নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!
বইমেলা শেষ না হওয়া পর্যন্ত ব্লগে আর আসব না বলে আগে একটি পোষ্ট দিলেও আমি না এসে থাকতে পারছি না সে জন্য প্রথমে আল্লাহ এবং পরে আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার আসলে এ ধরণের কথা বলা উচিত হয়নি যা আমি রাখতে পারব না। তবে ভবিষ্যতে চেষ্টা থাকবে এমন কোন ভুল পুনরায় না করার।
যাহোক যে জন্য এ পোষ্টটি লিখলাম। গত ২ দিন আগে অফিস থেকে বাসায় ফেরার পথে একটি গাড়ীর মধ্যে দুইজন ভিক্ষুকের কথোপকথন আমাকে ব্যাপক বিনোদন দিয়েছিল আর তাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম! দেখুন আপনারা এখানে কোন বিনোদন খুঁজে পান কি না।
পুনশ্চ: সেই ভিক্ষুক দুজনের একজন রাজশাহী নিয়ে বেশ বাজে একটা মন্তব্য করেছিল, আমি প্রতিবাদ করতে গিয়েও পারিনি যে তাদের সঙ্গে শুধু শুধু লাগতে যাওয়া বা তাদেরকে জ্ঞান দিতে গিয়ে নিজে কোন একটা ক্যাচালে না জড়িয়ে যাই এই ভয়ে। শুধু মুখ বুজে তা সহ্য করে গিয়েছি, কারণ আমিও যে রাজশাহী বিভাগের মানুষ।
নিচে তাদের কথোপকথন হুবহু তুলে দিলাম, যদিও ভাষাগত কোন পার্থক্য থাকতে পারে। কিন্তু মুল বিষয়বস্তু এমনি ছিল।
- হালায় এইহানে যাইয়া তো একদম শান্তি পাইলাম না! ময়লা, ডেরেনের পানি আর ...... গন্ধের জ্বালায় ঠিকমতো খাইতেও পারলাম না।
- হ, ঠিকই কইছস, টেকাও বেশি কামাইতে পারলাম না!
- কি আর করমু ক, এইদিকে গেলে ময়লা ....... ঐদিকে আবার ঘুমানির যাগা নাই! তাইলে কোনহানে যাই ক' দেহি।
- আরে তুই তো ঠিকই কইছস, হালায় বিরানিডাও টিক কইরা খায়তে পারলাম না। আসলেই ঐদিকে যায়্যা লাভ অইল না।
- আরে হুন, এই রহম দুয়েকদিনের লাইগ্যা কোনহানে যাইয়া লাব অইব না, যাইতে অইব ১০-১৫ দিনের লাইগ্যা। তাইলে একবারে মেলা টেকা কামান যাইব।
- ১০-১৫ দিনের লাইগ্যা গেলে তো বালাই অয়, তয় কোনদিকে যামু? কোনহানে গ্যেলে দুইডা টেহা বেশি হামু?
- যাইতে অইব দুরে, যাইয়া ১০-১২ দিন থাইক্যা এরপরে আইতে অইব।
- হ, তাইলে ল রাজশাহী যাই।
- আরে কি কছ, রাহশাহী যাইয়া করবি কি? ঐইডা তো ভাতে মরা এলাকা, ঐহান থাইক্যা মানুষ ঢাহা শহরে আইয়্যে টেহার লাইগ্যা, আর তুই ঐহানে যাইবার চাছ?
- আরে ঠিকই তো কইছস!
দুজনের হা হা করে হাসতে থাকে।
-আরে রাজশাহীর মাইনষে বিরিয়ানি কায় আম দিয়া।
- এহ্ বিরিয়ানি, না পোলাউ, হালারা ভাত পায় কোনহানে আবার বিরিয়ানি কাইব।
- আরে আমি এর আগে গেছিলাম তো, তহন দ্যাখচি।
- আরে তুই হামাক রাজশাহী চিনাচ্চু, মুই কি রাজশাহী চিনি না মনে করিচ্চিচ, দ্যাক আমি অহন রাজশাই'র ভাষা কইচ্চি।
- হাঃ হাঃ হা, আরে আমি এর আগে তো গেছি ওইখানে, আব্দুল.........র, না....র, ............ এসব যাগায় আছিলাম, তখন দেখচি অরাও টাকা অলা লোক। বিরিয়ানি কায় আম দিয়া, হাঃ হাঃ হা।
- আরে হালা, তুই কি পাগল অইলি নাহি ওই দিকে না যাইতে অইব ঢাহার আশেপাশে, যেহানে ম্যালা ট্যাহা পামু আর বিরিয়ানি কাইতে পারমু। ঐদিকে গ্যালে ট্যাহাও পামু না আর তুই প্রত্যেকদিন বিরিয়ানি খাবি কই?
- অ, তুই ঠিকই কইছস, অইদিকে গ্যালে বিরিয়ানি কামু কই? হাঃ হাঃ হাঃ
এ পর্যন্ত শোনার পর আমার আর তাদের কাছাকাছি বসে থাকার ধৈর্য্য কুলালো না বলে সামনের দিকে একটা খালি আসন পেয়ে সেখানে এসে বসি আর মনে মনে রাগে ফুঁসতে থাকি, আরে হালার জমিদারেরা করছ তো ভিক্ষা, আবার রাজশাহীরে কছ ভাতে মরার দ্যাশ, হালারা যে বিরিয়ানি বিরিয়ানি কইরা দম বাইর কইরা হালাইতে আছস, হেই বিরিয়ানির চাইল আহে কোনহান থাইক্যা এইটার খোঁজ রাহস?
কিছুক্ষণ পরে তাদের পুরো কথপোকথন আবার ভাবতে ভাবতে মনে মনে প্রচুর পরিমাণে হেসে নেই। করে ভিক্ষা, খায় বিরিয়ানি থাকে ......... এর মধ্যে হেরা আবার কয় রাজশাহী ভাতে মরা দ্যাশ।
.......... এর স্থলে পড়তে হবে যা আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নির্দিষ্ট একটি স্থানে রেখে এসে পরিতৃপ্ত হই।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
নয়া পাঠক বলেছেন: আপু আমি নিজেই রাজশাহী বিভাগের মানুষ, রাজশাহী সরকারী সিটি কলেজের ছাত্র ছিলাম। মনে হচ্ছে তুমি ক্লাশ ফাঁকি দেওয়া ছাত্রী ছিলে? নইলে পোষ্টেই আমি তা উল্লেখ করে দিয়েছি। আর আমি নিজেই বহুকষ্টে রাগ সম্বরন করে তাদের কথোপকথন শুনে সহ্য করে ছিলাম।
পুনশ্চ: আপু সুন্দর একটি মন্তব্যে আমার সকালটিকে ভালোবাসায় রাঙিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
একটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটি কথা: সোহানী আপুর ......... অপ্রাসঙ্গিক কথা পোষ্টে..... পাঠকের প্রতিক্রিয়া নামের একজন গুণী ব্লগার তোমাকে উদ্দেশ্য করে তার মন্তব্যে খুব বাজে একটি শব্দ ইউজ করেছে, বিষয়টি আমার কাছে খুবই খারাপ লেগেছে। আর সে অনেকের পোষ্টেই দেখলাম অনেক বাজেভাবে বাজে ভাষা ব্যবহার করে কমেন্ট করে, যা আমার কাছে খুবই খারাপ লাগে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩০
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: লেখাটা ভাল লাগল ।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ আপু, আপনাদের ভালোলাগা মানে আমি নয়া পাঠক হয়েও কিছু একটা লিখতে পারছি। সকাল সকাল আমার এ ক্ষুদ্র অভিজ্ঞতায় দুই মহান মহারথীর কমেন্টধুলীতে প্রীত ও আপ্লুত আমি।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩
ম্যাড ফর সামু বলেছেন: হুম! ........ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি নির্দিষ্ট স্থানে যা ত্যাগ করে তৃপ্ত হই। সত্যিই ব্যাপক বিনোদন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭
নয়া পাঠক বলেছেন: আরেহ ভাই যানেন না ঐ দুই ভিক্ষুক ব্যাটা আমার মাথা পুরাই গরম করে দিয়েছিল, ইচ্ছে করছিল দুটোকেই ধরে টিকিট কেটে রাজশাহী পাঠিয়ে দেই, পকেটে টাকা থাকলে ঠিক এটাই করতাম আর বলতাম যা দেশে আয় রাজশাহী কি ভাতে মরা দ্যাশ না তোরা ভাতে মরা দ্যাশের মানুষ ঢাকা শহরে এসে ভিক্ষা করছিস, আর তারা তো আসে চাকরি করতে তোদের মতো ভিক্ষা করতে না। আর গিয়ে আরও দেখে আয় রাজশাহীর মানুষের মনটা কত বড়, আর কতটা সহজ-সরল তাদের জীবন ও চিন্তাধারা। যেটা তোদের মত নর্দমার ড্রেনে ঘুমানো টাকার কাঙালীদের মগজে ঢুকবে বলে মনে হয় না।
মন্তব্যের জন্য ধন্যবাদ জনাব পাগলা।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫
নয়া পাঠক বলেছেন: জানিয়া প্রীত করিবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ!
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: শিরোনাম টা ঠিক করুন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫
নয়া পাঠক বলেছেন: শিরোনাম ঠিক করে কি লিখব সেটা তো বললেন না, আসলে আমি কোন কিছু ভেবে না পেয়ে এই শিরোনামটা দিয়ে ফেলেছি।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৩
রূপক বিধৌত সাধু বলেছেন: দিলে খুব চোট পেয়েছেন মনে হয়। মন খারাপ করার কিছু নেই। মজা হিসেবেই নিন।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২
নয়া পাঠক বলেছেন: ভাইরে এমন একটা বিষয় নিয়ে চোট পাওয়াটাই তো স্বাভাবিক। কিন্তু শেষে বিষয়টিকে মজা হিসেবেই নিয়েছিলাম। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: টাশকি খাইলাম! পাপ্রকে নিয়ে যে অভিযোগের ছড়াছড়ি!!!
দেখি মক্ষীরাণী এ ব্যাপারে কি বলে। তারপর বোলতা বাবু জবাব দেবে।( জবাবটা কিন্তু টাইপ করেই রেখেছিl
পোস্ট নিয়ে কিছু বলবো না। জাস্ট কুল। রাতে কথা হবে....
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮
নয়া পাঠক বলেছেন: মণ্ডল ভাই/তামি চিন্নালাইছি কিন্তু কইয়্যা দিলাম! শব্দটা কিন্তু সত্যিই আপত্তিকর, তা আপনি যে ভাবেই ব্যবহার করেন না কেন। আমি সবসময় কুল-ই থাকি, রাতে আমারে পাইবেন না। ২২ তারিখ আয়্যা পড়েন দেকিনি, বইমেলায় ইচ্ছামত পাঞ্জা লড়ুম দেহি কেডা জিতে।
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
আরোগ্য বলেছেন:
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮
নয়া পাঠক বলেছেন:
৯| ০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:১০
হাবিব বলেছেন: হা হা হা........ মজার পোস্ট। কি কারনে যেন আমার নজর এড়িয়েছে। সম্ভবত গ্রামে ছিলাম।
০১ লা মার্চ, ২০১৯ দুপুর ২:১৩
নয়া পাঠক বলেছেন: ভাই তাহলে বোঝেন, যেখানে আপনি প্রতিবেলায় বিরিয়ানি খাওয়ার কথা চিন্তাও করতে পারেন না সেখানে নোংরা, ময়লা, দুর্গন্ধযুক্ত দুই ভিক্ষুক রোজ রোজ প্রতি বেলায় নাকি বিরিয়ানি খায় এটা তাদের মুখ থেকেই শোনা। চিন্তা করা যায় অবস্থা।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
শায়মা বলেছেন: হায় হায় রাজশাহীর মানুষরা তো তোমাকে এইবার মারতে আসবে ভাইয়া! হা হা হা