নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

অণুগল্পঃ দ্যা গড অব মিডিয়াম থিংস

০৩ রা মে, ২০১৬ রাত ৯:২৩




রাত প্রায় দুইটা বেজে চলল। একের পর এক সিগারেট টেনে যাচ্ছে আসাদ। কোন মতেই অস্থিরতা যাচ্ছে না। ইদানিং প্রায় এমন হচ্ছে। ঘুম কাতুরে তার স্ত্রী এতক্ষণে গভীর ঘুমে চলে গেছে। অস্থিরতার মধ্যেই এটা চিন্তা করতেই তার রাগ হয়,এই কেমন স্ত্রী? স্বামীর ঘুম নেই আর সে দিব্যি ঘুমাচ্ছে। বারান্দা থেকে দূরে সোডিয়াম বাতির এক নির্জন ছায়াতে কয়েকজন লোক গোল করে বসে আছে। তারা যে বসে বসে কি করছে, তা আসাদ ভাল করেই জানে। কিন্তু আজ আসাদের ইচ্ছা করছে তাদের সাথে গিয়ে বসতে। কিন্তু এরা বেশিরভাগই ছিনতাইকারী হয়,সেটাই সমস্যা।


সকালে ১০টার দিকে আসাদের ঘুম ভাঙ্গল। নার্স এসে বলল,আপনার ঘুম ভাঙ্গছে?এই পাউরুটি আর কলাটা খেয়ে নিন-ঔষধ খেতে হবে।সে এখানে কেন জিজ্ঞেস করতে নার্স বলল,”আমি ঠিক জানিনা,আমি একটু আগেই ডিউটিতে এসেছি”। আসাদের কিছু মনে পড়ছেনা। এতটুকু মনে আছে, সে বারান্দা সিগারেট টানতে টানতে হাঁটছিল।আসাদ নার্সকে বলল,”আপনার কাছে মোবাইল আছে?” নার্স বলল,কোথায়ও কথা বলতে চাইলে ওয়ার্ডে টি এন টি লাইন আছে,সেখান থেকে কথা বলার জন্য।


অফিসে ডুকতেই আসাদের সামনে পড়ল তার বস।কোন কথা ছাড়াই বসের নাকের উপর একটা ঘুষি বসিয়ে দিল। পাশেই চিৎকার দিয়ে উঠল তার স্ত্রী, শায়েলা। তার নাক দিয়ে রক্ত ঝরছে। আসাদ দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে বরফ নিয়ে আসে।

আসাদ বুঝতেছে তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। কিন্তু কাউকে সে বলছে না। যদি সবাই তাকে পাগল ভাবে! কোন সাইকোলোজিস্টের কাছে যাবে? না, না ওরা আরো বড় পাগল, আসাদের ধারণা।

আসাদের এমনিতে মানসিক সমস্যার কোন চিহ্ন নেই। কিন্তু হঠাৎ হঠাতই সে এমন কান্ড ঘটিয়ে ফেলছে, অনেকে দূর্ঘটনা ভাবলেও আসাদ বুঝতেছে, এটা দূর্ঘটনা নয়। একবার ভাবছে,অফিসের কাউকে বলবে। কিন্তু তাহলে সর্বনাশ হবে। কিছুদিন আগে তার প্রমোশন হয়েছে। এখন এটা জানলে, তার প্রতিদ্বন্দিরা একটা সুযোগ নেবে। আরেকবার ভাবছে, বউকে বলবে। কিন্তু সেও যদি পাগল ভেবে বসে। এত সুন্দর বউ সে হারাতে পারবেনা।

দিনের মধ্যে কতগুলো সিগারেট খায় তার কোন হিসেব নেই কিন্তু তিন চার প্যাকেট যে ক্রয় করে তার একটা হিসেব মাথায় থেকে যায়।

এরই মধ্যে বস ডেকে পাঠালেন। অস্থিরতার জন্য কাজগুলো ঠিকমত করা হয়ে উঠছেনা,বস হয়তো সে কফিয়তই চাইবেন। দোয়া কালাম পড়ে বসের রুমে ডুকলেন।আসাদ যা আশা করছিল, দেখলো তার বিপরীত।বসতো একগাল হাসি দিয়ে বললেন, "কি আসাদ সাহেব? প্রমোশনতো হয়ে গেল। আরে এরকম ওয়াইফ থাকলে কখনও কারো প্রমোশন আটকায়। শুনুন,আমার ওয়াইফ দু’দিনের জন্য আমার ছেলে-মেয়েদের নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে,এ দু’দিন আপনার ওয়াইফ আমার বাসায় থাকবে"। আসাদ শুধু- জ্বী স্যার, বলে বের হয়ে আসলেন।



ছবিসূত্রঃ-নেট।

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩২

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩৬

মুসাফির নামা বলেছেন: প্রামানিক ভাই,আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৩ রা মে, ২০১৬ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: দিলেন তো শেষটা মেরে !!

০৩ রা মে, ২০১৬ রাত ৯:৪৫

মুসাফির নামা বলেছেন: অরুন্দুতি গরিবদের গড নিয়ে লেখেছেন,চাকরি জীবিদের গড নিয়ে আমি একটু লেখলাম।ছোট মানুষতো তাই ছোট আকারে।ধন্যবাদ,সুমন ভাই।

৩| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:০৪

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগল খুব।

০৩ রা মে, ২০১৬ রাত ১০:০৮

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,প্রিয় কবি।

৪| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:১৪

হুকুম আলী বলেছেন: বসতো একগাল হাসি দিয়ে বললেন, "কি আসাদ সাহেব? প্রমোশনতো হয়ে গেল। আরে এরকম ওয়াইফ থাকলে কখনও কারো প্রমোশন আটকায়। শুনুন,আমার ওয়াইফ দু’দিনের জন্য আমার ছেলে-মেয়েদের নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে,এ দু’দিন আপনার ওয়াইফ আমার বাসায় থাকবে"। আসাদ শুধু, জ্বী স্যার বলে বের হয়ে আসলেন।

ভালো প্রমোশন তো!!

০৩ রা মে, ২০১৬ রাত ১০:১৬

মুসাফির নামা বলেছেন: কি আর করা গডের নির্দেশ।

৫| ০৩ রা মে, ২০১৬ রাত ১০:৫৭

চিক্কুর বলেছেন: বেচারা, আসাদ মনে হয় পাগলই হয়ে যাবে। প্রথম ডোজে তার যে অবস্থা হলো

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৬

মুসাফির নামা বলেছেন: আমারও তাই মনে হয়।

৬| ০৩ রা মে, ২০১৬ রাত ১১:২১

জনৈক অচম ভুত বলেছেন: কি আর করার আছে? গডের আশীর্বাদ পেতে গেলে বলি তো চড়াতেই হবে। :|

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৯

মুসাফির নামা বলেছেন: কি আচানক ব্যাপার,তাই বলে .....

৭| ০৪ ঠা মে, ২০১৬ সকাল ৮:৪৯

অগ্নি সারথি বলেছেন: :)

০৪ ঠা মে, ২০১৬ সকাল ১১:৫৭

মুসাফির নামা বলেছেন: ;) ;) ;)

৮| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১২:৪৭

বিদ্রোহী চাষী বলেছেন: মাথার উপরে সবই গড মনে হয়?

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৫৭

মুসাফির নামা বলেছেন: আমারও তাই মনে হয়।

৯| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:১২

শরণার্থী বলেছেন: এটা কেমনে হয়?ও লোভে পাপ, পাপে মৃত্যু

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৩:৫৯

মুসাফির নামা বলেছেন: B-)) B-))

১০| ০৪ ঠা মে, ২০১৬ দুপুর ১:৫৬

ফয়সাল রকি বলেছেন: ঘুষিটা কি জ্বী স্যার বলার আগে মেরেছিল নাকি পরে?

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:০১

মুসাফির নামা বলেছেন: আরে ভাই প্রমোশনতো আগেই হ্ইছে,এবার বাকিটা আপনি বুঝে নেন।

১১| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৩৫

রাঙা মীয়া বলেছেন: গল্পতো ভাল লাগছিলো; এত ছোটো ক্যান ?

০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:৪২

মুসাফির নামা বলেছেন: ভাই,বলবেন না, টাইপ করা খুব বিরক্তিকর। এর আগের পোস্টটা টাইপ করতে গিয়ে কোন রকম শেষ করেছি। তাই ভাবনাটাকে ছোট করে নাম দিলাম অণুগল্প। লেখকেরও সুবিধা, পাঠকের সুবিধা।

১২| ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:২৩

কামরুল হাসান বলেছেন: শুনুন,আমার ওয়াইফ দু’দিনের জন্য আমার ছেলে-মেয়েদের নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে,এ দু’দিন আপনার ওয়াইফ আমার বাসায় থাকবে"

দূর চাই।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৬

মুসাফির নামা বলেছেন: |-)

১৩| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:১৯

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


কী যে করেন... আরেকটু লেখতে পারলেন না!

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৪

মুসাফির নামা বলেছেন: ভাই,বলবেন না, টাইপ করা খুব বিরক্তিকর। এর আগের পোস্টটা টাইপ করতে গিয়ে কোন রকম শেষ করেছি। তাই ভাবনাটাকে ছোট করে নাম দিলাম অণুগল্প। লেখকেরও সুবিধা, পাঠকের সুবিধা।

১৪| ০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৫৬

হাসান কালবৈশাখী বলেছেন:
প্রথম দুই প্যারা সাবলীলভাবে..... জমে উঠছিল।
বক্সিং য়ে সব শ্যাস কইরা দিছেন।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪৮

মুসাফির নামা বলেছেন: ভাই,বলবেন না, টাইপ করা খুব বিরক্তিকর। এর আগের পোস্টটা টাইপ করতে গিয়ে কোন রকম শেষ করেছি। তাই ভাবনাটাকে ছোট করে নাম দিলাম অণুগল্প। লেখকেরও সুবিধা, পাঠকের সুবিধা।আমার মনে হল,ধৈর্য ধরে আরেকটু টানা যেত।তবে বসের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে এ অবস্থা।

১৫| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:২৪

নীল মনি বলেছেন: চোখ দেখেই আমি ভয়ে আর গল্প ই পড়িনি :)

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৫০

মুসাফির নামা বলেছেন: পড়েন নাই ভাল করছেন।ঐ বেটাদের কুনজর আপনাদের দিকে বেশী।

১৬| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

টাইটেলটি পছন্দ হয়েছে :)

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪৩

মুসাফির নামা বলেছেন: বুকার বিজয়ী টাইটেল।আমার খুবই প্রিয় ব্যাক্তিত্ব আরুন্ধতী,তিনি সবসময় গরীবদের নিয়ে ভাবেন,আমি মধ্যবর্তীদের নিয়ে ভাবলাম।তবে আমি ছোট,গল্পও ছোট।

১৭| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চাকুরিতে পদোন্নতি লাভের অাধুনিক প্রক্রিয়া! গল্পে ভালো লিখেছেন ।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৫৩

মুসাফির নামা বলেছেন: এটাতো গডদের একটা দিক। আপনার সেরাটাই কোরবান দিতে বলবে।

১৮| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৫৩

আহমেদ জী এস বলেছেন: মুসাফির নামা ,



ওয়াও ........................দ্যা ওয়াইফ অব এভরী থিংস !!!!!!! ঘরে বাইরে প্রয়োজনীয় থিংস ।
সেয়ান পাগল হলে এরকমটাই দস্তুর ! :(

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৫৮

মুসাফির নামা বলেছেন: জী এস ভাই,রূপক ভাইয়ের উত্তরটাই দিই-এটাতো গডদের একটা দিক। আপনার সেরাটাই কোরবান দিতে বলবে।

১৯| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:২৪

মুছাফির বলেছেন: হুম , আসাদ সত্যিই পাগল।

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৩০

মুসাফির নামা বলেছেন: ভাই,আপনার নিকের সাথে আমার নিকের মিল।তবে এটা অনিচ্ছাকৃত।

পাগল সে আগে থেকে। তখন ছিল সুপ্ত,এখন উন্মুক্ত।

২০| ০৫ ই মে, ২০১৬ রাত ১২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) সুন্দর !!!

০৫ ই মে, ২০১৬ রাত ২:০০

মুসাফির নামা বলেছেন: :#) :#)

২১| ০৫ ই মে, ২০১৬ দুপুর ১:১৩

দিগন্ত জর্জ বলেছেন: জি, জি!! প্রমোশন কি আর এমনিই হয়!!!!
গল্পটা ভালো লাগলো।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪০

মুসাফির নামা বলেছেন: B-)) B-)) B-))

২২| ০৫ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: ভয়ানক বস ।

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:৪২

মুসাফির নামা বলেছেন: আপনাকে সাবধানে রাখিয়েন।

২৩| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

তৌফিক মাসুদ বলেছেন: আলাদা রকমের মজা পেলাম।

০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

মুসাফির নামা বলেছেন: B-)) :-B :D

২৪| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৩৪

মিজানুর রহমান মিরান বলেছেন: হায় হায়! বউ দুইদিন....!

০৬ ই মে, ২০১৬ দুপুর ২:০২

মুসাফির নামা বলেছেন: B-)) :-B :D

২৫| ০৭ ই মে, ২০১৬ সকাল ১১:০৩

আততায়ী আলতাইয়ার বলেছেন: আাসাদ সাহে্ব এর বৌয়ের ও সায় ছিলো এতে, তা না হলে বস সরাসরি এটা বলার সাহস পেতো না :3

০৭ ই মে, ২০১৬ দুপুর ১২:১১

মুসাফির নামা বলেছেন: সেটাই দেখিয়েছি,বউয়ের গড যে তার স্বামী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.