নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

আমি নারী বিদ্বেষী না কিন্তু গভেষণাটি দেখে বাস্তবতার সাথে মিলিয়ে দেখলাম

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৯



নারীবাদী লেখক হুমায়ূন আজাদ বাংলার শিক্ষিত নারীদের ভদ্র মহিলা বলে সম্বোধন করেছেন।তাদের শিক্ষাকে নেহায়েৎ অপচয় বলে উল্লেখ করেছেন।কিছুদিন আগে ভারতের এক মন্ত্রী নারীদের নিয়ে কড়া সমালোচনা করে তিনি কড়া তিক্ততার সম্মুখীন হন।আমি আমার বিভিন্ন লেখায় নারীদের নিজেদের বস্তু হিসাবে না ভেবে মানুষ হিসাবে নিজেদের ভাবতে অনুপ্রেরণা জুগিয়েছি।পবিত্র কোরআনের কোথাও নারীদের নিয়ে আলাদাভাবে কোথাও কোন খারাপ মন্তব্য করে নাই,যা অন্যান্য ধর্ম গ্রন্থে বিশেষভাবে দেখা যায়।বিবি মরিয়মের জম্মের পর যখন সবাই বলাবলি করছিল যে ইমরানের ঘরে শেষ পযর্ন্ত একটা কন্যা শিশুর জম্ম গ্রহণ করেছে,এই বলে নিন্দা করছিল।তখন আল্লাহ সে কন্যা সন্তানের মহিমা ঘোষনা করে বলে আমি জানি ইমরানের ঘরে একটি কন্যা সন্তান জম্মগ্রহণ করেছে,কিন্তু এই কন্যা সন্তান যে হাজার ছেলে সন্তান থেকেও উত্তম।সে কোরআনে আল্লাহ যখন ঘোষণা করেছিলেন যে তিনি কোন সন্তান গ্রহণ করেননি।তারা নিজেদের জন্য পুত্র সন্তান আর আল্লাহর জন্য মেয়ে সন্তান নির্ধারন করে,যে কিনা অলংকারের মধ্যে বড় হয়।উক্ত আয়াতে মোটামুটি স্পষ্ট আল্লাহ সন্তান গ্রহণ অস্বীকার করার সাথে সাথে মেয়েদের জন্য একটি তির্যক বাক্য ব্যবহার করেন।যদিও ইসলাম মেয়েদের এই স্বাভাবিক মনেবৃত্তিকে স্বীকার করে তাদের গহণা পরার অনুমতি দিয়েছেন।তাও ঘরোয়া সাজ সজ্জার জন্য।গত কালকের একটা গভেষণা প্রতিবেদন দেখলাম।যেভাবে বলা হলঃ
১/একটি মেয়ে তার সারা জীবনে কমপক্ষে একটা বছর নষ্ট করে সে সে কোন পোষাকটি পরবে তা ঠিক করতে।
২/একটা মেয়ে সারাজীবনে ২ থেকে ৩ কিলো. লিপিষ্টিক খায়।
৩/একটা মেয়ে বছরে কমপক্ষে ১২০ ঘন্টা নষ্ট করে আয়না দেখে।
গভেষণাটি দেখে তাই বাস্তবতার সাথে মিলিয়ে দেখলাম।মনে হল,তারা কমিয়ে বলেছেন।


ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৭

আমিই মিসির আলী বলেছেন: গবেষনা দেখে হাসি পেল!
নারী সুন্দরের প্রতীক।
তারা সাজবে না তো কে সাজবে।!!

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৫

মুসাফির নামা বলেছেন: পুরুষ সাজে, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সাজা কে সাজা না বলে শাস্তি বলাই ভাল।সাধারণ সাজে একটা মেয়েকে আরও ভাল লাগে। বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, কমপক্ষে ৬ ঘন্টা যাবৎ তাকে সাজানো হয়েছে, তার গায়ের শাড়ীটার ওজন হবে ১০ কেজি,গহণা হবে ১ কেজি আর মেকাপ হবে ১ ইঞ্চি পুরু চিন্তা করুন তার প্রকৃত অবস্থা কি?

২| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:১৭

কল্লোল পথিক বলেছেন:







চমৎকার গবেষণা।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩১

মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাইও, তাহলে গবেষনার সাথে একমত।বাস্তবতা দেখুন,
পুরুষ সাজে, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সাজা কে সাজা না বলে শাস্তি বলাই ভাল।সাধারণ সাজে একটা মেয়েকে আরও ভাল লাগে। বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, কমপক্ষে ৬ ঘন্টা যাবৎ তাকে সাজানো হয়েছে, তার গায়ের শাড়ীটার ওজন হবে ১০ কেজি,গহণা হবে ১ কেজি আর মেকাপ হবে ১ ইঞ্চি পুরু চিন্তা করুন তার প্রকৃত অবস্থা কি?

৩| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:০৪

বিজন রয় বলেছেন: জীবন যেখানে যেমন।
তবে কন্ট্রোল করা ভাল।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫০

মুসাফির নামা বলেছেন: পুরুষ সাজে, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সাজা কে সাজা না বলে শাস্তি বলাই ভাল।সাধারণ সাজে একটা মেয়েকে আরও ভাল লাগে। বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, কমপক্ষে ৬ ঘন্টা যাবৎ তাকে সাজানো হয়েছে, তার গায়ের শাড়ীটার ওজন হবে ১০ কেজি,গহণা হবে ১ কেজি আর মেকাপ হবে ১ ইঞ্চি পুরু চিন্তা করুন তার প্রকৃত অবস্থা কি?

৪| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:১১

আরজু নাসরিন পনি বলেছেন:

গবেষণার বিস্তারিত তথ্য না দেখে বলতে চাইছি না...তবে পুরুষরাও আয়না দেখে অনেক... নারী ঠিক যে কারণে আয়নায় চেহারা দেখে একই কারণে পুরুষও দেখে।

লিপস্টিকের কথা ...
পোশাকের কথা...
এই দু'টোতেই আমি তেমন সচেতন নই তাই তর্কে যাচ্ছি না।

কোরআনের কথা ভালো লাগলো...আলহামদুলিল্লাহ ।

০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

মুসাফির নামা বলেছেন: পুরুষ সাজে, কিন্তু ঘন্টার পর ঘন্টা লাগিয়ে সাজা কে সাজা না বলে শাস্তি বলাই ভাল।সাধারণ সাজে একটা মেয়েকে আরও ভাল লাগে। বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, কমপক্ষে ৬ ঘন্টা যাবৎ তাকে সাজানো হয়েছে, তার গায়ের শাড়ীটার ওজন হবে ১০ কেজি,গহণা হবে ১ কেজি আর মেকাপ হবে ১ ইঞ্চি পুরু চিন্তা করুন তার প্রকৃত অবস্থা কি?

৫| ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

বিজন রয় বলেছেন: আপনি সবাইকে একই উত্তর করছেন কেন?
এখানে তো ভাল আলোচনা হতে পারতো।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৬

মুসাফির নামা বলেছেন: বিজন ভাই, আমি লজ্জিত। কম্পিটার টাইপে অলস এবং দূর্বল।

৬| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৯

বিজন রয় বলেছেন: ও আচ্ছা, তাই বলুন। ঠিক আছে, ব্যাপার না।
তবে টাইপ করতে করতে একদিন দ্রুত টাইপ করতে পারবেন এই শুভকামনা থাকল।

ভাল থাকুন সবসময়।
ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৫

মুসাফির নামা বলেছেন: বিজন ভাই, সামনে সুযোগ আসলে অবশ্যই হবে। আপনার প্রতি বিশেষ শুভ কামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.