নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আঁধারে ঝিঙে ফুল; এক অদ্ভূত ভাললাগা
কতরাত কাটিয়েছি সে ভাললাগা তারা গুনে
আঁধারে বিবর্ণতা; কতগুলো তারা যেন খসে পড়েছে
আসলে এক উদ্ভট আকাশ আমাদের ঘিরে ধরেছে
কৃষ্ণগহব্বরগুলো একে অপরকে খেয়ে ফেলছে
একদুর্বার গতিতে ধেয়ে আসছে পৃথিবীর পানে
জ্বালানী হারিয়ে নক্ষত্রগুলো পরিণত হয়েছে শ্বেত বামণে
আর প্রতিনিয়ত ওজনস্তর পাতলা সামিয়ানা পরিণত হচ্ছে।।
দক্ষিণে আমি কত গিয়েছি শাদা আবিরের গন্ধে
কাশফুল আর মহুয়া আমায় সঙ্গ দিয়েছে
এমন অনেক সন্ধ্যা কাটিয়েছি গৌধূলীর সঙ্গপানে
আজ সেখানে ইটের ভাটা আর সিমেন্টের ফ্যাক্টরি উন্নয়নের স্লোগান দিচ্ছে
তাইতো কাশফুল নয় আমি সন্ধ্যা কাটাই ধোঁয়া বালির ঢাকা শহরে
যান্ত্রিক চেতনা আর ভারী বাতাস আমায় সঙ্গ দিচ্ছে
এক উদ্ভট সুখ আমাদের ঘিরে ধরেছে
আর সুবুজের ঢাকা কংক্রিটের সৌধে পরিণত হয়েছে।।
জ্যোৎস্নায় রুপোর ঢেউ আর মাঝির দরাদ কন্ঠ
উত্তরে আমি গিয়েছি জলমগ্ন ভাটিয়ালির টানে
জীবন ও মাটি যেখানে একাকার হয়ে গেছে
কত প্রভাত সূর্য উপভোগ করেছি আর তর্জা রচনা করেছি
আজ সেখানে ধু ধু বালি চর, আর কষ্টের নোনতা জল; সবই দবীর আলীর দখলে
তাইতো প্রভাতসূর্য আর দেখিনা, অন্তিম সূর্যও আর খুজিনা
গভীর রাতের কুকুরের আর্তনাদ আর গাড়ীগুলোর ফোত ফোত শব্দকে বড় বাস্তব মনে হচ্ছে
এক উদ্ভট সুর ছায়া আমাদের ঘিরে ফেলেছে।।
ছবিসূত্রঃ-নেট
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫
মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই, আপনাদের উৎসাহ চলার পথের অনুপ্রেরণা। ভাল থাকবেন।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: নির্মম বাস্তবতার কবিতা। অনেক ভাল লাগল।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
মুসাফির নামা বলেছেন: আজাদ ভাই, আপনাদের উৎসাহ চলার পথের অনুপ্রেরণা। ভাল থাকবেন।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার ছবি।।।
কবিতা অসাধারণ।।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই,ধন্যবাদ।
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
শরণার্থী বলেছেন: এক কথায় অসাধারণ।++++++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৫
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫১
ফারিহা নোভা বলেছেন: অনেক সুন্দর।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮
শরণার্থী বলেছেন: এক নির্মমতার বাস্তব উপাখ্যান।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৫
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ ভাই।
৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর। তর্জা মানে কি?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ। তর্জা মুখে মুখে রচিত একধরনের গান বা কবিতা
৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
কামরুল হাসান বলেছেন: দারুণ++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৪৯
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।
৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৫
বিজন রয় বলেছেন: এটি একটি অসামম কবিতা।!!!
+++++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০
মুসাফির নামা বলেছেন: অসংখ্য ধন্যবাদ, বিজন ভাই।
©somewhere in net ltd.
১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
কল্লোল পথিক বলেছেন: জ্যোৎস্নায় রুপোর ঢেউ আর মাঝির দরাদ কন্ঠ
উত্তরে আমি গিয়েছি জলমগ্ন ভাটিয়ালির টানে
জীবন ও মাটি যেখানে একাকার হয়ে গেছে
কত প্রভাত সূর্য উপভোগ করেছি আর তর্জা রচনা করেছি
আজ সেখানে ধু ধু বালি চর, আর কষ্টের নোনতা জল; সবই দবীর আলীর দখলে
তাইতো প্রভাতসূর্য আর দেখিনা, অন্তিম সূর্যও আর খুজিনা
অসাধারন কবিতা।
কবিতায়++++++++++++++++++++++