নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চেষ্টা করি নতুন কিছু শেখার, ভালো কিছু করার, আর নিজে যা জানি তা অন্যকে উদারভাবে শেখানোর যদি কেউ শিখতে চায়।

নয়া পাঠক

আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!

নয়া পাঠক › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন! অন্তর্দহন!!

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

বেদনার রং নাকি নীল!

তাইতো গুগল থেকে এই নীল গোলাপ সংগ্রহ, হৃদয়ের বেদনার বহিঃপ্রকাশ!

বিজয়ের মাস!
তবুও পাইনাকো কেন বিজয়ের উল্লাশ,
চারদিকে তাকাই শুধু,
দেখি কেবল লাশ আর লাশ!
না না ৭১ এর ডিসেম্বর নয়
এটা ২০১৮ মনে হয়,
হৃদয়ে সদাই জাগ্রত ভয়
কিভাবে কাটবে অনাগত সময়।
চলছে হানাহানি
ভোটের আসন নিয়ে কাড়াকাড়ি,
শুধু বুলির কপচানি
এটা নাকি নয় কোন বাড়াবাড়ি।

নাহ্ ! হচ্ছে না কবিতা আমার দ্বারা কখনও লেখা সম্ভব নয়। কারণ আমি কবিতা পছন্দ করি না। একদমই না। মাঝে মাঝে মনের বিক্ষিপ্ত অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য সামুতে একটু ঢু মারি, কিন্তু বিক্ষিপ্ততা আরও বেশি বেড়ে যায় যখন দেখি প্রথম পাতার প্রায় পুরোটা ভরে আছে শুধু কবিতায়। কবিতা ভালো লাগেনা/বা বুঝতে পারার মত জ্ঞান না থাকায় হৃদয়ের বিক্ষিপ্ততা শুধু বেড়েই যায়। ঘুরে ফিরি তখন অন্তর্জালের অন্তহীনে। কোথা হতে কোথায় যাই, কিচ্ছুটি ভেবে না পাই। একসময় হয় মন ভালো করার মত কোন কিছু পাই, নতুবা আরো বেশি খারাপ হয়ে যায় মনটা দেশের এবং বিদেশের /চারিপাশের খুন, ধর্ষন, লুটপাট বা সহিংশতার খবরাখবরে।



মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

নজসু বলেছেন:


হতে পারে আমরা মনের দিক থেকে
এখনো পুরোপুরি স্বাধীন হতে পারিনি।

লোভ, কামনার পরাধীনতার শিকলে আবদ্ধ।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

নয়া পাঠক বলেছেন: ঠিক ই মনে হয়, হতে পারে।

২| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কবিতা ভাল লাগেনা তাই কবিতা লেখার ব্যর্থ প্রচেষ্টা করছেন ?

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৭

নয়া পাঠক বলেছেন: মজা পেলাম ভাই নিজের বিক্ষিপ্ত মনে কি লিখতে গিয়ে কি লিখেছি বলতে পারব না, হতে পারে একটা ব্যর্থ প্রচেষ্টা মাত্র। মনে হচ্ছিল ইদানীং মনে হয় সামুতে সবাই কবিতা পছন্দ করতে শুরু করছে, তাই হয়ত অবচেতন মনেই ঘটে গেছে ব্যপারটা।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

নয়া পাঠক বলেছেন: জয় বাংলা

৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

রাজীব নুর বলেছেন: জয় বাংলা।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৮

নয়া পাঠক বলেছেন: এত জয় বাংলা কোথায় রাখি বলুন তো।

৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: যাইহোক, স্লোগান একটাই। এসো ভালোবাসি দেশকে, দেশের মানুষকে

০৯ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫২

নয়া পাঠক বলেছেন: সেই স্লোগান বুকে নিয়েই আমার বাবা বেঁচে ছিলেন, মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, আর স্লোগান হৃদয়ের গভীরে নিয়েই চলে গেছেন না ফেরার দেশে। আমিও চেষ্টা করছি এই স্লোগানটি সদাই হৃদয়ে লালন করে সে অনুযায়ী কাজ করতে।

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এত জয় বাংলা কোথায় রাখি বলুন তো।

স্যরি ভুলে দুবার চাপ লেগে গেছে।
জয় বাংলা একবারই লিখতে চেয়েছিলাম।

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৪

নয়া পাঠক বলেছেন: সরি বলার মত তেমন কিছু হয়নি। ব্যাপারটা আমিও বুঝতে পেরেছিলা বলেই একটু মজা করলাম।

৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

করুণাধারা বলেছেন: এমন কবিতা লেখা ভালো না B-)

০৯ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৬

নয়া পাঠক বলেছেন: কেন ভালো না, দয়া করে বলবেন? আর আমি কবিতা আসলে লিখতে চাইনি, কেমন করে যেন কবিতার মত কিছু একটা হয়ে গেল। ধন্যবাদ নিরুৎসাহিত করার জন্য (আদতে নিরুৎসাহ কিন্তু আমার জন্য প্লাস)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.