নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!
এখানে মাত্র ৫টি প্রশ্ন রয়েছে আপনাদের নিকট। আপনারা মানে যত মুক্তিযোদ্ধা বা অতিজ্ঞানী, অতিবুদ্ধিমান ব্লগার রয়েছেন এই ব্লগে প্রশ্নটা তাদের নিকট-ই, যদি তারা এর উত্তর না দিতে পারেন, তবে সাধারণ ব্লগারগণ অগ্রাধিকার পাবেন।
এখানে কোন রাজনৈতিক দলকে ছোট করা বা বর্তমান কোন ঘটনার সাথে মিলে এমন কোন প্রশ্ন করা হয়নি, যদি কোনভাবে এই প্রশ্নগুলি কেউ ব্যাক্তিগতভাবে সাম্প্রতিক বিষয়াবলীর সাথে গুলিয়ে ফেলেন তবে তা কাকতালীয় বটে। এটা একান্তই আমার ব্যক্তিগত কিছু প্রশ্ন? আসলে বুদ্ধি কম মানুষ তো, তাই এর উত্তরগুলো খুঁজে পাই না।
১। কারা বেশি গুরুত্বপূর্ণ, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ থেকে বহাল তবিয়তে পালিয়ে গিয়ে মৌজ, মাস্তিতে জীবন অতিবাহিত করছে তারা নাকি সামান্য রুটি-রুজি জোগাড়ের চেষ্টায় বা অধিকার আদায়ের দাবি নিয়ে সশস্ত্রবাহীনীর অস্ত্রের সামনে খালি হাতে বুক চিতিয়ে দাঁড়ায়?
২। আপনার দৃষ্টিতে কিসের মূল্য বেশিঃ জীবনের নাকি সম্পদের?
৩। কিভাবে একজন ৩য় শ্রেণীর সরকারি কর্মচারী শত থেকে হাজার কোটি টাকার মালিক হতে পারে? আর তার এ কাজে কারা কারা জড়িত থাকতে পারে? কাদের সহায়তায় তারা এত টাকা অর্জন করতে পারে?
৪। ন্যায় বলতে আপনি কি বুঝেন?
৫। স্বাধীনতা মানে কি?
আসুন আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৪
নয়া পাঠক বলেছেন: পান্ডব সাহেব কে অনেক ধন্যবাদ, সুন্দর একটি মন্তব্যের জন্য। আমি আসলে কোন রাজনৈতিক দলকে মেনশন করে এ প্রশ্নগুলো রাখিনি। আমরা স্বাধীন হয়েছি অনেক আগেই, কিন্তু সত্যি আমরা পারিনি জবাদিহীতা, সঠিক গণতন্ত্র কি এর মানে বুঝতে।
এই যে একে অন্যকে দোষারোপ করে করে নিজেদের ধ্বংস ডেকে আনছি তা আর কত দিন চলবে কেউ কি বলতে পারেন?
২| ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৩২
ভুয়া মফিজ বলেছেন: একজন সাধারণ ব্লগার হিসাবে অতিজ্ঞানী, অতিবুদ্ধিমান ব্লগারগন কি বলেন দেখি আগে!!!
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৬
নয়া পাঠক বলেছেন: ভুম ভাইয়া, আপনি আপনার মন্তব্য করুন। আমি আসলে অতিজ্ঞানী এবং মহাজ্ঞানী বলতে বিশেষ কিছু ব্লগারকে মেনশন করেছি, আশা করি তা বুঝতে পেরেছেন। অবশ্য আমি এটাও আশা করি তাদের কেউই আমার মত একজন অজ্ঞানী, মূর্খ ব্লগারের ব্লগ পড়ে নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না। তাই আসুন আমরা সাধারণ যারা আছি তারাই এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৩| ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:৪১
নতুন বলেছেন: বিষয়টা হইলো, চেতনার ধান্দা সবার আগে তারপরে মানুষের জীবন।
কোটি কোটি টাকা দূনিতি করে নেতারা চেতনা বিক্রি করে, আর অন্ধ ভক্তরা সেই চেতনা কিনে, যারা কিনতে চায় না তাদের জীবন দিয়ে মূল শোধ করতে হয়।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৮
নয়া পাঠক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যটি ভালো লাগলো। এই চেতনা কেনা বেচার মানুষ কিন্তু সমাজে অনেক কম, অথচ তারাই আজ সবকিছুর নিয়ন্ত্রক, আমরা কেবলমাত্র দর্শক আর নির্বিচারে গুলি খেয়ে মরা আমজনতা, আমাদের চাওয়া-পাওয়ার কোন মূল্যই তাদের কাছে নেই।
৪| ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
রাসেল বলেছেন: প্রকৃতির বিচারের অপেক্ষা ছাড়া আর কিছু দেখতে পাই না।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:২৯
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ, সুন্দর একটি মন্তব্যের জন্য। অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা, এছাড়া আর কিই বা করার আছে আমাদের।
৫| ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:২৪
মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: স্হাপনা পুড়েছে-এটা ধরে নেন আলুর গুদাম পুড়েছে। এই গুদাম পুড়ে যাওয়া করো কাছে কষ্টের আর কারো কাছে সম্ভাবনার। মুলতঃ বিষয়টি সংস্লিষ্ট কর্তৃপক্ষ ঐ রকম সম্ভাবনা হিসেবেই দেখে। সম্পদ মুল্যবান আর তা পুড়ে যাওয়া আরো মুল্যবান, তাতে
নতুন করে দূর্নীতি করার সম্ভাবনা তৈরি হয়।
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩১
নয়া পাঠক বলেছেন: রশীদ ভাইয়া সুন্দর একটি মতামত ব্যক্ত করেছেন। জীবনের মূল্য সত্যিই অনেক কম, কারণ মরার জন্য এ দেশে ১৬ কোটিরও বেশি মানুষ রয়েছে।
৬| ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫৩
জুন বলেছেন: আমার মাঝে অতি কোন কিছুই নেই, লাইনের শেষে দাঁড়ানো উচিত, তারপরও আগ বাড়িয়ে বলছি যে আপনার প্রথম প্রশ্নটা পড়ার পর রাগ ক্রোধ ঘৃনা, বিবমিষার সাথে সাথে প্রচন্ড এক দু:খ কষ্টর দিন স্বচক্ষে দেখার সাক্ষী হোলাম। এই কি স্বাধীন দেশ আমাদের! এই কি স্বাধীনতা!
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:১৯
নয়া পাঠক বলেছেন: জুন আপু প্রথমেই আপনাকে ধন্যবাদ সুন্দর একটি কমেন্টের জন্য। এখন মনে হয় সময় এসেছে সংবিধানে স্বাধীনতার মানে এডিট করে নতুন কিছু যোগ করার, যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন রইল।
৭| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৩৮
মেঠোপথ২৩ বলেছেন: আপনার প্রশ্নের উত্তর -
১।হাজার কোটি যাদের ইংকাম তারাই বেশি গুরুত্বপুর্ন।
২। সম্পদের
৩। আমাদের বুঝে নিতে হবে
৪। ন্যায় আবার কোন দেশের ভাষা?
৫। স্বাধীনতা মানে আপনি আমার সাথে ভিন্নমত পোষন করছেন । তারমানে আপনি জামাত শিবির।
বর্তমানের প্রেক্ষাপটে এইসব প্রশ্নের উত্তর আপনার পছন্দ না হলে আপনার বেকায়দায় পড়ার সম্ভাবনা আছে।
-
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৭
নয়া পাঠক বলেছেন: মেঠোপথ: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, আসলে আপনার প্রতিটি প্রশ্নের উত্তরই যথাযথ দিয়েছেন (বর্তমান প্রেক্ষাপটে)। আপনার সাথে সম্পূর্ণ একমত, এছাড়া তো আর কিছু করার নেই। যাদের আপনি আমি বেতন দিয়ে পুষে রাখি, আজ তাদের হাতেই আমাদের জীবন বিপন্ন।
৮| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৪৯
রিদওয়ান খান বলেছেন: বেনোজীর শত কোটি টাকা আত্মসাৎ করে দেশের বাইরে চলে গেলো অথচ
সররাষ্ট্রমন্ত্রী বললেন কিভাবে গেছেন আমাদের জানা নাই!!
২৬ শে জুলাই, ২০২৪ রাত ৮:৫৫
নয়া পাঠক বলেছেন: জ্বী ভাইয়া, তাঁরা এটা জানতেই পারেন নাই, এমনকি মাননীয়া প্রধানমন্ত্রীর একজন পিওনও কিভাবে যেন ৪০০ কোটি বানিয়ে দেশ ছেড়ে উড়াল দিয়েছে বেহেস্তের দেশে, তারা এটাও জানেন না। তারা কেবল জানেন দেশে কিছু হলে সব করে জামাত-বিএনপি।
৯| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪২
শেরজা তপন বলেছেন: ১। প্রথমদল ধুরন্ধর পিশাচ স্বার্থপর ও বুদ্ধিমান।
দ্বীতিয়পক্ষ; আবেগী, বোকা ও অপরিপক্ক ( এরা হয়তো কোন একদিন পাল্টে গিয়ে প্রথম পক্ষ হতে পারে কিন্তু প্রথম পক্ষ কখনোই এদের কাতারে নামবে না)
২। জান অবশ্যঅই আগে তবে সাথে কিঞ্চিৎ ধন ও জরুরী।
৩। এর উত্তর সবাই জানে- আমি সেই বিশেষ ব্যক্তিদের আর বিব্রত করতে চাই না।
৪। ক্ষমতাবান, সরকার ও তাদের তাবেদার বিচারিক আদালত যাকে ন্যায় বলে সেটাই ন্যায়।
৫। স্বাধীনতা মানে দুনিয়াবির এই সব ঝামেলা থেকে মুক্তি পেতে একেবারে নিরিবিলিতে কারো কোন বাধা ছাড়াই আত্মহত্যা করা।
২৭ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১৫
নয়া পাঠক বলেছেন: শেরজা ভাইয়া, মন্তব্যের জন্য ধন্যবাদ। সুন্দর বলেছেন, অবশ্য এ ছাড়া আর কি ই বা বলার আছে। বর্তমানে আমরা যা জীবন লীড করছি, তাতে এসব ছাড়া আর কী অন্য কিছু ভাবার সুযোগ আছে।
তবে ৪ নং উত্তরটা দারুণ হয়েছে।
১০| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:৪৪
শেরজা তপন বলেছেন: রিপিট হয়েছে -এই মন্তব্য সহ একটা মুছে দিয়েন*
২৭ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১২
নয়া পাঠক বলেছেন: তপন ভাইয়া, মোছা-মুছির দরকার কি? থাক না ব্লগের মন্তব্য সংখ্যা তো বাড়ল
১১| ২৬ শে জুলাই, ২০২৪ রাত ১১:৫১
ডার্ক ম্যান বলেছেন: জীবন না থাকলে স্বাধীনতা, সম্পদ এসব দিয়ে কি করিব!
২৭ শে জুলাই, ২০২৪ সকাল ৮:১২
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ ডার্ক ম্যান, মন্তব্য করার জন্য। আসলেই তাই।
১২| ২৮ শে জুলাই, ২০২৪ দুপুর ১২:৫৪
বিপরীত বাক বলেছেন: ১। কারা বেশি গুরুত্বপূর্ণ, যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ থেকে বহাল তবিয়তে পালিয়ে গিয়ে মৌজ, মাস্তিতে জীবন অতিবাহিত করছে তারা নাকি সামান্য রুটি-রুজি জোগাড়ের চেষ্টায় বা অধিকার আদায়ের দাবি নিয়ে সশস্ত্রবাহীনীর অস্ত্রের সামনে খালি হাতে বুক চিতিয়ে দাঁড়ায়
উঃ যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশ থেকে বহাল তবিয়তে পালিয়ে গিয়ে মৌজ, মাস্তিতে জীবন অতিবাহিত করছে তারা- কেননা তারা সম্মানিত।
২। আপনার দৃষ্টিতে কিসের মূল্য বেশিঃ জীবনের নাকি সম্পদের?
উঃ অবশ্যই সম্পদের আর জীবনের ক্ষেত্রে শুধু নিজের জীবনটাই মূল্যবান। নিজে বাঁচলে বাপের নাম।।
৩। কিভাবে একজন ৩য় শ্রেণীর সরকারি কর্মচারী শত থেকে হাজার কোটি টাকার মালিক হতে পারে? আর তার এ কাজে কারা কারা জড়িত থাকতে পারে? কাদের সহায়তায় তারা এত টাকা অর্জন করতে পারে?
উঃ সবারই ধনী হওয়ার অধিকার আছে তা সে যেভাবেই হোক। প্রাপ্তিই আসল তা সে যেভাবেই আসুক। রিজিক তো রিজিক-ইই। আল্লাহ্র তরফ থেকে আসে।
যাদের টাকা দরকার ,, স্বার্থসিদ্ধির প্রয়োজন,,, তারাই জড়িত। সবাই নিজের স্বার্থটাই আগে দেখে এটাই নিয়ম। আর কেউই ব্যতিক্রম নয়।
৪। ন্যায় বলতে আপনি কি বুঝেন?
উঃ যেটা নিজের স্বার্থ সংরক্ষণ করে, নিজের খায়েশ - খাসলত মেটায় ,,,, তাহাই ন্যায় বাকি সব অন্যায়।
৫। স্বাধীনতা মানে কি?
উঃ যার যা খুশি করে বেড়ানো
যেভাবেই সবক্ষেত্রেই বিরাট সম্পদশালীম সফলকাম হওয়া
যেকোন মূল্যে যে কোন উপায়ে নিজের স্বার্থ উদ্ধার করা তা পিছন দিয়ে হউক বা সামনে দিয়ে হউক। সবাই তাই করে বেড়াচ্ছে। পুরো জাতিটাই এমন। শুধু সরকারের দোষ দিলে তো হবে না।
মতামত দিলাম।
আসুন আপনার মূল্যবান মতামত প্রদান করুন।
২৮ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:১০
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ বিপরীত বাক, সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার উত্তরগুলি যথাযথ ও সমসাময়িক হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৭
জ্যেষ্ঠ পান্ডব বলেছেন: এখানে মুলত মুল প্রশ্ন একটাই। বাকিগুলো সম্পুরন প্রশ্ন। মুল প্রশ্ন হচ্ছে স্বাধীনতা মানে কি? আমরা কি স্বাধীনতা লাভ করতে পেরেছি?
আমাদের মনে রাখতে হবে, এই দেশে কারো অতীতই ভালো নয়, দুধে ধোঁয়া তুলসী পাতা নয়। এটা আমাদের দেশের জনগনের ব্যর্থতা। এটাই আমাদের স্বাধীনতার লুপ হোল। দেশ স্বাধীন হলেও আমরা দেশের মুল অর্গানগুলোকে স্বাধীন করতে পারি নাই। আমাদের যদি জবাবদিহীতা, গণতন্ত্র সঠিকভাবে চালু করতে পারতাম, একে অন্যকে ধ্বংস না করার চেষ্টা করতাম - তাহলে হয়ত ভালো কিছু হলেও হতে পারত।