নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ব্লগ-বাড়ির সমস্ত লেখা সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ছাড়া এই ব্লগ-বাড়ির কোনো লেখা অন্যকোথাও প্রকাশ করা যাবে না।
১.
ভালোবাসা তো কোন শেখানো ছড়া নয়
ইচ্ছে হলেই তুমি শিখে নেবে,
নয় কোন দেয়ালে ঝুলান হ্যাংগার
অব্যবহৃত জামার মতো আমার প্রেম কে ঝুলিয়ে রাখবে।
২.
জোর করে ভালোবাসা হয়না
বলেছি কখনো রুটিন মেনে দেখা কর,
এক সমুদ্র তোমার ভালোবাসা থেকে
এক বিন্দু জলের মতো প্রেম আমাকে করুনা কর।
৩.
ভালোবাসার কসম দিয়ে বলেছিলে বদলে যাবে এই পৃথিবী,
অপরিবর্তনীয় তোমার ভালোবাসা,
আজ কোথায় আছ তুমি প্রিয়তমা, জীবন সখা?
পৃথিবী আগের মতনই আছে,
শুধু পথে ঘাটে আমি খুঁজে ফিরি বেঁচে থাকার আশা!
৪.
ভালোবাসার ছড়িয়ে ছিটিয়ে থাকা শিহরণ থেকে
এক মুঠো আবেগ ফিরিয়ে দাও,
অতৃপ্ত প্রেমের নির্যাস থেকে
রংধনুর সাত রঙে আমার মন কে রাঙিয়ে দাও।
৫.
ব্যস্ততা হারিয়ে যায় অবসরে,
দিন কেটে যায় অবহেলায়,
রাত ফুরিয়ে যায় নির্ঘুমতায়,
চুপি চুপি ভালোবাসা খুঁজে বেড়াই,
প্রেমিকার সিঁথির মাঝে আমি চতুর্দশপদী কবিতায়।
৬.
ভুল, এই জীবনে সবই ভুল!
আমার নিঃস্বার্থ ভালবাসা আর তোমার বহুমুখী প্রেম,
সব নদী মোহনায় সাগরের সাথে মিললেও,
তোমার চাওয়া আর আমার পূজার ফুল এক নয়!
৭.
আমি যেন কোকিলের মতো এক ছন্নছাড়া পাখি
যার নিজের কোন বাসা নেই,
আমি যেন রাতের নিকষ কালো আকাশ
যেখানে পূর্ণিমার চাঁদ নেই,
আমি যেন অপূর্ণ মানুষের বিমূর্ত প্রতীক
যেখানে ভালোবাসার কোন জোয়ার নেই।
সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা রইল।
সর্বস্বত্ব সংরক্ষিত @ নীল আকাশ, অক্টোবর ২০১৮
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৭
নীল আকাশ বলেছেন: প্রথম মন্তব্যকারী হিসেবে আপনাকে অভিনন্দন।
দাদা, আপনার ঠেলায় তো কবিতা লেখার চেষ্টা করি।
ঠিক কি হয় জানি না?
শুভ কামনা রইল।
২| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১৩
নজসু বলেছেন: রবি ঠাকুরের
সখী, ভাবনা কাহারে বলে।
সখী, যাতনা কাহারে বলে ।
তোমরা যে বলো দিবস-রজনী 'ভালোবাসা' 'ভালোবাসা'—.
সখী, ভালোবাসা কারে কয়!
..................................।
আপনার কবিতায় ছন্দময় ভালোবাসার বিভিন্ন রূপ দেখা গেলো।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩
নীল আকাশ বলেছেন: আপনার কবিতায় ছন্দময় ভালোবাসার বিভিন্ন রূপ দেখা গেলো। - চেস্টা করেছি প্রেমিকের মন থেকে ভালোবাসার বিভিন্ন রূপ তুলে ধরার.......
আমি ঠিক আসলে কবি মনে করি না নিজেকে। সব কবিদের কে দেখে মাঝে মাঝে কিছু একটা খুব লিখতে ইচ্ছা করে, ঠিক কি হয় জানি না? তবুও কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে
শুভ কামনা রইল।
৩| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৪
সাগর শরীফ বলেছেন: সুন্দর লেখনী!
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৫
নীল আকাশ বলেছেন: ভাই, কি যে লজ্জায় ফেলে দিলেন.....? শরমে মরি মরি অবস্থা.....?
শুভ কামনা রইল।
৪| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩০
শেখ মফিজ বলেছেন: ভালবাসা মানে অকারণ হাসাহাসি
শূন্য কফির পেয়াল সামনে
অবিরাম কথা বলা।
এ রকম একটি লাইন কোথায় জানি পড়েছিলাম ।
আপনার কবিতা ভাল লেগেছে ।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪২
নীল আকাশ বলেছেন: ধন্যবাদ, পড়ার জন্য।
শুভ কামনা রইল।
৫| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২
বিজন রয় বলেছেন: দাদা, আপনার ঠেলায় তো কবিতা লেখার চেষ্টা করি। ............ খুশি হলাম।
তো ঠেলাটা কি শুনি....... হা হা হা .....
নতুন কিছু সৃষ্টি হতে দেখলে আসলেই ভাললাগে আমার।
ব্লগের বা যেকোন স্থানের আমার কোন ভাই বা বোন বা বন্ধু যদি নতুন কিছু দিতে পারে তো সত্যি সেটা অনেক বড় ব্যাপার। সবকিছুর উপরে আমরা জাতিতে তো এক, আমরা তো সবাই তো বাংলায় কথা বলি, এটা দারুন বিষয়!
কবিতা কি হচ্ছে সেটা নিয়ে অত চিন্তা করার দরকার নেই।
আমরা যে কিছু লিখতে পারছি সেটাই বড় কথা।
মনের কল্পনাকে বাস্তবে রূপ দিতে সবাই পারে না, আপনি তো পারছেন, এটা পারতেই হবে।
তবে বানানের দিকে খেয়াল করতে হবে, অত তাড়াহুড়া করার কোন দরকার নেই। সর্টকার্ট ওয়েতে বড় কিছু হওয়া যায় না।
আমাদের জীবন খুব অল্প সময়ের, সেই সময়ের সদব্যবহার করাটা নিশ্চিত করতে হবে। আমি এভাবেই ভাবি।
২ নং এ জোর করে, আর ৭ নং এ বিমূর্ত প্রতীক হবে
শুভকামনা রইল।
২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
নীল আকাশ বলেছেন: দাদা, বাংলা বানান নিয়ে আমার আসলেও সমস্যা আছে। সারাদিন ইংলিশে লিখতে হয়। বাংলা অফিসে ব্যবহার করা হয় না। যে কারনে বানান নিয়ে খুব ঝামেলার মধ্যে থাকি।
২ নং এ জোর করে, আর ৭ নং এ বিমূর্ত প্রতীক হবে - বানান দুটি ঠিক করে দিয়েছে......ধন্যবাদ।
আপনাকেও শুভকামনা রইল।
৬| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪১
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেখানে পূর্ণিমার চাঁদ নেই,
আমি যেন অপূর্ণ মানুষের বিমূর্ত প্রতিক
যেখানে ভালোবাসার কোন জোয়ার নেই।
........................................................................
ভালোবাসা ছাড়া এ পৃথিবী গদ্যময়,
রাতের আকাশে চাঁদ
যেন ঝলসানো রুটি !
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
নীল আকাশ বলেছেন: ভালোবাসা ছাড়া এ পৃথিবী গদ্যময়,
রাতের আকাশে চাঁদ
যেন ঝলসানো রুটি ! - অসাধারন।
আমি মাঝে মাঝেই দেখি আপনি এ রকম ছোট ছোট কবিতা লিখে দেন। সব গুলি এক জায়গায় করে পোষ্ট দিন না কেন?
দারুন হতো! দিব্যি বলছি। আমি বলব বলব করেও বলা হয় নি আপনাকে........।
শুভকামনা রইল।
৭| ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯
রাকু হাসান বলেছেন:
সুন্দর কবিতা ।
২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৮
নীল আকাশ বলেছেন: সব কবিদের কে দেখে মাঝে মাঝে কিছু একটা খুব লিখতে ইচ্ছা করে, ঠিক কি হয় জানি না?
তবুও কবিতা নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে!
রাকু ভাই, শুভ কামনা রইল।
৮| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
একদম সহজ সরল।
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:২৭
নীল আকাশ বলেছেন: অসাধারণ মন্তব্য!
আমার জীবনটা সহজ সরল, তাই ভাষাও সহজ সরল। যা মনে এসেছে তাই লিখে ফেলেছি।
শুভ কামনা রইল।
৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১৩
চাঙ্কু বলেছেন: ভালুবাসা!! বড়ই দামী! আফসুস
২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩০
নীল আকাশ বলেছেন: এই দুনিয়া এখন ভালুবাসা কই পাবেন? সব ভেজাল আর দুই নাম্বার!
আযম খানের ভাষাই বলিঃ এই যে দুনিয়া, মানুষ আর মানুষ নাই, কোথা গেল পাব ভাই?
শুভ কামনা রইল।
১০| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩৮
স্রাঞ্জি সে বলেছেন:
কাব্যে ভালবাসার রঙধনু ফুটে উঠল যেন......
এমন কাব্যে +++ না দিয়ে থাকা যায় কি.......
অনিঃশেষ শুভকামনা, কবি ও গল্পকার।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৩
নীল আকাশ বলেছেন: এই পোষ্টের সেরা মন্তব্যকারী কে আমার পক্ষ থেকে ব্যক্তিগত উপহার নীচে দেয়া হলো। আমার নিজের হাতে ফুটানো সাদা গোলাপ ফুল।
কাব্যে ভালবাসার রঙধনু ফুটে উঠল যেন...... - অসাধারন, আমি সত্যই মুগ্ধ। এত কষ্ট করে লেখাটা যেন সার্থক হলো...
স্রাঞ্জি ভাই, আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর অফুরন্ত শুভ কামনা......
১১| ২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:২২
পদাতিক চৌধুরি বলেছেন: বিজনদা কথাতেই বলব ভালোবাসা নতুন সংখ্যা পেলাম । কবিতা সুন্দর হয়েছে।
শুভকামনা রইল ।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৭
নীল আকাশ বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা।
আপনার জন্যও শুভ কামনা রইল।
১২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৬
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালোবাসা ভালোবাসা। সখি ভালোবাসা কারে কয়?
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪২
নীল আকাশ বলেছেন: ভালো বলেছেন! আজকাল কার ভালোবাসা কি আর কোনটা বুঝায় মাথায় ঢুকে না। কি সব ফ্লাট এর কথা যে বলে সবাই মাথার এ্যান্টিনায় ধরে না...........আমি ভাই আগের আমলের প্রেম পিরীতি তেই ডুবে থাকতে চাই!
১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪২
অতীন্দ্রিয়া বলেছেন: বাতাসও তো অভিধান, অর্থহীন নয় কোনও ধ্বনি -
যে-যুবতী ভাষাহীন, তুমি তার পিয়ানো শোনোনি.
শুনেছোকি সে ভালবাসার ধ্বনী,যেখানে বিনিময় প্রথা নেই..যেখানে ভালোবাসার কোন সংবিধাননেই..রোজ কথা বলা,দায়ীত্ব, অভিযোগ,চাওয়া পাওয়া,প্রত্যাশার অপ্রাপ্তিতে অন্যকোথাও চলে যওয়া নেই... শুনেছোকি?দেখাতে পারবে এমন কোন ভালবাসার সংঙ্গা?
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০০
নীল আকাশ বলেছেন: বাতাসও যেন অভিধান, নয় কোন অর্থহীন ধ্বনি,
যুবতী তুমি ভাষাহীন, পিয়ানো কি তার শোনো নি?
কান পেতে শুনেছেও কি সেই ভালবাসার ধ্বনি?
যেখানে বিনিময় নেই, নেই কোন দেনা পাওনা,
যেখানে নেই কোন ভালোবাসার সংবিধান,
নেই কোন রোজ নিয়ম মাফিক বলা কথা,
নেই কোন অনাকাংখিত দায়িত্ব, অভিযোগ আর চাওয়া পাওয়া,
প্রত্যাশার অপ্রাপ্তিতে অন্য কোথাও নয় চলে যাওয়া
শুনেছ কি তুমি? কান পেতে শুনতে কি পাও?
সখী, শুধু সুধাই তোমাকে, ভালোবাসা কারে কয়?
অতীন্দ্রিয়া, আপনার লাইন গুলিকে একটা ক্ষুদ্র কবিতা তে পরিবর্তন করে দিলাম, জানি না কেমন হয়েছে! আপনার লাইন গুলি পছন্দ হয়েছ, তাই ইচ্ছে করল.............
শুভ কামনা রইল!
১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
হাবিব বলেছেন:
সখি ভালোবাসা আর ভাল বাসা কি এক?
আমার মনে হয় এক।
যে মনে ভালোবাসা আছে সেখানে
আমার অন্তর নিরাপদ,
যে খানে ভালো বাসা আছে
সেখানে আমি নিরাপদ।
২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৭
নীল আকাশ বলেছেন: হাবিব ভাই, যেই দিন কাল তথা কলিকাল চলে এসেছ তাতে ভালো বাসা এখন ঢের ঢের শ্রেয় নব্য ডিজুস ভালোবাসার চাইতে। অন্ততঃ আপনি যা বলেছেন, যে খানে ভালো বাসা আছে, সেখানে আমি নিরাপদ।
ধন্যবাদ, শুভ কামনা রইল।
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ৩:১৯
ঠাকুরমাহমুদ বলেছেন: ভালো বাসা ?
১২০০ স্কয়ার ফিটের একটি ফ্লাটকে ভালোবাসা বলা যেতে পারে । ৩ বেড, ২ বাথ, ২ বারান্দা, ডাইনিং+ড্রইং, কিচেন ।
২৩ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫২
নীল আকাশ বলেছেন: ভালোবাসার যে কলিকাল চলছে তাতে আপনি যে সংগা দিলেন সেটাই এখন ঢের ঢের শ্রেয়, নব্য ডিজুস ভালোবাসার চাইতে। এখানে অন্তত: শান্তিতে ঘুমাতে পারবো।
বড় ভাই, শুভ কামনা রইল।
১৬| ২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৮
ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে আমি নিজের কথা বলি খুব কম, “বাস্তব পরিস্থিতি, সমাজ, পরিবেশ, দেশ” নিয়ে কথা বলি যখন আপনার মতো কেউ সমর্থন করেন বুক ভরে যায় আনন্দে, গর্ব হয়, - আমাদের ভালোবাসা প্রয়োজন নেই এখন প্রয়োজন একটি ভালো বাসা - যেখানে নিশ্চিন্তে ঘুমোতে পারবো, মরতে পারবো । আপনার প্রতিও শুভ কামনা ।
২৪ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৫
নীল আকাশ বলেছেন: আমাদের চিন্তা ধারা যে একই রকম সেটা আমি আপনাকে আমি আগেই বলেছিলাম। আপনি সামুতে আমার খুব পছন্দের একজন ব্লগার। রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পাড়া অনেক বড় একটা ব্যাপার। অনেকেরই কপালে হয় না........।
বড় ভাই, শুভ কামনা রইল।
১৭| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১:১৪
সাহিনুর বলেছেন: ভালোবাসা এমন একটি জিনিস সত্যি এটি জোর করে হয় না । আর যদিও বা জোর করে হয় তাতে সুখ থাকে না ।
০৩ রা নভেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
নীল আকাশ বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
ভালোবাসা এমন একটি জিনিস সত্যি এটি জোর করে হয় না। আর যদিও বা জোর করে হয় তাতে সুখ থাকে না । - এটাই দিন শেষে চরমতম সত্য কথা.....। দারুন বলেছেন......
ভালোবাসার উপরে দারুন একটা গল্প দিয়েছি আজকে একটু আগে, পড়ার আমন্ত্রন রেখে গেলাম.......।
ধন্যবাদ, শুভ কামনা রইল।
১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬
ল বলেছেন: আমি যেন অপূর্ণ মানুষের বিমূর্ত প্রতিক
যেখানে ভালোবাসার কোন জোয়ার নেই।------
----/////////////////////////////////////////////
১) নিরবধি বয়ে চলে শান্ত নদীর সরলগতি
পৃথিবীর বয়সের মতো এ ভালোবাসা -
উদিত সৃর্য্য আর নিভে যাওয়া শশাঙ্ক
চলছে অবিরাম অন্তহীন পরাবর্ত।
০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫২
নীল আকাশ বলেছেন: শুভ রাত্রী প্রিয় লতিফ ভাই,
আমার কবিতায় হয়ত ভালোবাসার কোন জোয়ার নেই, কিন্তু আপনার মনে যে আবেগের কোনই কমতি নেই!
কি চমৎকার চার লাইনের একটা কবিতা লিখে গেলেন আর আমাকে মুগ্ধতায় ডুবিয়ে দিয়ে গেলেন!
দারুন লিখেছেন, কবি ভাই।
ধন্যবাদ আর শুভ কামনা রইল!
১৯| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৯
তারেক_মাহমুদ বলেছেন: আপনাদের লেখা দেখেইতো মন চায় কবিতা লিখতে কিন্তু পারিনা।
১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৪৪
নীল আকাশ বলেছেন: আরে ধুর, কেউ কি মায়ের পেট থেকে লেখালিখি শিখে আসে নাকি?
কি হবে সব্বোর্চ্চ বলুন? পাঠক লাইক দিবে না এই তো, আর কি?
আমি তো জীবনে প্রথম কবিতা লিখি এই ব্লগে এসে.......
ধন্যবাদ এবং শুভ কামনা রইল!!
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৫
বিজন রয় বলেছেন: ভালবাসার নতুন কিছু সংজ্ঞা পেলাম।
+++++