নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুজীবন, যে সর্বদা কিছু শিখতে উদগ্রীব, চষে বেড়াই চারপাশে, নতুন কি কি আছে!
অবশেষে সেফ হলাম তাহলে। কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে সেফ হলাম বুঝতে পারছি না। ওসব না বুঝলেও চলবে, মোদ্দা কথা আমি এখন সেফ। এই আনন্দে ইচ্ছে করছে সকলকে নিমন্ত্রণ দিয়ে আয়েশ করে খাওয়াই। কিন্তু আমার তো সে ক্ষমতা নাই, তাই-
আয় ছেলেরা আয় মেয়েরা
মামা বাড়ি যাই,
মামা বাড়ি আছে কিন্তু
মামা-মামি নাই।
অভাব নাই মামার ঘরে
নিতে পারি পরান ভরে
যখন যা আমার চাই।
তাইতো চুরি করে নিয়ে এলাম শীতের ভাপা পিঠে, মামার বাড়ি থেকে।
সকল সহ বন্ধুদের আমন্ত্রণ@ গুগল মামা।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩০
নয়া পাঠক বলেছেন: প্রথম মন্তব্যের জন্য অঅঅনেনননননককককককক ধন্যবাদ। ভাই আমি তো ফাটাতে পারি না, আমি কেবল জোড়া দিতে পারি,,, আর আপনারা ফাটালে আমি কেবল চেয়ে চেয়ে দেখতে পারি। তবুও চেষ্টা করব।......
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: লিখুন...
পাশে আছি
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
নয়া পাঠক বলেছেন: অবশ্যই ভাই চেষ্টা করব, দোয়া করবেন! তবে আমি লিখার চেয়ে পড়তে বেশী আগ্রহী, তবুও মাঝে মাঝে সিনিয়রদের মত বিতর্কিত বিষয় নিয়ে দু'কলম লিখে মন্তব্য, প্রতি মন্তব্যের বন্যায় ফাটিয়ে দিতে ইচ্ছে করে বলেই ব্লগে একাউন্ট করেছি।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সত্যিই দারুণ, আপনার আনন্দ উপলব্ধি করতে পারছি।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩
নয়া পাঠক বলেছেন: জ্বী ভাই অনেক চেষ্টার পরে একটা একাউন্ট ওপেন করতে পারলাম, তাও এত তাড়াতাড়ি সেফ হয়ে গেলাম!!!
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ ব্লগিং
সুন্দর থাকুন
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৮
নয়া পাঠক বলেছেন: শুভ ব্লগিং আপ্পি, দোয়া করবেন, আপনারাও ভাল থাকুন!
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪২
ডার্ক ম্যান বলেছেন: ব্লগিং করুন অনবরত
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫১
নয়া পাঠক বলেছেন: ইচ্ছে তো আছে, কিন্তু লিখতে যে পারি না আমি কোন কিছুই .........
৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
অভিনন্দন-
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৮
নয়া পাঠক বলেছেন: ইশশশশ! করলেন কি করলেন কি! আমার প্রিয় একটি খাবার এভাবে চোখের সামনে দিয়ে তো আমার বারোটা বাজিয়ে দিলেন। এখন কি করি !
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৭
হাবিব বলেছেন: লিখুন সত্য, লিখুন মন খুলে, লিখুন অন্যায়ের বিরুদ্ধে। সত্যের পক্ষে কলম ও কী বোর্ড চলুক অবিরাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০০
নয়া পাঠক বলেছেন: দোয়া করবেন সার, আমি সত্যের পথিক, সত্যের পুজারী, সত্যের পদে সদা সর্বদা ন্যায়ের পথে চলছি, চলব ইনশা আল্লাহ। কিন্তু এ পথ যে অনেক কন্টকাকীর্ণ, আর তবুও থেমে নেই আমার পথচলা। চলতে চাই আমৃত্যু@ সত্য, ন্যায়।
৮| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে। এবার লিখুন মন খুলে। আর ব্লগে থাকুন জীবন জুড়ে। শুভ কামনা রইলো।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১
নয়া পাঠক বলেছেন: অভিনন্দন ভাইয়া, কিন্তু এত এত্ত লোভনীয় খাবার সামনে দিলে তো এমনিতেই আমার লেখা হারিয়ে যাবে খাবার খাওয়ার লোভে, সব ভুলে যাব। অনেক আনন্দিত আমি আপনাদের সুন্দর প্রতিক্রিয়া দেখে। ধন্যবাদ সবাইকে।
৯| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৬
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনন্দন। লিখে চলুন।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩২
নয়া পাঠক বলেছেন: মি ঠুউউ! ওফ সরি, এটা তো আবার একটা আন্দোলনের হ্যাশ ট্যাগ, না না হ্যাশ ট্যাগ নয় আপনাকেও অভিনন্দন বুঝাতে বলেছি মি ঠু। ধন্যবাদ ব্রো।
১০| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৫
করুণাধারা বলেছেন: অভিনন্দন নয়া পাঠক, লিখতে থাকুন।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
নয়া পাঠক বলেছেন: ভাইপু, আপনাদের এত্ত এত্ত অভিনন্দন কোথায় রাখি বলুন তো!
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪১
রাজীব নুর বলেছেন: স্বাগতম।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১২
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ রাজীব নূর ভাইজান, আপনাদের প্রেরণাই আমার পথচলার উৎসাহ।
১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪২
সনেট কবি বলেছেন: অভিনন্দন
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
নয়া পাঠক বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবি ভাইজান। আমি এত ক্ষুদ্র একজন আপনাদের মত গ্রেট গ্রেট মানুষদের অভিনন্দন পেয়ে নিজেকে যে আর সামলাতে পারছিনা। ইশশশ, আপনারা এত্ত ভাল।
১৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
নজসু বলেছেন:
সবাই আপনাকে এতো কিছু দিলো, আমি আপনাকে কি দেই বলেন তো।
আপনাকে দিলাম একরাশ ভালোবাসা।
ব্লগীয় জীবন আনন্দের হোক।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
নয়া পাঠক বলেছেন: আপনি যা দিলেন তাতে তো আপনাকে ধন্যবাদ দেতে পারছি না নজসু (নাকি সুজন) ভাই। আবেগে চোখে ..... নাহ কিছু না। আপনারাই তো আমার প্রেরণা। দোয়া করবেন, ভালোবাসা নিবেন।
১৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭
আকতার আর হোসাইন বলেছেন: শীতের ভাপা পিঠা দেখে জিবে জল এসে গেল....
আপনার জন্য শুভ কামনা....
মানুষ ও মানুষের জীবন নিয়ে লিখুন...
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৭
নয়া পাঠক বলেছেন: জ্বী ভাই... হালকা হালকা শীতের সকালে গরম গরম ধোঁয়া উঠা ভাপা পিঠা... ইশশশশ। এই ব্লগটি আমার কাছে সেই লোভনীয় পিঠার চেয়েও মজার..... যা একমাত্র আপনাদের মত গুণীজনদের কারণে। শুভ কামনা ভাই, দোয়া করবেন।
১৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:০০
আরোগ্য বলেছেন: অভিনন্দন !!!
লিখুন দুর্বার গতিতে।
০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১১
নয়া পাঠক বলেছেন: লিখায় আমি সর্বদাই দূর্বার গতির, কিন্তু নিজস্ব টপিক নিয়ে কিছু লিখতে গেলে তালগোল পেকে যায়। তবুও আপনাদের প্রত্যাশানুযায়ী চেষ্টা করব ভালো কিছু দেওয়ার।
১৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: তাই নাকি?অভিনন্দন আপনাকে
।
হ্যাপি ব্লগিং
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০০
নয়া পাঠক বলেছেন: অভিনন্দন সহযোগে ধন্যবাদ মামুন ভাই। হ্যাপি ব্লগিং!
১৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
নতুন নকিব বলেছেন:
শুভ হোক পথচলা।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৫
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ উৎসাহের জন্য। দোয়া করবেন।
১৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: প্রথম পাতায় স্বাগতম! আপনার ব্লগজীবনের সাফল্য কামনা করি।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৭
নয়া পাঠক বলেছেন: ওয়াও! ধন্যবাদ সম্রাট! দোয়া চাই সবার, আর ভালো ভালো সাজেশন, সাফল্যের জন্য।
১৯| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৬
নীল আকাশ বলেছেন: অভিনন্দন নয়া পাঠক, ভালো ভালো লিখতে থাকুন। আর মিস্টি খান।
শুভ কামনা রইল!
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৮
নয়া পাঠক বলেছেন: অভিনন্দন নীল আকাশ। মিষ্টি আমার ভীষণ প্রিয়, মিষ্টি পেলে আমি আবার সব কাজ ভুলে লেগে পড়ি মিষ্টির স্বাদ আস্বাদনে। শুভ কামনার জন্য ধন্যবাদ।
২০| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০
আলমগীর কাইজার বলেছেন: বেশ ভালো লাগলো, আর আমি যে জোড়া লাগাতে পারেন জেনে আরও বেশি ভালো লাগলো (১নম্বর কমেন্টের উত্তরে।)
শুভকামনা রইলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
নয়া পাঠক বলেছেন: হুম জোড়া লাগাতে পারি অক্ষরগুলো। একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে অর্থহীন শব্দ তৈরি করতে পারি। আর ব্লগতো ফাটাতে পারব না কিন্তু আজ অবধি লিখতে লিখতে কীবোর্ড অনেক ফাটিয়েছি। হাঃ হাঃ হাঃ।
২১| ০৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৮
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং........
০৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৩
নয়া পাঠক বলেছেন: ধন্যবাদ সুমন কর। শুভ ব্লগিং......
২২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২৮
নীল-দর্পণ বলেছেন: সেফ মোবারক নিন আর আমাকে দুধ চিতই দিন। আমি ভাপা পিঠা খাবো না।
হ্যাপী ব্লগিং।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:১৫
নয়া পাঠক বলেছেন: ............ শীতের সকালে ভাপা পিঠা আর দুধ-চিতই কোনটারই তুলণা হয় না। তাই যখন আপনার পছন্দ তাহলে নিন, মজা করে খান... এসব কিন্তু আমারো প্রিয়.... । হ্যাপী ব্লগিং।
©somewhere in net ltd.
১| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৭
সমালোচক মন্তব্যকারী বলেছেন: ব্লগ ফাটায়া দেন।