নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

নির্ঘুম রাত

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:০৯

এসো নির্ঘুম রাতের অস্থিরতার ইতি টানি
এসো প্রেমালাপে মত্ত হয়ে রাতের আকাশে শান্তি খুঁজি।

এসো সকালের শিশিরের মিলিয়ে যাওয়া দেখি
এসো ঝলমলে রোদে জীবনের বিশালতা খুঁজি।

এসো জালিমের স্ফীত হাঁসি দেখি
এসো তার জন্য সমবেত আফসোস করি।

এসো ক্লান্ত সূর্যের ডুবে যাওয়া দেখি
এসো আকাশের রক্তিম আভায় মিথ্যার পতন শুনি ।

এসো গ্রাম্য বালকের কাদায় মাখামাখি দেখি
এসো মাটি আর মানুষের সম্পর্ক অনুভব করি।

এসো আরো কাছে এসো কানে কানে বলি
তুমি এসেছিলে, তারও চেয়ে বড় সত্য তুমি চলে যাবে
থাকিবেনা তোমার কোন বাহাদূরি।



মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪৪

আজব লিংকন বলেছেন: "তুমি এসেছিলে, তারও চেয়ে বড় সত্য তুমি চলে যাবে।"
ভালো লিখেছেন।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৭

মুসাফির নামা বলেছেন: ধন্‌্যবাদ

২| ১১ ই অক্টোবর, ২০২৪ ভোর ৬:৫২

ছোট কাগজ কথিকা বলেছেন: অসাধারণ প্রকাশভঙ্গি! শব্দগুলো যেন গভীর চিন্তা ও অনুভূতির প্রতিচ্ছবি। জীবন, প্রেম, সত্য আর মিথ্যার সৌন্দর্যকে এভাবে তুলে ধরা সত্যিই প্রশংসনীয়।

১২ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১০

মুসাফির নামা বলেছেন: ধন‌্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.