নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধরাকে ছুঁইয়ে ছিলাম বলে
মা আমায় বকে ছিল,
অথচ বৃষ্টি সারারাত কেঁদেছিল
সকালে দেখি অধরার চোখও ফোলা।
একটা গোলাপ আনতে বাহনা দিয়েছিল
একশত আটটা নীলপদ্ম নয়, একটা মাত্র লাল গোলাপ, আনতে পারিনি
যদি মা আবার বকা দেয়
আর বৃষ্টি সারারাত কেঁদে মরে।
বৃষ্টির সে কান্না হয়তো আমি বুঝিনি
আজ মা নেই,
একরাশ অভিমান নিয়ে অধরাও চলে গেল,
তাইতো বৃষ্টি যখন কাঁদে আমিও কাঁদি
আর উড়ে আসা বৃষ্টির আলতো ছোঁয়ায় অধরাকে অনুভব করি।
ছবিঃ-নেট।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৭
মুসাফির নামা বলেছেন: খুব ভাল লাগল আপনার মন্তব্যে,ভাল থাকবেন।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২
মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতায় ভালো লাগা থাকলো...++
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
মুসাফির নামা বলেছেন: আপনার প্রতিও ভাল লাগা রইল।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
রিপি বলেছেন:
ভালো লেগেছে কবিতা। প্লাস।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৭
মুসাফির নামা বলেছেন: অনেক ভাল লাগা রইল আপনার মন্তব্যে।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০
সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
মুসাফির নামা বলেছেন: আপনার অকৃত্রিম অনুপ্রেরণার জন্য ধন্যবাদ।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৮
নেক্সাস বলেছেন: মোটামুটি ভাল লেগেছে।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০
মুসাফির নামা বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩০
আব্দুল্লাহ তুহিন বলেছেন: চমৎকার, ভাল্লাগছে খুব.... ভাইয়ু
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৪
মুসাফির নামা বলেছেন: আমারও, আপনার মন্তব্য।
৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
বিদ্রোহী চাষী বলেছেন: তাইতো বৃষ্টি যখন কাঁদে আমিও কাঁদি
আর উড়ে আসা বৃষ্টির আলতো ছোঁয়ায় অধরাকে অনুভব করি।
ছোট হলেও বিরহটা জীবন্ত হয়ে উঠেছে।+++++
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদের সাথে একগুচ্ছ প্লাস।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৬
আরাফআহনাফ বলেছেন: বিরহ আর বিরহ।
কবে হবে অবসান?
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২
মুসাফির নামা বলেছেন: বিরহ আমারও ভাল লাগেনা।
৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৯
প্রামানিক বলেছেন: চমৎকার বিরহের কবিতা। ভাল লাগল। ধন্যবাদ
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৩
মুসাফির নামা বলেছেন: চমৎকার হলেও বিরহটা শুধু কষ্টের।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
ফারিহা নোভা বলেছেন: বিষাদ ছুঁয়ে দিল প্রতিটি শব্দ।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
মুসাফির নামা বলেছেন: অনেক ধন্যবাদ।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল।
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭
মুসাফির নামা বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৭
ফয়সাল রকি বলেছেন: বৃষ্টির সাথে কান্নার সম্পর্কটা অনেক পুরোনো।
+++
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪
মুসাফির নামা বলেছেন: আমার কাছে সবসময় তাই মনে হয়।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮
মনিরা সুলতানা বলেছেন: বিষন্ন কবিতা
+++++ ভালো লেগেছে ।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকবেন।
১৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
শরণার্থী বলেছেন: ভাই আবারো আলোচিত পোস্টে, তাই কিছু না বলে পারলাম না। চালিয়ে যান।awesome
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৫
মুসাফির নামা বলেছেন: ভাই,আপনাকেও আবারো ধন্যবাদ।
১৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২২
কল্লোল আবেদীন বলেছেন:
বাহ!চমৎকার লিখেছেন।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৭
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।
১৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০০
খায়রুল আহসান বলেছেন: কবিতায় বিষন্নতা ফুটে উঠেছে, আর সে বিষন্নতা এসেছে বিরহবোধ থেকে।
আজ মা নেই,
একরাশ অভিমান নিয়ে অধরাও চলে গেল,
তাইতো বৃষ্টি যখন কাঁদে আমিও কাঁদি
আর উড়ে আসা বৃষ্টির আলতো ছোঁয়ায় অধরাকে অনুভব করি। -- এই হৃদয় ছোঁয়া আবেগটুকু ভালো লেগেছে।
০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৫
মুসাফির নামা বলেছেন: কবিতার কাজতো আবেগকে ফুটিয়ে তোলা।ভাল থাকবেন।
১৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২০
কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ আবেগি কবিতা। এমন অনুভূতিগুলো নিজেকে শূন্যে এলে দেয় । ভাল লেগেছে ।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
মুসাফির নামা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৩
এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর লিখেছেন। এত সুন্দর কবিতা হয়। কবিকে ধন্যবাদ সুন্দর কবিতা উপহার দেয়ার জন্য।
১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৩
মুসাফির নামা বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বৃষ্টির সে কান্না হয়তো আমি বুঝিনি
আজ মা নেই,
একরাশ অভিমান নিয়ে অধরাও চলে গেল,
তাইতো বৃষ্টি যখন কাঁদে আমিও কাঁদি
আর উড়ে আসা বৃষ্টির আলতো ছোঁয়ায় অধরাকে অনুভব করি
এক কথায় অসাধারিন