নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুর দুর বুক কাঁপে, ধীরে ধীরে চলে
ঘোমটা মাথায় দিয়ে সারাক্ষণ থাকে
এদিক থেকে ঐ থেকে কতজনে আসে
বউয়ের মুখখানা দেখে দোয়া করে যাবে
সবার মুখে মুখে বউয়ের সুনাম
এমন লক্ষী বউ পাওয়া ভাগ্যের ব্যাপার।।
এভাবে দিন যায় মাস আসে
করিমনের সংসারও সুখের জোয়ারে ভাসে।
কোথায় থেকে কেমন করে কি হইয়া যায়
করিমনের স্বামী যেন কেমন হইয়া যায়
রাত বিরাতে ঘরে ফিরে মদে মাতাল
ধপাস করিয়া খাটে পড়ে থাকেনা খবর
করিমনের সংসার সুখ লাটে বেতাল।
করিমনের শুশুর শাশুড়ী ডাকেন তাহারে
সকল দোষ চাফিয়া দিল তাহারই ঘাড়ে
চোখের পানি মুছিয়া করিমন ভাবে তাহা
কেমন করিয়া লোকে তাহার উপর দোষ চাপায়
জনে জনে আসিয়া করিমনরে বলে
শুন করিমন ”সংসার সুখের হয় রমনীর গুণে”
দুঃখে কষ্টে অতিষ্ট করিমন মনে মনে ভাবে
একেমন বিচার জগৎসংসারে
যাহার দোষে এত অশান্তি এই সংসারখানায়
সে থেকে যায় সকলের অধরায়।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৪
কল্লোল পথিক বলেছেন: সুন্দর কবিতা।
কবিতায়+++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪
বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০
দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার কবিতা একটা সামাজিক চিত্র ভেসে উঠেছে। ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
মাহমুদা আক্তার সুমা বলেছেন: অসাধারন একটি বিষয়। খুব সুন্দর ফুটিয়েছেন।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ, আপনাকে।
৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২১
শরণার্থী বলেছেন: দুঃখে কষ্টে অতিষ্ট করিমন মনে মনে ভাবে
একেমন বিচার জগৎসংসারে
যাহার দোষে এত অশান্তি এই সংসারখানায়
সে থেকে যায় সকলের অধরায়।।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।
৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৫৯
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশের রমনীদের দু:খ বুঝতে পেরেছেন।