নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোর নাম এই বলে খ্যাত হোক,
আমি তোমাদেরই লোক,
আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে ফুলেল শুভেচ্ছা।
আজকের কবিতাটি তাঁকে উৎসর্গ করলাম।
কবিতা হচ্ছে____
একগুচ্ছ জড়তা মুক্ত গদ্য
মোহময় শব্দে সোনার হরফে অলংকৃত।
কবিতা হচ্ছে____
একখানা না বুঝা পদ্য
প্রাঞ্জল ছন্দে গভীর অর্থে নৈবদ্য।
কবিতা হচ্ছে____
স্বাধীনতার মন্ত্রমুগ্ধ গান
যার ঝংকারে ঝংকারে চলে মেশিনগান।
কবিতা হচ্ছে____
দেশপ্রেমের চরমপত্র
বিশ্বঘাতক মিরজাফররা কাঁপে থর থর।
কবিতা হচ্ছে____
অন্ধকারের অবিনাশী গান
আলোর মিছিল মশাল হাতে নারীর জাগরণ।
কবিতা হচ্ছে____
প্রিয়ার হাতে প্রেমিকের প্রাণ
আর প্রেমিকের কাছে প্রিয়ার সম্মান।
কবিতা হচ্ছে____
অন্যায়ের সাথে চিরন্তন সংগ্রাম
মিথ্যার দেওয়াল ভেঙ্গে সত্যের অধিষ্ঠান।
কবিতা হচ্ছে____
কবি গুরুর অঞ্জলি প্রদান
বিশ্বদরবারে গেয়েছেন বাংলাভাষার জয়গান।
কবিতা হচ্ছে____
দুঃখুর চিরন্তন সংগ্রাম
তারপরও গেয়েছেন হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান।
কবিতা হচ্ছে____
একুশ ফেব্রুয়ারী বায়ান্নের সংগ্রাম
আহ!মাতৃভাষা মায়ের ভাষা অমৃত সমান।
কবিতা হচ্ছে____
বঙ্গবন্ধুর ছয়দফা বাঙালীর জয়গান
৬৯,৭০,৭১ স্বাধীকার থেকে স্বাধীনতা সংগ্রাম।
কবিতা হচ্ছে____
সিপাহী জনতার গণঅভ্যুত্থান
বহু দলীয় গণতন্ত্রের খুড়ে খুড়ে চলন।
কবিতা হচ্ছে ____
পাহারাদার সদায় জাগরণ
স্বাধীনতার রক্ষার রাইফেল হাতে চির উপাখ্যান।
কবিতা হচ্ছে____
ভূখা নাঙ্গা আর ছিন্নমূলের কল
মিছিলে মিছিলে ঘটাবে দারিদ্র্যের অবসান।
কবিতা হচ্ছে ____
চির উন্নত মম শির, করে নাকো কাহারে কুর্ণিশ
মানুষে মানুষে নেই ভেদাভেদ সকল মানুষ সমান
আর চিৎকার দিয়ে ঘোষণা করে আল্লাহ সর্বশক্তি।।
ছবিসূত্রঃ-নেট।
০৯ ই মে, ২০১৬ রাত ১২:১৭
মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি।
২| ০৯ ই মে, ২০১৬ সকাল ১১:৫২
খায়রুল আহসান বলেছেন: কবিতাটা আরেকটু ছোট হলে ভালো হতো। কয়েকটা জায়গা অনাবশ্যক বলে মনে হয়েছে।
ভেদাবেদ <ভেদাভেদ হবে।
প্রথম স্তবকের শেষ চরণঃ দুর্বোধ্য শব্দে সোনার হরফে অলংকৃত -- কবিতাকে 'দুর্বোধ্য' হতে হবে কেন?
০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১১
মুসাফির নামা বলেছেন: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।কিছু সংশোধন মনে হয় দরকার আছে।
৩| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:০২
নীলপরি বলেছেন: ভালো লাগলো ।
০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১২
মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি
৪| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:২২
বিদ্রোহী চাষী বলেছেন: ভালো লাগলো।
০৯ ই মে, ২০১৬ দুপুর ১:১২
মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,
৫| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৪৩
আমিই মিসির আলী বলেছেন: কবিতা হচ্ছে____
একখানা না বুঝা পদ্য
প্রাঞ্জলতাবিহীন গভীর অর্থে নৈবদ্য।
কবিতা এতো ভালো পারেন জানতাম না তো!
+
০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪
মুসাফির নামা বলেছেন:
৬| ০৯ ই মে, ২০১৬ রাত ৮:৫৪
কামরুল হাসান বলেছেন: অনবদ্য কবিতা।
০৯ ই মে, ২০১৬ রাত ১০:৩৬
মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,
৭| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৪৩
প্রামানিক বলেছেন: ভালো লাগলো কবিতা। ধন্যবাদ
১০ ই মে, ২০১৬ দুপুর ২:৫৫
মুসাফির নামা বলেছেন: পাঠে আর মন্তব্যে অসংখ্য ধন্যবাদ,
৮| ১১ ই মে, ২০১৬ রাত ১:১২
রিপি বলেছেন: আপনি তো দেখি ভাইয়া মাল্টি ট্যালেন্টেড। কবিতা চমৎকার হয়েছে।
১১ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৩
মুসাফির নামা বলেছেন: আপনার কথায় আমি কষ্ট পাই না,সেটা যেভাবেই বলুন।এসব উপহাস সবসময় উপভোগ্য।
৯| ১২ ই মে, ২০১৬ দুপুর ২:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগল
১২ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮
মুসাফির নামা বলেছেন: পাঠে ও মন্তব্যে ধন্যবাদ।
১০| ১৭ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯
প্রথম কথা বলেছেন: খুব ভাল লেগেছে।
১১| ১৭ ই মে, ২০১৬ রাত ৯:৪০
কালনী নদী বলেছেন: কবিতা হচ্ছে____
ভূখা নাঙ্গা আর ছিন্নমূলের কল
মিছিলে মিছিলে ঘটাবে দারিদ্র্যের অবসান।
অসাধারণ বৃষ্টির দিনের কবিতা ভাই এটাও সংগ্রহে রাখলাম মাঝেমধ্যে পড়া হবে নে।
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:১২
কবি হাফেজ আহমেদ বলেছেন: কবিতা হচ্ছে____
দুঃখুর চিরন্তন সংগ্রাম
তারপরও গেয়েছেন হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান
খুব ভালো লাগল কবি হে।