নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সমালোচক,তবে তা সংশোধনরে জন্য। আবার একজন প্রশংসাকারিও বটে, তবে তোষামোদকারি নয়।জানতে চাই অনেক কিছু।হতে চাই কালের সাক্ষী।

মুসাফির নামা

সত্যানুসন্ধানী

মুসাফির নামা › বিস্তারিত পোস্টঃ

নামেই মনে হয় যত সমস্যা!!!সংস্কার তব শুরু হোক নাম থেকেই, বুড়ীগঙ্গার নাম হোক নয়াগঙ্গা অথবা যুবতীগঙ্গা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৪৬





এক কালের বুড়ীগঙ্গা







এই কালের বুড়ীগঙ্গা

সুদুর প্রাচীন কাল থেকে সভ্যতাগুলো অথবা নগরগুলো গড়ে উঠেছিল নদীকেন্দ্রিক।আমাদের প্রিয় রাজধানীও তেমনি গড়ে উঠেছে বুড়ীগঙ্গার তীরে।আজ সে বুড়ীগঙ্গার করুণ অবস্থা ঢাকা সভ্যতার বিলুপ্তির ইঙ্গিত দেয়।সরকারের তো এত জিনিস নিয়ে ভাবভার সময় কোথায়। আর আমদের কিছু পরিবেশবাদী সংস্থা আছে যারা টিভি ফুটেজ আর কীভাবে পুরস্কার আনা যায় সে লবিং এ ব্য¯ত। হে কালের স্তম্ব তুমি মোদের ক্ষমা কর।।


ছবিসূত্রঃ-নেট

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৯

রাবার বলেছেন: আমদের কিছু পরিবেশবাদী সংস্থা আছে যারা টিভি ফুটেজ আর কীভাবে পুরস্কার আনা যায় সে লবিং এ ব্য¯ত। সহমত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

মুসাফির নামা বলেছেন: ব্লগারদের এসব বিষয়ে আরো সোচ্চার হওয়া জরুরী।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২০

প্রবাসী ভাবুক বলেছেন: আমাদের পরিবেশবাদীদের কাজ আসলে কি তারা নিজেরাও জানে বলে মনে হয় না। পুরস্কারের জন্য লবিং প্রয়োজন হয় না। কাজ করলেও পুরস্কারই নিজে এসে ধরা দেয়।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩২

মুসাফির নামা বলেছেন: ব্লগারদের এসব বিষয়ে আরো সোচ্চার হওয়া জরুরী।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১

কল্লোল পথিক বলেছেন: বুড়ী গঙ্গাকে পূর্ণ যোবনে দেখতে চাই।

১১ ই জুন, ২০১৬ রাত ১১:২৬

মুসাফির নামা বলেছেন: সমস্যাগুলো কেমন যেন গভীরই হচ্ছে,সমাধান কেমন করে আসতে পারে -বুঝতেছিনা!

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৮

আরণ্যক রাখাল বলেছেন: দেশ কি আর নদীমাতৃক আছে?
নদীমাতৃক বাংলা চাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৪

মুসাফির নামা বলেছেন: মানুষতো তো সে আমরাই আছ।তাই নদী বাঁচাতে লিখুন।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

সুমন কর বলেছেন: মনে হয় না, একে আর রক্ষা করা যাবে !!!!

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২

মুসাফির নামা বলেছেন: আশা সফলতার দ্বার।

৬| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ১:২০

খায়রুল আহসান বলেছেন: একটা জ্বলন্ত সমস্যা নিয়ে ব্লগ লেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শিরোনামটা যথার্থ, তবে 'যুবতী গঙ্গা' এর চেয়ে 'নয়াগঙ্গা' ভালো শোনাবে বলে মনে করি।

১১ ই জুন, ২০১৬ রাত ১১:২৫

মুসাফির নামা বলেছেন: সমস্যাগুলো কেমন যেন গভীরই হচ্ছে,সমাধান কেমন করে আসতে পারে -বুঝতেছিনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.