নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

নিঝুমের সাথে একদিন (ছবি ব্লগ)

১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

হয়তো খুবই মনোরম কিন্তু কতক্ষণ।কারো কাছে প্রাকৃতিক সৌন্দর্যের অবারিত স্রোত আর কারো কাছে নিরন্তর সংগ্রাম।অবাক বিষয় আমাদের কাছে স্বর্গের এ্যপোলো কিন্তু আমরা তাকে ছেড়ে আসি ,আর যাদের কাছে সংগ্রাম -তারাই তাকে আকড়ে থাকে।













নিঝুমদ্বীপের ছোট একটি বাজার



নিঝুমের একটি সরকারি প্রাথমিক স্কুল



নিঝুমের পরেই বঙ্গোপসাগর,দুর থেকে দেখা যাচ্ছে।



সেখানের একটি সরকারি স্কুলের শিক্ষার্থীরা













বনেবাদাড়ে ঘুরে ফিরছে কতগুলো শিশু, ক্যাম্বার খোঁজে-বাঁচার সংগ্রামে।





নিঝুমদ্বীপ যার জন্য বিখ্যাত,এগুলো সেই কেওড়া বনের স্হিরচিত্র। তারপরও মনে হয় কথা বলে।



নিঝুমের সবচেয়ে সম্ভাবনা ,তার কোলে ভেসে উঠা বিশাল সৈকত-যেখানে হারায়েছে আমার মন।



সেখানে চরে বেড়ানো ভেড়ারপাল।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

কথাকথিকেথিকথন বলেছেন: অনেকগুলো ছবি দিয়েছেন, দেখতে ভাল লেগেছে ।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:০৮

মুসাফির নামা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৩ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

প্রথমকথা বলেছেন: আমাদের দেশের গ্রাম সত্যি কতো সুন্দর, আমরা দেখিও দেখিনা। খুব ভাল লাগল আপনার পোষ্ট।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১০

মুসাফির নামা বলেছেন: সুন্দরকে বেশি ধুকতে হয়।

৩| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:১৩

অন্তু নীল বলেছেন: শুনেছি নিঝুম দ্বীপের পূর্ব নাম "বাউলার চর" বা "বালুয়ার চর"।
১৯৭০ এর ঘূর্ণিঝরে এ দ্বীপের অধিকাংশ বাসিন্দা নিহত হয়।
সেই কারণে এই দ্বীপটির নামকরণ করা হয় "নিঝুম দ্বীপ"।

ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য মুসাফির ভাই ।

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৩২

মুসাফির নামা বলেছেন: এ বিষয়টা আমার জানা ছিলনা। তাহলে জানতে চেষ্টা করতাম এর সত্যতা।ধন্যবাদ।

৪| ১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ফটো পোস্ট

প্লাস

১৩ ই অক্টোবর, ২০১৬ রাত ৯:১৫

মুসাফির নামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১:৩১

রক্তিম দিগন্ত বলেছেন:
ছবিগুলো অতটা পরিষ্কার আসেনি। তবে, আবহটা ভাল লাগছে। +

১৪ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩১

মুসাফির নামা বলেছেন: ছবিগুলো মোবাইলে তোলা তাই এরকম ,এরপর আবার পিক্সেল কমানোর কারনে ছবির উজ্জলতা কমে গেছে।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:৪৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনেক ভালোলাগাা রয়ে গেলো

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৫

মুসাফির নামা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ১৪ ই অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮

ফারুকুর রহমান চৌধুরী বলেছেন: এ এস এম ইউনুস ভাইয়ের লেখা “নিঝুম দ্বীপের কথা” বইটি পড়তে পারেন ।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৭

মুসাফির নামা বলেছেন: সংগ্রহ করতে পারলে পড়বো। ধন্যবাদ

৮| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: নিঝুমের ক্যাম্বা খাইছিলেন্নি? বড়ই সোয়াদ :D

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:০৯

মুসাফির নামা বলেছেন: সোয়াদতো বটে, আকর্ষণীও

৯| ১৪ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: নিঝুমের হরিঙুলোর গায়ে এতো তুলা ক্যান? ;)

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১১

মুসাফির নামা বলেছেন: মানুষের সাথে থাকলে যা হয়।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ছবিব্লগ ভালো লাগল। অজানা অচেনা জায়গা উঠে আসলো। ভ্রমণপিয়াসুরা আগ্রহ পাবে।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৬

মুসাফির নামা বলেছেন: ভালো লাগায় ধন্যবাদ।

১১| ১৪ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:৩৬

দৃষ্টিসীমানা বলেছেন: আপনার লেখাটি প্রিয়তে নিলাম , দেখে আসার ইচ্ছা আছে । ওখানে নাকি অনেক হরিণ দেখা যায় ? আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্ট এর জন্য ।

১৫ ই অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৮

মুসাফির নামা বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৬

চাঁদগাজী বলেছেন:


অনেকদিন কিছু বলছেন না, ভাবছেন?

৩১ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৫

মুসাফির নামা বলেছেন: ঠিক তা না,সময় পাই না।তাছাড়া যেখানে থাকি, খুবই দুর্বল নেটওয়ার্ক।

১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

সপ্রসন্ন বলেছেন: চিরন্তন বাংলা, সুন্দর ছবি!

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৭

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

সনেট কবি বলেছেন: চমৎকার পোষ্ট

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:১৮

মুসাফির নামা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ।

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

ইসিয়াক বলেছেন: সত্যি সুন্দর।

১৬| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৪৩

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর কিছু ছবি দিয়েছেন, ধন্যবাদ ছবিগুলো আমাদের সবার সাথে শেয়ার করার জন্য। কয়েকটাতে ক্যাপশন যোগ করেছেন, এতে ছবিগুলোর আবেদন বেড়েছে। আরো বেশী দিলে আরো ভাল হতো।
ভেড়াগুলোকে সাইজে বেশ বড় মনে হচ্ছে। প্রথমে আমি গরু ভেবে ভুল করেছিলাম।
ক্যাম্বা কী?
সুন্দর ছবি ব্লগে ভাল লাগা + +।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১৪

মুসাফির নামা বলেছেন: ‌ক‌্যাম্বা হল কাকড়া,সেখানে এই নামেই ডাকে

১৭| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:৪০

বিজন রয় বলেছেন: সুন্দর পোস্ট!

কিন্তু আপনি হারিয়ে গেলেন।

১৩ ই অক্টোবর, ২০২৪ রাত ১:২১

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ স্মরণ রাখার জন্য।কিছুটা নিয়মিত হওয়ার চেষ্টায় আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.