নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

আমার চৌদ্দপুরুষের বাসস্থান

২১ শে মে, ২০১৬ দুপুর ১২:৫২






অনুভবের আলাপনে অবসর মেলেনি
তবু থেমে গেছি একদিন____
ফিরে গেছি না ফেরার দেশে,
সাথে নিয়ে গেছি অদৃশ্য কিছু সঞ্চয়কে
রেখে গেছি বহমিয়া জীবনের সব প্রাপ্তিকে,
আর আমার নিথর দেহখানি শুয়ে আছে
যেখানে শুয়ে আছে আমার চৌদ্দপুরুষ জনম জনম ভোরে।

অন্ধকার জঠর হতে বেরিয়ে এসেছি
আবার আছড়ে পড়েছি অন্ধকারের নীড়ে,
অনুভব আলাপনে____
মনে হয় না কখনও আমি ছিলাম!
ব্যস্থতা বা কোলাহলে।

সকাল থেকে আবার সকাল
এভাবেই কেটে যায়____
কত জনম শুয়ে আছি হয়তো আরো থাকবো
নিরব,নিস্তব্দ! এই গোরস্থান।

আরও আসতে থাকবে এই সুনসান আড্ডাতে
আমি চেয়ে চেয়ে দেখব____
আমারি পাশে শোয়ায়ে দিবে আমার আপনজন
আর এটাই আমার চৌদ্দপুরুষের বাসস্থান।



ছবিসূত্রঃ-নেট।

মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:১৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো। +।

২১ শে মে, ২০১৬ দুপুর ১:২৪

মুসাফির নামা বলেছেন: সুমন ভাই,অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২১ শে মে, ২০১৬ দুপুর ১:২৫

মনিরা সুলতানা বলেছেন: আমাদের স্থায়ী ঠিকানা
লেখায় +++

২১ শে মে, ২০১৬ দুপুর ১:২৯

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,মনিরা আপু। ভালো থাকবেন।

৩| ২১ শে মে, ২০১৬ দুপুর ২:২৯

ডঃ এম এ আলী বলেছেন: সকাল থেকে আবার সকাল
এভাবেই কেটে যায়____
কত জনম শুয়ে আছি হয়তো আরো থাকবো
নিরব,নিস্তব্দ! এই গোরস্থান।

খুব ভাল লাগল , আমার বাসস্থানের ঠিক সামনেই গোরস্থান ,
কবিতার সাথে কি সুন্দর অবস্থান, মন ভরে গেল ।

অনেক ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

২১ শে মে, ২০১৬ দুপুর ২:৩৫

মুসাফির নামা বলেছেন: মনে হয় না কখনও আমি ছিলাম!
ব্যস্থতা বা কোলাহলে।

শুভকামনা রইল।

৪| ২১ শে মে, ২০১৬ বিকাল ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আমাদের সর্বশেষ আশ্রয়স্থল! লেখায় ভালো লাগা ।

২১ শে মে, ২০১৬ রাত ১০:২৯

মুসাফির নামা বলেছেন: বৃষ্টিতে ঘুম ভালো হয় কিন্তু কেন যেন বিরহ,মরণ এগুলোর কথাই বেশি মনে পড়ে। অসংখ্য ধন্যবাদ।

৫| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০০

চিক্কুর বলেছেন: ভালো লাগা রইল।

২১ শে মে, ২০১৬ রাত ১০:৩০

মুসাফির নামা বলেছেন: আমারও....

৬| ২১ শে মে, ২০১৬ রাত ৮:৩২

মিজানুর রহমান মিরান বলেছেন: আমাদের সবার আসল বাসস্থান।
মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ মুসাফির ভাই।
ব্যস্ত জীবনে আমরা ভুলে যাই একদিন মাটির নিচেই থাকতে হবে আমাদের। অনর্থক এই ছুটে চলা।

২১ শে মে, ২০১৬ রাত ১০:৪৯

মুসাফির নামা বলেছেন: অনুভব আলাপনে____
মনে হয় না কখনও আমি ছিলাম!
ব্যস্থতা বা কোলাহলে।


একদিন সবাই ভুলে যাবে,কারো মনে পড়বে না-আমি কখন ছিলাম।

৭| ২১ শে মে, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: লেখাটা পড়ে মনটা উদাস হয়ে গেলো । ++

২১ শে মে, ২০১৬ রাত ১০:৫২

মুসাফির নামা বলেছেন: যদিও স্যাড কবিতা তবু গাইতে ইচ্ছা করছে.

উদাস করেছে আমার মনটা ,হায়রে হায় মিস....

৮| ২২ শে মে, ২০১৬ রাত ১২:১১

কামরুল হাসান বলেছেন: সাথে নিয়ে গেছি অদৃশ্য কিছু সঞ্চয়কে
রেখে গেছি বহমিয়া জীবনের সব প্রাপ্তিকে


সবাইকে তাই করতে হবে।

২২ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭

মুসাফির নামা বলেছেন: তারপরও একরাশ শুভকামনা রইল।অদৃশ্য সঞ্চয় আমাদের বৃদ্ধিপাক,এই কামনা।

৯| ২২ শে মে, ২০১৬ রাত ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: হায়!!

২২ শে মে, ২০১৬ সকাল ১১:৪৮

মুসাফির নামা বলেছেন: তারপরও একরাশ শুভকামনা রইল।অদৃশ্য সঞ্চয় আমাদের বৃদ্ধিপাক,এই কামনা।

১০| ২২ শে মে, ২০১৬ রাত ৩:০৩

কল্লোল পথিক বলেছেন: দারুন হয়েছে।
কবিতায় +++++++++

২২ শে মে, ২০১৬ সকাল ১১:৪৮

মুসাফির নামা বলেছেন: তারপরও একরাশ শুভকামনা রইল।অদৃশ্য সঞ্চয় আমাদের বৃদ্ধিপাক,এই কামনা।

১১| ২২ শে মে, ২০১৬ ভোর ৫:৩৬

মার্কোপলো বলেছেন:




কেহ কোথায়ও শুয়ে নেই

২২ শে মে, ২০১৬ সকাল ১১:৪৯

মুসাফির নামা বলেছেন: তারপরও একরাশ শুভকামনা রইল।অদৃশ্য সঞ্চয় আমাদের বৃদ্ধিপাক,এই কামনা।আপনার প্রতি রইল সমবেদনা।

১২| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মাটি থেকে জন্মরে তোর
এই মাটিতেই হইলি বড়
হেসে খেলে চলে গেলে
এই মাটিতেই হবে পুন: কবর..

ফিহা খালাকনাকুম
ওয়া ফিহা নুইদুকুম
ওয়া মিনহা নুখরিজুকুম
তারাতান ওখরা..

+++++++++++

২২ শে মে, ২০১৬ দুপুর ২:৪৩

মুসাফির নামা বলেছেন: ইন্না' ইলা' রব্বিনা' মুন'ক্বালিবূন।

১৩| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:১৯

আলোরিকা বলেছেন: 'অন্ধকার জঠর হতে বেরিয়ে এসেছি
আবার আছড়ে পড়েছি অন্ধকারের নীড়ে,
অনুভব আলাপনে____
মনে হয় না কখনও আমি ছিলাম!
ব্যস্থতা বা কোলাহলে।' ------জীবনের কঠিন সত্যিটাকেই তুলে ধরেছেন কবিতায় । বাসার পাশেই কবরস্থান , প্রতিনিয়ত এরকম নানা অনুভূতি খেলা করে আমার মাথায় । ভাল থাকুন । অনেক অনেক শুভকামনা :)

২২ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫

মুসাফির নামা বলেছেন: ইন্না' ইলা' রব্বিনা' মুন'ক্বালিবূন।

অসংখ্য ধন্যবাদ।

১৪| ২২ শে মে, ২০১৬ রাত ৯:১৯

বিজন রয় বলেছেন: সুন্দর।
++++

২২ শে মে, ২০১৬ রাত ৯:৫০

মুসাফির নামা বলেছেন: দাদা ,আপনাকে বেশ কিছুদিন মিস করছি।শুভকামনা রইল ।

১৫| ২২ শে মে, ২০১৬ রাত ১১:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম। এটাই শেষ ঠিকানা। খুব চমৎকার লিখেছেন কবি।

২৩ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৬

মুসাফির নামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।শুভকামনা রইল।

১৬| ২৭ শে মে, ২০১৬ রাত ৮:৫০

কালনী নদী বলেছেন: আমাদের সবার শেষ ঠিকানা। ভালো্ লেগেছে ভাইয়া।

২৮ শে মে, ২০১৬ রাত ১:৩১

মুসাফির নামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।শুভকামনা রইল।

১৭| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১১:১৯

খায়রুল আহসান বলেছেন: সাথে নিয়ে গেছি অদৃশ্য কিছু সঞ্চয়কে
রেখে গেছি বহমিয়া জীবনের সব প্রাপ্তিকে
- রেখে যাবো সবকিছুই, কিন্তু নেয়ার মত সঞ্চয় কিছু হলো কিনা কে জানে!
ভালো লিখেছেন, + +
আপনার লেখা "অনুপ চেটিয়া অর্ধ সত্য এবং অর্ধ মিথ্যা বলেছেন" পোস্টটাতে একটা মন্তব্য রেখে এসেছিলাম।

২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৫৩

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,খায়রুল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.