নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দবির আলি বেজায় খুশি
পাইছে খবর একখান
মেঘনার বুকে জাগছে নাকি
নতুন একখান চর।
এক নয়, দুই নয়, কয়েকশ’ কানির চর
যেমন করে হোক
দবির আলি
নিবেন তাহার দখল।
লাঠাল ডাকে জেবত খাবায়
পড়ছে কলোরব
চরের নিচে ফাটল ধরেছে
জানতো না সে খবর।
ভিটা হারা কৃষকশ্রেণি
করছে তোড়জোড়
তারা বলে কেমন করে?
দবির পায় তার দখল।
আইনের কথা বললে দবির
মুখ ফিরিয়ে নেয়
দাঁত খেঁছিয়ে ভেঙছি মারে
বাহুবল দেখায়।
শুক্রবার দিন পবিত্র দিন
দবিরের মন কয়
এমন দিনে নিতে হবে
স্বপ্নডাঙ্গার চর।
হাতির পিঠে চড়ে দবির
চর দখলে যায়
ডাকের সাথে ঢোল বাজে
তাইরে নাইরে না।
কোথায় চর, কিসের চর?
বিশাল পানি রাশি
তা দেখিয়া দবির আলি
লাথি মারেন কোসি।
ছবিসূত্রঃ-নেট
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬
মুসাফির নামা বলেছেন:
২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
মুসাফির নামা বলেছেন: মন্তব্যে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৩
বিদ্রোহী চাষী বলেছেন: ছড়া আর কড়া মনে হয় এক সূত্রে গাথা।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯
মুসাফির নামা বলেছেন: সাথে মন্তব্যও একই সুত্রে গাথা।ধন্যবাদ
৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১
দিশেহারা রাজপুত্র বলেছেন:
নিয়মের চেয়ে হাস্যকর অনিয়ম কিছু নেই।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪১
মুসাফির নামা বলেছেন: প্রিয় রাজপুত্র, আপনিও বিদ্রোহীদের দলে।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দবির আলীর ছবিটা অসাধারণ হয়েছে।
চর দখলের গল্প ভাল লেগেছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
মুসাফির নামা বলেছেন: চরে কখনও গিয়েছেন।
৬| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো পড়তে।
শুভকামনা ।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
মুসাফির নামা বলেছেন: আপনার ছবিটা অনেক সুন্দর।যতনে রাখিয়েন।
৭| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫
মুসাফির নামা বলেছেন: মনে হয় না। খুশি করছেন?
৮| ০৩ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
সুমন কর বলেছেন: দিলাম +......
আপনিও দিয়ে আসুন !
০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০০
মুসাফির নামা বলেছেন: ওহো ! ব্যাপক ,++
৯| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
বিজন রয় বলেছেন: ভাল হয়েছে।
+++
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪
মুসাফির নামা বলেছেন: ভাল লেগেছে।+++++
১০| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ২:৪৪
ফেরদৌসা রুহী বলেছেন: আহারে দবির আলি
০৪ ঠা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৮
মুসাফির নামা বলেছেন: ওদের জন্য সবসময় আফসোস।ধন্যবাদ.ভাল থাকবেন।
১১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
দবির আলীরা ঢাকার চারিপাশ দখল করে বসে আছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮
মুসাফির নামা বলেছেন: করিতে পারিনা কিছু,সদায় ভয়....
১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
মিজানুর রহমান মিরান বলেছেন: বেশ হয়েছে ছড়াটা!
০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।
১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
রাজসোহান বলেছেন: ছড়ায় প্লাস!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫
মুসাফির নামা বলেছেন: ভাই,আমি বড় ছোড ,আপনার মন্তব্যগুলোকে মনোলগের সারকাজম মনে হয়।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৩
শরণার্থী বলেছেন: মজার ছড়া, সাথে চা হলে আরও জোমতো।