নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

পর্ণো সাইটগুলো কি বন্ধ করিয়া দেওয়া যায়না? নাকি আমাদের বিজ্ঞ মহল মনে করিয়া থাকেন ইহা আমাদের সাহিত্য সংস্কৃতির ভান্ডারকে অনেক উচুতে নিইয়া ফেলিবে!!!

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০


কোন ভার্চুয়াল চিত্র দিতে পারি নাই বলে দুঃখিত

আমি নিতান্তই গোমূর্খ বলিয়া নিজেকে মানিয়া লই। তাহার পরেও নেহাৎ মানুষ বলিয়া কিঞ্চিৎ চিন্তার উদ্রেক হইয়া থাকে। যাহাকে আপনারা সংস্কৃতি বলিয়া সম্বোধন করিয়া থাকেন তাহাকে আমি নিতান্তই সংস্কৃতি চর্চা বলিয়া গণ্য করিয়া থাকি।আর মনে করিয়া থাকি যাহার সংস্কৃতি চর্চা যত উন্নত হইবে তাহার সংস্কৃতি ততই উন্নতি লাভ করিয়া থাকিবে।প্রযুক্তি যাদুর ছোঁয়ায় আমরা এই সংস্কৃতি চর্চার শ্রেষ্ঠ রাসায়নিক পোগ্রামটি অতি সহজেই পাইয়া যাই।কিছুমাত্র না জানিলেও শুধুমাত্র Sex শব্দটি লিখিতে পারিলেই হইল; অমনি হাজার হাজার সর্বোচ্চ স্তরের জৈব রাসায়নিক পোগ্রাম আসিয়া হাজির হইয়া পড়ে। তাইতো সাহিত্য পড়িয়া তাহার থেকে রস আস্বাদন করার মতো দূরহ কাজ বাঙালি ক্রমে ছাড়িয়া দিচ্ছে।চীন, পাকিস্তান, ইরান যদি এই সর্বোচ্চ স্তরের রাসায়নিক পোগ্রামটিকে অফলাইন করিয়া দিতে পারিয়া থাকে, তাহা হইলে আমাদের বৌদ্ধা মহল কি তাহা করিতে পারেন না? তাহা হইলে বাঙালি যুবক সমাজ আবারও সাহিত্যের মধ্যে রস খুজিয়া বেড়াইত।কোন মনুষ্যকূল মনোক্ষুন্ন হইলে নিজ গুণে ক্ষমা করিয়া দিবেন।।



ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২

কল্লোল পথিক বলেছেন: শতভাগ সহমত।
খুব চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ, কল্লোল ভাই

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

আব্দুল্লাহ তুহিন বলেছেন: সহমত ভাই, দেশে এটা নিষিদ্ধ, ওটা নিষিদ্ধ। অথচ এ সাইট গুলাই নিষিদ্ধ হয় নাহ।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৫৫

মুসাফির নামা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৩| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৬

পারভেজ উদ্দিন হৃদয় বলেছেন: খুব চমৎকার একটা বিষয় তুলে
ধরেছেন।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৫৬

মুসাফির নামা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৪| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৪৫

বিদ্রোহী চাষী বলেছেন: করবেনা। কারণটা গোপন ....

০১ লা মার্চ, ২০১৬ রাত ১:৫৭

মুসাফির নামা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৫| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

আনু মোল্লাহ বলেছেন: বন্ধ করে দেয়া উচিত।
আপনাকে ধন্যবাদ।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:৫৬

মুসাফির নামা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।

৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১১

তার আর পর নেই… বলেছেন: একদমই ঠিক। কোন কিছু সার্চ দেওয়াই এখন টেনশন। কখন কি এসে পড়ে।

০১ লা মার্চ, ২০১৬ দুপুর ২:১৬

মুসাফির নামা বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ।শুভকামনা রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.