নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উলফা নেতা অনুপ চেটিয়া সাম্প্রতিক কালে সাংবাদিকদের বলেন বাংলাদেশের ৮০ ভাগই লোকই ভারতের বিভক্তি চায় এবং তিনি তার কারন হিসাবে উল্লেখ করেছেন বাংলাদেশের মানুষ চায় দুর্বল প্রতিবেশী।এদেশের বেশিরভাগ মানুষ ভারতের প্রতি ঘৃণা প্রদর্শন করে ভারতের কর্মকান্ডে।সে ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে ভারতের একের পর এক উদ্ধত্যপূর্ণ আচরণ,অসহযোগিতা, সীমান্তে নির্বাচারে বাংলাদেশী হত্যা,মুসলিম ভারতীয় বাঙ্গালীদের বাংলাদেশে পুশইন,বিশাল বাণিজ্যিক ঘাটতি,নদীতে আন্তর্জাতিক আইন লঙ্গন করে একের পর এক বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে রুপান্তর,আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে অসহযোগিতা, বাংলাদেশে মাদক চোরাচালানে সহযোগিতা,সীমান্তে কাঁটাতারের বেড়া, দীর্ঘদিন মুজিব ইন্দিরা চুক্তি বাস্তবায়ন না করা,পার্বত্য চট্রগ্রামের বিচ্ছিন্নতাবাদীদের সহযোগিতা,বাংলাদেশের আভ্যন্তরীন রাজনীতিতে তাদের নির্লজ্জ হস্তক্ষেপ সহ এতসব ঘটনা কি ভারতের প্রতি এদেশের মানুষের বিদ্বেষের জন্য যথেষ্ট নয়।১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছে মানে তো এই নয় তারা আমাদের ক্ষরিদ করে নিয়েছেন।(অবশ্য অনেক বিশ্বেষক বলেন,তাও এজন্য সহযোগিতা করেছে (শক্রর শক্র আমার মিত্র এই তথ্যের ভিওিতে)।বাংলাদেশের মানুষ চায় বন্ধু সুলভ প্রতিবেশী দাদা সুলভ নয়।আর আসামের ব্যাপারে এদেশের মানুষের দৃষ্টিভঙ্গি আসামের জনগনই ঠিক করবে তারা কি চায়।।
ছবিসূত্রঃ-নেট
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
মুসাফির নামা বলেছেন: সত্য বড় কঠিন,তাকে ভাসিলাম ভাল। মিথ্যা চেতনা একদিন তাদেরকে আফসোসে ফেলবে।
২| ১২ ই জুন, ২০১৬ দুপুর ২:২৭
খায়রুল আহসান বলেছেন: লেখাটা আরেকটু বড় হলে ভালো হতো।
ক্ষরিদ<খরিদ হবে।
২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৪৯
মুসাফির নামা বলেছেন: ধন্যবাদ খায়রুল ভাই।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩
কবি এবং হিমু বলেছেন: পোস্টা পড়ে ভালই লাগলো।অনেকের মনে যে আঘাত করে ফেললেন।চেতনাবাদীরা এখন আপনাকে গালাগালি না করলেই চলে