নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

সবই যেন শূণ্য থেকে শূণ্যে মিলিয়ে যায়

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৬



সবই যেন শূণ্য থেকে শূণ্যে মিলিয়ে যায়
যেন ডানা খসে পড়া ঘাস ফড়িং,
লাফিয়ে লাফিয়ে চলছে; উড়ার ইচ্ছা তারও ছিল
আজ সে বাস্তুহারা পথের ভিখারী।
নীলাভ হরিণী চোখের তেপান্তর
পেছনে ফেলে গেছে নদীর ভাঙ্গন
দিগন্তের পানে হাত বাড়িয়েছে; একটু সুখ পাওয়ার আশা
আজ সে বিধবা; স্ত্রী হারা বিপত্নীক

মাথার উপরে বিশাল ছাদ
যেন সৌন্দর্যের মেলা বসিয়েছে
পাশে ডাস্টবিন,সব দামী খাবারগুলো স্তুপীকৃত
তার একটু পরে আলো আঁধারীর বাতায়ন
লাল, নীল পরীরা যেখানে সাজের পসরা সাজিয়েছে।
অতপর একখানি দেওয়াল
সবই যেন শূণ্যে মিলিয়ে দিচ্ছে।


ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:২২

বিদ্রোহী চাষী বলেছেন: জীবন আর কাব্য এক সূত্রে গেথেছেন। অনেক ভাল লাগল।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

মুসাফির নামা বলেছেন: সবই জীবনের সাথে জড়িত।

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩১

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৯

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ, প্রামানিক ভাই।

৩| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৩

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা ভাল লেগেছে ।

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫০

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৯

কামরুল হাসান বলেছেন: কবিতার মধ্যে জীবনের কথা।++++

৩০ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫১

মুসাফির নামা বলেছেন: সবই জীবনের সাথে জড়িত।

৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৬

পুলহ বলেছেন: কবিতার মূলভাবটা ঠিক ধরতে পারি নি; নঞর্থক দর্শনটাই কি বোঝাতে চেয়েছেন?
তবে পড়তে ভালোই লেগেছে। শুভকামনা জানবেন !

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৫

মুসাফির নামা বলেছেন: অযথা প্রশংসা না করে, দর্শনটা জানার আগ্রহ ভাল লাগল। প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব,অদস্ আর অহমের চিরত্বন দ্বন্ধ,অধিশাস্থার প্রভাব মানুষের ইচ্ছাগুলোকে প্রকৃতির কাছে শেষ পর্যন্ত তাকে শূণ্যে রুপান্তরিত করে।

৬| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪১

বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত তাই-ই তো হয়।
সব শূণ্য আর অন্ধকার।

+++++

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৭

মুসাফির নামা বলেছেন: প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব,অদস্ আর অহমের চিরত্বন দ্বন্ধ,অধিশাস্থার প্রভাব মানুষের ইচ্ছাগুলোকে প্রকৃতির কাছে শেষ পর্যন্ত তাকে শূণ্যে রুপান্তরিত করে। ধন্যবাদ,বিজন ভাই ফিরে আসার জন্য।

৭| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪২

শরণার্থী বলেছেন: ভাল লাগে কিন্তু বুঝি কম।

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪৩

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

শাহজালাল হাওলাদার বলেছেন: বেশ লেগেছে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৫

বিদ্রোহী চাষী বলেছেন: অতপর একখানি দেওয়াল
সবই যেন শূণ্যে মিলিয়ে দিচ্ছে।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

মুসাফির নামা বলেছেন: দেওয়ালের স্বরুপ কি ধরা পড়ছে?

১০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুবই গুরুগম্ভীর ভাব। বেশ উপলব্ধির বিষয়। ভাল লাগল। সব আশা ভালবাসা শূণ্যে মিলায়। ধন্যবাদ।।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৩

মুসাফির নামা বলেছেন: দাদা বিষয়টা আরো জটিল।প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব,অদস্ আর অহমের চিরত্বন দ্বন্ধ,অধিশাস্থার প্রভাব মানুষের ইচ্ছাগুলোকে প্রকৃতির কাছে শেষ পর্যন্ত তাকে শূণ্যে রুপান্তরিত করে।ধন্যবাদ।

১১| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাগ্যের কাছে জীবনের অসহায়ত্ব, ঠিক বুঝলাম?

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১১

মুসাফির নামা বলেছেন: রাজশ্রী তোমার জন্য, সরি।পুরোটা আসেনি,প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব,অদস্ আর অহমের চিরত্বন দ্বন্ধ,অধিশাস্থার প্রভাব মানুষের ইচ্ছাগুলোকে প্রকৃতির কাছে শেষ পর্যন্ত তাকে শূণ্যে রুপান্তরিত করে। আসলে আমরা শূণ্য।

১২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এবার বুঝতে সুবিধা হচ্ছে।
অনেক ধন্যবাদ।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৭

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।

১৩| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১২

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।
ধন্যবাদ,ভাল থাকুন।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৯

মুসাফির নামা বলেছেন: ভালবাসা রেখে গেলাম।
ধন্যবাদ,ভাল থাকুন।

১৪| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:০১

উল্টা দূরবীন বলেছেন: কবিতায় অনেক ভালো লাগা রইলো।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।

১৫| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শেষ পর্যন্ত তাই-ই তো হয়।
সব শূণ্য আর অন্ধকার।+++

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৫

মুসাফির নামা বলেছেন: প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব,অদস্ আর অহমের চিরনত্বন দ্বন্ধ,অধিশাস্থার প্রভাব মানুষের ইচ্ছাগুলোকে প্রকৃতির কাছে শেষ পর্যন্ত তাকে শূণ্যে রুপান্তরিত করে। আসলে আমরা শূণ্য, অথচ আমদের অহংকার কত নির্লজ্জ।

১৬| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক থেকে শুন্য আবার এক। শুন্য বসবাসে শুধু শুন্যতাটাই অনুভুত হয়--অধরা একের সন্ধানহীন হলে ;) :)

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

মুসাফির নামা বলেছেন: যিনি এক তিনিই কাম্য, বাকি সবই রঙ্গমঞ্চ,তার বিধানে বন্ধী।আসলে আমরা শূণ্য,আমাদের অহংকারও নিরর্থক।

১৭| ৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

রাজু বলেছেন: নাইচ

৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৬

মুসাফির নামা বলেছেন: থেংক ইউ।

১৮| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৬

পারভেজ রশীদ মঙ্গল বলেছেন: খুব ভাল লাগল ,ধন্যবাদ লেখককে

০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৯

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ,ভাল থাকবেন।

১৯| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
জীবন কবিতা।

০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২০| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩২

রাজসোহান বলেছেন: আমি তেমন কবিতা বুঝিনা, তবে এটা বুঝি কবিতা হলো ফিল করার জিনিস। আপনার কবিতার শুরুর লাইনে

সবই যেন শূণ্য থেকে শূণ্যে মিলিয়ে যায়
যেন ডানা খসে পড়া ঘাস ফড়িং

ফিলটা চলে এসেছিলো কিন্তু তারপরে আর ফিলটা কেন জানি থাকেনি। কবিতায় প্লাস :)

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২১

মুসাফির নামা বলেছেন: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.