নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

অগ্নিশ্বর: একটি সাধারন গাছের অসাধারন হবার গল্প

০৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:০৮



(ছবিটি কোন ভাবেই সোজা করতে পারছিলাম না কিন্তু ব্লগার মরুভূমির জলদস্যু'র সাহায্যে সুন্দর করে দেওয়া গেল )
ছবির গাছটি খুব সাধারন এক পাতাবাহার হলেও এর একটি নাম রয়েছে, 'অগ্নিশ্বর' । গ্রামাঞ্চলে বলা হয় যেই বাড়ীতে এই গাছ থাকে সেই বাড়ীতে বজ্রপাত হয় না! যাহোক, গাছের ভেষজগুণাবলী বা অলৌকিক ক্ষমতা নিয়ে আলোচনা করতে বসিনি আজ, মূলকথায় পরে আসছি। সবসময়ের খুব শখ ছিল নিজের একটা বাসা হলে মন ভরে গাছ লাগাবো ভাড়াবাসার ছোট বারান্দায় মন ভরে না। কিন্তু এপার্টমেন্টের বারান্দা আরো ছোট, কী আর করা ছাদ আছে বলে শ্বান্তনা দিচ্ছিলাম নিজেকে। সেখানে আসার পরে দেখলাম ভাড়া বাসার চাইতে কঠিন সব নিয়ম। ডেভেলপারের করা এপার্টমেন্ট আমার মতে মগের মুল্লুক , ল্যান্ড ওনারদের নিজেদের ক্ষমতা নাই বলে কোম্পানীকে দিয়ে বিল্ডিং করায় কিন্তু যারা ফ্ল্যাট কিনে নেয় তাদের উপরও ছড়ি ঘোরায়। এমন একটা ভাব তারাই সব, বাকীরা ভাড়া থাকছে!
যাহোক, বারান্দা ছোট বিধায় প্রথমে গাছ ছাদে রেখেছিলাম, কমিটি থেকে জানালো ছাদে গাছ রাখা যাবে না। এবার নিচে নিজেদের গ্যারেজে নিয়ে রাখলাম যাতে কোন অভিযোগ না আসে এবং পরে সুবিধা মত বারান্দায় রাখতে পারি। কিন্তু সেখানেও অভিযোগ! এবার আর গাছ না সরিয়ে পাল্টা জবাব দিলে কয়েক দিন পর দেখি একটা টব উধাও তাও এমন একটা গাছ ছিল যেটায় সাথে আমার অনেক বেশি আবেগ জড়িত। এবার আর ছেড়ে না দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করলে ধানাইপানাই অযৌক্তিক সব কথা বলছিল। তার অযৌক্তিক যুক্তিগুলো চোখে আংগুল দিয়ে দেখিয়ে শেষে বললাম আমার দুই বাচ্চার কবরের উপরে লাগানো এই গাছ, সেখান থেকে এনে লাগানো ছিল টবের গাছটা, দেখতে সস্তা সামান্য গাছ হলেও এটার সাথে আমার অনেক আবেগ জড়িত। হারিয়েই গেছে ভেবে চলে আসার ঘন্টাখানেক পরেই দারোয়ান জানায় গাছটা পাওয়া গেছে!!
বাসায় এনে টবে দেওয়ার সময় মনে মনে ভাবছিলাম যেভাবেই হোক হারিয়ে যাওয়া গাছটি তো ফেরত পেলাম কিন্তু যারা হারিয়ে গেছে তাদের তো এই জীবনে আর ফেরত পাওয়া সম্ভব না, গাছটা না পেলেই হয়ত ভালো হতো……।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১০:২৯

মরুভূমির জলদস্যু বলেছেন:

০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:০৮

নীল-দর্পণ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন। কোনভাবেই যখন সোজা করতে পারছিলাম না তখন মনে পড়ছিল সোহানী আপুর পোস্টের ছবি এমন সোজা করে দিয়েছিলেন, মনে মনে ভাবছিলাম অমন করে কেউ হেল্প করলে ভালো হতো। :D

২| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:০২

শায়মা বলেছেন: এই গাছের মাঝেই থাকুক ওরা নীলমনি!!!

আমাদেরও ভালোবাসা রইলো। অনেক ভালো থাকুক ওপারের এবং এপারের সবাই।

০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:১১

নীল-দর্পণ বলেছেন: কমেন্ট পড়তে পড়তে মনে হচ্ছিল তুমি যেন আদরে জড়িয়ে ফিসফিস করে বলছো কথাগুলো। অনেক ভালোবাসা আপুনি, অনেক যদিন যাতে সুস্থ থাকো এভাবে আদরে, হাসি খুশিতে রাখো সবাইকে সেই কামনা করি।

৩| ০৬ ই মার্চ, ২০২২ সকাল ১১:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এই অগ্নিশ্বরে কিন্তু ফুল হয়। বেশ সুন্দর ফুল।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১১

নীল-দর্পণ বলেছেন: বাস্তবে দেখিনি এর ফুল, ছবিতে দেখলাম, আসলেই সুন্দর। হয়ত অনেক বছর পর পর হয় এর ফুল।

৪| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১২:৪০

প্রত্যাবর্তন@ বলেছেন: বাহ ! সুন্দর !!

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:১১

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:০১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যেখানে এমন আবেগ জড়িত সেটাতো আপনার চোখের সামনেই থাকবে, গাছটা দেখলেই ওদের অস্তিত্ব অনুভব করবেন। ভাল থাকুক বাবুরা ওপারে। ভাল থাকুক নতুন বাবু এপাড়ে।

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৮

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ভালোবাসা আপনার পরীটার জন্যে :)

৬| ০৬ ই মার্চ, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: নামটাই তো কি সুন্দর!!!!

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৫:২৯

নীল-দর্পণ বলেছেন: হ্যাঁ, খুব ওজনদার নামটা!

৭| ০৬ ই মার্চ, ২০২২ রাত ৮:১২

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমি বিশাল একটা ছাদ সহ ফ্লাট পেয়েছি। পুরাটাই আমার। সাজাচ্ছি, এক পাশে গাছ, এক পাশে বসার জায়গা, মধ্যেখানে বারবিকিউ করবার চুলা একটু ফাঁকা জায়গা!

কল্যানপুরে ভাড়া থাকতাম যখন তখন ছাদে কিছু গাছ লাগিয়েছিলাম। আর একজন গাছ প্রেমী সেই গাছ গুলি ফেলে দিয়েছিলেন :(

০৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:০৭

নীল-দর্পণ বলেছেন: গাছের প্রতি মানুষের কেন এত শত্রুতা বুঝি না!
অপনি খুবই ভাগ্যবান যে নিজের মনের মত করে সাজানোর জন্যে জায়গা এবং সুযোগ পেয়েছেন আবার।

৮| ০৭ ই মার্চ, ২০২২ রাত ৩:০৪

সোহানী বলেছেন: আমার গাছের প্রতি শখ সীমাহীন। কি পরিমান যে গাছ কিনি আর ক'দিন পর মরে যায় তার হিসেব নেই। কারন ওয়েদারের কারনে বেশী দিন বাঁচানো যায় না। তারপরও ১৫/২০ টা ইনডোর প্লান্ট আছে।

লিখাটার শেষে এসে মনটা খারাপ হয়ে গেল। ভালো থাকুক তারা ওপারে।

০৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:১৩

নীল-দর্পণ বলেছেন: আমার সবজি গাছ লাগানোয় শখ বেশি তবে সব রকমই ছিল একসময়। এখন বারান্দা ছোট বিধায় হিসেব করে লাগাতে হবে। আমার আম্মা দুঃখ করে বলছিলেন যে ঢাকায় এসেছি প্রায় ৪০বছর, ভাড়া বাসায় যেখানেই থেকেছি২/৪টা গাছ ছিল সাথে এখন নিজের ফ্ল্যাটে এসে গাছ নিয়ে ঝামেলা!

৯| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৪

মলাসইলমুইনা বলেছেন: এই গাছটাকে যত্ন করতে হবে । এই গাছের ফোটোটাতো উল্টে রাখা যায় না ।আমি ফটোটা সোজা করে ব্লগে দেখি জলদস্যু অলরেডি ঠিক করে দিয়েছেন । তাই আর কাল লগ ইন করে মন্তব্য করা হয় নি ।তারার দেশে উজ্জ্বল তারার মুকুট পরে থাকা আমাদের দুই ভাগ্নির জন্য অনেক দোয়া।ভালো থাকবেন ।

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০০

নীল-দর্পণ বলেছেন: ফটোটা সময় বের করে যে এডিট করেছেন সেটাই অনেক। আন্তরিক ধন্যবাদ জানবেন। ভাগ্নীরা আর কিছুদিন পরে তাদের আংকেলকে খোঁজা শুরু করবে। :)

১০| ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:১৫

মনিরা সুলতানা বলেছেন: গাছাটা দেখতে বেশ, নাম তো মন কেড়ে নিলো।
এত মায়ায় লেখা, ভালোবাসা নীলু।

০৮ ই মার্চ, ২০২২ সকাল ১১:৩৮

নীল-দর্পণ বলেছেন: গাছটার ফুলও খুব সুন্দর হয় যদিও অনেক দিন পরপর ফোটে হয়ত।
ব্লগে এসে আপনদের দেখলে কী যে ভালো লাগে আপু। অনেক ভালো থাকবেন।

১১| ০৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২০

শার্দূল ২২ বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়। প্রস্থান বানান কি ঠিক হইসে?

আমিতো তোমাকে দেখে অবাক হয়েছি যে আমাদের নীল আপুটা এখনো লেখে দেখি। কেমন আছো তুমি নীল আপুটা? পুরোনো অনেক আছে দেখেছি সবাইকি ছিলো নাকি ফিরে এসেছে?

তোমার অরজিনাল নামটা লেখার ইচ্ছে ছিলো পরে ভাবলাম না থাক হয়তো আড়াল রাখতে চাও। সে যাই হোক তোমার বর্তমান নিয়ে কিছু বলো, কি করছো ? এখন কত বড় হয়েছো? খুব ছোট থেকে তুমি ব্লগিং করো সেই ছোট্ট মনিটা এখন কত বড় হয়ে কি করছে জানার ইচ্ছে থাকলো, মিস করি সেই সময়ের সমসয় গুলো অনেক সুনদর ছিলো ।ইত্যাদি ইত্যাদি

শুভ কামনা নীলুর জন্য

১৬ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৩

নীল-দর্পণ বলেছেন: বানানে কোথায় ভুল হল তা যদি দেখাতেন…

হঠাৎ আসি, আবার হারিয়ে যাই, আবার ফিরে আসি…এই ব্লগকে ভুলে যাওয়া সহজ নয় আর আপনি যে সময়ের কথা বলছেন সেই সময়ের মানুষদের পক্ষে তো আরো কঠিন।
পুরোনো অনেকেই টিকে আছেন এখনো, এই জন্যেই মূলত বারবসর ফিরে আসা, মনে হয় যেন আপন একটা গণ্ডিতে এসেছি।

অরিজিনাল নামে আর সমস্যা নাই এখানে তবে সবার আদরের 'নীলু' ডাকটাই বেশি ভালো লাগে। সময়ের বিচারে অনেক বড় হয়ে গেলেও সেই নীলুটিই রয়ে গেছি, থাকতে চাই এখানে। :)
কোথায় আছি, কী করছি তা এখানে বলেছি অনেকটাই
সর্বশেষ আপডেট আছে এখানে


রেগুলার যে এখনো আসা হয়না তা নিশ্চই রিপ্লাই এর অবস্থা দেখেই বুঝতে পারছেন? ৫তারিখের মন্তব্যের রিপ্লাই দিচ্ছি আজ!

পুরনোদের দেখলে খুব ভালো লাগে, আশা করছি নিয়মিত হবেন। :)

১২| ৩০ শে এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৪

খায়রুল আহসান বলেছেন: শেষ লাইনটা পড়ে মনটা খুবই ভারাক্রান্ত হয়ে গেল! ওদের জন্য আন্তরিক দোয়া রইলো।
প্রতিমন্তব্যগুলো এতটা আদরে ভালবাসায় করেছেন, ভালো লেগেছে।
ভালো থাকুন, শুভকামনা---

০৫ ই মে, ২০২২ দুপুর ২:৪২

নীল-দর্পণ বলেছেন: আপনাদের দোয়ায় আমার যাদুধনেরা আছে এটা জেনেই খুব ভালো আগে, আন্তরিকভাবে কৃতজ্ঞ আমি।

ঈদের শুভেচ্ছা জানবেন। মেলবোর্নে আছেন এখন, সুন্দর কাটুক দিনগুলো, সুস্থতায় কাটুক এই কামনা করি।

১৩| ০৫ ই মে, ২০২২ বিকাল ৩:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: প্রিয় নীল দর্পণ।
আপনার প্রতিটি পোস্ট ইউনিক।
একটি অতিপরিচিত সাধারণ বৃক্ষ শুধু লেখনি জাদুতে যে অসাধারণ হতে পারে এই পোস্টটি তার প্রমাণ।
শুভেচ্ছা।

০৬ ই মে, ২০২২ সকাল ৮:৪৮

নীল-দর্পণ বলেছেন: আপনারা আমাকে ভালোবাসেন বলেই আমার সাধারন লেখাও ভালো লাগে আপনাদের কাছে। আন্তরিক ধন্যবাদ জানবেন এত সুন্দর মন্তব্যের জন্যে। :)

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:৪৩

অপ্‌সরা বলেছেন: অগ্নিশ্বর কেমন আছে আর বাবু দুইটার পোস্ট লেখো কি করে কি বলে সব সব সব !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০০

নীল-দর্পণ বলেছেন: অগ্নিশ্বর ভালো আছে। বাবু দুইটা তো দিনকে দিন দুষ্টু হচ্ছে। একজনকে বকা দিলে হাত মোবাইলের মত করে কানে দিয়ে "আব্বুওও ব্লা…ব্লা…ব্লা…আম্মওও…" বাবাকে ফোন করে বিচার দেয়!

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৪৮

অপ্‌সরা বলেছেন: হাহা হাহাহাহা সত্যি!!!!!!!!!!!!!!!!!!

দেখতে পাচ্ছি........

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ২:১৪

শ্রাবণধারা বলেছেন: কি অসামান্য একটা লেখা। নাগরিক জীবনে টবের গাছ রাখার বিড়ম্বনার কথা সুন্দর ভাবে উঠে এসেছে।

শেষের দিকের লাইনগুলো পড়ে হৃদয় ভেঙ্গে গেল। সেই বাবু দুটোর জন্য অনেক অনেক দোয়া।

আপনার লেখা পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কনে দেখা গল্লটার কথা মনে পড়লো।

লিংক দিলাম যদি আগে পড়ে না থাকেন।কনে দেখা - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

০৩ রা অক্টোবর, ২০২২ রাত ১১:১৬

নীল-দর্পণ বলেছেন: আগে পড়িনি কনে দেখা গল্পটা। সত্যিই খুব মায়াময় । ধন্যবাদ আপনাকে লিংকটা দেওয়ার জন্যে।

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০২২ সকাল ১১:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক বলেছেন, এপার্টমেন্ট বাসায় মনে হয় যেন এরা নিজেরা প্রথমে মারামারি করে পড়ে সিদ্ধান্ত নেয় যে কাউকেই ছাদে বাগান করতে দিব না! ;) :P
আমিও যে বাসায় ভাড়া থাকি সেটার ছাদ একেবারে পরিস্কার! অথচ সীমিত আকারে কিছু জায়গা ছাদ বাগান বাড়িওয়ালাই করতে পারে, নিজেদের মধ্যে বোঝাপড়া করে। যাদের ছাদ বাগান করতে মন চাইবে না, তারা করবে না। কিন্তু কেউ আগ্রহী হলে তাকে করতে দেয়া উচিৎ।

১৫ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:২৮

নীল-দর্পণ বলেছেন: যারা আগ্রহী তাদের করতে দেওয়া উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.