নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদৃষ্টরে শুধালেম, চিরদিন পিছে, অমোঘ নিষ্ঠুর বলে কে মোরে ঠেলিছে?সে কহিল, ফিরে দেখো। দেখিলাম থামি, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি।

মুবিন খান

নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।

মুবিন খান › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন স্বপ্ন কথাবার্তা

২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:১০



ঘুমেরা এসে ডাকাডাকি করে।
আমি বলি, যাব না।
তখন ঘুমেদের পেছনে ঘাপটি মেরে থাকা স্বপ্ন চুপি দেয়।
আমি তো ওদিক পানেই তাকায়ে, চোখে চোখ পড়ল তাই।

ধরা খেয়ে লজ্জা হয় স্বপ্ন। তখন অধোবদনে বলে, চা খাবা?
আমি বলি, খাবো। দেও চা। কড়া লিকার। চিনি এক চামচ। বেশি করে দুধ দিয়ে বানাবা।
স্বপ্ন এবারে আরও লজ্জা হয়। লজ্জা হয়ে বলে, চুলা নিয়ে ঘুমাব বলে পরিকল্পনা ছিল, কিন্তু ভুলে গেছি।
আমি বলি চা ছাড়া তো গল্প-আড্ডা পাইনসা। এখন উপায় একটাই — হাঁটাচলা করতে করতে গল্প করা লাগবে।
স্বপ্ন বলে, চলো হাঁটাচলা করতে করতে গল্প করি।
আমি বলি, গরম লাগবে তো। চলো নদীতে চুবাচুবি খেলি।
স্বপ্ন বলে, চুবাচুবি করলে নদীতে ক্যান, সমুদ্র কামড় দিছে?

তখনই বিকট গর্জনে সামনের ধূধূ প্রান্তর গোগ্রাসে গিলতে গিলতে একটা ঢেউ ছুটে আসতে লাগল।

আমি বলি, সাঁতার জানো তো?
স্বপ্ন বলে, তুমি জানো তো, ওতেই হবে।

বোঝা গেল, আমারে লগে লয়েই ডুববে।

এবারে আমি বলি, তাইলে লগে করে অক্সিজেন সিলিন্ডার লয়ে আইসো, ডুবে ডুবে জল খাওয়া লাগবে। মইরা গেলে তো হবে না।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:৪৫

সোনাগাজী বলেছেন:



ইহা পড়ে আমার ভালো লাগে ভালোই হতো!

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২

মুবিন খান বলেছেন: ঘটনা না।

২| ২২ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৪৬

রাজীব নুর বলেছেন: পড়লাম।

২২ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১২

মুবিন খান বলেছেন: ড়লেন জেনে ভাল্লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.