নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করি নতুন কিছু শেখার, ভালো কিছু করার, আর নিজে যা জানি তা অন্যকে উদারভাবে শেখানোর যদি কেউ শিখতে চায়।

নয়া পাঠক

আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!

নয়া পাঠক › বিস্তারিত পোস্টঃ

বস্তিতে থাকলে নাকি ব্লগার হওয়া যায় না?

১৯ শে মে, ২০১৯ সকাল ১১:৫৮

আমরা ব্লগার। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা দাবি করি আমরা সুশীল, আমাদের মানসিকতা অনেক ভালো। আমরা সদাই ন্যায় ও ভালোর পক্ষে থাকি। আমরা সবসময়ই সকল অন্যায়, অত্যাচার, অনাচার এইসব নিয়ে ব্লগে লিখে সকলের সঙ্গে শেয়ার করি এবং আমাদের উন্নত মন ও মস্তিষ্কের প্রতিবাদ বা ঘৃণা দিয়ে সেইসব লেখায় মন্তব্য জানাই। এটা আমাদের মুক্ত চিন্তা ও মুক্ত মানসিকতার প্রকাশ। অবশ্যই যারা ব্লগার তারা শিক্ষিত, সুরুচিসম্পন্ন।

কিন্তু সম্প্রতি দৈনন্দিন ব্লগার রাজীব নূর ভাইয়ের হারিয়ে যাওয়ার গল্পে একজন অত্যন্ত ভদ্র, সুশীল ও মুক্তিযোদ্ধা ব্লগার এমন একটি একপেশে মন্তব্য করেছেন দেখে আমার খুব খারাপ লাগল। বস্তিতে থাকলে নাকি ব্লগার হওয়া যায় না। মানে যারা বস্তিতে থাকে তারা কখনও
আমাদের মতো শিক্ষিত বা সুরুচিসম্পন্ন হতে পারে না। এটা আমাদের মতো বিজ্ঞজনের ধারণা!

এই মন্তব্যটা পড়ার পরে আমি নিজেকে ব্লগার বলে আর পরিচয় দেওয়া সমিচীন মনে করছি না! কি লজ্জা, কি লজ্জা! আমি একজন ব্লগার, আর ব্লগারদের মানসিকতা এমন!

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আজব কথাবার্তা

বস্তিতে কী মানুষ থাকে না

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৩

নয়া পাঠক বলেছেন: প্রথম মন্তব্যে আপনাকে পেয়ে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। বস্তিতেও মানুষ থাকে। এবং আমি গর্ব করে বলব আমি একজন বস্তিবাসী ব্লগার।

২| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১:০৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কিরে লেখক? কী খবর?


সামুর নীতিমালা ২ঘ(কোন পোস্ট/মন্তব্যের প্রত্যুত্তরে নতুন পোস্ট না লিখে মূল পোস্টে মন্তব্যকেই উৎসাহিত করতে চাই।) কী পড়া নেই?


মন্তব্যের টোন বুঝতে না পারলে তো সমস্যা! গাজীর মন্তব্যে খারাপ কিছু দেখি নি। টোকাই/বস্তিবাসীরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত। এর অর্থ এই না যে, "বস্তিতে থাকলে নাকি ব্লগার হওয়া যায় না" এর অর্থ হল, বস্তিবাসীদের আমরা/আমাদের রাষ্ট মৌলিক চাহিদা নিশ্চিত করতে পারিনি। ওদের ভেতর থেকে ব্লগার তৈরী হওয়া অলীক কল্পনা।


আরেকটা কথা, সব লেখক/ব্লগার কিন্তু সুশীল, ভালো মানসিকতার লোক না।

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৫

নয়া পাঠক বলেছেন: নীতিমালা নীতিমালার জায়গায় থাক! কথাটা সরাসরি আমার আঁতে ঘা দিয়েছে বলেই এই পোষ্টের জন্ম। আমি নিজে একজন বস্তিবাসী ব্লগার! তাই বস্তিবাসীকে হেয় করে কথা বলায় আমার ভীষণ খারাপ লেগেছে।

তবে তোমার শেষের কথাটা ১০০% সঠিক।

৩| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১:৩৯

মেঘ প্রিয় বালক বলেছেন: জনৈক ব্লগারের এমন মন্তব্যে আমি আহত হয়েছি,বস্তি শব্দের অর্থ হচ্ছে নগর,ফার্সি ভাষা থেকে বস্তি শব্দের উৎপত্তি,আর বস্তিতে যারা থাকে তারা কি মানুষ না? তারাও মানুষ,সেখানেও আমাদের চেয়ে অধিক উচ্চ শিক্ষত মানুষরা থাকে। তাদেরকে যারা ছোট নজরে দেখে তারা সুশীল বা ভালো মনের না।

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৬

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ মেঘ প্রিয় বালক, সুন্দর ব্যাখ্যাধর্মী মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমি সম্পূর্ণই সহমত।

আসলে আমরা যারা নিজেদের শিক্ষিত বা সুশীল বলে দাবি করি তারা কতটুকু সভ্য ভব্য বা সুশীল বা সু-শিক্ষিত তা ভাববার বিষয়।

৪| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


এটা ভয়ংকর ধরণের অমানবিক মানসিকতা, এতে বস্তিেবাসীকে ডিসক্রিমিনেট করা হয়েছে, জাতির একাংশকে অসন্মান করা হয়েছে, বস্তির তরুণ তরুণীকে অপমান করা হয়েছে, বস্তির মাতাদের প্রতি অবিচার করা হয়েছে, শিশু ব্লগারদের ডেভেলপমেন্টে বাধা দেয়া হয়েছে, ওখানকার নয়া পাঠকদের নিরুতসাহিত করা হয়েছে ...

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৭

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ জনাব গাজী সাহেব! কটাক্ষ করাটা মনে হয় কোন ভদ্র লোকের বা শিক্ষিত বা মননশীল লোকের কাজ নয়, তেমনি মানুষকে হেয় করাটাও নিছক ছোটলোকের পরিচয় বহন করে।

৫| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:১৮

বলেছেন: গাজীর মন্তব্যে হাসলাম!!! ভাল্লাগছে সিরিয়াসলি।।।
নয়া পাঠকদের উৎসাহ দেওয়াটা অতীব জরুরি।।।


শুনলাম গাজী সাহেব বস্তিবাসীদের পুনর্বাসন প্রক্রিয়ায় একটি প্রজেক্ট হাতে নিয়েছেন --- তাতে কি লাভ হবে!!

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৯

নয়া পাঠক বলেছেন: ল ভাই আপনার মন্তব্যটাও আমার ভালো লাগলো। আমি বস্তিবাসী ব্লগার বলেই তার ঐ মন্তব্যটা আমার লেগেছে।

আর এখানে আবার সেই ভদ্রলোক কটাক্ষ করে মন্তব্য করে তার বড় (?) উদার (?) মনের পরিচয় রেখেছেন।

৬| ১৯ শে মে, ২০১৯ বিকাল ৫:৪৬

পথিক প্রত্যয় বলেছেন: ব্লগে লেখাই মুখ্য।

২০ শে মে, ২০১৯ দুপুর ১:২৯

নয়া পাঠক বলেছেন: একদম সঠিক কথা পথিক প্রত্যয় ভাই, ব্লগে লেখাই মুখ্য। কে বস্তিবাসী, আর কে অশিক্ষিত তা গৌন বিষয়! কিন্তু অনেকেই এটা মানতে চান না!

৭| ১৯ শে মে, ২০১৯ রাত ৮:০১

রাজীব নুর বলেছেন: আসলে যারা দরিদ্র। ঘর বাড়ি নেই। শিক্ষা নেই, খাবার নেই তারা কিভাবে ব্লগিং করবে? আপনি আমি বা সরকার কি তাদের ব্যবস্থা করবে?
তারা তিনবেলা পেট ভরে খেতে পায় না। তারা কিভাবে ব্লগিং করবে? আগে তাদের খাওয়া, থাকা নিশ্চিত করুন।

২০ শে মে, ২০১৯ দুপুর ১:৩০

নয়া পাঠক বলেছেন: মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা কি আমার দায়িত্ব না কি সরকারের?

অদ্ভুত যুক্তি মশাই।

৮| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:০২

জাহিদ অনিক বলেছেন:
আপনি বুঝতে ভুল করেছেন। ৭ নম্বর মন্তব্যের সাথে আমিও একমত

২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৩

নয়া পাঠক বলেছেন: হতে পারে আমার বোঝার ভুল। তবে ৭ নং মন্তব্যে একমত নয়, কারণ জনগণের মৌলিক অধিকার পূরণের দায়িত্ব সরকারের। নিশ্চই আমার নয়।

৯| ১৯ শে মে, ২০১৯ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


নয়া পাঠক, নয়া লেখকদের আঁউক্কি লেগে যায়।

২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৪

নয়া পাঠক বলেছেন: সেই সাথে আপনাদের মত সুশীল ও সু-শিক্ষিত মানুষদের আঁউক্কি লাগতে পারে, বস্তিবাসীদের নয়! :P

১০| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:২৬

মাহমুদুর রহমান বলেছেন: মূর্খ ব্যক্তিরা অনেক কথাই বলে, এদের এড়িয়ে চলুন।এদের মন্তব্য মতামত উপভোগ করুন।

২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

নয়া পাঠক বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাহমুদ ভাই! দারুণ সুন্দর একটি মন্তব্য, ১০০% সহমত।

১১| ২০ শে মে, ২০১৯ সকাল ৯:১৬

আপেক্ষিক মানুষ বলেছেন: মাহমুদুর রহমান বলেছেন: মূর্খ ব্যক্তিরা অনেক কথাই বলে, এদের এড়িয়ে চলুন।এদের মন্তব্য মতামত উপভোগ করুন।

আপনি কি মনে করেন, সে মূর্খ?

২০ শে মে, ২০১৯ দুপুর ২:০৭

নয়া পাঠক বলেছেন: একদম ঠিক আপেক্ষিক মানুষ। মাহমুদ ভাই যা বোঝাতে চেয়েছেন তা হলো: সর্বোচ্চ ডিগ্রি থাকলেও যদি কেউ গরীব বা অসহায় মানুষকে মানুষ বলে গণ্য না করে তবে নিশ্চয় তাকে মুর্খ বলা যেতেই পারে।

আমি মনে করি সে শুধু মূর্খই নয়, অকাট মূর্খ।

১২| ২০ শে মে, ২০১৯ দুপুর ২:৫৪

অগ্নিবেশ বলেছেন: আজকাল বস্তিবাসীরাও দেহি ব্লগে ফাল পাড়ে, চাউল না কিনে জিবি কেনে। কি সব দিনকাল পড়ছে, গরীব্রে গরীব কওন যায় না মাতালরে মাতাল কওন যায় না।

২২ শে মে, ২০১৯ সকাল ১১:১১

নয়া পাঠক বলেছেন: ঠিক ই কইয়াল্লাইছেন অগ্নিবেশ! যেমন বড়লোককে বড়লোক বলা যায় না, বললে কি বলে সেটা তো নিশ্চয় আপনি ভালোই জানেন।

১৩| ২০ শে মে, ২০১৯ বিকাল ৩:০৯

অগ্নিবেশ বলেছেন: এক কাঠি বেশী বুঝলে যা হয়, হে কি বস্তিবাসীর প্রতিনিধি?

২২ শে মে, ২০১৯ সকাল ১১:১৪

নয়া পাঠক বলেছেন: মাত্র এক কাঠি? না না, আপনি মনে হয় আমাকে চিনতে পারেন নি। এটা তো আপনার কাছে একদম প্রত্যাশিত নয়।

১৪| ২২ শে মে, ২০১৯ বিকাল ৫:০৩

অগ্নিবেশ বলেছেন: না চিনিতে পারার জন্য দুঃখিত, আজকাল চান্দি গরম হয়ে যাচ্ছে, ঠাণ্ডা পানি পান করতে হবে।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫২

নয়া পাঠক বলেছেন: দেরিতে উত্তর দেওয়ার জন্য দুঃখিত। আসলে ঠাণ্ডা পানি পান করলে চান্দি ঠাণ্ডা হয় কিনা জানা নাই, তবে চান্দিতে ঠাণ্ডা পানি ঢাললে কাজ হতে পারে।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৫| ৩০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:১৩

খায়রুল আহসান বলেছেন: আমি যে কোন রকমের বৈষম্যমূলক আচরণের বিরোধী। বস্তিতে বাস করলে ভাল লেখক বা ভাল ব্লগার হওয়া যাবে না, এ ধরণের দৃষ্টিভঙ্গী চরম বৈষম্যমূলক।

১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫১

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ ভাই! সুন্দর একটি মন্তব্যের জন্য। আপনার মত আমাদের সবারই পজেটিভলি চিন্তা করা উচিত। তবেই তো বিকাশ হবে প্রতিভার! এমন অনেক উদাহরণ রয়েছে, একদম নিম্নবিত্ত পরিবার থেকেও অনেক অনেক মেধার প্রকাশ হয়েছে, তারা জগদ্বিখ্যাতও হয়েছেন।

১৬| ১৩ ই জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:৫৬

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বাংলার ব্লগাররা অলিক বস্তুর মত।

সকলের মঙ্গল কমনা করি।

২২ শে মার্চ, ২০২১ সকাল ৮:২৬

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আসলেই বাংলার ব্লগাররা অলিক বস্তুর মত।

১৭| ২৬ শে মে, ২০২১ দুপুর ১২:৫৮

জটিল ভাই বলেছেন:
বস্তিতে থাকলে মানুষ হওয়া যায়। আপনি মানুষ না ব্লগার হতে চান?

২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৭

নয়া পাঠক বলেছেন: ব্লগার আর মানুষের মধ্যে পার্থক্য টা আগে জানতে হবে, আমার তো এত জ্ঞান নেই তাই একটু পার্থক্যটা জানালে হয়ত চিন্তা করে দেখব কোনটা হওয়া যায়।

১৮| ২৬ শে মে, ২০২১ দুপুর ১:১০

বিদ্রোহী সিপাহী বলেছেন: আসলেই সত্য, বস্তিতে থাকলে মানুষ হওয়া যায়। নিজের ক্ষুদ্রত্ব অনুভব করা যায় সহজে।
আমিও বস্তিতে থাকি।

২৬ শে মে, ২০২১ দুপুর ২:২৫

নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ! মন্তব্যের জন্য। মানুষের চিন্তাধারা সবার সমান নয়, আবার আর্থিক সঙ্গতি ও জ্ঞান বুদ্ধিও সবার সমান নয়, শুধুমাত্র আর্থিক দুরবস্থা বা অন্যান্য কোন কারণে উচু নিচুর ভেদাভেদ যারা করে, তারা আসলে শিক্ষিত নামের অকাট মূর্খ হয়।

১৯| ২৬ শে মে, ২০২১ বিকাল ৫:৪৯

জটিল ভাই বলেছেন: মানুষের সঙ্গা অনেক বড়-বড় মনীষী দিয়ে গেছেন। যেমন- প্রাণ থাকিলেই প্রাণী হয়, কিন্ত মন না থাকিলে মানূষ হয়না! আর এতোদিন ব্লগে থেকে নিশ্চই ব্লগারের সঙ্গাটা জেনে গেছেন। যেটা হয়তো চোখে পরেনি তা হচ্ছে "মানুষ ব্লগার" এরজন্য আগে মানুষ হতে হবে, তারপর ব্লগার। কিন্তু অনেকেই মানুষ নয়, ব্লগার হতে চায়। আশা করি বুঝতে পারছেন।

০৩ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

নয়া পাঠক বলেছেন: জ্বী ভাই অবশ্যই বুঝতে পারার মত জ্ঞান হয়তবা আমার হয়েছে! আমার ক্ষোভ তো নিচু অর্থনৈতিক অবস্থার মানুষ হওয়া নিয়ে নয়! আমার ক্ষোভ তাদের উপর যারা নিজেরাই নিজেদেরকে সর্বোচ্চ জ্ঞানী মহাজ্ঞানী ভাবে! তাদের দেবার মত কোন জ্ঞান আমার নেই। শুধু আফসোস করা ছাড়া হায় তারা যদি বুঝত যে তারা আসলে কি?

ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.