নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইহারা কোন গ্রহের বাসিন্দা লোকেমনে এখনও প্রশ্ন জাগিয়া থাকে।ইহারা কি পরিবার ছাড়া পৃথিবীতে নাজিল হইয়াছে তাহাও অনেকের বোধগম্য নহে।ইহাদের অঙ্গিভঙ্গি হাসির খোরাক হইলেও সাম্প্রতিক সময়ে ইহারা মূর্তিমান আতঙ্ক।ছেলে জোয়ান বুড়ো সকলকে ইহাদের চাঁদা দিয়া সম্মান রাখিতে হয়।না হয় কিরুপ নাজেহাল হইতে হয় তা যিনি পড়িয়াছেন তিনি সহজেই অস্বীকার করিয়া থাকিবেন।ইহাদের চাঁদার পরিমাণও নেহাৎ তুচ্ছ নহে।কিন্তু এত সব কিছুর পরও বলিতে হয় ইহারা মানুষ।কোন না কোন পরিবারেই ইহারা জম্মাইয়েছেন।আর জম্মগত শারীরিক ক্রটি ও পরিবারগুলোর অসচেতনাতাই ইহাদের আজকের অবস্থায় আনিয়া ফেলিয়াছে।ইহারা নিতান্ত কিছু সিন্ডিকেটের মানবীয় অব্যর্থ অস্ত্র।অথচ ইহাদের অধিকাংশের উপযুক্ত চিকিৎসার মাধ্যমে লিঙ্গ নির্ধারণ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।ইহাদের পুনর্বাসন নিতান্ত সহজ হইবে।কারণ শক্তি সামর্থ্যে ইহারা স্বাভাবিক মানুষের চেয়ে এগিয়ে।মেধাও নেহাত কম হইবে না কিন্তু চর্চার সুযোগ তো দিতে হইবে।যাহাদের চিকিৎসায় সমাধান সম্ভব নয় ইসলাম ধর্মীয় দৃষ্টিকোনে, তাহারা পরুষের বেশে থাকিবে।ইহাই সর্বশ্রেষ্ঠ পন্থা।ইহাদের অযাচিত কৃত্রিম স্তন সন্নিবেশ ও লম্বা চুল রাখিয়া বরাবরই বিপত্তিকর পরিবেশ সৃষ্টি করিতে সহজ হয়।তাই আসুন,লিখুন,ইহাদিগকে নিজেদের মানুষ হিসাবে চিন্তা করিতে সুযোগ করিয়া দিন।
ছবিসূত্রঃ-নেট
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
মুসাফির নামা বলেছেন: ইহাদের পরিবার লোকলজ্জার কারণে ইহাদের পলায়নপরতাকে পশ্রয় দেয়। আর একটা সিন্ডিকেট ইহাদের পেছনে কাজ করে।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৩
কল্লোল পথিক বলেছেন: ইহাদিগকে নিজেদের মানুষ হিসাবে চিন্তা করিতে সুযোগ করিয়া দিন।
শতভাগ সহমত।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৮
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২১
দিগন্ত জর্জ বলেছেন: এরা অবশ্যই মানুষ এবং আমাদের উচিত তাদের যথাযথ সম্মান করা। সমাজে এরা গ্রহণযোগ্যতা পায়না বলেই অবহেলিত। তবে এদের ভয় পাওয়ার অনেক কারণও আছে। অনেকবার এদের হাতে নাজেহাল হয়েছি। আমি এখন এদের দেখলেই ১০০ গজ দুরত্ব বজায় রাখি।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১
টোকাই রাজা বলেছেন: ইহারাই মানুষ, আমার মনে আমরাই মানুষ নই।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩
শাহাদাত হোসেন বলেছেন: পোস্টের সাথে সহমত
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৬
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯
ঝালমুড়ি আলা বলেছেন: ভালো লেখেছেন সহমত ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৭
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এদের সম্পর্কে পোষ্ট লেখার জন্য । দীর্ঘমেয়াদী এর সমস্যা সমাধানের উপযুক্ত ব্যবস্থা নেয়া উচিৎ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩
কাঁচাঝাল বলেছেন: সুন্দর বিশ্লেষন ভালো লাগল ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৮
মুসাফির নামা বলেছেন: Give me some sunshine
give me some rain
give me another chance
I wanna grow up once again.
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এরা মানুষ কিন্তু মানুষের মর্যাদা পায় না। তবে সমাজে যেখানে 'প্রথম লিঙ্গ' মানে পুরুষ না হলেই নারীর অগণিত দূর্ভোগ সেখানে লিঙ্গ ত্রুটিওয়ালা মানুষের জন্য সুবিবেচনা আশা করা আকাশ কুসুম।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩
মুসাফির নামা বলেছেন: মানুষই পরিবর্তন আনবে।
১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৪
চাঁদগাজী বলেছেন:
"লেখক বলেছেন: ইহাদের পরিবার লোকলজ্জার কারণে ইহাদের পলায়নপরতাকে পশ্রয় দেয়। আর একটা সিন্ডিকেট ইহাদের পেছনে কাজ করে। "
পরিবারগুলো নির্মম, লজ্জার কিছুই নেই; উপরের কিছু অদক্ষ শিল্পী আছে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০২
মুসাফির নামা বলেছেন: লোকিকতাকে আমাদের সমাজে অনেকে ধর্মেরও উপরে স্হান দিয়ে ফেলে। অথচ সঠিক ভাবে গড়ে তুললে ও হতে পারে সম্পদ।আর অদক্ষ শিল্পীতো বেশির ভাগ জায়গায়।
১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
শরণার্থী বলেছেন: সহমত ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ
১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৯
কামরুল হাসান বলেছেন: পুনর্বাসন জরুরী।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ
১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
আরণ্যক রাখাল বলেছেন: কেউ এমনভাবে জন্ম নেয় না। আস্তে আস্তে হয়ে যায়। আবার হয়তো কেউ জন্মগতভাবেই।
পরিবার থেকে বের করে দেয়ার ঘটনা প্রায়ই ঘটে। এটা নিতান্ত অমানবিক।
পুনর্বাসনের ব্যবস্থা করা উচিৎ। আর দরকার শিক্ষা। এদের মেনে নেয়ার শিক্ষাটাই সবার আগে দরকার। মানুষ তো, এটা যদি সবাই বুঝত!
অনেককেই দেখা যায়, এদের ব্যবহার করে চাঁদাবাজি করছে। তাদের শাস্তির ব্যবস্থা যত তাড়াতাড়ি করা হবে, ততই এদের অবস্থার উন্নতি হবে আশা করি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮
মুসাফির নামা বলেছেন: এদের ব্যবহার করে চাঁদাবাজি করছে। তাদের শাস্তির ব্যবস্থা যত তাড়াতাড়ি করা হবে, ততই এদের অবস্থার উন্নতি হবে আশা করি।
শর্ষে ভুতরে ভাই।
১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৭
মুসাফির নামা বলেছেন: এদের ব্যবহার করে চাঁদাবাজি করছে। তাদের শাস্তির ব্যবস্থা যত তাড়াতাড়ি করা হবে, ততই এদের অবস্থার উন্নতি হবে আশা করি।
শর্ষে ভুতরে ভাই।
১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩
মাহমুদা আক্তার সুমা বলেছেন: আমার একটা পোষ্ট আছে এই বিষয়ে পড়ার আমন্ত্রন জানাচ্ছি।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
মুসাফির নামা বলেছেন: অবশ্যই
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮
চাঁদগাজী বলেছেন:
এরা নিজেদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয় কিভাবে? এদেরকে পরিবারের সাথে রাখার জন্য প্রশাসনকে ব্যবস্হা নিতে হবে।