নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল মৃত্যু মৃত্যু নহে সকল জীবন নহে জীবন
কাবিলের হাতে হাবিলের মৃত্যু, বল কে হয়েছে মহীয়ান?
জীবনেরে তুমি এত ভালবাস গড়েছ ঘর সংসার
তারি তরে তুমি বাধা পড়েছ, এতটুকু তোমার জীবনের দাম
দুই খানা বালা আর একখানি শাড়ি ঝাপটে ধরেছে
একখানি চুমু আর একটু হাসি। ধন্য তোমার জীবন খানি
স্বাধীন হয়ে জম্ম নিয়েও পরাধীনতারে নিয়েছ বাঁছি।
কারবালার প্রান্তের সাক্ষী আমি,আমি মুসাফির
সত্যের জন্য জীবন দিয়া হোসেন, বুঝালো জীবনের মানে কি?
সংসার ছিল, সম্মান ছিল লুটিয়া পড়েনি তবু
ইয়াজিদের শাসন করেছে প্রত্যাখ্যান,উল্টে দিয়েছে ভৃগু,জান্নাতযুবা, পারলে না ভিড়তে
হোসেনের দলে।এমনি করে জীবনেরে সে নিয়ে গেছে স্বার্থকতার স্থলে,
ঐ রোজ সূর্য উঠে উপহাসের হাসি হেসে
সৃষ্টির সেরা সৃষ্ট যারা, মনে হয় না এদের দেখে
বেঘোরে ঘুমায় আরামে মত্ত, কুর্নিশ করে সকল অপদেবতাকে
মুসাফির আমি, সাক্ষী আমি ধরবো তোদের টুঠি ধরে।
উঠ উঠ দেখবি চল,কাবার গিলাফে
ইব্রাহিম সেথায় নিদর্শন রেখেছে বিশ্ববাসীর তরে
দেখবি সেথায় সকল দম্ব হয়েছে ধ্বংস । কুর্নিশ করেছে শুধু এক আল্লাহকে
অথচ সংসার ছিল,সন্তান ছিল, রাজত্ব ছিল তার জিম্মায়
তাই বলে তিনি থেমে ছিলেন? হতচ্ছাড়া উদ্বুকেরা।
ছবিসূত্রঃ-নেট
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫
মুসাফির নামা বলেছেন: আপনার প্রতিও ভাল লাগা রইল।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
কল্লোল পথিক বলেছেন: অসাধারন কবিতা।
কবিতায়+++++++++++++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ, ভাইজান
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: ঝাপটে | জাপটে
এরকম হবে বোধকরি।
দারুণ কবিতা। +
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭
মুসাফির নামা বলেছেন: দিশেহারা রাজপুত্র, এই প্রথম একজনকে পেলাম যিনি সংশোধনী দিলেন।অসংখ্য ধন্যবাদ। তবে বর্তমান বাংলা একাডেমির অভিধান মতে দুটোই সঠিক।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৬
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ ।ভালো থাকবেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
শরণার্থী বলেছেন: মুসাফির আমি, সাক্ষী আমি ধরবো তোদের টুঠি ধরে
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:২০
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ
৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
কামরুল হাসান বলেছেন: চমৎকার।।
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
মুসাফির নামা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
কি ভাবে রেজিষ্টেশন করবো বলেছেন: ভাললাগলো মুসাফির কবিতা