নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ (বুড়ীগঙ্গা থেকে মেঘনা ব্রিজ)

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০০











দক্ষিণে আমি কত গিয়েছি শাদা আবিরের গন্ধে
কাশফুল আর মহুয়া আমায় সঙ্গ দিয়েছে
এমন অনেক সন্ধ্যা কাটিয়েছি গৌধূলীর সঙ্গপানে
আজ সেখানে ইটের ভাটা আর সিমেন্টের ফ্যাক্টরি উন্নয়নের স্লোগান দিচ্ছে
তাইতো কাশফুল নয় আমি সন্ধ্যা কাটাই ধোঁয়া বালির ঢাকা শহরে
যান্ত্রিক চেতনা আর ভারী বাতাস আমায় সঙ্গ দিচ্ছে
এক উদ্ভট সুখ আমাদের ঘিরে ধরেছে
আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।।









মন্তব্য ২৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৭

শায়মা বলেছেন: এই বুড়িগঙ্গাকে দেখলে কষ্ট লাগে!
নিঃশ্বাস বন্ধ হয়ে আসে।:(

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৫

মুসাফির নামা বলেছেন: সত্যি বলতে নদী হচ্ছে সভ্যতার পটভূমি অথচ তার আজ কি হাল হয়েছে? আমি এর আগেও বুড়ীর সংস্কারে একটি পোস্ট দিয়েছিলাম।মন্তব্যে খুবই প্রীত হলাম।ভাল থাকবেন।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

সাদা মনের মানুষ বলেছেন: ক্যাপশন থাকলে ভালো হতো.........ভালোলাগা জানিয়ে গেলাম

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

মুসাফির নামা বলেছেন: দক্ষিণে আমি কত গিয়েছি শাদা আবিরের গন্ধে
কাশফুল আর মহুয়া আমায় সঙ্গ দিয়েছে
এমন অনেক সন্ধ্যা কাটিয়েছি গৌধূলীর সঙ্গপানে
আজ সেখানে ইটের ভাটা আর সিমেন্টের ফ্যাক্টরি উন্নয়নের স্লোগান দিচ্ছে
তাইতো কাশফুল নয় আমি সন্ধ্যা কাটাই ধোঁয়া বালির ঢাকা শহরে
যান্ত্রিক চেতনা আর ভারী বাতাস আমায় সঙ্গ দিচ্ছে
এক উদ্ভট সুখ আমাদের ঘিরে ধরেছে
আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।।

এর একটাই ক্যাপশন,যেখানে শুধুই হাহাকার যা নিজের কবিতা থেকে জানালাম।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৭

প্রামানিক বলেছেন: দারুণ ছবি। ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

মুসাফির নামা বলেছেন: প্রামানিক ভাই, অসংখ্য ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮

শায়মা বলেছেন: ছোটবেলা একটা গান শিখেছিলা.......

আমার বাউল মনের একতারাটা
হাজার নদীর বাংলাদেশে
সুরের খেয়ায় ভেসে ভেসে


এই হাজার নদীর বাংলাদেশে এখন কটা নদী সুস্থ্য সবল আছে? জানতে ইচ্ছে করে।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

মুসাফির নামা বলেছেন:
দক্ষিণে আমি কত গিয়েছি শাদা আবিরের গন্ধে
কাশফুল আর মহুয়া আমায় সঙ্গ দিয়েছে
এমন অনেক সন্ধ্যা কাটিয়েছি গৌধূলীর সঙ্গপানে
আজ সেখানে ইটের ভাটা আর সিমেন্টের ফ্যাক্টরি উন্নয়নের স্লোগান দিচ্ছে
তাইতো কাশফুল নয় আমি সন্ধ্যা কাটাই ধোঁয়া বালির ঢাকা শহরে
যান্ত্রিক চেতনা আর ভারী বাতাস আমায় সঙ্গ দিচ্ছে
এক উদ্ভট সুখ আমাদের ঘিরে ধরেছে
আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।।

জ্যোৎস্নায় রুপোর ঢেউ আর মাঝির দরাদ কন্ঠ
উত্তরে আমি গিয়েছি জলমগ্ন ভাটিয়ালির টানে
জীবন ও মাটি যেখানে একাকার হয়ে গেছে
কত প্রভাত সূর্য উপভোগ করেছি আর তর্জা রচনা করেছি
আজ সেখানে ধু ধু বালি চর, আর কষ্টের নোনতা জল; সবই দবীর আলীর দখলে
তাইতো প্রভাতসূর্য আর দেখিনা, অন্তিম সূর্যও আর খুজিনা
গভীর রাতের কুকুরের আর্তনাদ আর গাড়ীগুলোর ফোত ফোত শব্দকে বড় বাস্তব মনে হচ্ছে
এক উদ্ভট সুর ছায়া আমাদের ঘিরে ফেলেছে।।


আমার নিজেরই কবিতা, কষ্টটাকে এখানে তুলে ধরলাম।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

সুমন কর বলেছেন: ২য় ছবিটি ঠিক কোন স্থানের ? পাথর দেখা যাচ্ছে তো !!

ছবিগুলো সুন্দর।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

মুসাফির নামা বলেছেন: মেঘনা ব্রিজের নিচে।

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

জাওয়াদ মাহমুদ বলেছেন: খুব সূন্দর হয়েছে, খারাপ না

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

মুসাফির নামা বলেছেন: কমেন্টটাও খুব সুন্দর হয়েছে।

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২২

বিজন রয় বলেছেন: বুড়িগঙ্গা মারা যাক। সব নদী শুকায়ে যাক।

মরুভূমি চাই।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

মুসাফির নামা বলেছেন: আজ সেখানে ধু ধু বালি চর, আর কষ্টের নোনতা জল; সবই দবীর আলীর দখলে

পেয়ে যাবেন, একটু অপেক্ষা করেন।

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

বিদ্রোহী চাষী বলেছেন: দক্ষিণে আমি কত গিয়েছি শাদা আবিরের গন্ধে
কাশফুল আর মহুয়া আমায় সঙ্গ দিয়েছে
এমন অনেক সন্ধ্যা কাটিয়েছি গৌধূলীর সঙ্গপানে
আজ সেখানে ইটের ভাটা আর সিমেন্টের ফ্যাক্টরি উন্নয়নের স্লোগান দিচ্ছে
তাইতো কাশফুল নয় আমি সন্ধ্যা কাটাই ধোঁয়া বালির ঢাকা শহরে
যান্ত্রিক চেতনা আর ভারী বাতাস আমায় সঙ্গ দিচ্ছে
এক উদ্ভট সুখ আমাদের ঘিরে ধরেছে
আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।।

কবিতা আর চিত্র অসাধারণ লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৭

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৯| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৭

কামরুল হাসান বলেছেন: চমৎকার ছবি।+++

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১১

মুসাফির নামা বলেছেন: আপনাকেও চমৎকার ধন্যবাদ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৪

বার্তা বাহক বলেছেন: সত্যি কবেই না মরে ভুত হয়ে গেছে বুড়িগঙ্গার বুড়ি! ছবিগুলো বেশ ভাল!ধন্যবাদ..

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:১০

মুসাফির নামা বলেছেন: ঠিকই বলেছেন, ওটা এখন শুধুই একটা প্রেতাত্মা।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৮

বিজন রয় বলেছেন: আমাদের নদীগুলোর এভাবে মরে যাওয়ায় আমি কষ্ট পাই।

০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৬

মুসাফির নামা বলেছেন: আমরা হত ভাবের কষ্ট বোয়ে বেড়াচ্ছি, প্রকৃপক্ষে কষ্ট সবাইকে পেতে হবে।

১২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

খায়রুল আহসান বলেছেন: আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।। -- একদম সত্য কথা।
নদীমাতৃক বাংলাদেশ আজ নদীহীন, তাই বঙ্গ সন্তানেরাও মাতৃহীন হতে চলেছে।
শায়মার ৪ নং মন্তব্যটা ভালো লেগেছে। সুমন কর এর প্রশ্নটা (৫ নং) আমার মনেও জেগেছিল ছবিটা দেখার সময়, এত স্বচ্ছ জল পেলেন কোথায় যে পাথর দেখা যাচ্ছে?
প্রতিটি ছবির নীচে একটা করে ছোট্ট লাইন যোগ করে দিলে ভালো হতো, ক্যাপশন হিসেবে, যা সাদা মনের মানুষ ২ নং মন্তব্যে আগেও বলেছেন।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

মুসাফির নামা বলেছেন: আপনার পরামর্শ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।আর আগের প্রশ্নগুলোর জবাবতো দেওয়া হয়েছে।

১৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:০৭

আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর ছবি ব্লগ। :)

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:২৫

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: মৃত্যু হচ্ছে প্রকৃতির । সুন্দর শেয়ার ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৫

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.