নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিক টিক টিক।ওহ্ অসহ্য বলইে উঠে পড়লাম। রাতরে নিস্তব্দতায় ঘড়ি সবসময় নিজের অবস্থান জানান দেয়। ঘুমহীন রাতে ঘড়ির টিক টিক শব্দ মনে হয় যনে হাতুড়ির শব্দ। কেন যেন আজ ঘুম আসছেনা। হাতের কাছের মোবাইলটা নিয়ে সময় দেখলাম। রাত তিনটা বাজে। বাহিরে হালকা আলো। মনে হচ্ছে চাঁদের আলো না। এই যান্ত্রিক শহরের চারদিকে অবস্থিত লাইটপোস্টগুলো থেকে আসা আলো। তারপরও অস্বস্থি দূর করার জন্য বারান্দা গিয়ে আকাশ পানে তাকালাম। পুরো আকাশে আজ কোন তারা নাই। ভাবলাম তারারাও ঘুমাচ্ছে অথচ আমার চোখে ঘুম নেই। পশ্চিম আকাশে তাকাতেই দেখা পাই আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাটি যাকে আমরা সন্ধ্যায় সন্ধ্যাতারা আর শেষ রাতে উঠলে শুকতারা বলি। ভাবলাম তারও ঘুম আসছেনা। হঠাৎ কানে মেয়ে লোকের চিৎকার শুনতে পাই। সাথে সাথে আমার দৃষ্টি আকাশ থকেে ভূমিতে নেমে আসলো। দূরে লাইটপোস্টের নিচে কিছু লোককে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে।মনে হচ্ছে তিনজন পুরুষ একটি মেয়েকে ঝাপটে ধরে নেচে ফেলতে চাচ্ছে। আমার আর বুঝতে বাকী রইলনা তাদের উদ্দেশ্য। নিজেকে চাড়ানো চষ্টো করলেও একটি হরিণ তিনটি নেকড়েঁ থেকে নিজেকে রক্ষা করতে পারে? নিজের দৃষ্টিকে সেখান থেকে আবার আকাশের দিকে নিয়ে যাই। আর ভাবি কোথায় কোন নায়কতো ছুটে আসছেনা। আরো অনেকে হয়তো তার চিৎকার আর ঘোংরাণী শুনতে পাচ্ছে। কিন্তু কেউতো আসছেনা, আমি নিজেওতো ছুটে যাচ্ছিনা। আসলে আমরা সবাই ভিলেন; কেউ সুপ্ত আর কেউ জাগ্রত। আসলে আমাদের মানুষের মানু বিলিন হয়ে এখন আমরা শুধুই ষ। আবারও কানে চিৎকার ভেসে আসল। মূর্হুতেই দৃষ্টি আকাশ থেকে ঐ লাইটপোস্টের দিকে ছুটে গলে। একি তিনটা লোকই চিৎকার দিতে দিতে ছুটে যাচ্ছে। আর তাদের দিকে ছুটে যাচ্ছে চার পাঁচটা কুকুর। নিজেকে আর সামলে রাখতে পারলামনা। চোখে জল চলে এল। আর ভাবলাম আমরা মানবজাতি আজ কুকুরের চেয়ে নিচে নেমে গেছি।।
ছবিসূত্রঃ-নেট
০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫০
মুসাফির নামা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ, কল্লোল ভাই
২| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৬
বিজন রয় বলেছেন: মান+হুশ।
আমরা এখন অমানুষ পর্যায়ে আছি।
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০০
মুসাফির নামা বলেছেন: মানু দ্বারা মনুষত্ব আর ষ দ্বারা শুধু প্রাণীকে বুঝিয়েছি,তবে পুরাটাই ব্যঙ্গাত্নক
তবে আপনার মান+হুশ এটাও ভাল লেগেছে
৩| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮
সুমন কর বলেছেন: সাবলীল লেখা। ভালো হয়েছে।
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ প্রশংসনীয় মন্তব্যের জন্য।
৪| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৮
শান্তির দেবদূত বলেছেন: ভালো লেগেছে। শেষের মেসেজটা একটা ধাক্কার মত লাগল। শুভেচ্ছা। এমন লেখা আরও চাই।
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ প্রশংসনীয় মন্তব্যের জন্য। শেষের মেসেজটা একটা ধাক্কার মত লাগল।দোয়া করবেন।
৫| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮
ফয়সাল রকি বলেছেন: ভাল লিখেছেন। বাস্তবতাটা এখন এরকমই। একটা মানুষের জীবনের চেয়ে একটা তোশকের দাম এখন বেশি কিংবা মানবিকতা হারিয়ে যাওয়াটাই এখানে মূখ্য।
০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৮
মুসাফির নামা বলেছেন: অনেক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।ধন্যবাদ
৬| ০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:১৯
বিদ্রোহী চাষী বলেছেন: মানুষ হয়ে পড়ছে চাচা আপন প্রাণ বাঁচা
০৭ ই মার্চ, ২০১৬ রাত ৯:০০
মুসাফির নামা বলেছেন: ঠিক বলেছেন।
৭| ০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:২০
আহমেদ জী এস বলেছেন: মুসাফির নামা ,
আমাদের চরিত্র চিত্রনের পাশাপাশি শেষের টুইষ্টটাও ভালো লেগেছে ।
০৭ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৫
মুসাফির নামা বলেছেন: মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।ভাল থাকবেন।
৮| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩২
প্রামানিক বলেছেন: চমৎকার অনু গল্প। ধন্যবাদ
০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ, প্রামানিক ভাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১১
কল্লোল পথিক বলেছেন:
গল্প ভাল লেগেছে।