লেখক) এর বইগুলোর আদান প্রদান হতো। এই জেনারেশন কি বুঝবে কস্ট করে টাকা জমিয়ে একে অপরের জন্য শাড়ি আর পাঞ্জাবি উপহার দিতো। পবিত্র ভালোবাস আর নেই, সব হারিয়ে গেছে।
অসম্ভব সুন্দর একটা মন্তব্য করার জন্য আপনাকে মন থেকে আন্তরিক শুভ কামনা করছি।
ভালো থাকুন আপু, সব সময়।
১৩| ০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১২
এস এম ইসমাঈল বলেছেন:
সমাজের একটা নির্মম বাস্তবতা তুলে আনার সৎ সাহসিকতা কে আন্তরিক অভিনন্দন। ধিক! শত ধিক ঐ পচনধরা ভালোবাসার অভিনয়কে, নিছক শরীরী চাহিদা মেটানোর চিন্তায় মিলিত মানব মানবীর আদিম মাসিকতাকে। ভালোবাসার সংজ্ঞা এখন পাল্টে গেছে। ফেসবুকীয় বায়বীয় ভালবাসা, দায়ীত্বহীন ভালোবাসা, নর নারী জৈবিক চাহিদা মেটাতে পরস্পর মিলিত হবে, কিন্তু তাতে কোন শন্তান এলে তার কোন দায় দায়ীত্ব নেবে না, এটা কেমন অমানবিকতা? আধুনিক মানব দিন দিন আদিম গুহাবাসী মানবদের চেয়েও খারাপ হয়ে যাচ্ছে। পাল্টে দিতে হবে সমাজের এ দুষিত চিন্তা ধারাকে। এখনি এটা শুরু করা যাক।
০৭ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৬
নীল আকাশ বলেছেন: এদের নিয়ে কিছু বলার ভাষা আমার জানা নেই। এরা এই সম্পর্কে কে বলে ভালোবাসা......ছি: ছি:
১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ভালোবাসা একেকজনের কাছে একেকরকম। আর সেই রকমটাও আপেক্ষিক। এই যেমন, একটাসময় মনে হতো- তাকে ছাড়া, বেঁচে থাকাটা অসম্ভব। কোনোভাবেই হারানো যাবে না। যখন হারিয়ে গেলো তখন থেকে মনে হয়, সে ভালো থাকুক; সুখে থাকুক। দেখা বা কথা না হোক, তবুও থাকুক....
হা হা..
২০ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৭
নীল আকাশ বলেছেন: ভালোবাসার প্রকাশ নিয়ে আমার কোন মতভেদ করার ইচ্ছে নেই। এইটা যার যার ব্যক্তিগত অনুভুতি। আমার খারাপ লেগেছে সেটা হলো ভালোবাসার নামে যে নোংড়ামি গুলি যেটা করে বেড়ায়। বিশ্বাস করুন, ছোট বাচ্চাটার ছবিটা দেখার পর নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না! কিভাবে বাবা অথবা মা নিজের জন্ম দেয়া সন্তান কে চার তলা থেকে ছুড়ে ডাস্টবিনে ফেলে দেয়! এরা তো পশুর চেয়েও অধম। এইটা কি ভালোবাসার ফসল! বলুন? বলুন এইটা কি আসলেও ভালোবাসা?
পাঠকের মনে প্রশ্ন রেখে যাবার জন্যই আমার এই লেখা........।
শুভ কামনা রইল!
১৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫
আর্কিওপটেরিক্স বলেছেন: বাস্তবতা....
সমাজের নৈতিকতার পতন....
০৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩২
নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
ঠিক বলেছেন, আমি সেটাই তুলে ধরতে চেয়েছি।
কতটা মানুষ থেকে আমরা অমানুষের পর্যায়ে চলে যাচ্ছি..............
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সেইদিন নাইরে, মনা পাগলা!
আজকাল ভালবাসা হচ্ছে অতি আবেগে ভেসে গিয়ে সর্বাঙ্গ বিলিন করা!