নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!
না কোন কথা আমার বলার নেই। শুধু একটাই চিন্তা এমনিতেই ঢাকার রাস্তায় যানজটে জীবন তামা-তামা সকালে ৭.৩০ মিঃ বাসা থেকে বেরিয়ে কারওয়ান বাজার পর্যন্ত পৌছেছি ১০.০০টায় এর পর আরও ৩০ মিনিট হেটে তবে অফিসে পৌছতে পেরেছি। এখন একটাই চিন্তা বাসায় পৌছাতে কতক্ষণ লাগতে পারে গাড়িতে, নাকি হেটেই চলে যাবো।
জনাব ওবায়দুল কাদের সাহেব অসুস্থ্য হয়ে বঙ্গবন্ধু হাসপাতালের আইসিইউতে রয়েছেন। তার লাইভ নিউজ করছে ইনডিপেন্ডেন্ট টিভি। নিচে কমেন্টগুলো দেখে কি বলব...... কোন ভাষা খুঁজে পেলাম না।
সকলের প্রতি অনুরোধ, আমরা সবাই একদিন মরে যাবো, যেতে হবে, তাই একজন মানুষের বিপদ দেখলে অন্য কেউ দয়া করে হাসাহাসি বা আনন্দ উদযাপন করা থেকে বিরত থাকি। কারণ ঐ পথে একদিন আমাকেও যেতে হবে।
তিনি যদি কোন অন্যায় করে থাকনে, তার ফল নিশ্চয় পাবেন, কিন্তু এখন আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাঁকে হেদায়েতপুর্বক সুস্থ্যতা দান করেন, আমিন!
দেখুন
আরও বেশ কিছু নিউজ চ্যানেল ও পত্রিকার পেজে দেখলাম কমেন্টের অবস্থা আরও ভয়াবহ। যা আমাকে খুবই মর্মাহত করেছে।
দেখুন
০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:০৩
নয়া পাঠক বলেছেন: ঠিক ই বলেছেন ভাই।
২| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কোন অবস্থায় কি বলতে হয়, আমরা এখনো সেটা শিখলাম না। তা সে নেতাই হোক বা জনতা।
০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:০৯
নয়া পাঠক বলেছেন: ঠিক বলেছেন, যেমন আমি নিজেই এখনো বুঝতে পারছি না পোষ্টের টাইটেল টা ঠিক লিখলাম না ভুল!
৩| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম!
আপনার কথা যেমন ঠিক, তেমনি তাদের ক্ষোভ গুলো কেন আজ এ পর্যায়ে এলো তাও ভাবুন!
সকলের মূখ বন্ধ করে (এখন সামু সহ) আপনি শুভ কল্যান আর ভালত্ব প্রত্যাশা করবেন! কেমন হয়ে গেলো না!
নিউটনের তৃতীয় সূত্রানুসারেই যা ঘটার তা ঘটছে! যদিও কাম্য নয়।
ভাল মানুষ তখই ভাল যখন মন্দের চরম মন্দত্বের পরো সে নিজের ভালত্ব ধরে রাখতে পারে।
শত্রুর জন্যেও শুভকামনাতেই মহত্ব।
০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৭
নয়া পাঠক বলেছেন: একদম ঠিক, সুচিন্তিত ও গভীর মর্মার্থযুক্ত সাবলীল মন্তব্যে প্রীত!
৪| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: টাইটেল যাই হোক, মন্তব্যগুলো নামসহ প্রকাশ করাটা আমার পছন্দ হয় নি।
এসব ক্ষোভের বহিঃপ্রকাশ। বাঙালীরা এমনই, সুযোগ পেলে চান্স নিতে কেউ ছাড়েনা।
যাই হোক, কাদের ভাইয়ের সুস্থতা কামনা করছি।
০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:২১
নয়া পাঠক বলেছেন: পাঠক ক্ষোভ কি তোমার নেই, ক্ষোভ কি এ দেশের আপামর জনগণের নেই! নামসহ মন্তব্য প্রকাশ মুছে দিলাম তোমার কমেন্টের আগেই। কিন্তু ইউটিউবে চ্যানেলগুলোর ভিডিওর নিচে যেগুলো আছে সেগুলো দেখে আস কষ্ট করে, প্রতিটি মন্তব্যে কতজন লাইক মারছে।
ব্যক্তি তার কর্মে যেমন-ই হোক না কেন, মৃত অবস্থায় বা মৃত্যুপথযাত্রী অবস্থায় বা অসুস্থ্য অবস্থায় তাকে কটু কথা বলাটা আমার কাছে সঠিক বলে মনে হয় না, আমি সর্বদাই সকলের মঙ্গল ও ভালোটাই প্রার্থনা করি।
৫| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪১
আরোগ্য বলেছেন: আপনি যদি বনী ঈসরাইলের সম্প্রদায়ের লোক হতেন তবে ফেরাউনের দুর্দশা দেখে কি বিমর্ষ হতেন নাকি খোদার শুকরিয়া করতেন মুক্তির পথ দেখে?
০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
নয়া পাঠক বলেছেন: অবশ্যই শুকরিয়া আদায় করতাম! তবে এমনিতেই আমাদের মত প্রকাশ-এর এই স্থানটি বিপদাপন্ন! তাই আর বিরুপ মন্তব্য বা তাদের দৃষ্টিতে জাতিয় স্বার্থ পরিপন্থী কোন বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হয়। কারণ আমি দেখেছি খুব কাছ থেকে ক্ষমতাবানদের ক্ষমতার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে, আর সেখানে সবাই নিরব দর্শক হয়ে কিভাবে থাকে।
৬| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মিতা, ক্ষোভের বিষয়ে তো প্রথম মন্তব্যেই বলেছিঃ কোন অবস্থায় কি বলতে হয়/মন্তব্য করতে হয়, আমরা এখনো সেটা শিখি নি।
#ব্যক্তি তার কর্মে যেমন-ই হোক না কেন, মৃত অবস্থায় বা মৃত্যুপথযাত্রী অবস্থায় বা অসুস্থ্য অবস্থায় তাকে কটু কথা বলাটা আমার কাছে সঠিক বলে মনে হয় না, আমি সর্বদাই সকলের মঙ্গল ও ভালোটাই প্রার্থনা করি।
. গুড । এটা দারুন গুন। সবাই এটা পারে না।
ইউটিউবে যাবার দরকার নেই। আমি বিবিসি বাংলার ফেসবুক পেজে এসব নিয়ে একেকজনের উগ্র মন্তব্য আর সেসবে লাইকের বন্যা দেখে অভ্যস্ত।
০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নয়া পাঠক বলেছেন: আমার নিজের কোন গুণ আছে বলে আমি মনে করি না। তবে কিছু কিছু ক্ষেত্রে ঠোক্কর খেতে খেতে এখন কিছুটা সোজা পথে চলবার চেষ্টা করি। যেন দিনশেষে রুটি নিয়ে বউ-বাচ্চার মুখে তুলে দিতে পারি আর পরের দিন নিশ্চিন্তে আবার ঝাঁপিয়ে পড়তে পারি রুটি ছিনতাই কাজে।
আগে মাঝে মাঝে ক্ষোভ সামলে রাখতে কষ্ট হতো, কষ্ট এখনও হয়, তবে কিছুটা সামলে নেওয়া শিখছি আর কি!
৭| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওনার মঙ্গল কামনা করি।
০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নয়া পাঠক বলেছেন: ওনার এবং ওনাদের সবাইর জন্যই প্রার্থনা করি আল্লাহ তাদের জীবন ও মন দুটোকেই সুস্থ্য করে দিন।
৮| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫৬
মৃত্যু হবে একদিন বলেছেন: আমি কমেন্ট করবো না
০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
নয়া পাঠক বলেছেন: কমেন্ট করবেন না- বলে যে কমেন্টটি করলেন তাতে হৃদয় ভরে গেল। যখন প্রতিবাদের সকল রাস্তা বন্ধ থাকে তখন আমাদের মুখটাও বন্ধ রাখাটাই সর্বোত্তম প্রতিবাদ।
৯| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১১
নীল আকাশ বলেছেন: মৃত্যু হবে একদিন বলেছেন: আমি কমেন্ট করবো না - আমিও নতুন কিছু বলব না।
হয়ত ভুলে গিয়েছেন তাই মনে করিয়ে দিচ্ছি, এত দিন ধরে দেশের মানুষের সাথে উনি যে ঠাট্টা মস্করা করেছেন, সেটাই উনি এখন ফিরত পাচ্ছেন। থুথু উপরের দিকে ছুড়ে দিলে সেটা এক সময় নিজের দিকেই ফিরে আসে, এতে অবাক হবার কি আছে..
০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
নয়া পাঠক বলেছেন: বয়স হয়েছে, স্মৃতিও অনেকটাই দুর্বল কিন্তু তাই বলে এতটা নয় যেমনটা ভাবছেন। আপনার কথাগুলি শুধুমাত্র আমাদের মতো আমজনতার ক্ষেত্রেই প্রযোজ্য এই সুন্দর দেশে। যারা সাধারণ সর্দি জ্বর হলেই আমাদের কষ্টার্জিত রক্ত ঝরানো টাকায় বিদেশে গিয়ে চিকিৎসা করায় তাদের এ সবের বোধ আছে বলে মনে হয় না।
১০| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এমন কর্ম করা উচিত নয়, যে কর্মের কারনে মৃত্যুপথ যাত্রী বিরূপ মন্তব্যের শিকার হয়।
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৯:৫২
নয়া পাঠক বলেছেন: তবু যদি তাদের একটু উপলব্ধ হয় এই জন্য শুভকামনা করি।
১১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৭
রাজীব নুর বলেছেন: মানুষের এরকম অবস্থায় হাসাহাসি করা ঠিক না।
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৯:৫৩
নয়া পাঠক বলেছেন: অবশ্যই ঠিক নয়, তাই তো আমি না হেসে আল্লাহর কাছে তার জন্য দোয়া চাইছি।
১২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব ওবায়দুল কাদের একজন বর্ষিয়ান ও তুখোড় রাজনীতিবীদ।
মানুষ অসুস্থ্য হতেই পারে, অসুস্থ্যতা নিয়ে তামাশা করা ঠিক নয়।
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৯:৫৪
নয়া পাঠক বলেছেন: একদমই হক কথা। অসুস্থ্যতা নিয়ে তামাশা করা একদম বেকুবের মত কাজ করা। সবাইকে একদিন যেতে হবে এই মরীচিকার প্রেম ছেড়ে চিরতরে।
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১:৫৩
পবন সরকার বলেছেন: অসুস্থ্য মানুষ নিয়ে তামাশা করা ঠিক নয়
০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৯:৫৫
নয়া পাঠক বলেছেন: একদম ঠিক কথা।
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ১২:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এক জন ভালো মানুষ। উনার সুস্থতা কামনা করি।
০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৫
নয়া পাঠক বলেছেন: সাজ্জাদ ভাই, ভালো-মন্দ বুঝি না প্রতিটি মানুষের সর্বদা মঙ্গল কামনা করি।
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ দুপুর ২:০৮
তারেক ফাহিম বলেছেন: বহুল প্রচারিত ইউটিউব-এ কোনটা নেই তা তা ভেবে মরি
কমেন্টস্ বক্স উন্মুক্ত থাকলেতো বিকৃত মস্তিষ্ক লোক আজেবাজে কমেন্টস্ করবেই।
০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪
নয়া পাঠক বলেছেন: ফাহিম ভাই আপনার কথা একদম ঠিক।
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৯
ঢাবিয়ান বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন:
আপনার কথা যেমন ঠিক, তেমনি তাদের ক্ষোভ গুলো কেন আজ এ পর্যায়ে এলো তাও ভাবুন!
সকলের মূখ বন্ধ করে (এখন সামু সহ) আপনি শুভ কল্যান আর ভালত্ব প্রত্যাশা করবেন! কেমন হয়ে গেলো না!
নিউটনের তৃতীয় সূত্রানুসারেই যা ঘটার তা ঘটছে!
নিউটনের তৃতীয় সূত্র ঃ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বীপরিত প্রতিক্রিয়া থাকে।
০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:২২
নয়া পাঠক বলেছেন: প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিশ্চয় আছে, কিন্তু সেই সঙ্গে আছে শাসনের বেড়াজাল, আর তাই ইচ্ছা থাকলেও ''পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে''।
সর্বোপরি মাথার উপ্রে খাঁড়া, এখনও বিপদমুক্ত নই আমরা।
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আপনি কেন বুঝতে পারছেন না এমন হচ্ছে তা দেখে আমিও বিস্মিত, হতবাক...
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৫
নয়া পাঠক বলেছেন: ভাই বুঝতে পারার মত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দিয়েছে, তবে আপনি মনে হয় আমার কথার নিগুঢ় ধরণটা বুঝতে পারেন নি। মানুষ সে যতই খারাপ হোক তার বিপদের সময় কখনই এমন আচরণ বা কথা বলা উচিত নয়, আর এর পরিমাণটা এতই বেড়েছে যে আমার মনে হয়েছে মানুষের বিবেকবোধ বা মানবিকতা কতটা কমে যাচ্ছে/গেছে। অবশ্যই তার দায় তাদের, কিন্তু তারপরেও আমরা যে মানুষ এটা প্রমাণ করা আমাদেরই দায়িত্ব নয় কি? ঐ যে কবিতার মত ''কুকুরের কাজ কুকুর করেছে............. শোভা পায়।''
ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: এদেশে মর্মাহত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কেননা প্রতিদিনই কোন না কোন বিষয়ের প্রেক্ষিতে আমাদের মর্মাহত হতেই হয়।
আমাদের উচিৎ একজন মানুষ ভালো হোক কিংবা মন্দ তার অসুস্থতার সময় কল্যান কামনা করা।
আল্লাহ মানুষগনকে সঠিক বুঝ দান করুন।
০৬ ই মার্চ, ২০১৯ সকাল ১০:২৭
নয়া পাঠক বলেছেন: আমিন! আপনার কথা একদম ঠিক! আমরা দিন দিন যেন নীচ থেকে নীচতর হয়েই যাচ্ছি।
ধন্যবাদ মূল্যবাণ মন্তব্য রাখার জন্য।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৮
নাহিদ০৯ বলেছেন: প্রথম আলোর ফেসবুক পেইজ এর অবস্থা আরো খারাপ। ওরা সেোগ বুঝে এই একই টপিক্সে আরো বেশি বেশি নিউজ শেয়ার করছে। বেশি বেশি পোস্ট, বেশি বেশি মন্তব্য।
তবে আমার মনে হয় ব্যক্তি ওবাইদুল কাদের আর নেতা ওবাইদুল কাদের সম্পূর্ন আলাদা মানুষ। মানুষ শুধু এই নেতার কর্মকেই জাজ করছে। কিন্তু হাসপাতালের বিছানায় কেউ নেতা নয়, কেউ সন্ত্রাসী নয়, সবাই মানুষ। তাই সবার উচিৎ উনার সুস্থতা কামনা করা।