নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের পরিচয় লেখার মত বিখ্যাত বা বিশেষ কেউ নই। অতি সাধারণের একজন আমি। লিখতে ভাল লাগে। কিন্তু লেখক হয়ে উঠতে পারি নি। তবে এই ব্লগে আসা সে চেষ্টাটা অব্যাহত রাখার উদ্দেশ্য নয়। মনে হল ভাবনাগুলো একটু সশব্দে ভাবি।
শোন, আমারে পাপী হইতে হবে
আমারে অনেক অনেক পাপ করতে হবে
শুনছি ঈশ্বর নাকি তার প্রিয় মানুষদের
ধরেবেন্ধে নিজের কাছ লয়ে যায়!
ঈশ্বরের কাছে যেয়ে কি করব আমি!
তার লগে তো আমার কোনো আয়ব্যয় নাই
এই না যাওয়ার তরে পাপ লাগবে আমার
আমার অনেক অনেক পাপ দরকার।
তুমি আমার পাপ হবা? হবা পাপের কারণ?
অরাজি হয়ে লাভ নাই গো
তোমার লোভে লোভে ঈশ্বররে আমি
বুইড়া আঙুল দেখায়ে দিছি।
তোমারে লয়ে তোমার লগে- দুজনে মিলে
পৃথিবীর সকল পাপ করব আমরা
বেহেশতে বসে সত্তর হুরেরা আফসোসে দেখবে
পৃথিবীই বেহেশত হয়ে গেছে তখন।
২০ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৫:৫৯
মুবিন খান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১| ১৯ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৯
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।