নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনাদিকালের ভগ্ন প্রাচীর আর ছোপ ছোপ রক্তের দীর্ঘশ্বাস
মৃত্তিকায় সেখানেও অঙ্কুরিত করেছে ডানায় উড়ে চলা অযুত স্বপ্ন,
কালের অতলে হারিয়ে গেছে কত প্রচন্ড প্রতাপশালী ভূস্বামী
অন্ধকারের দেওয়াল মাড়িয়ে আলো দেখিয়েছে যুগের মহানায়ক।
কৃঞ্চবিবর গোগ্রাসে নিয়ে যাচ্ছে মহাকাশের সমস্ত ভস্মাদি
সেখানেও বেড়ে উঠছে ধুম্রকুঞ্জ থেকে লাখো-সহস্র তারকাপুঞ্জ,
শকুনের বিষাক্ত ছোবলে মেসোপটোমিয়া আজ ইউরোপে নাঙ্গা ভুখা উদ্বাস্তু শিবির,
ভূমধ্যসাগরের মরণ ক্লান্তির ছাপ মাড়িয়ে তারাও চেয়ে থাকে
আসবে বেদনার তটরেখা মাড়িয়ে সুখের প্রজাপ্রতি হয়ে।
কৃঞ্চকায় এক উদ্ভট প্রেতাত্মা জমিয়ে দিচ্ছে আমাদের সমস্ত নাগরিক শক্তি
তাইতো আমরা হুজুগে বাঙ্গালী চিলে কান নিয়েছে বলে তার পেছনে দৌড়াচ্ছি,
মহাকালের গর্ভে উৎসর্গিত করতে যাচ্ছি আরেকটি বেদনার সমাপ্তি আর
নববর্ষের আঙ্গিনায় বসে চেয়ে থাকি এক চিলতে রৌদ এসে জ্বালিয়ে দিবে সমস্ত অশুভ শক্তি।
ছবিসূত্রঃ-নেট।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে খুবই প্রীত হলাম।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১৫
কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় বাস্তব ইতিহাসের ছাপ এবং আশা প্রকাশ পেয়েছে । ভাল লেগেছে ।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, মন্তব্যে খুবই প্রীত হলাম। ভাল থাকবেন।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৭
কালনী নদী বলেছেন: রৌদ এসে জ্বালিয়ে দিবে সমস্ত অশুভ শক্তি। এটাই যেন হয়!
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভাই।ভাল থাকবেন।
৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪০
রাজসোহান বলেছেন: মেসোপটোমিয়া আজ ইউরোপে নাঙ্গা ভুখা উদ্বাস্তু শিবির
ওয়াও, কতো সাধারণ একটা বাক্য কিন্তু কবিতায় তাকে অসাধারণ বানিয়েছেন। প্লাস
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৫
মুসাফির নামা বলেছেন: আপনার মন্তব্যের আশায় ছিলাম, সবসময় পরামর্শ আশা করি।ভাল থাকবেন।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০২
বিদ্রোহী চাষী বলেছেন: মহাকালের গর্ভে উৎসর্গিত করতে যাচ্ছি আরেকটি বেদনার সমাপ্তি
অসাধারণ লাগল। ++++++
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভাই।ভাল থাকবেন।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬
সুমন কর বলেছেন: কঠিন সুন্দর !
০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০৯
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভাই।ভাল থাকবেন।
৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১
মিজানুর রহমান মিরান বলেছেন: কবিতা তেমন বুঝি না, তবে পড়তে ভালো লাগে!
চমৎকার লেখনী...++
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,মিরান ভাই।
৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩
ফারিহা নোভা বলেছেন: মুগ্ধ হবার মত
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১
মুসাফির নামা বলেছেন: মন্তব্যে খুবই প্রীত হলাম।
৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫
নীলপরি বলেছেন: বাহ , অপূর্ব লাগলো ।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,ভাল থাকবেন।
১০| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৯
আমিই মিসির আলী বলেছেন: নববর্ষের আঙ্গিনায় বসে চেয়ে থাকি এক চিলতে রৌদ এসে জ্বালিয়ে দিবে সমস্ত অশুভ শক্তি।
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১২
মুসাফির নামা বলেছেন: আশা আমরা পারব। ধন্যবাদ,প্রিয় মিসির আলী ভাই।
১১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৮
প্রামানিক বলেছেন: কৃঞ্চকায় এক উদ্ভট প্রেতাত্মা জমিয়ে দিচ্ছে আমাদের সমস্ত নাগরিক শক্তি
তাইতো আমরা হুজুগে বাঙ্গালী চিলে কান নিয়েছে বলে তার পেছনে দৌড়াচ্ছি,
দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,প্রামানিক ভাই।
১২| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৩
ইস্কান্দার মীর্যা বলেছেন: চমৎকার কবিতা !
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৯
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ,মন্তব্যে শুভকামনা রইল।
১৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ। +
০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১০
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,প্রিয়।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৯
সরদার হারুন বলেছেন: লেখাটি খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে দ্বিতীয় প্যারা । তবে ভাবের স্পষ্টতা আরো প্রকাশ পেলে অধিক ভাল হতো ।
+++++++++++++++++++