নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আস্ সালামু আলাইকুম্

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

নীল-দর্পণ

নগণ্য একজন মানুষ। পছন্দ করি গল্পের বই পড়তে, রান্না করতে। খুব ইচ্ছে করে ঘুরে বেড়াতে। ইচ্ছে আছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর।

নীল-দর্পণ › বিস্তারিত পোস্টঃ

একটি সুসংবাদ: সৃষ্টিকর্তার অমূল্য এক উপহার……

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:০২

আনন্দটা যেমন শেয়ার করেছি ব্লগে কষ্টটাও করেছি। আর তাইতো বিয়ে, চাকরী, হানিমুন, বিদেশ ভ্রমন, বাচ্চাদের হারানো সকল খবর ই শেয়ার করেছি।
আজ শেয়ার করতে এসেছি আনন্দের খবর। সম্প্রতি দুই কন্যা সন্তানের মা হয়েছি।
প্রকৃতিতে কারো শূণ্যস্থান কেউ পূরণ করতে পারে না এটা বুঝেছি আমার কন্যারা দুনিয়াতে আসার পরে। ইউশা-হাফসাকে হারানোর পর দোয়া করতাম আল্লাহ যা নিয়ে গেছেন তাই যাতে ফেরত দেন আমাদের, এই শূণ্যস্থান যাতে পূরণ করে দেন। কয়েক মাস পর যখন জানতে পারি দুইজনের মা হচ্ছি তখন মনে হয়েছিল আল্লাহ শূণ্যতা দূর করতেই ডাক শুনেছেন। কিন্তু বুঝতে পারলাম সন্তানের শূণ্যতা মায়ের কাছে আসলে কোন কিছুতেই পূরণ হবার নয়, জুওয়াইরিয়া-জুনায়রা আসার আগেও ইউশা-হাফসার জন্যে যেমন মন পোড়াতো, চোখে পানি আসতো ওরা আসার পরেও তেমনি আসে। ভালোবাসা বা কষ্ট একবিন্দুও কমেনি!

আমার কন্যাদের জন্যে সবাই দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে, নেক বান্দা হিসেবে গড়ে ওঠে।

মন্তব্য ৫৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২৩

সোহানী বলেছেন: এটি ছোট নয় অনেক অনেক বড় সুসংবাদ। আলহামদুলিল্লাহ। অনেক অনেক বড় হোক এ কামনায়।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪২

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

২| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৮:১২

শেরজা তপন বলেছেন: আপনার আগের বাচ্চাদ্বয় কি যমজ ছিল? কতটুকু বয়সে কিভাবে মারা গিয়েছিল?
দুটো মেয়ে হারানোর পরে একসঙ্গে দুটো মেয়ের মা হওয়া ব্যাপক সুসংবাদ!! পৃথিবীর বিরলতম ঘটনা।
ওদের সুস্থ্যতা দীর্ঘায়ু কামনা করছি।

১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪১

নীল-দর্পণ বলেছেন: হ্যাঁ আমার আগের বাচ্চাদ্বয় ও জমজ ছিল। এক ছেলে এক মেয়ে, ২৫সপ্তাহের প্রিম্যাচিউর ছিল। মেয়েটা ২০ ঘন্টা আর ছেলেটা ৪দিন বেঁচে ছিল NICUতে।

৩| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
যাক আল্লাহ আপনার দুই সন্তান নিয়ে আবার দুই সন্তান উপহার দিয়েছেন। যা চেয়েছে তা পেয়েছেন। শুকরিয়া। সুন্দর সুখবর শেয়ারে ধন্যবাদ। কন্যাদ্বয়ের জন্য শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া রইল।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:১৪

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:১১

আহমেদ জী এস বলেছেন: নীল-দর্পণ,




অনেক কাঙ্খিত খুশির খবর নিঃসন্দেহে!
কোলের শূন্যতা যেমন পূর্ণ হয়েছে, সন্তানদের নিয়ে আপনার মনের বাসনাও যেন তেমনি পূর্ণ হয়।
শুভকামনা সকলের জন্যে।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:১৭

নীল-দর্পণ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

৫| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: প্রথমেই, আলহামদুলিল্লাহ!
সোহানী ঠিকই বলেছেন: "এটি ছোট নয় অনেক অনেক বড় সুসংবাদ"! আল্লাহ রাব্বুল 'আ-লামীন আপনার শূন্যতা পূরণ করে দিয়েছেন। তিনি এই যমজ শিশুদুটিকে তাদের মা বাবার চক্ষুর শীতলতার উপকরণ বানিয়ে দিয়েছেন। দোয়া করি, তারা সুসন্তান হিসেবে গড়ে উঠুক, তাদের নিজেদের, পিতামাতার, বংশের এবং দেশের মুখ উজ্জ্বল করুক। আল্লাহ আপনার পরিবারের সকলকে সুরক্ষা করুন, সুস্বাস্থ্যে রাখুন, শান্তিতে রাখুন!

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২১

নীল-দর্পণ বলেছেন: মন্তব্যের মাধ্যমে এত সুন্দর একটি দোয়া আমার কন্যাদের জন্যে করেছেন তার জন্যে আন্তরিক ধন্যবাদ জানবেন। আল্লাহ সুস্থ রাখুন আপনাকে।

৬| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:১৮

অপু তানভীর বলেছেন: শিরোনাম বদলে লিখুন অনেক বড় একটি সুংবাদ ! ইহা কোন ভাবেই ছোট কোন সুংবাদ নয় !

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২১

নীল-দর্পণ বলেছেন: বদলে দিলাম শিরোনাম :D

৭| ১০ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:২৯

জুল ভার্ন বলেছেন: আলহামদুলিল্লাহ।
ফি আমানিল্লাহ।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২৪

নীল-দর্পণ বলেছেন: আলহামদুলিল্লাহ

৮| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: নীলুমনি
আল্লাহ হয়ত ওদের দুজনকেই আবার পাঠিয়েছেন। কে জানে?

অনেক অনেক দোয়া আর ভালোবাসা আর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা তোমাকে এই দুজন ফুটফুটে কন্যা দেবার জন্য।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২৮

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপু

৯| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

হাসান মাহবুব বলেছেন: খুব ভালো খবর নীলু। মঙ্গল হোক তোমার।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:২৮

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ হামা ভাই।

১০| ১০ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: শুভ কামনা রইলো।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৩০

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ জানবেন।

১১| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহর অশেষ নিয়ামত।
আল্লাহ আপনাকে সহ আপনার পরিবারকে কন্যাদ্বয়কে নেক হায়াত দিন
সুস্থ ও নিরাপদ রাখুন

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৩১

নীল-দর্পণ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন আপু আমার কন্যাদের আপনার দোয়ায় রাখার জন্যে।

১২| ১০ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:



বাচ্চাদের জন্য ও আপনার জন্য শুভ-কামনা রলো।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৩৯

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ জানবেন ।

১৩| ১০ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!!

খুব শখ ছিল টুইনের :)
টুইন দেখলেই আদর করতে ইচ্ছে করে।

অভিনন্দন মা ও সন্তান নিরাপদ থাকুন, সুস্থ থাকুন শুভকামনা অন্তহীন....

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৩

নীল-দর্পণ বলেছেন: আমাদের দু'জনের ও টুইনের শখ ছিল খুব , আল্লাহ পূরণ করেছেন। কিন্তু যখন রাতে একজনের পর একজন জাগে তখন মনে হয় টুইনদের বড় করা কত ধৈর্য কত কষ্টের। আল্লাহ আমাদের তার উপযোগী ভেবেছেন বলেই হয়ত পাঠিয়েছেন। :)
আন্তরিক ধন্যবাদ জানবেন।

১৪| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১০:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার দুইটি সন্তান বেহেস্তি পরিবেশে আছে আর দুইটি সন্তান আপনার কোল জুড়ে আছে। চার জনের জন্যই শুভকামনা। মৃত্যুর পড়ে আশা করি সবাই এক জায়গায় হবেন।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৫

নীল-দর্পণ বলেছেন: মৃত্যুর পরে ইনশাআল্লাহ সবাই একসাথে হবো সেই আশাতেই আছি।

১৫| ১০ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০৪

হাবিব বলেছেন: আলহামদুলিল্লাহ। অনেক অনেক দোয়া রইলো

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৬

নীল-দর্পণ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।

১৬| ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪৬

ডঃ এম এ আলী বলেছেন:


সু সংবাদ । বাচ্চাদেরসহ আপনার জন্য রইল
অনেক অনেক শুভকামনা ।

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৬

নীল-দর্পণ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।

১৭| ১১ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০০

নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই দোয়া রইলো আপনার মেয়েদের জন্য। আল্লাহ যেনো নেক হায়াত দান করে

১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৮

নীল-দর্পণ বলেছেন: আল্লাহ যেনো নেক হায়াত দান করে…… আমিন।
আনন্তরিক ধন্যবাদ জানবেন আমার মেয়েদের দোয়ায় রাখার জন্যে।

১৮| ১১ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৯

বিটপি বলেছেন: এই আনন্দের ভাগ আমাদেরকে দেবার জন্য ধন্যবাদ জানাই। ওদের আকিকার ছবি শেয়ার করে আমাদেরকেও অংশ নেয়ার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৩

নীল-দর্পণ বলেছেন: আকিকাতো ওদের ১৪দিনে দেওয়া হয়েছে, এখন বয়স ২মাস শেষ। একজন একটু অসুস্থ ছিল তা নিয়েই টেনশন বিধায় দেরিতে পোস্ট দিয়েছি।

১৯| ১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:২২

নতুন বলেছেন: অনেক দোয়া রইলো রাজকন্যাদের জন্য।

মা কখনোই তার সন্তানদের ভুলতে পারেন না। কিন্তু ২ মেয়ে অবশ্যই আগের কস্ট অনেকটাই কমিয়ে দেবে।

১১ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

নীল-দর্পণ বলেছেন: আগে ভাবতাম যার অনেক সন্তান সে বুঝি দুই একজনকে ভুলে থাকতেই পারে। কিন্তু মা কখনই সন্তানদের যে ভুলতে পারেন না কথাটা দ্বিতীয়বার মা হওয়ার পর ভালভাবে উপলব্ধি করতে পেরেছি।

২০| ১৬ ই নভেম্বর, ২০২১ দুপুর ১:২৪

প্রত্যাবর্তন@ বলেছেন: শুভকামনা রইল

১৮ ই নভেম্বর, ২০২১ বিকাল ৩:৫৪

নীল-দর্পণ বলেছেন: ধন্যবাদ জানবেন।

২১| ২৩ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:০২

জেরী বলেছেন: কেমন আছ বইন?তোমার লেখাটা পড়ে শুভেচ্ছা জানাইতে আসলাম :)

ভালো থেকো আর পুচ্চিদের জন্য অনেক অনেক ভালোবাসা ও আদর ...

২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

নীল-দর্পণ বলেছেন: আল্লাহ জেলী'দিইইই! কত্ত যুগ পরে! ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? কী যে অবাক হইছি তোমাকে দেখে! ভালো থাকো অনেক অনেক।

২২| ০১ লা ডিসেম্বর, ২০২১ রাত ৯:০০

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: অনেক ভালোবাসা দুইটা পুচ্চির জন্য।

২১ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:১৯

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ৭:২৫

চাঙ্কু বলেছেন: সেইরাম খবর!! অভিনন্দন!! কন্যাদের জন্য অনেক অনেক ভালোবাসা!!

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২

নীল-দর্পণ বলেছেন: এই পাড়ায় যে এখনো আপনার পদচারনা আছে তাই দেখে খুবই আনন্দিত সাথে অবাকিত হলুম! ভালো আছেন নিশ্চই? অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। :)

২৪| ০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

মেহবুবা বলেছেন: আলহামদুলিল্লাহ! ভাল থেকো সবাইকে নিয়ে।

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫২

নীল-দর্পণ বলেছেন: অনেক ধন্যবাদ আপু।

২৫| ১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:৫৫

শায়মা বলেছেন: পুচ্চিগুলোর কি খবর নীলুমনি!!! :)

১৯ শে জানুয়ারি, ২০২২ রাত ১১:৩২

নীল-দর্পণ বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছে। একজন সন্ধ্যায় ঘুমিয়েছে আরেকজনের সাথে যুদ্ধ করে হেরে গিয়ে রাত ১১টায় তার বাবার কাছে হ্যান্ডওভার করেছি, তারপর সে নিদ্রাপুরীতে গেছে আর আমি এখানে! এভাবেই দিন রাত যাচ্ছে। :)

২৬| ০৭ ই মার্চ, ২০২২ সকাল ৮:৪৯

মলাসইলমুইনা বলেছেন: হাহাহা --আমাদের ভাগ্নিরা নিদ্রালু হবে আর তাদের মা রাত জাগালু হবে ! আমাদের তাতেই চলবে । তাদের দুজনকে ঘুমপাড়ানি মাসি পিসির কাছে দেবার পরে ব্লগে একটু আসলে, একটু লিখলেও হবে কোনো অসুবিধে নেই । আমাদের ভাগ্নিদের জন্য আদর ।

০৭ ই মার্চ, ২০২২ দুপুর ১২:০৪

নীল-দর্পণ বলেছেন: ভাগ্নীদের মা'য়ের চাইতে তাদের বাবা বেশি রাত জাগালু। তারা উউউ করে ওঠার সাথে সাথেই বাবা হুউউ করে উঠে খাবার বানিয়ে খাওয়ান।
আদর পৌছে দেওয়া হবে তাদের কাছে।
ইনশাআল্লাহ তাদের কান্ডকীর্তি নিয়েই উপন্যাস লেখা যাবে সামনে। :D
আল্লাহ সুস্থ রাখুন আপনাদের সেই দোয়া করি।

২৭| ১৮ ই মে, ২০২২ সকাল ৯:৩৮

নতুন নকিব বলেছেন:



সত্যিই অন্যরকম আনন্দের একটি সংবাদ। আশ্চর্য্যজনক অতি বিরল ঘটনাও নিঃসন্দেহে। কারণ, জমজ সন্তান হওয়ার পরপরই পুনরায় আবার জমজ সন্তান লাভ করার ঘটনা সচরাচর ঘটে কি না, আমার জানা নেই।

বিশ্বাস করি, নিশ্চয়ই আল্লাহ তাআ'লা আপনার ডাক শুনেছেন, হৃদয়ের অন্ত:স্থল উৎসারিত বিনীত প্রার্থনা মঞ্জুর করেছেন এবং সর্বোপরি একইসাথে দু'টি সন্তান লাভের পরে হারানোর ব্যথা বিদূরিত করার জন্য আপনার মনের ঐকান্তিক বাসনা তিনি পূরণ করেছেন।

তাঁর কাছে আমাদের প্রার্থনা, তিনি দু'জনকেই সুস্থতার সাথে দীর্ঘায়ূ করুন এবং নেককার, পরহেযগার ও আল্লাহভীরু করে গড়ে তোলার তাওফিক দান করুন।

১৮ ই মে, ২০২২ রাত ৯:০৩

নীল-দর্পণ বলেছেন:
তাঁর কাছে আমাদের প্রার্থনা, তিনি দু'জনকেই সুস্থতার সাথে দীর্ঘায়ূ করুন এবং নেককার, পরহেযগার ও আল্লাহভীরু করে গড়ে তোলার তাওফিক দান করুন।
- আমিন। এভাবেই সব সময় আপনাদের দোয়ায় আমার কন্যাদের রাখবেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন এত সুন্দর মন্তব্যের জন্যে।

২৮| ২০ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

শার্দূল ২২ বলেছেন: ওরে মুক্তা!!!! মাশাললাহ, আমি জানতামিনা তোমার বেবি আছে। তোমার ডিপির দিকে তাকিয়ে তোমাকেই আমার কাছে বেবি মনে হয়। সে যাই হোক, বেবিটা কেমন আছে? বেবির মা কেমন আছে? কবে আসলো মামনিটা? কি নাম রেখেছো? আল্লাহ কিউট মায়ের কিউট বেবি গুলোকে সুন্দর সুস্থ্য রাখুক, মানুষ করে দির্ঘায়ু দিক। অনেক আদর ভালোবাসা তোমার বেবির জন্য।

আর শোনো বেবিকে মেধাবি করে বড় করবা, সেই খুজে নিবে তার রব কে,আর রব কে কতটা সন্মান করতে হয়,রবের এবাদত কি সব সে নিজেই তার মেধা দিয়ে বের করবে। রব না চিনে রবের এবাদত যুক্তিক নয়।

শুভ কামনা তোমার বেবির জন্য এবং অমার জন্য ভাইয়া।

২১ শে মে, ২০২২ রাত ১২:০৭

নীল-দর্পণ বলেছেন: আমি আমার মায়ের কাছে ছোট্ট মেয়েটাই আছি এখনো এবং থাকবো (আমার ছোট কেউ নাই তাই) । B-)
বেবিরা এবং তাদের মা আলহামদুলিল্লাহ ভালো আছে।

রবকে তো আগে চেনাতে হবে, নাহয় সে চিনবে কী করে বলেন তো? আমাদেরকে অ আ A B হাতে ধরে শিখিয়েছিল বলেই না শিখেছিলাম আমরা তাইনা? :)

যাহোক সুন্দর মন্তব্যের জন্যে ধন্যবাদ জানবেন। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.