নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

সমাজকল্যান নামে আমাদের একটি মন্ত্রনালয় আছে?তিন লক্ষ কোটি টাকার মত বাজেট হয়!! কিন্তু এদের জন্য এতটকু বাজেটও নেই???আর দিশেহারা রাজপুত্ররা দিশেহারা হয়ে ঈশ্বরের কাছে করে ফোন!!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭

ওহে ধনতন্ত্র ; তোমার জয় হোক
তুমি তেলা মাথা তেল দেয়
আর এসব নাঙ্গা,ভুখা,ভিখারিকে
করেছ তোমার অলংকার!!!








জানি মহান সব লোকের বসবাস আমাদের আজকের পৃথিবী।তাইতো প্রতি বছর শান্তির জন্য মনোনীত হয় অনেক লোক।কল্যানকামী রাষ্ট্র হিসাবে আমাদের আছে একটি সমাজকল্যান মন্ত্রনালয়।কি তার কাজ? কার কল্যান সে করে? কার করে সর্বনাশ?বিশাল বাজেট আমাদের, প্রতি বছর জ্যামিতিক হারে বেড়ে চলছে। কিন্তু এদের জন্য কি কোন বরাদ্দ নেই? প্রত্যেক মন্ত্রলায় থেকে ভিক্ষা নিলেও মনে হয় এদের পুনর্বাসন হয়ে যায়।নাকি এই চিত্র অর্থ মন্ত্রনালয়ের জন্য খুবই সুবিধা? সহজে আনা যায় অনুদান।আপনারা করেন অলংকার আর দিশেহারা রাজপুত্ররা দিশেহারা হয়ে ঈশ্বরের কাছে করে ফোন!!!


ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১২

বিজন রয় বলেছেন: দুঃখজনক।
আমরা মানুষ বটে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৫

মুসাফির নামা বলেছেন: এখানেই শেষ বিজন ভাই!

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

চাঁদগাজী বলেছেন:



সমাজ কল্যাণ, নাকি আওয়ামী কল্যান মন্ত্রনালয়?

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

মুসাফির নামা বলেছেন: গাজী ভাই, দেওয়ালেরও কান আছে।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৫

এযুগেরকবি বলেছেন: দুঃখজনক।
আমরা মানুষ বটে!

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩০

মুসাফির নামা বলেছেন: আমরা এখন শুধু ষ। আমা্দের মানু আর নেই।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৯

শরণার্থী বলেছেন: আরে ভাই ,যার নাই কোন আকার তিনি হলেন সরকার.....

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

মুসাফির নামা বলেছেন: আকার বিহীন সরকার, আছে কোন দরকার..

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৯

কল্লোল পথিক বলেছেন: আমি বাকরুদ্ধ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

মুসাফির নামা বলেছেন: কল্লোল ভাই, চোখ থাকিতে এরা অন্ধ।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

ঢাকাবাসী বলেছেন: কথগুলো ঘুষখোর কমিশনখোর নকল করে পাশ করা আমলারা............

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

মুসাফির নামা বলেছেন: যথার্তই বলেছেন।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

সুদিন বলেছেন: প্রতিবন্ধী ও ভিক্ষুক পুনর্বাসন করা খুব একটা কঠিন কাজ না। দরকার সরকার এবং দেশবাসীর সদিচ্ছা। আচ্ছা আপনিই চিন্তা করে দেখুন আমাদের প্রতিবন্ধী ও ভিক্ষুক এর সংখ্যাটা কত, তাদের জন্য কত টাকা দরকার আর আমাদের প্রতিবছর কত হাজার কোটি টাকার দুর্নীতিতে নষ্ট হচ্ছে।

আসলে এটা নিয়েও আছে বিরাট এক রাজনৈতিক ব্যবসা ...............

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৫

মুসাফির নামা বলেছেন: আসলে এটা নিয়েও আছে বিরাট এক রাজনৈতিক ব্যবসা ..............
যথার্তই বলেছেন।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৪

আজাদ মোল্লা বলেছেন: ছবি গুলো অনেক কষ্ট কর ,
ভালো থাকবেন ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.